পূর্ব জন্ম নিয়ে ধরেমর দিক থেকে অনেক কথা আছে। অনেকে এটা বিশ্বাস করে অনেকে আবার করেন না।তবে অনলাইক কিছু পত্রিকায় এ বিষয়ে বহু ধরনের আলোচনা আমি দেখেছি। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে কহুদূর।আসলে সঠিক কথা।
জরিপ চালায় দেখা গেছে ২ বার জন্ম নেওয়া ৭ জন ব্যক্তি এই পৃথিবীতে আছে (মাইকেল জ্যকসন মারা গেছেন)।তবে আমি ফেসবুকের একজন নিয়মি ভিজিটির, জুকারকে এমনিই ভালো লাগে ।তাই তার এই ২ বার জন্ম নেওয়া কথাটা একটা পত্রিকায় দেখে আপনারা যারা জানেন না তাদের সাথে শেয়ার করছি।বর্তমান ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারের সাথে স্পেনের রাজা ফিলিপের সাথে হুবহু মিল। বিশ্বাস না করলে স্পেনের রাজা ফিলিপের বিস্তারিত জীবন জানলে এবং ছবি দেখলে বুঝতে পারবেন।তবে আমি এই আধুনিক যুগে থেকে ও কিন্তু জন্মান্তরবাদ বিশ্বাস করি।কারণ আমার এক বান্ধবী আছে যে কিনা পূর্ব জন্মের সব ঘটনা বলে দিতে পারে এমনকি তার পূর্ব জন্মের সব রিলেটিভদের সাথে ও যোগাযোগ আছে। কারো যদি বিশ্বাস না হয় তবে খুলনা আসবেন আমি প্রত্যক্ষ দেখাব।কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
সবাইকে ধন্যবাদ
সৌজন্যে টুডে টিউনস
আমি ঝিঝি পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bro apni ki Hindu