এই কি আমাদের টেক টিউন ? আসুন আমরা একটু সচেতন হই । আমাদের প্রিয় সাইট্টি কে আগের মত করি। যদি টেক টিউন থেকে সামান্ন উপকারও পেয়ে থাকেন ,তাহলে একটি বার দেখবেন ।

এই কি আমাদের টেক টিউন ? আসুন আমরা একটু সচেতন হই । আমাদের প্রিয় সাইট্টি কে আগের মত করি। যদি টেক টিউন থেকে সামান্ন উপকারও পেয়ে থাকেন ,তাহলে একটি বার দেখবেন ।

আজকে খুব কস্ট পেলাম টেকটিউন এ এসে । হোম পেজে দুইটা অস্লিল পোস্ট । আচ্ছা মানলাম টেক টিউন এ স্কেম হয় । রেফারেল সংরহ করার জন্য অনেকেই পোস্ট দেন । কিন্তু এইটা কিছু হইলো? এইখানে সরাসরি অস্লিল ভিডিও ডাউনলোড এর ২টা টিউন করেন এক নতুন টিউনার । এর চাইতে আরো দুঃখের বিসয় কি জানেন ? টিউন ২ টায় যথাক্রমে 3 ঘন্টায় 1800 এবং অন্ন টিউনে 5 ঘন্টায় 2200 পর্যন্ত হিট করসে । এইটাই আমাদের মন মানুসিকতা? আর সেই ভিডিও এর ডাউনলোড লিংক এর জাউগায় টিউনার সাহেব নিজের সাইট এর লিংক বসাইসেন । বাহ ! ভালো ত ভালো না?উনার সাইট হল আইটিরং নামের সার্চ ইঙ্গিন এর সাইট । আর টিউনারের আসল নাম হল Rakib Hossen nil । আসা করি এই নামের সাইট এ আপনারা জাবেন না । কারন যে বেক্তি এই রকম অস্লিল পোস্ট করতে পারে টার সাইট কিরাম ধোকার হইতে পারে বুজতে পারছেন । এই ছেলেকে জুতা মারা উচিত । টার মত খারাপ সাইট এডমিন আমি দেখি নাই । যে আমাদের প্রিও টিটি কে নস্ট করছে ।আপনারা কেও টার সাইট এ জাবেন না । এই সাইট টা জনপ্রিও করার জন্য আগেও উনি পোস্ট দিসেন । কিন্তু সুবিধা না করতে পারায় এই রকম টিউন করছেন । উনি এই রকম অস্লিল টিউন করার সাহস কিভাবে পাইছেন জানেন? আপনার জন্যই । আপনি যদি এই রকম টিউন উপেক্ষা করেন তাহলে কেও এই রকম ভাবে নিজের সাইট প্রচার করবে না । কারন এই পোস্ট করলেও কেও টার পোস্ট দেখত না । কিন্তু আপনারা জেইভাবে হিট ফালাইলেন 3 ঘন্টায় ! তাই সে বার বার টিউন করবে এই রকম । নস্ট করবে প্রান প্রিয় টিটি কে । আসুন আমরা এই বিসয়ে একটু সচেতন হই । যদি আমরা একটু চেস্টা করি তাহলেই গড়ে তুলতে পারি সেই মানসম্মত এবং স্কাম মুক্ত টেক টিউন । মোডারেটর ভাইরা অনেক কস্ট করে টেকটিউন পরিস্কার রাখছে । কিন্তু দায়িত্ত শুধু তাদের ই নয় । আমাদেরও । আমরা যদি সচেতন না হই তাহলে কিভাবে হবে বলেন ?আমার মত ১৪ বছরের ছেলে এইটা বুজতে পেরেছে । তার মানে আপ্নারাও বুজতে পারবেন । আজ আপনারা 3 ঘণ্টায় ওঁই টিউন এ 1800 হিট করলেন । এইটা দেখে স্কামার রা ও এইটা করতে আগ্রহি হবে । ফলে আরো স্পাম হবে । তাই প্লিজ একটু সচেতন হউন । আর প্রিয় মোডারেটর ভাইকে অনুরধ করছি ওঁই টিউন ২ টা ডিলিট করে দিবেন ।
সর্বশেষে আমাদের প্রিয় মোডারেটর সাইফুল ভাই এর ৩ বসর আগে করা একটা সচেতনতা মুলক টিউনের কিছু অংশ নিচে দিলাম >
টেকটিউনস জ্ঞানের কারখানা, ডলারের নয়
আমি আজকে যে বিষয়ের উপর লিখতে যাচ্ছি তা হল "অনলাইন আয়" -এর বিভ্রান্তিমূলক টিউনগুলির টিউনাদের উদ্দেশ্য করে। অনলাইন আয় মোটেও খারাপ কিছু নয়। কিন্তু কথা হল সঠিক পথে উপার্জনকৃত আয় নিয়ে। অনেকেই দেখা যায় অন্যের আয়ের কথা চিন্তা না করেই শুধুমাত্র তাদের রেফারেল বাড়ানোর জন্যই টিউন করে। তার টিউন পড়ে অন্য কেউ উপকৃত হল কিনা সেই বিষয়ে কিছু ভাবে না। আচ্ছা বিবেচনা করে দেখুনতো, এইটা আপনি ঠিক করলেন নাকি মানুষকে বিভ্রান্তি করলেন?

মানুষকে কষ্ট দিয়ে এইভাবে জয়ী হয়ে লাভ কি?

আবার কোন কোন টিউনারের টিউনে দেখা যায় তারা তাদের রেফারেল দিয়ে কিছু কিছু স্ক্যাম সাইটে ডলার ইনভেস্ট করার জন্য উব্ধুদ্ধ করে। কেউ কেউ আবার পে-মেন্ট প্রুফও দিয়ে দেয়। কিছু কিছু ওয়েবসাইটগুলোতে ডলার ইনভেস্ট করলে তারা সত্যিই লাভসহ পে করে এইটা আমি মানি। কিন্তু একটু বেশি ডলার ইনভেষ্ট করলেই তাদের পেমেন্টগুলোকে পেনডিং করে দেয়। আমার সমস্যা সেখানেও নয়। কারণটা বলছি-

ধরা যাক আপনি "অমুক" নামের একটি বিশ্বস্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠানে 10$ বিনিয়োগ করলেন। এখন কথা অনুযায়ী তারা আপনাকে ৫ দিন পর লাভসহ মোট 15$ ডলার পে করল। এবং সেইটা আপনি আপনার এ্যকাউন্টে উইড্রো করলেন।

আচ্ছা এবার ভেবে দেখুনতো আপনার পাওয়া 5$ ডলার হালাল না হারাম? অবশ্যই হারাম কারণ আপনি আপনার ডলারটি বিনিয়োগ করলেন এবং কোন প্রকার কাজ না করেই লাভ নিলেন। তার মানে এইটা সুদ হল। আর আপনি নিশ্চই জেনে থাকবেন যে, "সুদ" নেওয়া হালাল না হারাম।

আবার আরেক প্রকার টিউনার আছে যাদের টিউন দেখলেই আপনার মনে হবে যে, আপনি ওই টিউনটি পড়লে রাতারাতি বিল গেটস হয়ে যাবেন ।

যেমন কিছুদিন আগে একটা টিউন হয়েছিল "ঘুমিয়ে ঘুমিয়ে ডলার আয় করুন"। ঘুমিয়ে ঘুমিয়েই যদি হাজার হাজার ডলার ইনকাম করা যায় তাহলে দুনিয়াদারির কি দরকার? সবাইতো ঘুমাবে। কারণ ঘুমালেই ডলার। আর ডলার ভাঙ্গাতে গিয়ে দেখবেন যে, ব্যাংকের ম্যানেজারও ঘুমাচ্ছে। ।

---------------------------------------

তাই এমন টিউন করবেন না, যেইটাতে মানুষের ক্ষতি হয়, মানুষ বিভ্রান্তিতে পড়ে। রেফারেল বাড়ানোর জন্য টেকটিউনস-এ টিউন করে কতটুকু ডলার আয় করতে পারবেন? সামান্য কিছু ডলারের জন্য চরিত্র নষ্ট না করে অনলাইন আয়ের সঠিক পথ যেমনঃ ফ্রিল্যন্সার, ওডেস্ক, রেন্টকোডার ইত্যাদি নিয়ে টিউন করুন। ফ্রিল্যন্সার -এ কাজ করতে হলে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ হতে হয়। তাই সেই বিভাগ / বিষয়গুলি নিয়ে টিউটোরিয়াল শুরু করুন। এতে করে আপনার কাজের অভিজ্ঞতাও বাড়বে এবং সবাই আপনাকে একজন ফ্রিল্যন্সার হিসেবে চিনবে।

আর টেকটিউনস নীতিমালা ১.১২ অনুযায়ী অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করা যাবেনা। তাই নীতিমালা ভঙ্গ করে টিউন করলে টিউন স্থগিত বা মুছে ফেলা হয়।

তাই যারা টেকটিউনসে নতুন তারা দয়া করে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি বুঝুন ও মেনে চলুন। তাহলে আপনার টিউন কখনও স্তগিত বা মুছে ফেলা হবে না।

মনে রাখবেন টাকাই সবকিছু নয়। টাকার জন্য অন্য ভাল কিছু করুন, অনেক টাকা আয় করতে পারবেন। কিন্তু টেকটিউনস-এ টাকা ইনকামের জন্য নয় জ্ঞান ইনকামের জন্য আসুন।
আসা করি আপনাদের মাথায় কিছু ঢুকাতে পারছি । তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন । আপনার মতামত দিবেন । যদি এই পোস্ট টা ভালো করে পড়ে থাকেন তবে একটা কমেন্ট করার জন্য অনেক অনুরধ করছি ।আমি জানতে চাই আমার কস্ট করে টিউন করা সার্থক হল নাকি ।

Level 0

আমি সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফারহান সাজিদ । আমি ক্লাস ৮ এ পড়ি । আমার বয়স ১৪ ( জন্ম নিবন্ধন অনুযায়ী ১২ ) আইটি এর প্রতি রয়েছে প্রচুর আগ্রহ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাথে আমি একমত।

Level New

এই টিউন দুটো still showing. অথচ অবাণিজ্যিক এবং প্রযুক্তি নির্ভর কিছু টিউন authority pending করে রাখে। Really Sad.

    @Arafat: জি ভাইয়া ,এই বিষয়ে আরো কিছু অভিযোগ এসেছে । হয়তো মোড ভায়েরা টি টি তে আসেন নাই । উনাদের পক্ষে ত সব সময় টেক টিউনে বসে থাকা সম্ভব না । জখন দেখবেন তখন ঈ রিমুভ মারবেন নিশ্চিত । আর এই রকম সাইট মালিকদের জারা অন্ন সাইট নস্ট করে তাদের গন পিটুনি দেওা দরকার । কমেন্ট এর জন্য ধন্যবাদ ।

কিন্তু একটি বিষয় বোধগম্য হচ্ছে না ৪ ঘণ্টার উপরে এখনো টি টি তে কিভাবে এ ধরনের দুটি পোস্ট পাবলিশ হয়ে আছে? মোডারেটর ভাইয়ারা কি এখনো ঈদ এর ছুটিতে আছেন? না কি এখানে অন্য কোন যোগসূত্র আছে?

    @রাজিবুল ইসলাম।: প্রথমত তারা হয়তো বিজি । তাই টি টি তে ঢুকেন নাই । জতই হক । আজকে সুক্রু বার । হয়তো বিস্রাম নিচ্ছেন । আর যোগসূত্র এর বেপারে কিছু বলতে পারছি না । কমেন্ট এর জন্য ধন্যবাদ ।

কি বলবো বলার ভাষা নেই হায় রে টিটি

আপনার কথা গুলি অনেক ভাল লাগলো অনে অনেক ধন্যবাদ ।

Level 0

আপনার সাথে আমি একমত।

একমত।

একমত

ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ টিউন টির করার জন্য।

১। অসংখ্যক ধন্যবাদ। সচেনতামূলক টিউনটি প্রকাশ করার জন্য। আপনার সাথে সহমত। আসলে সমাজে এই রকম কুচক্রমনা ব্যক্তিদের আনাগোনা নতুন কিছু নয়। অতীতে ছিল, বর্তমানে আছে। ছি:ছি …..ধিক্কার তাদরে….!! তবে এই জন্য সচেনতা ও কঠোর আইন প্রনয়ন নীতি প্রয়োজন। অপরদিকে আমাদের মধ্যেও দোষ আছে যেমন মুখে সাধু পুরুশ ভাব দেখাচ্ছি কিন্তু অন্তরে করছি লীলা কীর্তন। এই কারনেই তো দেখা যাচ্ছে এই বেকুপ মার্কা টিউন গুলো হিট হচ্ছে প্রতি ঘন্টাতে ১ হাজার ছাড়িয়ে যাচ্ছে। অথচ যে সকল লেখকেরা তাদের গবেষণা, পরীক্ষন করে একটি ভাল মানের টিউনস করছেন সে দিকে কিন্তু মাথা ব্যাথা নাই……. এড়িয়ে যাচ্ছি। দেখা যায় ১৮ ঘন্টাতে ৩০০ জন।

২। যাইহোক ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ধর্ম শিক্ষা হতে দূরে চলে যাওয়ার কারনে এমন নৈতিক অবক্ষয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর হবেই বা না কেন- যেমন একজন (মুসলীম হিসাবে) ১০ পাশ করার পর পরবর্তীতে উচ্চ শিক্ষা পর্যন্ত যেমন:ডিপ্লোমা, প্রকৌশল, ডাক্তার, বিবিএ, এমবিএ, ফার্মেসী, আইন যে বিষয় নিয়ে পড়ছি না কেন? সেখানে দেখা যাচ্ছে এত কোর্স …..এত মার্কস! সেইগুলো পড়তে সমস্যা নাই।
৩। অথচ এখন যদি বলা হয় প্রতি শ্রেনীতেই বাধ্যকতা মূলকভাবে ১০০ মার্কস ধর্ম বিষয় থাকবে। তাহলে অনেকে বকে বসবেন! বলবেন যে, দেশটাকে হুজী বাহিনী বানাইতে চাইছে, রাজাকার…….ইত্যাদি । বা অনেকে বলবেন ধর্ম বিষয় দেওয়ার মানে হয় না। পাগলামী! যদি বলা হয় ড্রামা নিয়ে একটি বিষয় অন্তভূক্ত হবে তাহলে মনে হয় উক্ত বাণীগুলো উবে যাবে।
৪। আসলে ভাই আমি অনেক ছোট লোক, এখনো উচ্চ শিক্ষা পর্যন্ত যেতে পার নাই। বর্তমানে জেনারেল লাইনে নিচু ক্লাশে পড়ছি। যাইহোক – আমার কথার যুক্তি হল এইযে ১০ পাশ করার পর পরবর্তী শ্রেণীতে কোন ধর্ম বিষয় পাচ্ছিনা বলে যা শিখে এসেছি তা ভূলে যাচ্ছি, রিসার্চ হচ্ছে না। ফলে আমাদের ধর্ম বিষয় হতে দূরে চলে যাবার কারনে এই নেতিবাচক বিষয়ে জড়িয়ে পড়ছি। কিন্তু এখানে যদি উচ্চ শিক্ষার্থে কোন একটি পর্বে ধর্ম বিষয় কারিকলাম অন্তভূক্ত করা যেত তাহলে পরীক্ষার পাশের ভয়ে সেই বিষয় পড়তাম (যদিও অনেকে ধর্মে জেনেও গোড়ামী করেন) তবুও পাপ কাজ করতে গিয়ে অন্তরে বাধা পড়ত। এই বিষয়টি আমি অনেক ভেবেছি এবং আমার বন্ধুদের মাঝে শেয়ার করেছি।
৫। অনেকেই বলবেন- যারা অন্য ধর্মালম্বী আছেন হ্যা তাদরে অন্য বিষয় করা যেত যেমন: কোন সামাজিক উন্নয়ন কিংবা প্রযুক্তি বিষয়ের নতুন একটি পর্ব/কারিকুলাম। আসলে মূল কথা হল: আপনি ডিপ্লোমা, প্রকৌশল, ডাক্তার, বিবিএ, এমবিএ, ফার্মেসী, আইন বিষয়ে উচ্চ শিক্ষা নেন। তাতে কোন সমস্যা নাই। এইগুলোর অবশ্যই প্রয়োজন আছে। কথা হল- সেখানে ৪-৫ বছর ৪০ টি কোর্সের মধ্যে যদি কোন একটি পর্বে ইসলাম শিক্ষা বিষয় থাকে/বাধ্যতামূলক করা হয় তাহলে তা দোষের কোথায়!!!
৬। অনেকেই বলবেন যারা ইসলাম শিক্ষা, দাওরাহ হাদীস, ইতিহাস ও সংস্কৃত, উর্দু, আরবী পড়ছেই তো। হ্যা এটা আমরা সবাই জানি, এই বিষয়ে যারা পড়ছেন তারা তো ঐ বিষয়ের প্রফেশনাল। বাট ….এই বিষয়গুলো ব্যতিত যারা অন্যান্য বিষয়ে উচ্ছ শিক্ষা নিচ্ছেন/পন্ডিত হচ্ছেন??? যাইহোক এই বিষয়গুলো ভাবা উপরওয়ালাদের যারা গার্ডিয়ান হিসাবে এই দেশ পরিচালনা করছেন। আমি শুধুমাত্র অভিমত জানালাম।
৭। আসলে কোন বিষয় বলতে কোন বিষয় বলে ফেললাম ….. দূ:খিত। এর মধ্যে অনেকেই বলছেন মডারেটর সাহেবরা কি করছেন, তারা ছুটিতে আছেন …….. ইত্যাদি ….ইত্যাদি। আসলে আমার মতে মডেরটরদের কোন দোষ দেখছি না। কারন তারাতো বিজি থাকতে পারেন। তাদেরওতো ধর্ম, ঘর-সংসার আছে। সুতরাং টিটিতে যে ২৪ ঘন্টাই তাদের প্রহরা দিতে হবে এমন কোন কথা নাই। যেমন: একজন যদি রাত ১ টার সময় পোস্ট করেন তাহলে মডারেটরকে ঘুম নষ্ট করে ….??? যাইহোক এই ব্যাপারে সুস্থ মনাদের একতা থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, সচনেতা থাকতে হবে। So, মডারেটরদের পাশাপাশি আমাদের এইটুকুই দায়িত্ব আছে বলে মনে করি।
৮। অনেকেই বলছেন আইটি রং সাইটের রকিব সাহেব এই কাজটি করেছেন। যদি ঘটনাটি সত্যিই হয় তাহলে তা অত্যন্ত দূ:খের বিষয়। কেননা, একজন মূসলমান, বাঙ্গালী হিসাবে এমন নিয়ম বর্হিভূত/অবিবেচক কাজ করবেন যা অবশ্যই শাস্তিযোগ্যর আওতায় পড়ে। কেননা, আপনার যদি অবিবেচক কাজ করতে ভালই লাগে তাহলে অবিবেচক মার্কা অন্য কোন সাইটে গিয়ে করলেন না কেন??? (যদিও ধর্ম দৃষ্টিতে তাও ঠিক নই)। কেন একটি সুস্থ বিরাজমান সাইটে এসে আর কয়টা সুস্থ ভিজটিরকে অসুবিধা ভ্রমহানী করবেন?? এই হিসাবে ধর্মীয় আইন ও প্রযুক্তি আইনে কেস করলে তার জরিমানা/শাস্তি হতে হবে??
৯। রকিব সাহেবকে আমি নিজে চিনি না। কিন্তু এও টুকু জানি যে, তিনি একজন ডেভেলপার, ওয়েব ডিজাইনার। আইটি রং এর অ্যাডমিন। এক কথায় বলা যায় তিনি একজন আইটি এক্সপার্ট। একজন আইটি এক্সপার্ট যদি এই কাজ করেন, তাহলে বলা তিনি তার নিজের পায়েই কুড়াল মাড়লনে!! নিজেই নিজরে ইমেজ নষ্ট করলেন। সুতরাং এখানে স্বাভাবিক ভাবে তার নাম আসছে। কিন্তু কথা হল আদৌ তিনিই কি এমনটি করেছেন? নাকি অন্যপক্ষ তার নাম নিয়ে অ্যাডভানটাজ নিচ্ছে!! এই জন্য প্রমাণাদি দরকার এবং তার জোরালো মন্তব্যটিও জানা দরকার। এই জন্য তার সাথে যোগাযোগ করে যেত পারে।
১০। পরিশেষে সার কথা হল_ এই বিষয়ে সকলকে সচনেতা ও প্রতিবাদ জানানোর ভাষা থাকতে হবে।

    @ফেরী ওয়ালা: খুব কষ্ট করে লিখেছেন রে ভাই। সবই বুঝলাম। তো একজন ন্যাকেট সাইট/এডাল্ট সাইট বানাইল তাতে আপনার ক্ষতি কি? তার কাজ সে করছে। আগে নিজের চাকায় তৈল দিয়ে পরের মাথায় দিন। সবাই মুখে যতই বলুক অন্তরে এক। যেমন: অনেক হুজুরকে মাথায় হাজি রুমাল পেচিয়ে সিনেমা হলে যেতে দেখেছি। অথচ তাদের অনেকেই মোবাইলে আপত্তিকর ভিডিও দেখে। আসলে কিছু আলেমদের অনৈতিকতার কারনে হুজুরদের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে। যেমন: অনেক হুজুরের ওয়াজ-নসীহত করতে শুনেছি। কিন্তু কেউ হালাল রুটি রিজিক নিয়ে কথা বলেনা কেন তাও বুঝিনা আবার হালাল রুটি রিজিক নিয়ে মোনাজাতে দোয়া করতেও তেমনটা শুনি না। মনে ডাল কুচ কা ঝ্যাটা হ্যায়!! মানে তারা যদি নিজেরাই ভেজাল করেন…..তাহলে……!! উদাহরন: আপনি যদি সুদ-ঘুষের টাকা হুজুরকে হাদিয়া দিয়ে আসেন তাহলে তাদের অনেকেই বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাআল্লাহ। কিন্তু এই টাকা যে কোথা হতে এল তা কিন্তু জানতে মাথা ব্যাথা নাই। অপরদিকে জেনারেল রা বলে ঘুষ! হুজুররা হয়ত বানাইছে হাদিয়া! তেমনি সুদকে মুনাফা! বাহ কত চমতকার!! মহান আল্লাহ তায়ালা এই কারনেই বলেছেন ” জাহান্নামে আগে যাবে আলেমের দল (ভন্ড) সেই সময় ৭০ টি আলেমের দলের মধ্যে মাত্র ১ টি দল জান্নাতে যাবেন।
    এখন একজন আলেম এত পারদর্শী হয়ে যদি তিনিই গোনাহহের কাজে লিপ্ত থাকেন তাহলে আমরা জেনারেল রা কোথায় যাব? হ্যা তাই বলে যে সবাই খারাপ তা নই। অনেক আলেমকে দেখলে দোয়া নিতে ইচ্ছা করে, মুসাফা করতে ইচ্ছা হয়।

    @ফেরী ওয়ালা: অতি সুন্দর মন্তব্বের জন্য অনেক ধন্যবাদ , টিউন এ এই কমেন্ট টা অ্যাড করে দিলে কিছু মনে করবেন নাতো?

      @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: ধন্যবাদ, ব্রাদার। অ্যাড করার কি প্রয়োজন আছে! কারন এটা তো কোন নোবেল সোসাইটি বা রিসার্চ সোসাইটিতে প্রতিযোগীতা হচ্ছে না। জাস্ট ভিজিটর হিসাবে মনের অভিমতটাই জানালাম বৈ কি!!! এখন আপনার টিউনে অ্যাড করতে ইচ্ছা, …………করতে পারেন !!!

ভাল লিখেছেন ১৪ বছরের হয়ে @ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট! আমাদের টেকটিউনস কে বাঁচাতে হলে কিছু বাজে লোককে বিতারিত করতে মডারেটর দৃষ্টি আকষর্ণ করছি। আর এসব অশ্লীল টিউন পাবলিশ হবার পর কিভাবে টিটিতে ৪/৫ ঘণ্টা থাকে।

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ ভাইয়া । আপনি ভালো টিউনারের আদর্শ । আপনার কাছ থেকে অনেক শিখার আছে । আপনাদের মত আরো কিছু টিউনার টেক টিউনে থাকলে অনেক ভালো হত । প্রবাসী , টিনটিন , এই ভায়েরা সবাই হারিয়ে গেছে । আসা করি আপনিও হারিয়ে জাবেন না । ক্লাস ৬ থেকে টেক টিউনে আছি । এখন ৮ এ পরি । চাই আগের মত টেক টিউন্স ,

উনারে খুজে বের করেন, তারপর দু চারটে লাথি মাইরা দেন, মডারেটরদের কাছে অনুরধ উনার আইপিটা ব্লক কইরা দেন

    @SAHEB BISWAS: জেই সাইট এর লিংক দেওয়া হইছিলো তা হল আইটিরঙ । এর এডমিন এর নাম Rakib Hossen nil । ফেসবুক এ সারছ করলেই পাবেন ,

সহমত। অনেক সময় লক্ষ করেছি যে ভাল টিউন গুলো ব্যান হয়ে যায়। আর খারাপ গুলো অনেক সময় ধরে সাইটে থাকে। মোডারেটর দের আরও সময় দেয়া উচিত।

    @অসময়ের পথিক: আপনার কথা ঠিক আছে । কিন্তু তারা ত বিজি থাকতে পারেন। তাদেরওতো ধর্ম, ঘর-সংসার আছে। সুতরাং টিটিতে ২৪ ঘন্টাই প্রহরা দেওয়া তাদের পক্ষে সম্ভব না

      @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট:
      এখানে ব্যাস্ততার কথা বলে কোনভাবেই মডারেটরর এবং টেকটিউনস কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে পারবেন না। এবং এটা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। টেকটিউনস আপনার-আমার জন্য ফ্রি হলেও এটা কিন্তু বিজ্ঞাপন দাতাদের জন্য ফ্রি না। বিজ্ঞাপন খাত থেকে যথেস্ট রেভিনিউ আসে। সুতরাং মডারেশন এর ক্ষেত্রে যদি তারা দৃস্টি না দেয়, সেক্ষেত্রে দোষ টা তাদের। যেহেতু টেকটিউনস একটা ওপেন এবং জনপ্রিয় প্লাটফর্ম সেহেতু এখানে যে কেউ স্ক্যাম/স্প্যাম করতে পারে। কিন্তু এগুলো প্রতিহত করার দায়িত্ব মডারেটরর এবং টেকটিউনস কর্তপক্ষের।

আইটি রংয়ের এডমিন বেচার খুবই চালাক।

টিটির এডমিনদের অগোচরে প্রতিদিন রাত ১২.০০ পরই আইডি চ্যাঞ্জ করে একটি করে অশ্লিল পোস্ট করে কয়েক ঘন্টা রেখে নিজেই কেটে দেয়। আর কয়েক ঘন্টার মধ্যেই তার অশ্লিল পোস্টে ব্যপক হিট।

Level 0

খুবই ভালো লাগলো………।এই রকম টিউনের কারনেই হইত আমরা একদিন আমাদের সুন্দর টেকটিউনসকে ফিরে পাবো…………।

একমত

আপনার সাথে একমত ! আমরা অশ্লিল পোস্ট র একটাও দেখতে চাইনা ।

টিউনে unlike/Report button রাখা দরকার । বেশি unlike/Report পেলে যেনো Auto pending হয়ে যায় ।