কপিপেষ্ট এক্সপার্টরা আপনাদের জন্য অনেক কিছু নিয়ে এলাম। এডমিন ও অন্যরাও আমন্ত্রিত

আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা। আমি বেশি ভালো নেই...

গরম এই দুপুরে গরম সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউন।

আসলে কোথায় থেকে শুরু করব নিজেই বুঝতে পাচ্ছি না। দুই কোটির অধিক ভিজিটর এর একটা বিশাল পরিবার আমাদের এই টেকটিউন্স। এত বড় প্লাটফর্মে  এমনটা হতেই পারে তবে একটা লিমিট তো আছে তাই না? প্রথমে আপনাদের একটা প্রশ্ন করি।

আমরা টেকটিউন্সে কেন আসি?

আমার মনেহয় শতকরা ৮৫% উত্তর দিবে নতুন কিছু শিখতে বা জানতে। আর বাকি ১৫% হয়তো নতুন মোবাইল অপারেটর অফার, ফ্রিনেট ইত্যাদির সমন্ধে বলতে পারেন।

তাহলে এখন আমার প্রশ্ন হল যেখানে আপনারা নতুন কিছু শিখতে আসছেন সেখান থেকে চুরি করেন কেন?

হ্যা আমি আপনাদের চোর বলেই সম্বধোন করব যারা টেকটিউন্স হতে টিউন কপি পেষ্ট করে নিজের ব্লগ চালান।

টেকটিউন্স হতে যেহেতু কিছু শিখতেই এসেছেন তাহলে অন্যের টিউন কপি না করে নিজের মত করে কিচু লিখুন। আচ্ছা ধরলাম আপনার কাছে টেকটিউন্স এর কোন পোষ্ট ভালো লেগেছে। আপনি তা আপনার ব্লগে দিতে চান। তাহলে সেই পোষ্টের টিউনারের সাথে যোগাযোগ করলেই তো পারেন। কেননা এখানে যারাই টিউন করে তারা প্রায় সবাই টিউনের নিচে নিজের ফেসবুক আইডির লিংকটা দিয়ে দেয়। অন্তত্ব তাদের ফেবুতে একটা মেসেজ তো করতে পারেন। তাহলেই তো আপনাকে আর চোর হতে হয় না।

ঠিকআছে ধরলাম আপনার আমার এই টিউনটা ভালোলেগেছে আপনি আমাকে ফেসবুকে মেসেজ করলেন কিন্তু আমি আপনাকে এটা আপনার ব্লগে প্রকাশের অনুমতি দিলামনা। তাহলে যেহেতু আপনি এখানে কিছু শিখতেই এসেছেন তো অমার লেখাটা আপনার ব্লগ বা সাইটে নিজের মত করে লেখেন। দেখবেন আপনিও একসময় একজন দক্ষ টিউনারের মত টিউন করতে পারবেন।

সবচেয়ে খারপ কখন লাগে জানেন?

ধরুন আপনার ঘড় হতে একজন চোর আপনার সার্ট চুরি করে নিয়ে গেছে। আপনি সার্টটা আর খুজে পেলেন না তখন হয়তো আপনার কিছুটা খারাপ লাগবে। কিন্তু ওই চোর যদি আপনার সার্ট চুরি করে আবার সেই সার্ট আপনার সামনেই পড়ে আসে বা আপনাকেই এসে বলে যে এটা আমি কিনলাম এটা আমার তখন আপনার কেমন লাগবে বলেনতো। নিচে একটা উদাহরন দেখুন

এই MH Santo বেয়াদব আমার টিউন কপি করে আবার টেকটিউন্স গ্রুপেই তার লিংক সেয়ার করেছে । কেমন লাগে বলেন? পুরোটাই আমার লেখার হুবহু কপি । আমার টিউনটা দেখতে পারেন।

এন্ড্রয়েডের জন্য ডাউনলোড করে নিন অরজিন্যাল “বিজয়” বাংলা কি বোর্ড। মাত্র 99.9 কেবি। মিডিয়াফায়ার লিংক।

কথায় আছে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর..

কপি পেস্ট এক্সপার্ট ভাইসব আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, যেহেতু নেট ব্যবহার করা শিখেছেন। ব্লগ তৈরি করা শিখেছেন, ব্লগে পোষ্ট করা শিখেছেন তাহলে আপনি তো অনেক কিছুই পাড়েন তো এখন একটু কষ্টকরে নিজে নিজের মত করে লেখালেখি করা শেখেন। কেমন

দেখবেন একসময় আপনিও অনেক ভালো টিউনার হয়েগেছেন। আর তার পরও যদি একা শিখতে সাহষ না পান তো আমার সাথে কন্টাক করেন আমি আপনাকে ভালোভাবে ব্লগিং করা শেখাবো। ফ্রি...

এবার একটু মডারেটদের ও গ্রুপ এডমিনদের কাছে আসি....

প্রিয় মডারেট গন আপনারা নিয়ম করেছেন টেকটিউন্স-এ কোন কপিপেষ্ট টিউন করা যাবে না তাহলে ব্যন হতে হবে। তাহলে যারা টেকটিউন্স হতে টিউন কপিপেষ্ট করে তাদের স্বাস্তি কি? জানাবেন প্লিজ।

আর প্রিয় ফেসবুক গ্রুপ ও পেজ ম্যানেজমেন্ট এডমিনগণ আপনারা নিশ্চই পেজ ও গ্রুপ গুলো খুলেছেন টেকটিউন্স সেইসব ইউজারদের জন্য যারা টেকটিউন্স জন্য নিবেদিত প্রান। যারা নিজের সার্থ বাদ দিয়ে টেকটিউন্স-এ লেখালেখি করে বা টেকটিউন্স ভালোবাসে তাদের জন্য। তাই না । তাহলে শান্ত-এর মত ফেসবুক ইউজার রা যারা টেকটিউন্স এর টিউন কপি করে আবার টেকটিউন্স এর গ্রুপেই তার রিংক দেয় তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা কেন নেন না। টেকটিউন্স-এ স্পামিং এবং রেফারেল শেয়ার করা নিষেধ তাহলে যারা টেকটিউন্স এর গ্রু বা পেজে স্পাম করে বা রেফারেল লিংক শেয়ার করে তাদের আপনারা ব্লক করেননা কেন? নাকি আপনাদের হাতে এত সময় নেই?

যদি সময় না থাকে আমাকে বা আমার মত কাওকে এডমিন প্যানেলে এড করেন। দেখেন সব স্পামারদের কি ভাবে সাইজ করতে হয়। কোন বেতন লাগবেনা আমি জানি যারা টেকটিউন্স-কে সত্যি ভালোবাসে তারা একাজ আনন্দের সাথে সেচ্ছাশ্রমের ভিত্তিতেই করবে।

প্লিজ আমার কথাগুলোকে কেউ খারাপ ভাবে নিবেন না। আসলে অনেক কষ্টে আর অনেক সময়নিয়ে লেখা একটা টিউন যখন কয়েক সেকেন্ডে কপি পেষ্ট হয় তখন মাথা ঠিক থাকে না।

কপিপেষ্টার গন শুনুন আপনারা আপনাদের এই মহৎ কর্মকান্ড বাদ না দিলে এখন আপনারা যাদের টিউন কপি করছেন তারা একসময় আর টিউন করবে না। তখন আর কিছু শিখতেও পারবেন না। কিছু কপিও করতে পারবেন না। আম-ছালা দুইই যাবে আপনাদের। বুঝলে আপনাদের ভালো আর না বুঝলেও আপনাদের ভালো।

পরিশেষে একটা কথাই বলব কপি পেষ্ট ছাড়ুন। নিজে কিছু করার চেষ্টা করুন, হোক তা অন্যকে ফলো করে। ভালো থাকবেন সবাই

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার কথা ঠিক। কিন্তু টেকটিউনস আমাকে বিনা কারনে ব্লক করে রেখেছে ২ বছর আগে সদস্য হয়েছিলাম কোন টিউন করিনি ।তাহলে নীতিমালা কিভাবে বঙ্গ করলাম ।সাপোর্ট এ প্রতিবেদন করেও কোন উত্তর পাচ্ছি না। যার কারনে টিউন করার ইচ্ছে থাকলেও টিউন করতে পারছি না।

ধন্যবাদ এরকম প্রতিবাদ করার জন্য।

Level 0

সব খানেই ভাগ্য লাগে।

কষ্ট তখনি লাগে, যখন চোর চুরি করে আবার বলে এটা আমার। ধন্যবাদ ভাই

সেই চোরেরাই তো ডিঝিটাল টিউনার

Level 0

ঠিক কথা

অনেক দেখেছি , শত চেস্টা করের এই চোর দের থামানো সমভব না 🙁

আমি তো চিউন করতে পারি না।।।

Level 0

অ্যাডমিন ও মডারেটর, আমার কথা সত্যি বলে কি আমার কমেন্টটা ডিলিট করে দিলেন।

    @Ranjit roy: টেকটিউনস মডারেটর বা সাইট ম্যারেজারের টিউন ডিলিট করার প্রয়োজন হয় না। টিউনার নিজের টিউনের টিউমেন্ট নিজে মডারেট করতে পারেন।