শিরোনাম দেখে হয়ত অনেকে মাথায় হাত দিয়ে দিয়েছেন। আবার হয়ত অনেকে নিজেই নিজের চুল টানতে শুরু করেছেন। আবার হয়ত অনেকে আমায় গালা-গালি দিতে শুরু করে দিয়েছেন। ভাই দাঁড়ান!! আগে আমার কথা শুনুন। তারপর যা করার করবেন। যদি পারেন তখন না হয় নিজেই নিজের চুল গুলা টাইনা ছিড়বেন। 😀 😀 😀
তার আগে একটা কথা বলে রাখি, এই টিউনটি আমি খুব বেশী সিরিয়াস আবার খুব বেশী মজা নিয়ে করছি না। এই টিউননের মাধ্যমে বুঝনানোর চেষ্টা করবো যে, বাংলাদেশের মোবাইল অপারেটরারা কিভাবে সাধারণ জনগনের টাকা লুঠে নিচ্ছে।
৫০ মেগাবাইট ইন্টারনেট এর মূল্য প্রায় ২৯০০ টাকা। অপারেটর হচ্ছে বাংলালিংক। যারা বাংলালিঙ্ক সিম ব্যবহার করেন তারা হয়ত প্রিয়জন প্যাকেজ এর কথা জানেন। এর মধ্যে একটি অফার আছে প্রিয়জন পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে বিভিন্ন অফার, গিফট, টকটাইম, মেগাবাইট ইত্যাদি কিনা যায়। প্রতি ৮টাকা খরচে ১ পয়েন্ট জমে। বলতে আপনি যদি ৮ টাকার কথা বলেন তখন তারা আপনাকে ১ পয়েন্ট দিবে।
এই প্রিয়জন পয়েন্টে একটি ইন্টারনেট প্যাকেজ আছে, ৫০ এমবি ডাটা ৩৫০ পয়েন্ট। এবার ক্যালকুলেটর হাতে নিন। যদি প্রতি ৮টাকা খরচে ১ পয়েন্ট হয়। তাহলে ১০০ টাকা খরচে আপনি পাচ্ছেন ১২ পয়েন্ট । তাহলে ৩৫০ পয়েন্ট হয় ২৮০০ টাকা খরচ হলে। আহ!! টাকা লুঠার কত সুন্দর বিষয়...
যত দিন যাচ্ছে এক একটা মোবাইল অপারেটর নতুন নতুন বাটপারী বের করেই চলছে। আরে মশাই, এসব বাদ দিয়ে টেলিটক ব্যবহার করলে দুষ কি??
অনেকে বলতে পারেন, বাংলালিঙ্ক তো টাকা খরচ করলে কিছু না কিছু দেয়। অন্য অপারেটর তো তাও দেয় না। তাহলে সমস্যা কোথায়?
আরে মশাই আপনার কোন সমস্যা না থাকতে পারে। আপনার আশে পাশে গিয়া দেখেন আরও ৫ জন এই পয়েন্টের আশায় মিনিটের পর মিনিট খরচ করেই চলছে।
অনেকে আরও বলতে পারেন, আমি তো কথা বললে এই পয়েন্ট ফ্রী পাই। তাহলে এই পয়েন্ট দিয়ে এমবি কিনলে সমস্যা কিসের?
আগেই বলে দিয়েছি এই প্রশ্নের উত্তর। ভিন দেশী সকল মোবাইল অপারেটরাই জানে যে, বাঙালি একটু লোভপ্রবন জাতি। তাই তারা যত লোভ দেখাবো ততই তারা সফল।
মশাই এসব বাদ দেন। বাদ দিয়া দেশের সিম টেলিটক ব্যবহার করেন। অনেক আগে টিটি এবং আমার ব্লগে লিখেছিলাম যে কারণে "গ্রামীণফোন ছেড়ে "আপনি" টেলিটক ব্যবহার করতে পারেন। বিবরণ সহ বিস্তারিত" এটি পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে টেলিটক কি জিনিষ।
আর বেশী কিছু লিখবো না। পরিশেষে বলবো টিউনটি বোধহয় অযাচিত হয়ে গেছে। কিছু ভুল হলে ক্ষমাপ্রার্থী।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
Banglalink সিম ব্যবহার বন্দ করে দিব |