এই পৃথিবীতে মানুষই কেবল এমন জীব যার রয়েছে অদ্ভুত কিছু শখ।
কিছু মানুষের এমন শখ অন্য মানুষদের কাছে তাদের করে তুলে অদ্ভুত। মানুষের কত রকমের ইচ্ছে যে রয়েছে! তা বলে শেষ করা যাবে না।আজ এমন একজন সম্পর্কে লিখতে বসেছি যার রয়েছে প্রায় ৩০০ টি বাস্তবসম্মত পুতুল। তার অবিশ্বাস্য পুতুল সংগ্রহের গল্প বলব আজ !
তিনি এমনকি পুতুল তৈরি করতে তার ছেলে (ড্যামিয়েন)এর চুলও ব্যবহৃত করেন।
এই ভিডিওটি দেখতে পারেন। মেরিলিন মেন্সফিল্ড ও তার পরিবার সম্পর্কে একটি ভিডিও রয়ছে এখানে যা দেখে আপনি হয়ত আরও ভালভাবে জানতে পারবেন তাদের সম্পর্কে ।
https://www.youtube.com/watch?v=SbNXcjzbkUU
আজ এইটুকুই । ধন্যবাদ সবাইকে। 🙂
আমি Ripa das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good, valo laglo.