৫০ এমবি ইন্টারনেট এর মুল্য ২,৮০০ টাকা, এবং এটা আমাদের বাংলাদেশেই। কি! বিশ্বাস হচ্ছে না?

শিরোনাম দেখে হয়ত অনেকে মাথায় হাত দিয়ে দিয়েছেন। আবার হয়ত অনেকে নিজেই নিজের চুল টানতে শুরু করেছেন। আবার হয়ত অনেকে আমায় গালা-গালি দিতে শুরু করে দিয়েছেন। ভাই দাঁড়ান!! আগে আমার কথা শুনুন। তারপর যা করার করবেন। যদি পারেন তখন না হয় নিজেই নিজের চুল গুলা টাইনা ছিড়বেন। 😀 😀 😀 :mrgreen:

তার আগে একটা কথা বলে রাখি, এই টিউনটি আমি খুব বেশী সিরিয়াস আবার খুব বেশী মজা নিয়ে করছি না। এই টিউননের মাধ্যমে বুঝনানোর চেষ্টা করবো যে, বাংলাদেশের মোবাইল অপারেটরারা কিভাবে সাধারণ জনগনের টাকা লুঠে নিচ্ছে।

৫০ মেগাবাইট ইন্টারনেট এর মূল্য প্রায় ২৯০০ টাকা। অপারেটর হচ্ছে বাংলালিংক। যারা বাংলালিঙ্ক সিম ব্যবহার করেন তারা হয়ত প্রিয়জন প্যাকেজ এর কথা জানেন। এর মধ্যে একটি অফার আছে প্রিয়জন পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে বিভিন্ন অফার, গিফট, টকটাইম, মেগাবাইট ইত্যাদি কিনা যায়। প্রতি ৮টাকা খরচে ১ পয়েন্ট জমে। বলতে আপনি যদি ৮ টাকার কথা বলেন তখন তারা আপনাকে ১ পয়েন্ট দিবে।

এই প্রিয়জন পয়েন্টে একটি ইন্টারনেট প্যাকেজ আছে, ৫০ এমবি ডাটা ৩৫০ পয়েন্ট। এবার ক্যালকুলেটর হাতে নিন। যদি প্রতি ৮টাকা খরচে ১ পয়েন্ট হয়। তাহলে ১০০ টাকা খরচে আপনি পাচ্ছেন ১২ পয়েন্ট । তাহলে ৩৫০ পয়েন্ট হয় ২৮০০ টাকা খরচ হলে। আহ!! টাকা লুঠার কত সুন্দর বিষয়...

যত দিন যাচ্ছে এক একটা মোবাইল অপারেটর নতুন নতুন বাটপারী বের করেই চলছে। আরে মশাই, এসব বাদ দিয়ে টেলিটক ব্যবহার করলে দুষ কি??

অনেকে বলতে পারেন, বাংলালিঙ্ক তো টাকা খরচ করলে কিছু না কিছু দেয়। অন্য অপারেটর তো তাও দেয় না। তাহলে সমস্যা কোথায়?

আরে  মশাই আপনার কোন সমস্যা না থাকতে পারে। আপনার আশে পাশে গিয়া দেখেন আরও ৫ জন এই পয়েন্টের আশায় মিনিটের পর মিনিট খরচ করেই চলছে।

অনেকে আরও বলতে পারেন,  আমি তো কথা বললে এই পয়েন্ট ফ্রী পাই। তাহলে এই পয়েন্ট দিয়ে এমবি কিনলে সমস্যা কিসের?

আগেই বলে দিয়েছি এই  প্রশ্নের উত্তর। ভিন দেশী সকল মোবাইল অপারেটরাই জানে যে, বাঙালি একটু লোভপ্রবন জাতি। তাই তারা যত লোভ দেখাবো ততই তারা সফল।

মশাই এসব বাদ দেন। বাদ দিয়া দেশের সিম টেলিটক ব্যবহার করেন। অনেক আগে টিটি এবং আমার ব্লগে লিখেছিলাম যে কারণে "গ্রামীণফোন ছেড়ে "আপনি" টেলিটক ব্যবহার করতে পারেন। বিবরণ সহ বিস্তারিত" এটি পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে টেলিটক কি জিনিষ।

আর বেশী কিছু লিখবো না। পরিশেষে বলবো টিউনটি বোধহয়  অযাচিত হয়ে গেছে। কিছু ভুল হলে ক্ষমাপ্রার্থী।

Level 2

আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Banglalink সিম ব্যবহার বন্দ করে দিব |

বাংলালিংক এর উপর এতো ক্ষ্যাপলেন ক্যান?

    ক্ষ্যাপার মত কাজ শুরু করে দিছে ভাই…

Internet pack er jonno TT valo, tobe Internet speed er jnno noy….. Havvy slow speed………..

    এটা আপনার ভুল ধারনা। ৩জিতে টেলিটক সর্বোচ্ছ গতি দেয় অন্য অপারেটর থেকে।

Oi point to free pan. pagol er mto tune kren kno!
apni to tk dia kotha blen tate onno sim apnk oi tk chara r kichui dai na.bl to apnk tk r sathe free point dicche.

    এতো কষ্ট করে টিউন লিখি, তাও যদি মন দিয়া না পড়েন তাহলে তো কষ্ট পাওয়া ছাড়া আর কিছু করার নাই।

    জনাব, আপনার এই প্রশ্নের উত্তর আমি টিউনেই বলে দিয়েছি। মন্তব্য করার আগে ভালো করে পড়ুন। নাহলে এরকম মন্তব্য করবেন না।

Oi point to free pan. pagol er mto tune kren kno!

apni to tk dia kotha blen tate onno sim apnk oi tk chara r kichui dai na.bl to apnk tk r sathe free point dicche.
Onno sim 3k tk r kotha blleo kichu dibe na.

Level 0

ভাই টেলিটকের নেট নেই সব জায়গায়। কি আর করা অন্য সিম ব্যাবহার করতেই হবে। আর ভাই আমাদের মত দূর্নির্তিগ্রস্ত ৩য় বিশ্বের দেশে গ্রাহক সেবার মান সরকারও আমলে নেয় না, আর ওরাতো ভিন দেশি।

    টেলিটকের নেট এখনও সব জায়গায় যায় নি। এটার জন্যেই তারা আরও এক ধাপ পিছিয়ে।
    আর বাকি লাইন গুলোর সাথে আমি একমত আপনার সাথে।

Level 0

bangladesher ek no potarok sim banglalink.

আরে ভাই টেলিটক যে ইউজ করবো নেটওয়ার্ক থাকতে হবে তো,নাকি!!

    @ইউসাব্বির আহমেদ: আমি জানি টেলিটকের নেটওয়ার্ক সব জায়গায় কভারেজ নাই এবং আমরা আশা করি খুব তাড়াতাড়িই সব গায়গায় কভারেজ দিবে। এর মধ্যে আমাদের সাপোর্টটা কি বড় নয়??

ঠিক বলেছেন।আমি টেলিটক ব্যাবহার করি।

আমার এরিয়ায় টেলিটক নেটওয়ার্ক এর অবস্থা মারাত্মক। আর হ্যা আমি অবশ্যই দেশী অপারেটর টিটির সাথেই আছি।শুধু নেটওয়ার্ক টা একটু ভাল হলেই ……

আমি জাস্ট ম্যাসেজ কিনি… আর কিছু না। আগামি প্যাকেজ তো আছেই 😀

টেলিটক ইজ দ্যা বেষ্ট। আমি ব্যবহার করি। আপনিও করুন। লাভ আছে ক্ষতি নাই।

nice very nice..:)

teletalk use kori ….

99tk 1gb….

আপনার লেখার সাথে আমি ১০০০ % একমত। শুধুমাত্র টেলিটক ইউজ করতে বলেছেন এজন্য। অনেকদিন থেকেই আউটগুয়িং কলরর জন্য টেলিটক আর পুরান কল গুলার জন্য আগের সিম ইউজ করছি।
আমার পক্ষ থেকেও সবার কাছে একই অনুরোধ থাকল। দেশের সিম ইউজ করুন।

এই সিম ব্যবহার করলে আপনি কিছুটা হলেও শান্তিতে থাকবেন। অন্তত আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারি যে ডেইলি ১০০ রকমের VAS এর জন্য অাপনাকে মেসেজ দিবে না। এরকম আরো কিছু ইউনিক বৈশিষ্ট আছে, ব্যবহার করলেই বুঝবেন।

Level New

ভাই আপনি বললেন- “আরে মশাই আপনার কোন সমস্যা না থাকতে পারে। আপনার আশে পাশে গিয়া দেখেন আরও ৫ জন এই পয়েন্টের আশায় মিনিটের পর মিনিট খরচ করেই চলছে”

খুব মন চাচ্ছে ওরকম ৫ জন মানুষ এর সাথে দেখা করতে, আহা যদি ওমন ৫জন মানুষের দেখা পেতাম…………!!

    @বাধন: আপনার টিউনমেন্ট পড়ে, খুব বিখ্যাত একজন মন্ত্রীর কথা মনে পড়ে গেল আমার। (নামটা সঠিক মনে নাই)

    তিনি হাতে দূরবীন নিয়ে বলেছিলেন, কই! বাংলাদেশে তো আমি কোন গরীব মানুষ দেখি না? 😛 😛

      Level New

      @কলিমদ্দি: আপনার এরকম হাস্যকর একটা টিউনে এরকম একটা অযৌক্তিক উত্তর আসবে সেটাই স্বাভাবিক…………
      যাই হক আজকে থেকে আশে পাশে খুঁজা শুরু করবো, যদি কোনোদিন খোঁজা শেষ করতে পারি তাইলে নাহয় এখানে একটা থাম্বস আপ কমেন্ট করবো।

        আপনি একজনে অযৌক্তিক বললে আমার কিছু আসে যায় না। থ্যাঙ্কস ফর টিউনমেন্ট…

Vai ami toh suru thekei telitalk use kori onno kono sim a kini nai

ThanX a lot

যারা শহরে বাস করে তাদের জন্য টেলিটক ভালো কিন্তু যারা গ্রামে বাস করে তারা কি করবে। টেলিটকের তো নেটওয়ার্ক ই নেই থাকলেও অনেক দুরে। হ্যা এটা বলতেই হয় আপনার লেখায় যৌক্তিকতা আছে তবে এইটা বাটপারি না। আমি যদি কোনো একটা সিম পছন্দ করি সেইটা বাংলালিংক। আর আপনি যে বললেল ৫০ মেগাবাইট কিনতে ৩৫০ পয়েন্ট লাগে যার মূল্য… তাইলে এডা তো কইলাইন না যে ৩৪০ পয়েন্ট দিয়া ১,৮০,০০০ টাকার লাইফ ইন্স্যুরেন্স কভারেজ পাওন যায়। আন্নেরে কি টেলিটক ২৮০০ টাকার বিনিময়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিবো। হেইডা বাংলালিংক দেয়।
আবেগ (দেশপ্রেম) দিয় বড় বড় লেখা লেখন ই যায়……

    @একলা পথিক: আপনার টিউনমেন্টেও যৌক্তিকতা আছে।

    এখন আমি বললাম যে আজ থেকে টেকটিউনস এর মালিক আপনি। তাহলে কি আপনি মালিক হয়ে গেলেন? ভাই! একজন বলল যে আপনি মরার পর (আপনার ভাষায় লাইফ ইন্স্যুরেন্স) আপনাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা দিবে, ভিন দেশী এসব মানুষরে দিয়া কের বিশ্বাস রে ভাই? আর এটি এমন ও নয় যে আপনি মরার পর টাকা না দিলে আপনি আবার ওদের উপর মামলা মোকাদ্দমা করবেন…

সিম দিয়ে শুধু কল রিসিভ করি,,বাংলালিংক আজীবন বন্ধ রাখি,,অফার টফার দিলে খুলি,, পাশেই কলেজ,, কলেজের ওয়াইফাই হ্যাক করে ফ্রী চালাই আজীবন আর ফ্রী ফ্রী ক্রেডিক হ্যাক ‘করে voip call করি,, বলতে পারেন ,,পুরাই বাশ আর বাশের উপর আছি

কলিমদ্দিন দফাদার সাহেবঃ বোকার পরিচয় দিতে টিউন করতে মজা লাগে নাকি? আপনি কি টাকা ভাঙ্গিয়ে পয়েন্ট নিয়ে তারপর MB কিনছেন? নাকি টাকাকে পয়েন্টে কনভার্ট করে তার পর MB কিনছেন?

অন্য অপারেটর যেখানে আপনার খরচে বিপরীতে কোন বিশেষ কিছু দিচ্ছে না সেখানে বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের পয়েন্ট দিচ্ছে যা দিয়ে সে চাইলে মিনিট বা গিফট পাচ্ছে যা পুরোটাই বোনাস এবং অন্য অপারেটরদের বিপরীত।

মাগনা পেয়েও গায়ে উঠেনা কেন? 😕

    যদিও আপনার প্রশ্নের উত্তর গুলো এই টিউনের মধ্যেই দেওয়া আছে। তবুও বলতে হয় যে ছলা= বস্তা ই হবে অথবা গাড় = গরদনাই হবে।

    আপনাকে যে ওরা পয়েন্টগুলো দিচ্ছে সেগুলো তো টাকা খরচেই দিচ্ছে। হয়ত সে টাকা টা আপনি ফোন করে খরচ করছেন। কিন্তু টাকা তো খরচ হচ্ছে না-কি? টিউনটি আগে ভালো করে পড়ুন তারপর টিউনমেন্ট করুন। ধন্যবাদ।

সব বাদ দিয়ে 6 মাস যাবৎ টেলিটক নিয়েছি। সব সুবিধাই পাচ্ছি।

Level 2

টেলিটকের আগামি সিম নেয়ার পর থেকে বাংলালিংক ব্যাবহার বাদ দিয়েছি।

banglalink valo, at least gp er mto harami na, gp ar blink compare krte gele bd er 1st mobile operator howar joggota banglalink er ase bole ami mone kri ,

bangladesh e call charge gp komate baddho hyeche ey banglalink er jonne,

ar sokol mobile company internet charge komate baddho hobe teletalk er jonne, jodi amra teletalk ke support dei, coz competition e aste hobe, still now gp, blink, robi era kew teletalk ke competetor hisebe nicche nah, jodi nito thn teletalk er kom mulle internet er pack er sathe compare kore new pack charto,

    @লিমন: এক এক অপারেটরই এক এক অপারেটরের চেয়ে ভালো। তার বেশী ভালো টেলিটক।

ভাই টেলিটক ভালো জানি আর ভালো না হলে ও ব্যবহার করতাম যদি নেটওয়ার্ক থাকতো।

হাসাইলেন মিয়া… 😀 😀

Level 0

@বাধন: @বাধন: @বাধন: ভাই আমারও যদি ওই ৫জনের দেখা পাইতাম হাহা হা….

    Level New

    @Raju: পাইলে আমারে একটু জানায়েন ভাই 😀
    তাহাদেরকে নিয়ে একখান স্পেশাল কিছু বানামু ভাবতাছি :3 (নিজে ফেমাস হয়ার জন্যে আরকি 😉 )

Call rate er jonno Airtel is best.
Internet pack er jonno Teletalk 3G is best.
Valo Network er Jonno GrameenPhone best….. ki thik bollam naki? 😀

amar ay masa bil hoysa 600 but bangla link thaka message dia boltasa 700 taka hoysa other nioma 600+ jawa jaba na but 700 bil

খুব ইচ্ছে টেলিটক ব্যবহার করার… কিন্তু শুধুমাত্র ইন্টারনেট না থাকায় আজও আজাইরা সিমগুলো ব্যবহার করছি 🙁 আফসোস লাগে

Level 0

Many man many minds… use Teletalk. if we start using then surely TT will be upgrade.If u didnot spend on TT then how it will cover powerfull network throughout the country. It has weak signal within dhaka but now it has more powerful signal in dhaka. because we(dhakar basindha) started…
just compare TT(call rate & also internet) with other operator.

*** amra jodi use e na kori tahole TT kibhabe tar network barabe?*** dhakar basindhara parche apnarao (outside dhaka) parben.

আমাদের সকলেরই উচিত নিজেদের পণ্য ব্যাবহার করা। এতে দেশের প্রতি দায়িত্ব যেমন পুড়ন হয় তেমনি নিজের কাছেও ভালো লাগে। তাই মনে করি সকলেরই টেলিটক ব্যাবহার করা উচিত। অবশ্য অনেকে বলেন টেলিটকের সার্ভিস ভালো নয়, আমি তাদের দোষ দেই না। তবে আমরা যদি সকলেই টেলিটক ব্যাবহার করি তাহলে ওরা সার্ভিস ভালো করতে বাধ্য হবেই তা গ্রাম হোক আর শহর।