বাংলাদেশেকে ভোট দিন! বিশ্ব দরবারে বাংলাদেশকে জিতিয়ে দিন! ভোট দেবার পরিপূর্ণ টিউটোরিয়াল!

তথ্যপ্রযুক্তির মাধ্যমে মৌলিক ও জনকল্যাণকর প্রযুক্তি উদ্ভাবন ও এ সম্পর্কিত সেবা প্রদানের স্বীকৃতি হিসাবে প্রতিবছর জাতিসংঘেরওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস WSIS)-২০১৫ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর বাস্তবায়িত প্রকল্প  ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগতবছর আন্তর্জাতিক এই পুরস্কার পায়। তারই ধারাবাহিকতায় এবারও প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের তালিকায়চারটি ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে বাংলাদেশের সাতটি উদ্যোগ।

  • উদ্যোগগুলো হলো অ্যাক্সেস টু ইনফরমেশনের শিক্ষক বাতায়ন’,
  • অ্যাক্সেস টু ইনফরমেশন ও বেসিসের যৌথ উদ্যোগে বাস্তবায়িত জাতীয় তথ্য বাতায়নএবং
  • বেসিসের সদস্য কোম্পানি সিনেসিস আইটির মোবাইল স্বাস্থ্যসেবা বিষয়ক প্রকল্প  ‘ এমহেলথ’,
  • প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কৃষি তথ্যসেবা বিষয়ক প্রকল্পহেলো ১৬১২৩’,
  • এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের আমাদের ডাক্তারফার্মার কোয়ারি সিস্টেম’,
  • উইন মিয়াকি লিমিটেডের কৃষি তথ্য সার্ভিস ২৭৬৭৬

আর এই সাতটি প্রকল্পকে ভোট প্রদানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তি নিশ্চিত করতে সবার কাছে ভোট চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডাব্লিউএসআইএস এর প্রকল্প পুরস্কার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে নিয়ে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১বাস্তবায়ন এবং ৫ বছরের মধ্যে মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতিস্বরূপ গতবছর এটুআইকে এই পুরস্কার দেওয়া হয়।

সেটাই প্রথম বাংলাদেশের কোনো উদ্যোগ ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির চূড়ান্ত পর্যায়ে পুরস্কৃত হয়। এবার আমাদের সামনে রয়েছেসাতটি প্রকল্প। ২৫ হাজার ওয়েবসাইট সমৃদ্ধ জাতীয় তথ্য বাতায়ন বিশ্বের সর্ববৃহৎয়েবও পোর্টাল। আর এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সকল সেবা পৌছেঁ দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া শিক্ষকদের মানোন্নয়ন ও দেশের শিক্ষাখাতকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুতগতিতে এগিয়ে নিতে তৈরি করা হয়েছে শিক্ষক বাতায়ন

এছাড়া বেসরকারিভাবে তৈরি এমহেলথ প্রকল্পটি এ পর্যন্ত প্রায় ১ কোটি মানুষকে ঘরে বসেই চিকিৎসা সেবা ও তথ্য পাওয়ার সুবিধা দিয়েছে।এছাড়া দেশি অন্যান্য আরও চারটি প্রকল্প মিলে মোট সাতটি প্রকল্পই আন্তর্জাতিকভাবে বিজয়ী হওয়ার যোগ্য। আর এজন্য প্রয়োজন সর্বাধিক সংখ্যক ভোট। তাই বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দ্রুতগতিতে অনেকাংশে এগিয়ে গেছে এটির স্বীকৃতি পাওয়ার জন্য সকলের উচিত ভোট দেওয়া। তাই আসুন সবাই সম্মিলিতভাবে ভোট দিয়ে আমাদের প্রাপ্য স্বীকৃতি অর্জন করে নিই।

আরও জানা যায়, এমহেলথগত পাঁচ বছর ধরে বাংলাদেশের প্রায় ১ কোটি জনগোষ্ঠীকে মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান করেছে। এখনও প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ কল করে এই সেবা নিচ্ছেন। পাশাপাশি ২ লাখ ৫০ হাজারেরও অধিক মানুষ প্রতিদিন এর মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ও পরামর্শ পাচ্ছেন। বর্তমানে এই সেবা প্রদানে ৬৫ জনেরও অধিক এমবিবিএস ডাক্তার দিনরাত ২৪ ঘণ্টা নিয়োজিত আছেন।

যেভাবে ভোট দিবেনঃ 

  • প্রথমে আপনাকে WSIS INT এই ওয়েব সাইটে এই লিঙ্কে প্রবেশ করুন।

  • তারপর নিচের ছবির মতো রেজিস্টার লিঙ্কে ক্লিক করে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ই-মেইল দিন।

  • তারপর নিচের ছবির মতো একটি ম্যাসেজ দেখাবে।

  • এবার আপনি আপনার দেওয়া মেইলে প্রবেশ করুন। সেখানে নিচের ছবির মতো একটি মেইল যাবে। সেখান থেকে আপনি মেইলের লিঙ্কে প্রবেশ করুন এবং একাউন্ট কনফার্ম করুন।

তারপর পুনরায় এই লিঙ্কে প্রবেশ করুন। নিচের ছবির মতো জায়গায় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

  • তারপর নতুন পেজ আসবে।
  • এখানে আপনাকে Organisation Name এর এখানে Access to information দিতে হবে (কপি করে ওখানে পেস্ট করতে পারেন), Organisation Type এর এখানে Government সিলেক্ট করুন এবং Organisation Country এর জায়গায় Bangladesh সিলেক্ট করবেন অবশ্যই। (নিচের ছবি দেখে করুন)। তারপর সাবমিটে ক্লিক করুন।

  • এরপর নিচের ছবির মতো ভোট (Vote) অপশনে ক্লিক করুন।

  • এখানে উল্লেখ্য আপনাকে ১৮ ক্যাটাগরিতে ভোট প্রদান করতে হবে। সেখান থেকে ৩,৪,১০ এবং ১৩ নম্বর ক্যাটাগরিতে বাংলাদেশের ৭ টি বিষয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে। তবে আপনাকে ১৮ ক্যাটাগরির সবগুলোই একটি করে ভোট দিতেই হবে।
  • নিচের তীর চিহ্নিত অপশনের মাধ্যমে আপনাকে ভোট দিতে হবে। এভাবে ১৮ পেজে ভোট দিতে হবে।

  • তারপর কনফার্ম করতে হবে। (এটা নেক্সট পেজে আসবে)

  • এক্ষেত্রে আমি বলবো আপনি সব ক্যাটাগরিতে ইচ্ছামতো ভোট প্রদান করুন।
  • শুধু মাত্র ৩,৪,১০ এবং ১৩ নম্বর ক্যাটাগরিতে বাংলাদেশের বিষয়গুলোতে ভোট প্রদান করুন।
  • আপনাদের ভোট প্রদানের সুবিধার জন্য আমি ভোট দেওয়ার সময় একটি করে স্ক্রিন শট নিয়ে রাখছি যেটা দেখে আপনি চোখের পলকে বাংলাদেশ বিষয়গুলোতে ভোট দিতে পারবেন।

ক্যাটাগরি ৩-

ক্যাটাগরি ৪-

ক্যাটাগরি ১০-

ক্যাটাগরি ১৩-

  • তবে আরেকটা জিনিস মনে রাখবেন ৩,১০ এবং ১৩ নম্বর পেজে ২ টি করে বাংলাদেশ ক্যাটাগরি থাকলেও আপনি কিন্তু সেখান থেকে মাত্র ১ টি ভোটই দিতে পারবেন।
  • সেহেতু একটু বুঝে শুনে ভোটটা প্রদান করবেন।

বাংলাদেশ ক্যাটাগরি খুজে পেতে আরও সহযোগিতা করতে নিচে সব গুলো ক্যাটাগরির একটি ফাইল দিয়ে দিলাম (দেখে ভোট দিবেন, যদিও উপরের স্ক্রিন শটগুলো দেখে ভোট দিতে আরও সুবিধা হবে)

WSIS Nominated Bangladeshi Projects: A Snapshot

 

SL.

Category

Nominated Project

Organization Name

Organization Type

1.

Category 3: Access to information and knowledge

Hello 16123, Krishi call centre: a fastest and cheapest agricultural solution in BangladeshPractical Action BangladeshInternational
2. National portal (reaching the information-have-nots through national portal)Prime Minister's OfficeGovernment
3.

Category 4: Capacity building

Teachers portal for empowermentPrime Minister's OfficeGovernment
4.

Category 10: ICT applications: benefits in all aspects of life, E-health

mHealth, a mobile based medical counselling and health information dissemination serviceSynesis IT Ltd.Business sector
5. Amader daktarmPower Social Enterprises LtdBusiness sector
6.

Category 13: ICT applications: benefits in all aspects of life, E-agriculture

Krishi tathyo service 27676 (agri helpline)Win Miaki Ltd.Business sector
7. Farmer query system - a smartphone application based agro-advisory servicemPower Social Enterprises LtdBusiness sector

Notes:

  • A country can win two projects at the same time
  • Total Number of Nominated Projects – 299
  • 7 nominated projects from Bangladesh out of 4 categories
  • Out of the four nominated categories
    • Category (c)13 records the highest number of entries of 46
    • C4 with 30 entries
    • C10 with 21 entries
    • C13 with 15 entries

ভোট দেওয়ার শেষ তারিখঃ ১ লা মে ২০১৫


আসুন বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরি।

আর খুব বেশি হলে ১০ মিনিট সময় লাগবে এই ভোট দিতে, তাহলে কেন দিবেন না বলেন। দেশটা আমাদেরই তো!!

বুঝতে সমস্যা হলে আমাকে টিউমেন্টে জানাতে পারেন যেকোন সময়।

আর যতো পারবেন এই টিউনটি সবার মাঝে শেয়ার করে ভোট দিতে উৎসাহিত করুন।

আশা করি সমস্যা হবে না।

ধন্যবাদ সবাইকে।  😆

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি চারটা আইডি দিয়ে দিয়েছি।

দেশীয় লুল মার্কা নির্বাচনে জন্মসূত্রে প্রাপ্ত অতি প্রিয় কিন্তু সর্বদা উপেক্ষিত নিজের ভোটাধিকার-টা প্রয়োগ না করলেও এসব ক্ষেত্রে বরাবরই উৎসাহ হারাই না…….ভোট দিলাম- আশাকরি কিছু পুরস্কার পাব….

ধন্যবাদ সর্দারজী 😆

ভোট দিলাম

আমারাও আপনার সাথে একমত

এই মাত্র দিলাম । ( আচ্ছা আমার comment এর বদলে Tumment আসছে কেন? )

    @alihasan045: টেকটিউনসে যেমন টিউন শব্দের জন্মদাতা বাংলাদেশে, ঠিক তেমনি টিউমেন্ট!! এজন্য এখন থেকে টিউমেন্ট!! 🙂
    টেকটিউনস ইউনিক!!

এই মাত্র ভোট দিলাম প্রথম হয় নাই। মনে সন্দেহ ছিল পরে আরেক আইডি দিয়ে দিলাম

বাংলাদেশিরা কী টেকটিউনস ব্যবহার করে না নাকি? এই টিউনস টার ভিউ এত কম।

Level 0

সুন্দর পোস্ট।