ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট। ফ্রিলান্সার ও ছাত্র-ছাত্রী দের জন্য এক অনন্য ব্যাংকিং। আসুন জেনেনিই এর সুবিধা ও অসুবিধা। যারা যানেন না তাদের জন্য

আসসালামু আলাইকুম টেকি বন্ধুরা, কেমন আছো সবাই?

আমি ভালোই আছি  ;-) আসলে টিটির সাথে থাকলে ভালোউ থাকা যায়। কি বলো?

আমি এখন তোমাদের সাথে যা সেয়ার করতে যাচ্ছি তা এ কথায় অতি প্রয়োজনীয় বিশেষ করে যারা ডাচ বাংলা ব্যাংকএর ক্রেডিট কার্ড পেতে চাও।

সাম্প্রতি ডাচবাংলা ব্যাংক স্টুডেন্টদের জন্য চালু করেছে স্টুডেন্ট ব্যাংকিং। যা সম্পুর্ন সাধারন ব্যাংকিং এর মত তবে এখানে বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা আছে যা অনেকেই জানে না বিশেষত তাদের জন্যই আমার এই টিউন। চলো জেনে নেয়া যাক ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা গুলোঃ

সুবিধা সমূহঃ

  • মাত্র ৫০০ টাকা জমা দিয়ে একাউন্ট করা যাবে।
  • একাউন্ট উপেনিং সম্পুর্ণ ফ্রি অর্থাৎ জমাকৃত ৫০০ টাকা গ্রাহকের একাউন্টে থাকবে এবং গ্রাহক একাউন্ট ক্লোজ করতে চাইলে ওই টাকা তুলে নিতে পারবে।
  • অাজীবনের জন্য ফ্রি DBBL Nexus কার্ড প্রদান করবে এবং এর জন্য বাৎসরিক কোন চার্জ দিতে হবে না।
  • DBBL Nexus কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে অতি সামান্য চার্জে নতুন কার্ড নেয়া যাবে।

অসুবিধা সমূহঃ

  • একবারে সর্বোচ্চ ২৫০০০ টাকা লেনদেন করা যাবে।
  • সর্বোচ্চ ১০০০০০ টাকা একাউন্টে জমা অবস্হায় রাখা যাবে।
  • চেক বই দিবে না।

এই ছিল মূলত সূবিধা ও অসুবিধা এর পর কেউ যদি একাউন্ট করতে চান তো নিচের ডকুমেন্ট গুলো নিয়ে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক বা অনুমোদিত এজেন্টের সাথে যোগাযোগ করুন।

প্রয়োজনীয় ডকুমেন্টঃ

  • এস এস সি বা এইচ এস সির রেজিস্ট্রেশনের ফটোকপি
  • বর্তমানে যে কলেজে অধ্যায়নরত সেই কলেজের আইডি কার্ডের ফটোকপি।
  • ছবি

আজ এ পর্যন্তই......

>>>Facebook এ আমি<<< Skype ID- shakilsimul

টেকনোলজি বিষয়ক যেকোন প্রশ্ন করতে পারেন ফেসবুকে। আমার জানা থাকলে অবস্যই উত্তর দিব।

আর যারা এখানে কমেন্ট করতে পারেননা তারা ফেসবুকে কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করতে পারেন।

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vay ai account deay ki payza verification kora jaba ki…….

vhi university student jader age 18+ tara ki parbe kulte?

এর চেয়ে ucb ই ভস্লম

Level 0

dhur ami korsi may b aro 1.5yr age clg a thaka obosty tkn ami 10000tk rakhi 1yr howar 1-2mas age tk sob tule 1000tk raklam tk kate kina dekte try er jnn but deklam ora amr tk kata suru kore dilo kisu din deklam msg aslo ar matro 178tk ase othocho ami kn kisu kori E nai, kn tk katlo ask korlam ora bollo 1yr e free thake, life tym noy
sob E dhanda bajiiii 🙁

    @Rony: আপনার কি স্টুডেন্ট একাউন্ট না রেগুলার একাউন্ট? স্টুডেন্ট একাউন্ট তো চালুই হয়েছে ৩-৪ মাস আগে।

valo laglo

ভাইয়া , আমার আম্মু সাধারন একাউন্ট খোলার পর তাকে ATM কার্ড দেয়া হয়েছিল . আপনার কাছে প্রশ্ন, ”ATM কার্ড আর ক্রেডিট কার্ড কি একি জিনিস??????”

Vai amra jara under 18 tara parbo ?

ভাইয়া যদি এই একাউন্ট দিয়ে পাইজা ভেরিফাই করার পদ্ধতি টা একটু বলে দিতেন তবে আরো উপকৃত হতে পারতাম।ধন্যবাদ

কলেজের আইডি কার্ডের ফটোকপির কথা বলেছেন কিন্তু সকল কলেজে আইডি কার্ড হয়না। আর একটা কথা

Vay ai account deay ki payza verification kora jaba ki…….

সাইমুন ইসলাম ফাহিম: হ্যা ভাই করা যাবে
Payza Account ভেরিফাই করতে International কার্ড দরকার হয় আমার জানামতে । তাহলে এই কার্ড কি International কার্ড

ঠাকুরগাঁও এ এর শাখা নাই। প্রবলেম

regular account theke, student account e convert kora jabe ki?

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য। কিন্তু আপনি যে বললেন ক্রেডিট কার্ড দেয়া হবে। ক্রেডিট কার্ডের মানে বুঝেন তো?? ক্রেডিট কার্ড থাকলে আপনি স্পেচিফিক ব্যাংক থেকে লোণ নিতে পারবেন। লোণ বলতে আপনার অ্যাকাউন্টে টাকা জমা না থাকলেও আপনি বুথ থেকে টাকা তুলতে পারবেন। যা আপনার অ্যাকাউন্ট বালেঞ্চ মাইনাস(-) হিসেবে দেখাবে। আর আমার জানা মতে কোন স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য ক্রেডিট কার্ড দেয়া হয়না। পারলে পোস্ট এডিট করেন আর না হয় ডিলিট।

ভাই ক্রেডিট কার্ড দেয় নাকি ডেভিড কার্ড ?

credit card dile tar limit kto? amr jana mote debit card dey.

aita ki international support korbay naki i mean duel currency and jodi taiee hoy taholay to bahiray USD payment korbo

Ans ta pailay khusi hotam bro

Level 2

দুরন্ত বালক @ অনুগ্রহ করে কাউকে ভুল তথ্য দিবেন না।

মানুষের জানার ভুল থাকতেই পরে। ষ্টুডেন্ট একাউন্টের বিপরীতে যে কার্ড দেয় তা ডেবিট কার্ড।

ডেবিট কার্ড আর ক্রেডিট কাডের মধ্যে সহজ পার্থক্য হল > যে কার্ড হল প্রিপেইড কার্ড আর ক্রেডিট কার্ড হল পোষ্ট পেইড কার্ড।

আমি স্টুডেন্ট একাউন্ট ১ বছর আগে করছি। আর স্টুডেন্ট একাউন্ট করলে ATM কার্ড দেয়, ক্রেডিট কার্ড না।

আমার মনে হয় আপনার তথ্যে কিছুটা ভুল আছে একটু চেক করে নিন। এটা প্রতি ৬ মাসে ২৩০ টাকা, ৪৬০ টাকা বাৎসরিক ফি কাটে।আর ATM কার্ড দেয়, ক্রেডিট কার্ড না।

    @শুভ্র আকাশ: না ভাই কোন বাৎসরিক ফি নাই।

      @দুরন্ত বালক: ভাই আমার মনে হয় না আপনি ঠিক মত জানেন!! আগে নিজে জানেন পরে পোস্ট করেন। অনেক ভুল আছে পোস্ট এ।

        হতে পারে ভাইয়া। আসলে আমি সবজান্তা নই আমি ঠিক যে ভাবে জেনেছি সে ভাবে শেয়ার করেছি। আসলে আমিও এই সুবিধা ও অসুবিধা গুলো জেনেই একাউন্ট করেছি তািই শেয়ার করেছি। ধন্যবাদ আপনার টিউনমেন্ট এর জন্য

ভাই, আমার কলেজ লাইফ শেষ। আমি কিভাবে নিব? মানে আমার কলেজ আইডি নেই।

Level 0

@duronto balok: apni ctg te ase clg er khoj kbr nen thn bujben amra sunsi kina amdr clg a camp kore ora ata korsilo prai1.5yr age jate ora bolechilo ai ta “student id ”
ami student id diye e korsilam plz khij nen kkn theke er karjo krom suru hoisilo na jene antaji bolar dorkar ki
blv na hole C.P.I er goto 2-1yr ager student der ask koren asa kori ans peye jaben
thnx

Ami 2 year aga student account open korachilam amar to 460 taka yearly charge kata.

আমাদের কলেজের ID কা্ড নাই। কি করব।

vai ami ki ai account er maddhome lebanon theke taka nite parbo-.?