দেশব্যাপি আজ থেকে শুরু হয়েছে আগামি সিম দেওয়া ...।তবে এ নিয়ে অনেকের মধ্যে কিছু Confusion আছে...।
আমি এই টিউনে সেই সম্পর্কে আলোচনা করার চেস্টা করব...।
প্রথমেই জেনে নিন আপনি সিম কবে পাচ্ছেন-
সেজন্য ডাউনলোড-
http://www.teletalk.com.bd/pdf/gpa5_sim_distribution_2014.pdf
এর মধ্যে থেকে জেনে নিতে পারবেন আপনি কবে কোন জায়গা থেকে সিমটি পাবেন।
►যে কাস্টমার কেয়ারের নাম দেয়া হয়েছে শুধুমাত্র সেখান থেকেই সিম উত্তোলন করতে হবে।
►যার নামে রেজিস্ট্রেশন করেছো তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
►পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করলে পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে।
►তোমার এস.এস.সির অ্যাডমিট কার্ডের মূলকপি দেখাতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে । মূলকপি দেখাতে না পারলে সিম দিবে না।
►অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের কালার প্রিন্ট জমা দিতে হবে।
►গ্রাহক নিবন্ধন ফর্ম পুরন করে জমা দিতে হবে । ফর্মটি টেলিটক কাস্টমার কেয়ার থেকে নিয়ে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করা যাবে।
►অভিভাবকের নামে সিম রেজিস্ট্রেশন করা হলে সিম উত্তোলনের দিন তার যাওয়ার কোন প্রয়োজন নেই। শুধু তুমি উপস্থিত থাকলেই হবে।
কেননা দুইটা ফর্মের সাথেই user registration form লেখা আছে।লেখা দেখে আপাত দৃষ্টিতে এক মনে হলেও আসলে ফর্ম দুইটা আলাদা এবং সেই সাথে ফর্ম দুইটার কাজটাও ভিন্য।
►প্রথমত তুমি অনলাইনে ফর্ম পুরন করার পর যে user registration form ডাউনলোড দিছ,এটা মেইনলি তুমি যে সিম রেজিস্ট্রেশন করছো তার প্রমান হিসেবে কাজ করবে।
►দ্বিতীয়ত গ্রাহক নিবন্ধন ফর্ম/ user registration form এই ফর্মটা যে কোন সিম কেনার সময় পুরন করতে হয় যার এক কপি গ্রাহককে দেয়া হয়।এই ফর্মটি মুলত সিমের দলিল হিসেবে কাজ করে।
যদি কখনো সিম হারায়া যায় তাহলে এই ফর্মটা দিয়ে সিম রিপ্লেসমেন্ট করা যাবে।২
2.সিম উত্তোলনের জন্য যে তারিখ দেয়া হয়েছে,কোন কারনে যদি ঐ তারিখে যেতে না পারি তাহলে কি পরে সিম নিতে পারব??
উত্তরঃ হ্যা । উক্ত দিনে যেতে না পারলে দুই/তিন দিন পরে যেয়েও সিম নেয়া যাবে ।
তবে বেশি দেরী করা যাবে না । সবচেয়ে ভালো হয় তুমি কয়দিন পরে যেতে চাচ্ছ সেটা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানিয়ে রাখলে!!
3.আমি যদি যেতে না পারি তবে কোন অভিভাবক কিংবা যার নামে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে,তিনি গেলে তাকে সিম দিবে কিনা??
উত্তরঃ হ্যা । সিম দিবে ।
সেক্ষেত্রে তোমার SSC এর মূল কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড,রেজিস্ট্রেশন কার্ড দেখাতে পারলেই সিম দিয়ে দিবে
4.সিমের রেজিস্ট্রেশন অভিভাবকের নামে করা হয়েছে কিন্তু সিম নিতে স্টুডেন্টকে যেতে বলা হয়েছে..তাহলে Thumb print টা কে দিবে??
নাকি বাসা থেকে Thumb print দিয়ে নিয়ে যেতে হবে??
উত্তরঃ সিম উত্তোলন করতে যে যাবে Thumb print টা তাকেই দিতে হবে..যদি স্টুডেন্ট যায় তাহলে স্টুডেন্টকে আর অভিভাবক গেলে অভিভাবককে ।
পরিশেষে আমি আমার সিম আজ পেলাম...।
আর কারো যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান ।আমি আমার সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব।।
প্রথম টিউন ,ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
ফেবুতেও আমাকে পাবেন-
https://www.facebook.com/dreamer.shuvo789
টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত-
http://times4droid.blogspot.com/
আমি ইমতিয়াজ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১ টা প্রশ্নের উত্তর দেন নাই।
নাকি বাসা থেকে Thumb print দিয়ে নিয়ে যেতে হবে??