ক্যারিয়ার হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিস্তারিত

সিভিল ইঞ্জিনিয়ারিং হল ইঞ্জিনিয়ারিং পেশার প্রাচীনতম শাখা, এর ক্ষেত্র হল কিছু জিনিসের নকশা এবং নির্মান করা, সেগুলি হতে পারে রাস্তাঘাট, বিমানবন্দর, সেতু, সুড়ংগ, পানি সরবরাহ এবং নিস্কাশন ব্যবস্থা, বাধ, পোতাশ্রয়, রেলপথ, ফেরিঘাট, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ভবন এমনকি হতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট।সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু বিশেষত্ব রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারগণ বভিন্ন সেক্টরে কাজ করে থাকেন যেমন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, যানবাহন বিভাগের ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ এবং সেচ ইঞ্জিনিয়ার, ভূ প্রকৌশল ইঞ্জিনিয়ার, পরিবেশ ইঞ্জিনিয়ার, এবং গণপূর্ত ইঞ্জিনিয়ার।

জবপ্রফাইল


Untitled-2
• সিভিল ইঞ্জিনিয়ারদের অফিস এবং মাঠ উভয় পর্যায়ে কাজ করতে হয়।

• চুক্তিকারী এবং পরামর্শক ইঞ্জিনিয়ারদেরকে একই সময়ে বিভিন্ন স্থানে কাজ করতে হয়।

• তাদেরকে দুর্যোগ প্রশমন এবং ব্যবস্থাপনার মত সংকটময় পরিস্থিতির সমাধানও করতে হয়।

• নির্মাণ প্রকৌশলীরা তেল রিগস, বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিং ব্যবস্থা অথবা বাড়ির নকশা এমন ভাবে তৈরি করেন যাতে নির্মাণ কাঠামোটি যে ভার বহনের জন্যে তৈরি করা হয়েছে তা নিশ্চিৎ করা যায়। তারা নতুন নতুন নির্মাণ সামগ্রী ও কৌশল উদ্ভাবন করে থাকেন যেমন- বিশেষ ধরণের সেতু কাঠামো ও বিশেষ ধরণের বিল্ডিং কাঠামো ইত্যাদি।

• পানি ব্যবস্থাপনা ইঞ্জিনিয়াররা পানি সরবরাহ, পয়ঃনিস্কাশন ব্যবস্থা এবং দূষণ নিয়ন্ত্রনের উপর বিশেষভাবে পারদর্শী হয়ে থাকেন।

• হাইওয়ে ইঞ্জিনিয়ারগণ সাধারণতঃ রাস্তা ঘাটের পুননির্মাণ,ট্রাফিক লাইট, গলি, পার্কিং স্পেস ইত্যাদির পরিকল্পনা তৈরি করে থাকেন। হাইওয়ে ইঞ্জিনিয়ারগন প্রধানত রাস্তা নির্মান এবং ট্রাফিক ব্যবস্থাপনার কাজের সাথে জড়িত।

skill-requeirment

কর্মসংস্থানের সুযোগ


সিভিল ইঞ্জিনিয়ারদেরকে সরকারী এবং বেসরকারী সেক্টরের বিভিন্ন বিভাগে প্রচুর পরিমাণ নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে, রাস্তা হাইওয়ে, সেতু, বাধ, খাল, ফেরিঘাট এয়ারপোর্ট, হাউজিং কমপ্লেক্স, এবং পরিবেশ ব্যবস্থাপনা ইত্যাদির নকশা, নির্মাণ ও ব্যবস্থাপনা বিভাগ গুলোর চাহিদা বেশি।
সিভিল ইঞ্জিনিয়ারগন পণ্যের গুণগত মান নির্ণয় ল্যাবরেটরির কাজ , সেনাবাহিনী বা প্রতিরক্ষার চাকরি বা পরামর্শকের কাজ ও করে থাকেন।

বিস্তারিত জানতে   ভিজিট করুন:-   CAREER FOUNDATION

আশা করি অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ

Level 0

আমি রাজিব মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। প্রযুক্তি নিয়ে থাকতে ভালোবাসি। প্রতিনিয়ত প্রযুক্তি বিষয়ক নতুন নতুন তথ্য জানতে এবং তা সবার মাঝে ছড়িয়ে দিতে ভালোবাসি।আমাদের দেশ তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে,জীবনের প্রতিটি পার্যায়ে এখন তথ্য প্রজুক্তির ছোঁয়া।উন্নতির স্বর্ণ শিখরে আরোহণে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নাই।তাই আমাদের সবার উচিত তথ্য প্রযুক্তির সাথে থাকা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন ছাত্র বা ছাত্রী সিভিল ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে কোথা থেকে যাত্রা শুরু করবে কীভাবে, যেমন SSC দিয়ে নাকী HSC দিয়ে ইত্যাদি বিষয়ে বিস্তারিতো টিউনে এড করেন নী।

যে কোন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স করার পর আপনি চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রী অর্জন করতে পারবেন। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এইস, এস, সি শেষ করার পর ও আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবেন।।
ধন্যবাদ।

    @রাজিব মাহমুদ: আমি এবার একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছি। সিভিল ইঞ্জিনিয়ারিং>ফুড ইঞ্জিনিয়ারিং> এগ্রি-ইঞ্জিনিয়ারিং> আর্কিটেকচার এভাবে চয়েস দিয়েছি। যদি সিভিল ও আর্কিটেকচারের মধ্যকার পার্থক্য ও কর্মক্ষেত্র উল্লেখ করতেন তাহলে বেশ উপকৃত হতাম। আর ফুড ইঞ্জিনিয়ারিং ও এগ্রি-ইঞ্জিনিয়ারিং-এর মাঝে কোনটা অপেক্ষাকৃত ভালো তা যদি বলতেন।

Thanks @mehedi vai.
আজ রাতে আর্কিটেকচার নিয়ে পোস্ট করা হবে। তখন বিস্তারিত জানতে পারবেন।
এই সাইটটি ভিজিট করতে পারেন http://careerfoundation.com.bd