কথাটা শুনতে অদ্ভুত-ই শোনায় । জাহান্নামের আবার দরজা আছে নাকি !
হ্যা, সত্যি সত্যিই কেউ জাহান্নামের দরজা খুজে পায়নি । তবে তুর্কেমিনিস্তানের আহাল প্রদেশের মরুভুমিতে বিশাল এক গ্যাসকুপকে – কে এই নামে অভহিত করা হয়। প্রায় ৭০ মিটার প্রশস্ত এই কুপ টি ১৯৭১ সালে প্রথম সোভিয়েত বিজ্ঞানীদের দ্বারা খোলা হয় । তারা সেখানে মুলত গ্যাসের জন্য ড্রিল করছিলেন।
আপনি তাদের অনুভুতি বুঝতে চেষ্টা করুন , যখন তারা ড্রিলিং -এর জায়গার পাশে ক্যাম্প করেছিলো । কথাবার্তা ছাড়াই হঠাত করে পুরো জায়গাটা তলিয়ে যায় এবং তারা নিজেদের আবিষ্কার করলো প্রায় ২০ মিটার গভীর একটা গর্তে !
ভাগ্যক্রমে কোনো বিজ্ঞানী নিহত হয় নি , তবে মিথেন গ্যাস বাহিরে ছড়িয়ে পড়ে পরিবেশের মারাত্নক ক্ষতি করে। এবং কাছের গ্রামগুলোর অধিবাসীর স্বাস্থের ব্যাপক ক্ষতি করেছিলো ফলশ্রুতিতে কয়েকজন মারাও পড়েছিলো । তো বিজ্ঞানীরা সিদ্বান্ত মোতাবেক খালি গ্যাস বেরিয়ে যাওয়াকে রোধ করতে কুপে আগুন ধরিয়ে দেন । চিন্তা ছিলো অল্প কয়দিনে সব গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে। সেই পরিস্থিতিতে এই সিদ্বান্তটি ছিলো যৌক্তিক এবং সঠিক । কিন্তু তারা বোধোহয় কেউই জানা তো দূরে থাক ভাবতেই পারেনি ব্যাপারটা ।
কুপটি ৪৩ বছর থেকে এখনো জ্বলছে !
বিঃদ্রঃ সর্বপ্রথম এখানে প্রকাশিত।
আমি কমনার ওয়েব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সো স্যাড ম্যাটার।