ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার ২০১৫ অনলাইনে দেখে নিন। ঢাকার বাইরে আছেন তাই কি হয়েছে সবার জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার।

অনলাইন পেশাজীবী এবং প্রযুক্তিবিদ দের মিলনমেলা ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার। প্রযুক্তি প্রতিষ্ঠানকে মানুষের মাঝে পরিচিত করারও এক বড় মাধ্যম এই ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার। অনলাইন পেশাজীবীদের এক বড় মিলন মেলা এই ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার। এ আয়োজনে ২৫টিরও  বেশি দেশ থেকে যোগ দিচ্ছেন ৮৫ জন আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা।

তথ্য-প্রযুক্তির নতুন নতুন সুখবরও পাই আমরা এই প্রযুক্তি মেলার মাধ্যমে। এবারের এই ডিজিটাল মেলা ২০১৫ ৯ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মানে আজকে শেষ হয়। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ উদ্বোধন করএন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। ২০১৫: ‘ফিউচার ইজ হিয়ার’ শ্লোগানে শুরু হয়ে আজ শেষ হল প্রযুক্তিপ্রেমীদের মিলন মেলা।

দেখে নিন এক নজরে ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার ২০১৫:

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ উদ্বোধন করএন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী

তরুণ প্রযুক্তিপ্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। শুরুতেই রেজিস্ট্রেশন দিয়ে শুরু মেলার ভেতরে প্রবেশের দ্বার।

তরুণ তথ্য-প্রযুক্তিবিদদের ছিল উপচে পড়া আগ্রহ

ভেতরে ঢোকার মুহূর্তেই ছিল গুগল বাস। গুগল বাস বাংলাদেশ দেখার সৌভাগ্য ছিল সবার জন্য।

ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ারে গুগল বাস বাংলাদেশ

আমিও সুযোগ হাত ছাড়া করলাম না ফটো ক্যাপচার নিতে।

দাঁড়িয়ে পড়লাম গুগল বাসের সামনে

ফেয়ারের প্রথমেই ছিল সরকারি সব স্টল। ডিজিটাল বাংলাদেশের সকল স্টলে দেখানো হচ্ছে সরকারি বিভিন্ন সেবা এবং কার্যক্রম। সরকারি স্টলগুলো আসলেই দারুণ ছিল।

তথ্য-প্রযুক্তি মন্ত্রনালয়ের স্টল

আরও কিছু স্টল।

তারপর মোবাইল ইন্নোভেশন এন্ড এক্সপোতে ছিল দারুণ দারুণ সব প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ। সবাই যেখানে পরিচিত হচ্ছে নতুন নতুন সব প্রযুক্তির সাথে।

স্টিভ জবসের সাথে ছবি উঠানোর দারুণ সুযোগ 🙂
আইনস্টাইনের সাথেও নিতে পারেন এই দারুণ ক্যাপচার 😀

দ্বিতীয় তলায় ই-কমার্স বিজনেস এবং আরও নতুন নতুন অনলাইন সেবার সাথে পরিচিত হওয়ার সুযোগ।

উপর থেকে ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার এক পলকেঃ

কি আর কিছু মিস হয়েছে মনে হচ্ছে? দেখা হবে আবার ডিজিটাল ওয়ার্ল্ড ফেয়ার ২০১৬ এ। আর আমিতো আছিই আপনাদের সাথে টেকটিউনসে।

প্রতিবেদনঃ মেলা থেকে ঘুরে এসে। 🙂

শেষ মন্তব্য-

আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে।

আমি কপি-পেস্ট কোন টিউন করবো না ওয়াদা করেছি, আপনি করেছেন তো? 

আমি ফেসবুক | টুইটার | গুগল প্লাস | আমার ব্লগ 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াউ! 😮
তপু ভাই, আপনার কথামতো আজ না গিয়ে ২টা জিনিস মিস করে ফেলছি বলে মনে হচ্ছে।
১. আপনার সাথে ঘুরার সুযোগ এবং
২. এই রকম চমৎকার জিনিস দেখার সুযোগ।
ছবি দেখেই তো পুরা ফিদা হয়ে গেলাম।

হুম, মেলা যতই অস্থির হোক না কেন আয়োজকদের জ্ঞানবুদ্ধি নিয়ে আমার সংশয় আছে….অন্তত শুক্রবার দিনটা টেনে ফেলতে পারত মেলার সীমার মধ্যে- কাছে থেকেও চাকরির কারণে এমন সুযোগটা এবার মিস করলাম…..কী কারণে ছুটির দিনটা বাদ দিল বুঝলাম না!!!
ছবিগুলো দিয়ে অন্তত ঘোলের স্বাদটা বাড়িয়ে দিলেন যেন……ধনেপাতার শুভেচ্ছা 🙂

    @নিওফাইট নিটোল: আসলে এই হরতালের সময় আর ১/২ দিন বেশি করতে পারতো। 🙁 আমি জাস্ট ডিজিটাল মেলা উপলক্ষে ঢাকার বাইরের অনেকের জন্য টিউনটা করছিলাম। কয়েকজন রিকুয়েস্ট করছিল।
    ধন্যবাদ।