উইন্ডোজ ৯ এর খবর জানেন কি ????? না জানলে এখনই দেখুন

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি ভালো আছি । আজকে আপনাদের জন্য উইন্ডোজ ৯ এর খবর নিয়ে এলাম ।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এখন জনপ্রিয়তার তুঙ্গে । এর ইউজার ইন্টারফেস খুব ই সহজ , অপারেটিং সিস্টেম খুব ই দ্রুত এবং সবচেয়ে বেশি সফটওয়্যার কমপ্লিএয়াবল । উইন্ডোজ ৭ হিট হওয়ার পর উইন্ডোজ ৮.১ ও বেশ সফল হয়েছে ।

উইন্ডোজ ৮.১ অনেক সফল হয়েছে কিন্তু ব্যবাবহারকারী দের আরো সুবিধা দাওয়ার জন্য মাইক্রোসফট রিলিজ করছে উইন্ডোজ ৯ । উইন্ডোজ ৯ আশা করা হচ্ছে ২০১৫ এর জুন মাসে রিলিজ হবে কিন্তু এর একটি প্রিভিউ এইমাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে ।

নতুন এই উইন্ডোজ এর সাঙ্কেতিক নাম হলো Threshold । এটি তে মডার্ন ইউয়াই ২ ব্যবাবহার করা  হয়েছে । অতঃপর এই কারন এ এখন উইন্ডোজ ৯ আর আগের মতো থাকবে না যা অনেকটাই ট্যাব্লেট এর মত ।

নতুন যেই পরিবর্তন গুলো আনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নতুন লাইভ টাইলস ও নোটিফিকেশন সেন্টার যা কিছুটা উইন্ডোজ ফোন এর মতো । এই নতুন উইন্ডোজ এ নেই কোনো মেট্রো হিসাবে আলাদা পর্দা । মানে মেট্রো অ্যাাপ গুলো চলবে ডেস্কটপ এ ।

এছাড়া আউটলুক , ফেসবুক, স্কাইপি , স্টোর , ওয়েদার , ইত্যাদি অ্যাাপ থাকছে এই উইন্ডোজ এ । অ্যাাপ গুল নির্দিষ্ট উইন্ডো তে চললেও এগুলোর ইন্টারফেস অনেকটা মেট্রো থাকবে আশা করা যাচ্ছে ।

এছাড়া উইন্ডোজ এর এক বিল্ড থেকে আরেক বিল্ড এ যেতে রিঈন্সটল করা লাগবে না বলে জানিয়েছে মাইক্রোসফট ।

তো শেষ দিকে শুধু এতোটুকু বলতে চাই যে উইন্ডোজ ৯ হয়ত আমাদের দিবে কিছু নতুন , যা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে ।

উইন্ডোজ ৯ এর একটি লিক হওয়া ছবি দিলাম আপনাদের ।

ধন্যবাদ

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কি Naruto র ফ্যান নাকি আমার মত

    Level 0

    @রাকিব হাসান: কমেন্ট এর জন্য ধন্যবাদ !!!!!

valo ,tobe ami ekhono xp tei achi

    @Technology Pagol: হা হা হা ভাই আপনি দেখছি আমার মত আমি ও এক্সপি তেই আছি

ভাই যত নতুনই আসুক এক্সপিই আমার একমাত্র ভাল লাগা। তাই এক্সপি ছাড়তাছিনা কোনদিন।

আর যদি ৮, ৯ চালানোর কথা আসেই তাহলে অবস্যই লিনাক্স (উবুন্টু) চালাব। ৮, ৯ কখনোই নয়। (উইন্ডোজ ৭ টাও ভাল লাগেনাই)

এক্সপির সাধাসিধা লুকই কেন জানি ভাল লাগে।

    @অনিক হাসান: কথা টা মন্দ বলেন নাই ভাই

    @অনিক হাসান: আমি ও এক্সপি ছারুম না ,তবে ৭ রে ডুয়াল বুট এ রাইখা দিছি ,মদ্ধে মদ্ধে কয়েকটা সফট এক্সপি তে সাপোর্ট মারে না ,সেইগুলা চালানড় জন্য

ধন্যবাদ।

East or west
7 is best.