ফেসবুক নিয়ে আমার আবেগ ও কান্নার পানি শেয়ার করলাম

আসসালামুআলাইকুম।

মনে কষ্ট নিয়ে টিউন লিখতে বসলাম, বিষয়বস্তু ফেসবুক এর উপকারিতা। এই নিয়ে বিতর্কের অভাব নেই। এই বিতর্কের অবসান এর জন্য আমার এই টিউন।

ফেসবুকের সংক্ষিপ্ত কাহিনীঃ

মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৩০০ মিলিয়ন কার্যকরী সদস্য। [সংগৃহীত]

মূল টিউনঃ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফাচেবুকঃ

আজকের দিনে কি আপনি ডাকটিকেট কিনে চিঠি পাঠাবেন আপনার কোন দূরের বা দেশের বাইরে থাকা আত্মীয় অথবা বন্ধুকে? যদি পাঠান তবে তা হবে নিতান্তই অমুলক। ৩ টাকা স্ট্যাম্প কিনে ৭ দিন সময় খরচ করার চেয়ে জিপিতে ফ্রী ফেসবুকে একটা মেসেজ পাঠনো যেমন সহজ তেমন কম সময়ে তা কারও কাছে পৌঁছান সম্ভব। তার চেয়ে না হয় একটা ফোন কল করেই বলে দিলেন। তবে যখন আপনার বাসায় ব্রডব্যান্ড এর নেট লাইন থাকবে তখন কি আপনি প্রিয় জনের মুখটা ভিডিও কল করে দেখবেন না? নাকি কিছু দিন পর পর একটা করে ডিভিডিতে নিজেকে ভিডিও করে পাঠিয়ে দিবেন আপনার বন্ধু কে? এর চেয়ে কি ফেসবুক ব্যবহার করা ভাল হয়?

নিজে ভাল তো জগত ভালঃ

মাঝে মাঝে দেখা যায় অনেকের ফ্যামিলি ফেসবুক ব্যবহার করতে দেয় না (এখনও যারা বাবা-মা এর অধীন ছেলে মেয়ে) তাদের ফামিল্য কে কি একবারও বলা উচিৎ না যে নিজে ভাল তো জগত ভাল। নিজে খারাপ নাহলে কেও তাকে খারাপ করতে পারবে না। আর যদি তারা তাদের ছেলেমেয়ে কে এতটুকু স্বাধীনতা না দেয় তবে জন্ম দিয়েছিল ক্যানও? আর যদি কেও সত্যি খারাপ হতে চায় তবে তাকে ব্যাংক এর লকারে রেখে দিলেও পচে যাবে।

ফেসবুক ক্যানও চালাই?

ফেসবুকতো আমাদের কে অ্যাকাউন্ট খোলার জন্য ৫০০$ উপহার দেয় না। তাহলে ক্যানও ফেসবুক চালাবো? আমার মতে ঢাকা শহরে সিগারেট খায় এমন লোকের সংখ্যা গুনে শেষ করা যাবে না। সিগারেট এর কথা বাদ দিলাম কারন এটি তেমন কোন খারাপ জিনিস না। তবে বিভিন্নভাবে নেশাকারীর সংখ্যাও কম নয়। এরাই তারা যারা কখনো ফেসবুক চালায় নি। আমি মদ, গাঞ্জা খাই না তাই ওই টাকায় এমবি কিনে ফেসবুক চালাই। আপনার কোন সমস্যা থাকলে বলেন আমি ফেসবুক চালানো বাদ দিয়ে মদ বা গাঞ্জা খাওয়া শুরু করব। আপনারা নিশ্চয় আমার মত একজনকে হারাতে চান না।

ফেসবুকএ আমি

গালি দিতে ইচ্ছা হলে টিউমেন্ট করুন।

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাচাই

আপনার কথা শুনে মনে হচ্ছে আগে যারা ফেসবুক চালাত না বা এখন যারা চালায় না তারা শুধু মদ বা গাঞ্জাই খায়।

আর আপনি বলেছেন-
আর যদি তারা তাদের ছেলেমেয়ে কে এতটুকু স্বাধীনতা না দেয় তবে জন্ম দিয়েছিল ক্যানও?

আরে ভাই ফেবুতে সামাজিক যোগাযোগের চাইতে অসামাজিক কার্যকলাপই চলতেছে বেশি।

খাঁন রোজেন ভাই আমি আপনার সাথে একমত,,,,,,,,,,

Level 2

ঠিক

Level 0

সিগারেট এর কথা বাদ দিলাম কারন এটি তেমন কোন খারাপ জিনিস না। ……এই ব্যাপারটা কি নিজের আবিস্কার?

ফাউল পোষ্ট। রোজেন ভাই কে লাইক

Ami friends der sathe quick contact er jonno fb use kori .