সর্বশেষ টেক নিউজ [পর্ব-০৪] :: ২ লক্ষ+ টাকার আই,টি স্কলারশিপ। ‘পাল্টে দিন ভবিষ্যৎ, বদলে নিন নিজেকে’। তথ্য-প্রযুক্তির সেরা স্কলারশিপ।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (Islamic Development Bank-Bangladesh Islamic Solidarity Educational Wakf (IDB-BISEW)) সৌদি আরব এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগের ব্যাংক। এই ব্যাংক বাংলাদেশের আইটি সেক্টরকে উন্নত করার জন্য নানভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে এই উদ্যোগ। (অনুরোধের টিউন)

‘পাল্টে দিন ভবিষ্যৎ, বদলে নিন নিজেকে’।

উদ্দেশ্যঃ

বাংলাদেশের আইটি শিক্ষার প্রসারতা এবং দক্ষতা উন্নয়ন এই স্কলারশিপের মূল উদ্দেশ্য। ১ হাজারের বেশি প্রশিক্ষক এবং এযাবৎ ৪ হাজারের বেশি স্টুডেন্ট এই স্কলারশিপ নিয়ে স্বাবলম্বী।

এখানকার স্টুডেন্টরা বিনা খরচে এই শিক্ষা পাবে। এমনকি প্রতি মাসে ২ হাজার টাকা এলোয়েন্স দেওয়া হবে।

কারা এই শিক্ষা নিতে পারবেঃ

শুধুমাত্র অনার্স পাস স্টুডেন্টরাই এই স্কলারশিপ নেওয়ার সুযোগ পাবে। তবে পূর্বে কম্পিউটার নলেজ না থাকলেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আপনি আরও বিস্তারিত জানতে চাইলে এখান থেকে জানতে পারবেন।

কোন কোন বিষয়ে শেখানো হবেঃ

যে যে বিষয়ে শেখানো হবে

কীভাবে অ্যাপ্লাই করবেনঃ

  • প্রথমে এই লিঙ্কে প্রবেশ করুন।
  • তারপর নির্দেশিকা অনুসারে সব তথ্য পূরণ করুন।
  • তারপর সার্টিফিকেট অনুসারে সকল তথ্য দিয়ে সাবমিট করুন এবং এডমিট কার্ডটি প্রিন্ট করে নিন।
  • আমি সিলেক্ট হলে আপনাকে একটা এক্সামের জন্য ডাকা হবে। সেটাতে উত্তীর্ণ হলে একটা কম্পিউটার বেজড এক্সাম নেওয়া হবে।

সবগুলা ভালোভাবে উত্তীর্ণ হতে পারলে আপনি স্কলারশিপের জন্য মনোনীত হবেন।

বিস্তারিত জানতে IDB-BISEW এর ওয়েব পোর্টালে যোগাযোগ করুন। এটা গত বছরের প্রসপেক্টাস

আশা করি বুঝতে সমস্যা হবে না। তারপরও কোন সমস্যা হলে ওদের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

সবার উজ্জ্বল তথ্য-প্রযুক্তি ভবিষ্যৎ কামনায়।

ধন্যবাদ সবাইকে।

আরও কিছু ফিচারড টিউনঃ

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলোজি এর জন্য কোন সুযোগ নাই। হতাশ হইলাম 🙁

আমি অবশ্য আগেই এপ্লিকেশন করেছি , কিন্তু চান্স পাইব বলে মনে হয়না। ভাই এখানে কেমন এক্সাম হতে পারে? আর বিগত সালের কোশ্চেন কি আছে আপনার কাছে? দেখতাম আর কি কি রকম টাইপের প্রশ্ন হয়?

    @Md.Samiul Islam Neon: বিগত সালের প্রশ্ন নাই আমার কাছে, তবে গুগল সার্চ দিয়ে দেখতে পারেন। ধন্যবাদ। 🙂

Level New

vai, exam date klobe???

Level New

Ok Thanks@আই,টি সরদার, I have applied.

আমি অবশ্য আগেই এপ্লিকেশন করেছি , কিন্তু চান্স পাইব বলে মনে হয়না।

English and Math ( Analytical Ability) Only .
No Computer related question .

বেশ ভালো উদ্যোগ।

vai amar akta Question ? ai course kore future ki hote pare……ar present ar value koto aktu jodi bolten tahole onek valo hoto.