যেকারণে আপনি “গ্রামীণফোন” ছেড়ে “টেলিটক” ব্যবহার করবেন। বিবরণ সহ বিস্তারিত…

প্রথমে যে কথাটি বলতে হয় সেটি হল টেলিটক আমাদের দেশীয় ফোন হিসেবে ব্যবহার করা এক প্রকার কর্তব্যই বলতে পারেন। টেলিটক গ্রামীণফোনের সাথে পাল্লা দিয়ে পারবে না এটা ঠিক। কিন্তু কোন সময় পারবে এটাও ঠিক যদি আমরা চাই। একটা কথা আছে, ইচ্ছাই বড় শক্তি। ঠিক তেমনি আমরা যদি ইচ্ছা করি তাহলে টেলিটক ও পারবে। কেননা এটা যে আমাদের ফোন।

তার আগে চলুন টেকটিউন্সে ব্যবহারকারীর প্রতিক্রিয়া  দেখে আসি। আপনি টেকটিউন্সে "গ্রামীণফোন চোর" লিখে সার্চ দেন    অবা এখানে ক্লিক করুন। যে যে টিউন দেখবেন সব জিপির কুকীর্তি।

এখন আসি মূল বিষয়ে।  টেলিটকের দালালি করছি না। মানবতাবোধ থেকেই  বোধহয় আজকের এই পোষ্ট। আজকের এই পোষ্টের মাধ্যমে আমি Grameenphone 3G এবং Teletalk 3G এর মধ্যে তুলনা মূলক পার্থক্য দেখানোর চেষ্টা করবো। যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করবো। কেন আমরা বারবার গ্রামীণফোনের পাতানো ফাঁদে পা বাড়াই? কেন আমরা বারবার প্রতারিত হচ্ছি? অনেক হয়েছে। আর না। জেগে উঠার সময় বোধহয় এখনই।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গ্রামীনফোনের প্রতারণা নিয়ে খুবই লেখালেখি হচ্ছে। আর এই লেখালেখি আজ বা কাল থেকে নয়। হচ্ছে আরো অনেক আগে থেকেই। যারা লেখছেন হয়তবা তারা সচেতন তাই চাচ্ছেন অন্যদেরকেও সচেতন করতে। যাই হোউক এসব কথা বাদ। আজকের এই পোষ্টের মূল লক্ষ হল Grameenphone 3G ও Teletalk 3G এর মধ্যে তুলনা মূলক পার্থক্য দেখানো। কল রেট নিয়ে ও কিছু আলোচনা করবো। যেহেতু বর্তমানে ইন্টারনেট নিয়েই বেশী আলোচনা হচ্ছে, সেহেতু আমারা Grameenphone এবং Teletalk এর Internet Package নিয়েই প্রথম আলোচনা করবো। তার আগে চুলন কেন মানুষ জিপি ব্যবহার করছে এবং টেলিটক ব্যবহার করছে না, সে কারণ সমুহ জানি। (কারণ গুলো আমার দৃষ্টিকোন থেকে বলবো)

গ্রামীণফোন মানুষ কেন ব্যবহার করছে?

গ্রামীণফোন মানুষ কেন ব্যবহার করছে সেটি আমার দৃষ্টিকোণ থেকে কিছু ব্যখ্যা করবো। প্রথমে যদি বলতে হয় তাহলে বলবো নাম কামানোর জন্যে। গ্রামীণফোন আজ ৫কোটির নেটওয়ার্ক। কিন্তু এতো ইউজার কেমনে হল? সেটির প্রথম কারণ হতে পারে ওদের নাম "গ্রামীণফোন" (হারামিফোনের বাচ্ছা) । যেমন লন্ডনী সাব নামেই। কামে কিন্তু পেঁয়াজ কাটা।

দ্বিতীয়ত হচ্ছে ওদের প্রলোভন। জন্মের পর থেকেই গ্রামীণফোন তাদের গ্রাহকদের লোভ দেখি দেখিয়ে আজ এ পর্যন্ত এসেছে। এমনকি এখনও সেটা দেখিয়েই যাচ্ছে। যেমন ক'দিন আগে সকলের জন্য ফেইসবুক ব্রাউজিং ফ্রী করে দিল। কোন এক প্রত্রিকায় ওদের হেড অফিসারের ভাষ্য পড়েছিলাম এরকম যে, "আমরা ৫ কোটি গ্রাহকের লক্ষে এই সেবাটি প্রদান করছি। যাতে করে আমরা খুব তাড়াতাড়ি ৫ কোটির পরিবার হতে পারি।" যখন তারা এই সেবাটি প্রদান করেছিল তখন কিন্তু তাদের গ্রাহক ৫ কোটি ছিল না। আর এই অফারটি দেওয়ার এক মাসের মাথায়ই তারা ৫ কোটি গ্রাহকে পরিণত হয়। তাছাড়া ১০-১৫ দিন আগে আরেকটি অফার দিল ১২ টাকায় Night Unlimited (যদিও ৩দিনের বেশি অফারটি ছিল না) । আবার এখন দিয়েছে বন্ধ সিমে ১৪ টাকা রিচার্জে Night Unlimited. বাহ!! কত সুন্দর সুন্দর পথ বার করছে আমাদের সাধরন জনগনের টাকা হাতিয়ে নেওয়ার। আর তাদের এসব অফার চালু বা বন্ধের কোন অফিশিয়াল নোটিশ নেই। যেমন করে তারা ফ্রী ফেইসবুক বন্ধ করে এক রাতে হাতিয়ে নিয়েছিল সাধারন মানুষের মোবাইলে রাখা কোটি কোটি টাকা।

৩য়ত ওদের নেটওয়ার্ক। হে ওদের নেটওয়ার্ক অন্য সব অপারেটরদের ছেড়ে ভালো। আমি ও বলি ভালো। কিন্তু নেটওয়ার্ক ভালো দিয়ে কি জনগনের মাথায় কাঠাল ভাঙ্গবে? বিষয় অনেকটা এরকম যে, "পুলা ৯৯% ই ভালো, খালি মাঝে মধ্যে নাইট ক্লাবে যায় আরকি (আধুনিক পুলা তো)। তেমনি আমাদের গ্রামীণফোন। আধুনিক নেটওয়ার্ক তো...

আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু বলার ততটুকু বললাম। আপনারা আরো ভালো বলতে পারবেন। যাই হোউক এবার চলুন দেখা যাক টেলিটক ব্যবহার না করার কারণ।

টেলিটক কেন ব্যবহার করছি না?

প্রথমেই বলবো এটা আমাদের দেশীয় ফোন। এজন্য আমরা ব্যবহার করছি না। কারণ আমরা বাঙালি। আমরা অন্য দেশের চাইপাস খেতে খুবই পছন্দ করি। তেমনি ভারতীয় সিরিয়াল একটি অন্যতম। যাই হউক আমরা সেদিকে না যাই।

২য়ত, প্রচারনা নেই। টেলিটক নামে যে একটি সিম কোম্পানি আছে, অনেকে সেটা জানেই না। বিশেষ করে গ্রামের লোকেরা। তবে ছাত্র-ছাত্রীরা জানে। কেন জানে বলার দরকার নাই।

৩য়ত, এটার জন্য আমাদের সরকারই ৯০% দায়ি। আমাদের দেশের সিমকে প্রাধান্য না দিয়ে অন্য সিমদের বেশী প্রাধান্য দেয়। কিন্তু অন্যদেশের দিকে তাকালে দেখবেন তাদের দেশীয় সিম কেই বেশী প্রাধান্য দিয়ে থাকে।

৪র্থ, ওদের সেবায় জনগণ সন্তুষ্ট না। নেটওয়ার্ক উন্নত না। যার কারণে সাধারন জনগণ টেলিটক ব্যবহার করছে না।

এতোসবের সমস্যা থাকার কারণে বলতে পারেন যে, তারপরেও কেন আমি টেলিটক ব্যবহার করতে বলছি। হে, তারপরেও আপনি টেলিটক ব্যবহার করতে পারেন। ৯০% যদি সরকারের দোষ হয় তাহলে বাকি ১০% আমাদের দোষ। আর এই ১০% দোষই যদি আমারা না করি তাহলে টেলিটক ও উন্নত হতে বেশী সময় লাগবে না। একটা উদারন দেই,মনে করেন একটি গ্রামের বইয়ের দোকানে সব ধরনেই বই নেই। কিছু কিছু আছে। এখন সেই গ্রামের ছেলে মেয়েরা তাদের কাঙ্কিত বইটি সে দোকানে পায় না। সে জন্য তারা চলে এসে গঞ্জ থেকে বই কিনে নেয়।কিন্তু তারা গঞ্জে না গিয়ে যদি সেই বই দোকানদারকে বলত যে আমাদের এই এই ধরনের বই দরকার। তাহলে সেই দোকানদার তার ব্যবসার খাতিরে অবশ্যই সেই বই গুলো তার দোকনে তুলে রাখত। কিন্তু তারা সেটি না করে অন্য দোকান বা গঞ্জ থেকে বই কিনে আনল। ঠিক তেমনি আমাদের টেলিটক ও। যাই হউক এটি একটি উদাহরণ মাত্র। বিষয়টি ঠিক এরকমই যে সেটি কিন্তু নয়।

এখন চলে যাবো মূল বিষয়ে। তারপর বিচার করবেন আপনারাই। তাহলে চলুন দেখা যাক গ্রামীণফোন ও টেলিটক এর ইন্টারনেট প্যাকেজগুলো।

গ্রামীণফোনের ৩জি প্যাকেজঃ

Heavy Usage Pack (512 Kbps)

Volume : 8GB
Validity : 30 Days
PRICE :TK. 950

Heavy Usage Pack (1 Mbps)

Volume : 8GB
Validity : 30 Days
PRICE :TK. 1250

Smart Pack 299 (512 Kbps)

Volume : 500MB
Validity : 30 Days
PRICE :TK. 299

Standard Pack (512 Kbps)

Volume : 2GB
Validity : 30 Days
PRICE :TK. 400

3G Mini Pack (512 Kbps)

Volume : 250MB
Validity : 30 Days
PRICE :TK. 99

Heavy Usage Pack - Night Time (1Mbps)

Volume : 2GB from 12:00AM to 10:00AM *
Validity : 30 Days
PRICE :TK. 250

Standard Pack (1 Mbps)

Volume : 3GB
Validity : 30 Days
PRICE :TK. 700

1GB Pack (512 Kbps)

Volume : 1GB
Validity : 30 Days
PRICE :TK. 300

Smart Pack 499 (512 Kbps)

Volume : 1GB
Validity : 30 Days
Valid For : Prepaid, Postpaid
PRICE :TK. 499

Starter Pack (512 Kbps)

Volume : 75MB
Validity : 5 Days
PRICE :TK. 50

3G Click Pack (512 Kbps)

Volume : 4MB and 2 MMS
Validity : 2 Days

টেলিটক ৩জি প্যাকেজঃ

Teletalk-512KBPS-Internet-Pack

এখন সীমিত সময়ের জন্য এইসব প্যাকেজ বাদ দেন। এখন একটু যান্ত্রিক জগত থেকে ঘুরে আসি। বিজ্ঞান বলে কোন যন্ত্রই তার শতভাগ ক্ষমতা কাজে লাগাতে পারে না। যেমন, একটি ১৫০ সিসির মোটর বাইক এর ফুল পিক-আপ দিয়েও আপনি মিটার ১৫০ তে তুলতে পারবেন না। বড়জোর ১২৫-১৩৫ তুলতে পারবেন। কেননা কোন যন্ত্রই শতভাগ ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ঠিক তেমনি ইন্টারনেট প্যাকেজগুলো। আপনি ৫১২ কেবিপিএস প্যাকেজ এ ৫১২ পাবেন না। ৪ ভাগের ১ ভাগ পাবেন। সব সিমেই এরকম সিস্টেম। কিন্তু টেলিটকে একটু ব্যতিক্রম। ৫১২ কেবিপিএস এর প্যাকেজ এ ৫১২ পাওয়া যায়। বলতে সলিড স্পীড। মাঝে মধ্যে উঠা নামা করে কিন্তু স্থির থাকে। যা অন্য কোন অপারেটরে থাকে না।

এখন আবার প্যাকেজ গুলো ভালো করে দেখুন। তারপর সুক্ষ মস্তিষ্কে চিন্তা করুন। কেন আপনি দেশের সিম টেলিটক ইউজ করবেন না।? দামে কম। স্পীড ও বেশী। কোন প্রতরনা নেই। তাহলে কেন ব্যবহার করবেন না?

সবাইকে অনুরূদ করবো। যারা বর্তমানে গ্রামীণফোন ব্যবহার করছেন তারা একটি বারের জন্য হলে ও দেশের সিম টেলিটক ব্যবহার করে দেখেন। ছোট এমবির একটি প্যাকেজ এক্টিভ করে দেখুন। আশা করি ভালো লাগবে। আর ব্যবহার করার পর যদি আপনার মনে হয় যে না, দেশের সিম হিসেবে টেলিটকই ভালো, তাহলে এই বিজয়ের মাসে প্রতিজ্ঞা করবেন যেন আর অন্য কোন সিম ব্যবহার না করেন।

পোষ্টটা অনেক লম্বা হয়ে গেল তাই কল রেট নিয়ে বিস্তারিত কিছু লিখতে পারলাম না। যদি সময় পাই তাহলে অন্য কোন পোষ্টে কল রেট বিস্তারিত আলোচনা করবো। তবে এটা মনে রেখেন যে টেলিটক এর কল রেটও জিপির চেয়ে কম।

আজ পর্যন্তই। যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ও সর্তক করে দিবেন। ধন্যবাদ...

পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় নাইয়রি বাংলা ব্লগে। সময় পেলে ঘুরে আসবেন নাইয়রি থেকে।

তাছাড়া ফেইসবুকে সকল আপডেট পেতে যোগ দিতে পারেন আমাদের ফেইসবুক গ্রুপে

Level 2

আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

hmm bujlam..ami teletalk use kori but santi painah. network problem. .r care a call dore nah..apni kono kaj a care a gelo o mone hobe sahatjjo chaite asche..kono mullo e nai onader kache…amar mote chor hole o gp service khubi balo

ভাই টেলিটক ব্যবহার করতে চাই। কিন্তু নেটওয়ার্ক থাকে না।

    @আশ্রাফ: ভাই নেটওয়ার্ক মাঝে মধ্যে থাকে না ঠিক। কিন্তু যখন থাকে তখন কিন্তু সার্ভিস ভালো দেয়। বিশেষ করে গ্রাম্য এলাকায় টেলিটক এর নেটওয়ার্ক খারাপ। শহরাঞ্চলে কিন্তু অনেক ভালো, সার্ভিস ও ভালো। তবে গ্রাহকের সাপোর্ট পেলে টেলিটক এর নেট ও উন্নত হবে আশা করি।

Level 2

আমি তো গ্রামীণে ফ্রি নেট চালাই

    Level 0

    @RedCard: ভাই একটু শেয়ার করবেন কেমনে ফ্রি চালান???? [email protected]

    @RedCard: ভালো। কিন্তু কেন ফ্রী নেট চালাচ্ছন? কারণ তাদের নেট এর খরচ বেশী তাই। যার জন্যে মানুষ ফ্রী নেট ব্যবহার করে।

Level 0

>>>>>>>>> গ্রামীন ফোন নরওয়ে এর একটা কোম্পানি জারা বাংলাদেশ থেকে যে পরিমান টাকা নিয়ে যাই সেই টাকা যদি ওদের দেশ এ যত মানুষ আছে সবার মাঝে ভাগ করে দেই ত প্রত্যেক মানুষ বাংলাদেশি টাকা তে ৪০ হাজার টাকা প্রতি মাস এ পাবে<<<<<<<<<<< আপনার লেখা দারুন, সব জাগাই ছরিয়ে দিন,

মারাত্তক একটা কথা কইছেন

কিরে ভাই শেয়ার অপসন কই???

    @মাহমুদ সাতার: পোষ্টের উপরে এবং নিচে দেখুন কতগুলো Social Network এর আইকন আছে। সেখানে ক্লিক করে আপনি শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।

Level 0

ভাই Teletalk ই তো ব্যাবহার করতে চাই, কিন্তু নেট থাকেনা।গ্রামিনফোন এর এসব কু-কীর্তির জন্য ব্যবহার অনেক কমিয়ে দিয়েছি। টেলিটক কে গ্রাহকের সাপোর্ট এর জন্য অপেক্ষা করতে হবে না। নেট উন্নত হলে গ্রাহকরা এমনিতেই টেলিটক সাদরে গ্রহন করবে। কিন্তু এতসব জানার পরেও টেলিটক এর নেট যে খুব একটা ভাল হয়েছে তা বলা যাবেনা। সবশেষে বাধ্য হয়েই সেই গ্রামিন এর কাছেই ফিরে যেতে হয়। গ্রমিন ফোন কে একটা গালি দিলে টেলিটক কে ১০ টা গালি দেয়া উচিত। এসব রাষ্ট্রীয় মালিকাধীন মোবাইল কোম্পানির গাফলতির জন্যেই তো দেশের মাটিতে ভীন দেশিরা আস্তানা গেরেছে। এর গ্রাহক সেবার বৃদ্ধির কোন আশাই আমি আপাতত দেখছি না।

    @Godhuli: সরকারের ও দোষ আছে আমি পোষ্টে বলেছি। তবে টেলিটকের ৩জি নেট কিন্তু অনেক ভালো। তবে ২জি তে অনেক সমস্যা করে। তারপরে ও আমরা আশাবাদি খুব তাড়াতাড়ি টেলিটকের নেট উন্নত হবে। সেদিন আর বেশী দূরে নয়।

জটিল টিউন করছেন ,আমি ও ১০ দিন আগে টেলিটক এ নেট কিনছি

অনেক ভালো লিখেছেন দাদা। গতকাল http://www.naiyori.com এ আপনার এই লেখাটি পড়েছি।

    তোমাকেও অনেক ধন্যবাদ এতো কষ্ট করে পরার জন্য। রাতে একবার চ্যাটে এসো। কথা আছে।

Vhi teletalk valo .Kinto amader chandina te 3g coverage Nai . Very Upsate

    @রাফা সিরে: হুম। এটা একটা দুঃখের বিষয় যে টেলিটক সবার আগে ৩জি দিয়েও সারা দেশে কভার করতে পারলো না। তবে আশা করি খুব তাড়াতাড়ি ই সব জায়গায় কভার করতে পারবে।

Level 0

Thanks

Level 0

vai …….. amader ucit teletalk er network baranor jonno sarkar k chap dewa … sarkar nishcoy ete kan na diye parbe na … ar ami gp use kori na sey 2007 ta theke …. ei 7 year a ami banglalink er faltu network a modhhe asi … ekhon ischa kortase change korte …… kintu konta nibo abar …. GP naki Teletalk ???
teletalk sara bangladesh a network coverage ki ache ???????

সরকারের কাছে টেলিটকের উন্নতি করা আহামরি কিছুই না। শুধু উন্নতি হয়না অবহেলা, দুর্নীতি আর ক্ষমতার লোভে ডুবে থাকার কারণে।

    @ব্লগার মারুফ: ধন্যবাদ মন্তুব্য করার জন্য।

    সরকার টেলিটকের উন্নতি করছে না এটা ঠিক। কিন্তু যতটূকু আছে ততটুকু ও যদি আমরা ব্যবহার করি তাহলে তো অন্যদেরশের কেউ আর আমাদের দেশের কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারবে না।

ভাই আমার বাড়ি গ্রামে ।ব্যাবহার করতে চাই কিন্তু নেটওয়ার্ক নেই নেই নেই 3g তেও কাজ হয়না

Level 0

সবটাই পড়লাম।কিন্তু>>> “খন একটু যান্ত্রিক জগত থেকে ঘুরে আসি। বিজ্ঞান বলে কোন যন্ত্রই তার শতভাগ ক্ষমতা কাজে লাগাতে পারে না। যেমন, একটি ১৫০ সিসির মোটর বাইক এর ফুল পিক-আপ দিয়েও আপনি মিটার ১৫০ তে তুলতে পারবেন না। বড়জোর ১২৫-১৩৫ তুলতে পারবেন। কেননা কোন যন্ত্রই শতভাগ ক্ষমতা প্রয়োগ করতে পারে না। ঠিক তেমনি ইন্টারনেট প্যাকেজগুলো। আপনি ৫১২ কেবিপিএস প্যাকেজ এ ৫১২ পাবেন না। ৪ ভাগের ১ ভাগ পাবেন। সব সিমেই এরকম সিস্টেম। কিন্তু টেলিটকে একটু ব্যতিক্রম। ৫১২ কেবিপিএস এর প্যাকেজ এ ৫১২ পাওয়া যায়। বলতে সলিড স্পীড। মাঝে মধ্যে উঠা নামা করে কিন্তু স্থির থাকে। যা অন্য কোন অপারেটরে থাকে না।”

এইখানে আইসা একবারে মখা হইয়া গেলাম। “আপনি ৫১২ কেবিপিএস প্যাকেজ এ ৫১২ পাবেন না”।বিট আর বাইট স্মল লেটার b আর ক্যাপিটাল লেটার B তে লেখার সিস্টেম যে কোন মূর্খ আবিষ্কার করছিল তারে একটু এই টিউনারের কাছে বিট/বাইটের সংজ্ঞা নিতে বলতাম।

    @m0bst3r: ভাই আপনার কমেন্ট পড়ে আমিও মখা হৈয়া গেলাম। আমি কবে কোথায় বিট আর বাইট উল্লেখ্য করলাম? এই টিউনের কোথাও তো বিট আর বাইট নিয়ে কিছু লেখা নাই। তাইলে কেমনে কি?? :O :O

আমি ০২ বছর থেকে টেলিটক চালাই। কথা বলার রেটও খুব কম। ভাই, কিছু মনে না করলে আপনার এই লেখাটা আমি আমার ছোট্ট সাইট bdspot.ml এ শেয়ার করবো। প্লিজ না করবেন না।

    @এডিটর মাসুদ: শেয়ার করবে না কেনও? অবশ্যই করবেন। সবাইকে জানানোর জন্যে, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্যেই তো এই পোষ্ট।

    অবশেষে একটা ধন্যবাদ আপনার জন্যে…

অসংখ্য ধন্যবাদ

কমেন্ট করার জন্য লগইন করলাম প্রায় ২ বছর প্র।কিন্ত পতিদিন এমনে ভিজিট করি।আমি আপনার সাথে একমত কিন্ত আমার বাড়ি গ্রামে টেলিটক এর নেট খুব খারাপ।2g নেট ১মাসের নেট এক্টিব করেছিলাম আমার মনে হয় ১০ মিনিট নেট চালাইতে পারি নাই।আবার মনের কষ্টে ওই হারামির ফনে চলে আস্লাম।ভাই মনে খুব কষ্ট । 🙁 🙁

    @সোহেল কারি: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ২ বছর পর লগ-ইন করে কমেন্ট করার জন্য।

    আপনার কথা ও ঠিক। টেলিটক এর ২জি’র মান তেমন একটা ভালো না। কিন্তু প্যাকেজ গুলোর রেট কিন্তু সর্বনিম্ন অন্যসব অপারেটরের ২জি’র চেয়ে। যাই হৌক, যদিও এই পোষ্টের মূল বিষয়বস্তু ৩জি নিয়ে।

আমার বাসায় টেলিটক বাদে সব মোবাইল কোম্পানীল নেটওয়ার্ক পায়। সুতরাং কেমন করে ব্যবহার করব? ইন্টারনেট তো অনেক পরের কথা।

    @সুমির: টেলিটকের অধিকাংশ সমস্যা গ্রামঞ্চলে। যেখানে নেট আসতেই ২-৩ মিনিট চলে যায়। সবুর করেন ভাই। জাতি আশায় আশায় আছে যে টেলিটক ও খুব তাড়াতাড়ি উন্নত হবে।

আপনি কোন এলাকাতে বসে টেলিটক এ ৫১২ kbps a ডাউনলোড স্পীড ৫১২ পান তা জানা দরকার। আমি তো ৫১২ তে ১২৮ kbps পাই।

    @ফিরোজ আহমেদ: ভাই আপনার কি ধারনা আমি এতো বড় একটি পোষ্ট কোন চাঁছাই বাচাই ছাড়াই এই তথ্য গুলো দিয়ে দিয়েছি? আর আপনি একা পান না বলে কি সাবাই পায় না…?

      Level 0

      @কলিমদ্দি: bro try to understand the difference between bit and Byte. if u subscribed for 512kpbs (kilo bit per sec) line then ur download speed will be 64KBs (kilo Byte per sec)

    Level 0

    @ফিরোজ আহমেদ: ৫১২kilo bit/sec ব্রাঊজিং স্পিড হলে আপনি ডাঊনলোড স্পিড পাবেন 64 kilo Byte/sec। coz 1 bit= 1/8 Byte

Level 0

ভাই আপনি মনে হয় টেলিটকের সাফাই একটু বেশিই গেয়ে ফেলছেন। সরকারী তাই বলে নেটওয়ার্ক না তাকলে এটা নিয়ে কি ডুগডুগি বাজাব নাকি।

    @Raihan0311: সাফাই গাইতে যাবো কেন? ২জি তে নেটওয়ার্ক থাকে তো আমি ও বলি। কিন্তু আমার ই পোষ্টের মূল বিষয়বস্তু তো ৩ জি নিয়ে… এতো কষ্ট করে পোষ্ট লিখি ভাই তা ও যদি মন দিয়ে না পড়েন তাইলে কেমনে হবে??

৫১২ কেবিপিএস এ মাঝে মাঝে প্রায় ১ এম্বি পি এস পাওয়া যায় ! জয়তু টেলিটক ! মাগার জিপি সিমের নাম্বার টা পরিচিত হয়ে গেসে তাই বদলাতে পাসসি না !

    @Ashikur Rahman Tomal: আপনার জিপির নাম্বার এর মিল রেখে একটা টেলিটক নাম্বার রিপ্লেস করে নিতে পারেন…

৫১২ কেবিপিএস এ মাঝে মাঝে প্রায় ১ এম্বি পি এস পাওয়া যায় ! জয়তু টেলিটক ! মাগার জিপি সিমের নাম্বার টা পরিচিত হয়ে গেসে তাই বদলাতে পাসসি না ! — 🙁 feeling very bad

দেশি পন্য কিনে হই ধন্য। আর কি বলব।

খাওয়াইতে যখন হবে ই তখন নিজের মারে ই খাওায়ামু

Grameenphone Er Churir Jonno GP Ke Poritaag Koreci 5 Bosor Holo! Tokhon Theke Robi Use Korci. Robi Ke Niye Aamar Kono Oshubidha Nai. Tacara Ekhon Teletlk Use Kori. Love Teletalk!

আমি কিন্তু গ্রামীণফোনেরর অন্ধ ভক্ত।
কারন এই পর্যন্ত আমি প্যাকেজ কিনে জিপিতে নেট চালাইনি।
পিসি+অ্যান্ড্রোয়েডে ফ্রি নেট চালাই।
এই টিউমেন্ট করলাম অ্যান্ড্রোয়েডে ফ্রিনেট চালিয়ে। 😛

তবে আমি কথা বলার জন্য টেলিটক ব্যবহার করি।
আর আপনার এই টিউনের সাথে আমি একমত।
কিন্তু আমরা টেলিটকের কর্তৃপক্ষেরর সাথে কিভাবে যোগাযোগ করবো সেটা বলতে পারেন কেউ?

টেলিটকের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার ঠিকানা:
Teletalk Bangladesh Limited
House No- C.E.S (A)-39,
Road No-116,
Gulshan-1, Dhaka-1212
Bangladesh.

Phone:
(88) 02 9851060, 015 50154444

Fax: 88 02 9882828

E-Mail: [email protected]

Level 0

ভাই আপনার পোষ্টটা ভালই লাগল, টেলিটক কে আপনি যতটা সাপোর্ট করলেন এতটুকু মেবি টেলিটকের ম্যানেজমেন্ট ও করে না করলে আজ তাদের অবস্থান অনেক উপরে থাকত, কল রেট কমিয়ে দিক, ভাল নেটওয়ার্ক দিক সবাই ইউজ করবে। ভাই নেট এর জন্য একটা সিম আবার কথা বলার জন্য একটা সিম এত তো ইউজ করা যয়না।

    @ujjalbs: পিসি দিয়ে ব্যবহার করলে ঠিকই ব্যবহার করা যেত। তবে কল রেট এর যে বিষয়টি বললেন, কলরেট কিন্তু আসলে বেশী না। অন্য সব অপারেটরের চেয়ে কম। ২জি নেটওয়ার্কটা একটু দুর্বল

ভাই ধন্যবাদ আমি আগে রবি সিম চালাতাম পরে ভাবলাম আমি একজন বাংলাদেশী আমি কেন বাহিরের সিম চালাব?? আমি কেন দেশের টাকা বিদেশে দেব?? তখন তেখে আমি টেলিটক চালাই এখন দুইটা একটা আমার বোনের GPA5 এর R ইয়ুথ। তবে ভালই আমি ৩.৫জি স্পীড পাই, ভাই আপনি হইত R একটা কথা জানেননা যদি ৫১২ আপনার স্পীড হই তবে আপনি ৫১২-১ এম্বিপিএস পর্যন্ত স্পীড পাবেন, আমি আমার বন্ধুদের ৭ জন জোর করে টেলিটক কিনিয়েছি । এখন তারা টেলিটক চালাচ্ছে টেলিটক বেস্ট , মাঝে আমি পেপারে পরেছি টেলিটক টাওয়ারের ১ km আউতাই তারা সবাই ফ্রী wifi ব্যাবহার করতে পারবে এটা চুক্তি হবে খুব শিগ্রহী, কস্ট করে পোস্টি করার জন্য ধন্যবাদ

    @মোঃ আল আমীন: ধন্যবাদ ভাই। স্পীডের যে বিষয়টা বললেন আমি ও সেটাই বলতেছি। বাট অনেকে বুঝতেছে না। টিউনমেন্ট গুলো পড়লে বুঝতে পারবেন।

ভাই চখাম কথা কইস আমিও কিন্তু দুই মাশ ধইরা টেলিটক ইউস করি এহন জপির ধারেও জাই না আমাদের সরকার যদি সামান্য একটু গুরুত্ব দিত তাহলে আমারা টেলিটক থেকে আরো সুবিধা আর আরো শক্তিশালী নেটওয়ার্ক পাইতাম তাহলে জাদের নেটওয়ার্ক জনিও সমস্যা হয় অইটা দূর হয়ে যাবে তখন দেখবেন সবাই টেলিটক ইউস করবে এবং দেশের টাকা দেশেই থাকবে 😀

Level 2

জিপির দালালি করতেছিনা কিন্তু আপনি যাই বলেন আমার কাছে জিপি বেস্ট। জিপিতে Fb,wikipedia,ekhanei.com,whatsapp সহ অনেক দরকারি সাইট গুলা ফ্রী। অন্যান্য যেকোনো সিমের চাইতে জিপির নেটওয়ার্ক ভাল। আর যদি স্পীড এর কথা বলেন তাইলে আমি বলব জিপি বেস্ট। আপনি পাইছেন কিনা জানিনা কিন্তু জিপিতে আমি 512kbps er pacage এ 2-4mbps স্পীড পাইছি অ্যান্ড পাচ্ছি। জিপি আছে বলেন এখন অনেক মানুষ ফ্রী তে নেট ইউস করতে পারছে। বাংলাদেশ এর প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ই এ জিপি টু জিপি 4p/10sec। আর কোন কম্পানি এরকম সুযোগ সুবিধা দেই কিনা আমার জানা নাই।

Awesome Post!!
Ami Ajkei Teletalk er Grahok Hoye Jabo. 😀
Tobe, Gp diya just phone korbo.
Ar teletalk diya internet chalabo.;)

Level 0

khub valo Laglo Tune Ti…………….. Love Teletalk

Level 0

ভাই আমি টেলিটকরে নেট ব্যাবহার করতে চাই, টেলিটকরে কোন সিমটি নেট চালানোর জন্ন ভাল হবে একটু জানাবেন।

vai kara bole dukkher kotha gp offer type SMS sype FIve and send sms 4000 you will got 5 free WT got 5 wt . next days dial 1213 for spatial offer get another SMS from Gp offer. got 3 SMS 3MMS & 3 wt free , check bonus balance *566*3# i can see have left 69tk .then send request buy new WT. buy new 1 WT using bonus balance. and again try another new WT i have Left 2 WT balance . send and says your request successfully accepted you will got confirmation asap . wait 1 days but do nothings. and checking my bonus balance still same have money . call 121 he says ” apner onurod te pressing aa asa ame bollam vaia how much time can take . une bollo you will get confirmation asap , ame bollam aber free WT maied too kal ka sas hoya jaba ar moddha jode confirmation sms na pai tyla amer main balance thaka charge korba na too ? use bollo na ame bollam tar poraoo apne amer jonno akta ticket create kora dan . think 2 din pora amer main balance thaka 34 tk nai . OMG ame too sas GP kando dhaka. valo ke mondho apnara bolan .121 a call dilam bola processing aa asa dakhba ke porblem . LOL ke jane koy jug laga

আমি টেলিটক স্বাগতম প্যাকেজ ব্যাবহার করে বেশ শান্তিতেই আছি। ধন্যবাদ টেলিটক।