ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ ২০১৫ তে BUET,SUST এবং DUET এর অসাধারণ সাফল্য, অবাক করেছে প্রযুক্তি বিশ্বকে

ভারতের বোম্বেতে অনুষ্ঠিত, ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ ২০১৫ এর মূলপর্বে  বাংলাদেশের তিনটি দল BUET Exponential , RoboSUST এবং DUET TimeOut  অংশ গ্রহণ করে  যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অর্জন করে, তাক লাগিয়ে দিয়েছে প্রযুক্তি বিশ্বকে। প্রতিযোগিতায় আয়োজক ভারত সহ  বাংলাদেশ, শ্রীলঙ্কা,পাকিস্তান,ইথিওপিয়া, ফ্রান্স, ফিলিপাইন, নেপাল, সাউথ আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কোন রোবটিক্স কম্পিটিশনে একসাথে একাধিক টিমের নজরকাড়া সাফল্যের ঘটনা এই প্রথম। বাংলাদেশের এই সাফল্য প্রমান করে ; ফ্রান্স, ফিলিপাইন,ভারত সহ রোবটিক্স শিল্পে উন্নত দেশ গুলোর মতো সুযোগ সুবিধা না থাকলেও  রোবটিক্সে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উপযুক্ত পৃষ্ঠপোষকতা, অর্থায়ন, উন্নত ল্যাব এবং টেকনিক্যাল সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারলে বাংলাদেশও রোবটিক্স শিল্পে অভাবনীয় অর্জন সাধন করতে পারবে।

ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ ২০১৫ সম্পর্কে কিছু কথা

ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ ২০১৫ এর মূলপর্বটি অনুষ্ঠিত হয় ভারতের আই আই টি বোম্বেতে। এতে মোট ১৩ টি দল অংশ গ্রহণ করে। মূলপর্বে অংশগ্রহকারী প্রত্যেকটি দলকে তাদের নিজ দেশে ন্যাশনাল রাউন্ডে সেরা পারফর্ম করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। ২০১৪ সালের ১৩ থেকে ১৪ নভেম্বর বাংলাদেশের ন্যাশনাল রাউন্ড BUET এ অনুষ্ঠিত হয় । সেখানে BUET Exponential , RoboSUST এবং DUET TimeOut  যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে। এই প্রতিযোগিতায় প্রতিটি দলকে  মোট দুইটি করে রোবট তৈরি করতে হয়েছিলো একটা  ছিলো অটোনোমাস এবং অপরটি ছিলো ম্যানুয়্যাল কন্ট্রোল।

এখান থেকে কম্পিটিশনের টাস্কের একটা ডেমো ভিডিও দেখে নিতে পারেন।

ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ ২০১৫ তে রানার্স আপ BUET Exponential টিমের সদস্যরা হলেন  আবুল আল আরাবী ও খালেদ বিন মহিউদ্দিন।

তৃতীয় স্থান অর্জনকারী RoboSUST দলের সদস্যরা হলেন নওশাদ সজীব, নুসরাত মুবিন আরা, রাগিব শাহরিয়ার, ফারহানুল ইসলাম, সাখাওয়াত হোসেন।

চতুর্থ স্থান অর্জনকারী DUET TimeOut দলের সদস্যরা হলেন রুপায়ন হালদার, পলাশ চন্দ্র মণ্ডল, পরিতোষ কুমার, মুসলিম উদ্দিন এবং উত্তম কুমার।

২০১৪ -২০১৫ সালে  বাংলাদেশের অভ্যন্তরে এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে অনেক গুলো  রোবটিক্স কম্পিটিশনে চমক দেখিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই দলটি।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কি বানিয়েছিল সেটা জানালে আরো ভালো লাগতো। এতো সুন্দর খবর টা সবার মধ্যে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

    @mahamidul: ধন্যবাদ ভাই। ভিডিওটা ভালোভাবে দেখেন।

Level New

Congratulation junior mates. চালায়া যাও !!