এই কি আমাদের টেক টিউন ? আসুন আমরা একটু সচেতন হই । আমাদের প্রিয় সাইট্টি কে আগের মত করি। যদি টেক টিউন থেকে সামান্ন উপকারও পেয়ে থাকেন ,তাহলে একটি বার দেখবেন ।
আজকে খুব কস্ট পেলাম টেকটিউন এ এসে । হোম পেজে দুইটা অস্লিল পোস্ট । আচ্ছা মানলাম টেক টিউন এ স্কেম হয় । রেফারেল সংরহ করার জন্য অনেকেই পোস্ট দেন । কিন্তু এইটা কিছু হইলো? এইখানে সরাসরি অস্লিল ভিডিও ডাউনলোড এর ২টা টিউন করেন এক নতুন টিউনার । এর চাইতে আরো দুঃখের বিসয় কি জানেন ? টিউন ২ টায় যথাক্রমে 3 ঘন্টায় 1800 এবং অন্ন টিউনে 5 ঘন্টায় 2200 পর্যন্ত হিট করসে । এইটাই আমাদের মন মানুসিকতা? আর সেই ভিডিও এর ডাউনলোড লিংক এর জাউগায় টিউনার সাহেব নিজের সাইট এর লিংক বসাইসেন । বাহ ! ভালো ত ভালো না?উনার সাইট হল আইটিরং নামের সার্চ ইঙ্গিন এর সাইট । আর টিউনারের আসল নাম হল Rakib Hossen nil । আসা করি এই নামের সাইট এ আপনারা জাবেন না । কারন যে বেক্তি এই রকম অস্লিল পোস্ট করতে পারে টার সাইট কিরাম ধোকার হইতে পারে বুজতে পারছেন । এই ছেলেকে জুতা মারা উচিত । টার মত খারাপ সাইট এডমিন আমি দেখি নাই । যে আমাদের প্রিও টিটি কে নস্ট করছে ।আপনারা কেও টার সাইট এ জাবেন না । এই সাইট টা জনপ্রিও করার জন্য আগেও উনি পোস্ট দিসেন । কিন্তু সুবিধা না করতে পারায় এই রকম টিউন করছেন । উনি এই রকম অস্লিল টিউন করার সাহস কিভাবে পাইছেন জানেন? আপনার জন্যই । আপনি যদি এই রকম টিউন উপেক্ষা করেন তাহলে কেও এই রকম ভাবে নিজের সাইট প্রচার করবে না । কারন এই পোস্ট করলেও কেও টার পোস্ট দেখত না । কিন্তু আপনারা জেইভাবে হিট ফালাইলেন 3 ঘন্টায় ! তাই সে বার বার টিউন করবে এই রকম । নস্ট করবে প্রান প্রিয় টিটি কে । আসুন আমরা এই বিসয়ে একটু সচেতন হই । যদি আমরা একটু চেস্টা করি তাহলেই গড়ে তুলতে পারি সেই মানসম্মত এবং স্কাম মুক্ত টেক টিউন । মোডারেটর ভাইরা অনেক কস্ট করে টেকটিউন পরিস্কার রাখছে । কিন্তু দায়িত্ত শুধু তাদের ই নয় । আমাদেরও । আমরা যদি সচেতন না হই তাহলে কিভাবে হবে বলেন ?আমার মত ১৪ বছরের ছেলে এইটা বুজতে পেরেছে । তার মানে আপ্নারাও বুজতে পারবেন । আজ আপনারা 3 ঘণ্টায় ওঁই টিউন এ 1800 হিট করলেন । এইটা দেখে স্কামার রা ও এইটা করতে আগ্রহি হবে । ফলে আরো স্পাম হবে । তাই প্লিজ একটু সচেতন হউন । আর প্রিয় মোডারেটর ভাইকে অনুরধ করছি ওঁই টিউন ২ টা ডিলিট করে দিবেন ।
সর্বশেষে আমাদের প্রিয় মোডারেটর সাইফুল ভাই এর ৩ বসর আগে করা একটা সচেতনতা মুলক টিউনের কিছু অংশ নিচে দিলাম >
টেকটিউনস জ্ঞানের কারখানা, ডলারের নয়
আমি আজকে যে বিষয়ের উপর লিখতে যাচ্ছি তা হল "অনলাইন আয়" -এর বিভ্রান্তিমূলক টিউনগুলির টিউনাদের উদ্দেশ্য করে। অনলাইন আয় মোটেও খারাপ কিছু নয়। কিন্তু কথা হল সঠিক পথে উপার্জনকৃত আয় নিয়ে। অনেকেই দেখা যায় অন্যের আয়ের কথা চিন্তা না করেই শুধুমাত্র তাদের রেফারেল বাড়ানোর জন্যই টিউন করে। তার টিউন পড়ে অন্য কেউ উপকৃত হল কিনা সেই বিষয়ে কিছু ভাবে না। আচ্ছা বিবেচনা করে দেখুনতো, এইটা আপনি ঠিক করলেন নাকি মানুষকে বিভ্রান্তি করলেন?
মানুষকে কষ্ট দিয়ে এইভাবে জয়ী হয়ে লাভ কি?
আবার কোন কোন টিউনারের টিউনে দেখা যায় তারা তাদের রেফারেল দিয়ে কিছু কিছু স্ক্যাম সাইটে ডলার ইনভেস্ট করার জন্য উব্ধুদ্ধ করে। কেউ কেউ আবার পে-মেন্ট প্রুফও দিয়ে দেয়। কিছু কিছু ওয়েবসাইটগুলোতে ডলার ইনভেস্ট করলে তারা সত্যিই লাভসহ পে করে এইটা আমি মানি। কিন্তু একটু বেশি ডলার ইনভেষ্ট করলেই তাদের পেমেন্টগুলোকে পেনডিং করে দেয়। আমার সমস্যা সেখানেও নয়। কারণটা বলছি-
ধরা যাক আপনি "অমুক" নামের একটি বিশ্বস্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠানে 10$ বিনিয়োগ করলেন। এখন কথা অনুযায়ী তারা আপনাকে ৫ দিন পর লাভসহ মোট 15$ ডলার পে করল। এবং সেইটা আপনি আপনার এ্যকাউন্টে উইড্রো করলেন।
আচ্ছা এবার ভেবে দেখুনতো আপনার পাওয়া 5$ ডলার হালাল না হারাম? অবশ্যই হারাম কারণ আপনি আপনার ডলারটি বিনিয়োগ করলেন এবং কোন প্রকার কাজ না করেই লাভ নিলেন। তার মানে এইটা সুদ হল। আর আপনি নিশ্চই জেনে থাকবেন যে, "সুদ" নেওয়া হালাল না হারাম।
আবার আরেক প্রকার টিউনার আছে যাদের টিউন দেখলেই আপনার মনে হবে যে, আপনি ওই টিউনটি পড়লে রাতারাতি বিল গেটস হয়ে যাবেন ।
যেমন কিছুদিন আগে একটা টিউন হয়েছিল "ঘুমিয়ে ঘুমিয়ে ডলার আয় করুন"। ঘুমিয়ে ঘুমিয়েই যদি হাজার হাজার ডলার ইনকাম করা যায় তাহলে দুনিয়াদারির কি দরকার? সবাইতো ঘুমাবে। কারণ ঘুমালেই ডলার। আর ডলার ভাঙ্গাতে গিয়ে দেখবেন যে, ব্যাংকের ম্যানেজারও ঘুমাচ্ছে। ।
---------------------------------------
তাই এমন টিউন করবেন না, যেইটাতে মানুষের ক্ষতি হয়, মানুষ বিভ্রান্তিতে পড়ে। রেফারেল বাড়ানোর জন্য টেকটিউনস-এ টিউন করে কতটুকু ডলার আয় করতে পারবেন? সামান্য কিছু ডলারের জন্য চরিত্র নষ্ট না করে অনলাইন আয়ের সঠিক পথ যেমনঃ ফ্রিল্যন্সার, ওডেস্ক, রেন্টকোডার ইত্যাদি নিয়ে টিউন করুন। ফ্রিল্যন্সার -এ কাজ করতে হলে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ হতে হয়। তাই সেই বিভাগ / বিষয়গুলি নিয়ে টিউটোরিয়াল শুরু করুন। এতে করে আপনার কাজের অভিজ্ঞতাও বাড়বে এবং সবাই আপনাকে একজন ফ্রিল্যন্সার হিসেবে চিনবে।
আর টেকটিউনস নীতিমালা ১.১২ অনুযায়ী অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করা যাবেনা। তাই নীতিমালা ভঙ্গ করে টিউন করলে টিউন স্থগিত বা মুছে ফেলা হয়।
তাই যারা টেকটিউনসে নতুন তারা দয়া করে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি বুঝুন ও মেনে চলুন। তাহলে আপনার টিউন কখনও স্তগিত বা মুছে ফেলা হবে না।
মনে রাখবেন টাকাই সবকিছু নয়। টাকার জন্য অন্য ভাল কিছু করুন, অনেক টাকা আয় করতে পারবেন। কিন্তু টেকটিউনস-এ টাকা ইনকামের জন্য নয় জ্ঞান ইনকামের জন্য আসুন।
আসা করি আপনাদের মাথায় কিছু ঢুকাতে পারছি । তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন । আপনার মতামত দিবেন । যদি এই পোস্ট টা ভালো করে পড়ে থাকেন তবে একটা কমেন্ট করার জন্য অনেক অনুরধ করছি ।আমি জানতে চাই আমার কস্ট করে টিউন করা সার্থক হল নাকি ।
আমি সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফারহান সাজিদ । আমি ক্লাস ৮ এ পড়ি । আমার বয়স ১৪ ( জন্ম নিবন্ধন অনুযায়ী ১২ ) আইটি এর প্রতি রয়েছে প্রচুর আগ্রহ ।
আপনার সাথে আমি একমত।