১জিবি র্যামসহ নতুন কিছু স্মার্টফোন – দেখলেই কিনতে ইচ্ছে হবে।
আসসালামুআলাইকুম। কেমন আছেন বন্ধুরা, আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালো আছেন। একসময় কম্পিউটার ছিল নতুন প্রজন্মের কাছে আকর্ষনীয় বস্তু, কিন্তু স্মার্টফোন নতুন প্রজন্মের কাছে দারুন আকর্ষনে রূপ নিয়েছে। স্মাটফোন দিন দিন সুপার ফোনে পরিনত হচ্ছে। ডিসপ্লে রেস্যুলেশন, প্রসেসর স্পীড, র্যাম, রোম, গ্রাফিক্স, ব্যাটারী ইত্যাদি বিভিন্ন হার্ডওয়্যারগুলোতে এমন উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, যেন এগুলোতে AutoCad, 3D Max, Photoshop এর মতো সফটওয়্যার চালানো যাবে। Gaming এর ক্ষেত্রে সবধরনের গেমসগুলো স্মার্টফোনে স্থান পেয়েছে, এইদিক থেকে পিছিয়ে নেই। Asphalt Airborne 8 গেমসটি ২জিবি সাইজ, Real Football 2013 ৯০০ এমবি, ভাবলেই অবাক লাগে মোবাইলের গেমস এত বড় সাইজের। যাইহোক মূল আলোচনায় ফিরে আসি, কিছুদিন আগেও ১জিবি র্যামের স্মাটফোন ব্যয়বহুল ছিল, দিন দিন আপডেট হওয়ার কারনে দাম কমে এসেছে। প্রসেসর কোন ফ্যাক্ট না, কারন ৫১২এমবি র্যামের স্মার্টফোনে কোর্ডকোর প্রসেসর পাওয়া যায়। তাই যেটা গুরুত্বপূর্ন হয়ে দাড়িয়েছে তা হলো র্যাম। র্যামটা গুরুত্বের দিকদিয়ে বেশী গুরুত্বপূর্ন, এছাড়াও রয়েছে রোম এবং ব্যাটারী। নিচে বাজারে সদ্য আসা নতুন কিছু স্মার্টফোন।
আমাদের দেশীয় পন্যগুলোর মধ্যে ওয়ালটন এবং সিম্ফোনির দু’টি করে চারটি মডেল বাজারে এসেছে।
Sim: Duel Sim Supported, 2G, 3G,
Display: IPS, capacitive touchscreen, 16M colors, 5inches, HD (1280 x 720), Pixel density 299 ppi
Camera: 8 MP, 3264x2448 pixels, Autofocus, LED flash, Continuous shot, Zoom up to 4X ,
Face beauty, Panorama, Secondary, 2 MP, Autofocus
Android: OS, v4.4.2 (KitKat)
CPU: Quad-Core 1.3 GHz
GPU: Mali-400
Sensors: G-sensor, Light Sensor, Proximity Sensor, Magnetic Sensor
Internal Memory: ROM 8GB, RAM 1GB
Extra Storage: microSD, up to 32 GB
Battery: Li-Ion 2000 mAh battery
Price: 10990BDT.
Sim: Duel Sim Supported, 2G, 3G
Display: IPS, capacitive touchscreen, 16M colors, 4.5inches, FWVGA (854 x 480), Pixel density 218 ppi, Corning Gorilla Glass 2.
Camera: 8 MP, 3264x2448 pixels, Autofocus, LED flash, Video Yes, 1080p@30fps, Secondary 2 MP,
Android: OS, v4.4.2 (KitKat)
CPU: Quad-Core 1.3 GHz
GPU: Mali-400
Sensors: Accelerometer (3D), Light, Proximity, Orientation, Compass
Internal Memory: ROM 8GB, RAM 1GB
Extra Storage: microSD, up to 32 GB
Battery: Li-Ion 1800 mAh battery
Price: 10990BDT.
Sim: Duel Sim Supported, 2G, 3G
Display: IPS, capacitive touchscreen, 16M colors, 4inches, WVGA (800 x 480), Pixel density 218 ppi,
Camera: 5 MP, 2592x1944 pixels, Flash light, Video Yes, Secondary 2 MP.
Android: OS, v4.4.2 (KitKat)
CPU: Quad-Core 1.3 GHz
GPU: Mali-400
Sensors: Accelerometer (3D), proximity, Light
Internal Memory: ROM 8GB, RAM 1GB
Extra Storage: microSD, up to 32 GB
Battery: Li-Ion 1550 mAh battery
Price: 7990BDT.
Sim: Duel Sim Supported, 2G, 3G
Display: IPS, capacitive touchscreen, 16M colors, 4inches, WVGA (800 x 480), Pixel density 233 ppi,
Camera: 5 MP, 2592x1944 pixels, Flash light, Video Yes, Secondary VGA.
Android: OS, v4.4.2 (KitKat)
CPU: Quad-Core 1.3 GHz
GPU: Mali-400
Sensors: Accelerometer, Proximity, Light
Internal Memory: ROM 4GB, RAM 1GB
Extra Storage: microSD, up to 32 GB
Battery: Li-Ion 1500 mAh battery
Price: 7090BDT.
বি:দ্র: কেউ এই ফোনগুলোর কোনো একটি কিনে থাকলে কমেন্ট করে জানাবেন ফোনগুলো কেমন। এতে আমাদের নতুন করে ফোন কেনার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করবে।
আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ensure your TECH shopping with us. In Shaa Allah we try to provide your best choice.
Symphony বাংলাদেশী?