আসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমি আপনাদের দোয়ায় ভালো আছি ।তাহলে মুল কথায় আশি । আমার মত অনেক লোক আছেন যারা পড়াশুনার পাশাপাশি চাকরী করতে চান। যাতে আমাদের আলাদা হাত খরচ আমরা নিজেরাই যোগার করতে পারি । যে আমাদের বাবা-মা এর খরচ কিছুটা হলে কমবে। মানে পারটাইম চাকরী বলি । কিন্তু এসুযোগ কাজে লাগিয়ে এক ধরনের প্রতারণা চক্র আমাদের দেশে অনেক লোকের সাথে প্রতারণা করে আসছে ।
সবার কাছে অনুরোধ ভালো করে পড়ে পরে মন্তব্য করনে
আপনারা জানেন চাকরী বিজ্ঞপ্তি পাবার জন্য নানা প্রকার চাকরী নিয়োগ প্রত্রিকা কিনে পড়ি । এখানেই সেই প্রতারনা চক্র কাজ করছে তাদের ভুয়া বিজ্ঞাপন দিচ্ছে । নিচে তার চিত্র দিলাম
উপরের বিজ্ঞাপন দেখে যারা ছাত্র এবং যারা চাকরী খুছেন । তারা অনেক লোক আছেন চাকরী করতে চাইবেন। কেন চাইবেন আমার দিক থেকে বলছি
1। বেতন মোটামুটি ভালো ১৮৫০০,১৫৫০০ টাকা।
2। অভিজ্ঞতা ও জামানত নাই , নিজের জেলায় বা থানায় পোষ্ট
3। এছাড়া ঈদ বোনাস , মোবাইল, ল্যাপটপ দেব ।
4। এছাড়া পড়াশুবিধা পরীক্ষার ছুটি , ভাতা দেবে ।
আসুন দেখি কাজটা কি ? যখন আপনি নিচের নম্বরে কল করবেন । তখন বলবে আপনার কাজ হলো আপনার এলাকায় নেট স্পরিটি কত এটা মাপার জন্য ,এবং কোথায় কত স্পিট দিতে হবে । এই কাজ ।
আপনি কেন এ চাকরী করবেন না । কারণ এটা এটি প্রতারণা চক্র নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
আমি যখন পেপার দেখে নিচের নাম্বারে কল করি ধরল এক মেয়ে । তখন সে বলে আমরা আপনাকে একটি ঠিকানা দিচিছ আপনি আপনার সকল সনদ পত্র ফটোকপি ও দুই কপি ছবি এবং আপনার বায়ুডাটা পাঠিয়ে দিন কুরিয়ার করে । আমি ঠিকানা অনুয়াযী তাই করলাম । ঠিকানা হলো
Sumi
মালিবাগ ঢাকা ১২১৭
মোবাইল ঃ ০১৯৬০২০৮৮১৮
পাঠালাম ।
কয়েক দিন পড় ০১৯৬০৯০০৮১৮ এই থেকে দুপুর ১১.১৬টায় কল আসল ..
আমি : হ্যাল
প্রতারণা চক্র মেয়ে: আপনি কি জুয়েল ।
আমি : হ্যা বলুন।
প্রতারণা চক্র মেয়ে: আপনি এরিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ করা হলো আপনার কাজ হলো সকাল ৯টা থেকে ৫ পযর্ন্ত অফিস। আপনাকে কম্পানি একটি ওয়ালেস দিবে সেই ওয়ালেস এর মাধমে আপনার এয়িায় নেট স্পিট কত সকল সময় জনাতে হবে । এখন আপনি কি কাজ টা করতে পাবেন
আমি : হ্যা পারব ।
প্রতারণা চক্র মেয়ে: তাহলে কম্পানির রুন্স অনুযাযী আমরা আপনার চাকরী এপান্টম্যাট কার্ড পঠাব । তা কোন ঠিকানায় পাঠাব ।
আমি: আমার ঠিকানা তো দরখাস্তর দেয়া আছে সেই ঠিকানায় পাঠান ।
প্রতারণা চক্র মেয়ে: ঠিক আছে । কিন্তু এখন একটা কথা আপনাকে ওয়ালেস বাবদ আজ দুপুর বারটা মাঝে ১০৫০ টাকা এই নম্বারে বিকাশ করুন । তাহলে আপনার চাকরী হবে ,তানা হলে হবে না ।
আমি : এখন তো মাত্র ৩০ মিনিট সময় আছে । ৩০ মিনিটে কি পারব ।
প্রতারণা চক্র মেয়ে: তা না হলো আপনার চাকরী হবে না ।
আমি : ঠিক আছে দিচ্ছ।
প্রতারণা চক্র মেয়ে: আচ্ছা ১২টার আগেই দিতে হবে । আর টাকা পাঠানার আগে আপনার নামএবং ১০৫০ লিখে এই নম্বারে পাঠাবেন এর পর বিকাশ করবেন।
আমি : আচ্ছা।
আমি বাসায় বলি আব্বু- আম্মু বল ১০৫০ টাকা দিয়ে দিল । আমি বলাম যদি ভুয়া হয় টাকা মেরে দেয় । আব্বু বল সেটা ভাগো। আমি বলাম মনে হয় এটা ভুয়া কারণ টাকা বিকাশে কোন কোম্পানি চাবে না । কিন্তু আব্বু বলল দিয়ে আয় । তো আর কি আমি গেলাম বিকাশ করতে । ঘরি দিকে দেখি ১৫ মিনিট আছে । আমার পরিচিত দোকানদার সম্পর্কে কাকা লাগে কারণ তার কম্পিউটারে সমস্যা হলে আমার ঠিক করতে হয় । আমি গিয়ে বলাম আপনার কাছে বাংলালিকের লোক আসে না ।ঠিক তখই দেখি লোডের লোক আসল । তখন কাকা ও বাংলালিকের লোকে পত্রিকা দেখালাম বলাম এটা কি আপনাদের অফিস। সে বল আমাদের তো অনেক অফিস তো বলতে পারলাম না । কাকা বল আপনাদের অফিস তাও যানেন না। সে বল আমি আপনাকে আমার বস এর নাম্বার দিচ্ছি আপনি দোকানদার পরিচয় দিয়ে এসম্পর্কে বলেন । কাকা ফোন করল সব কিছু খুলে বল। সে বল আপনি এ ব্যপারে কল করেছন আমি খুবই খুশি হয়েছি। কারণ এটা সম্পূণ ভুয়া আপনি ভুলেও টাকা পাঠায়েন না । আমি সব শুনে টাকা পাঠালাম না ।
ঠিক দুপুর ২.৩৫ মিনিটে সেই নাম্বার থেকে কল আসল বল টাকা পাঠান নি আমি বলাম পাঠিয়েছি । তখন বল চেক করে দেখছি । বলে কেটে দিল । আসলে পাঠাই নাই শুধু মেসেস দিছিলাম…
তার পর আবার ২.৫৫সেই নাম্বার থেকে কল করল এবার বল আপনার মেসেস এসেছে কিন্তু টাকা জমা হয় নাই । আপনি চাকরী যদি করতে চান বিকাল ৫ টার মধ্য টাকা পাঠায়েন । না হলে আপনার চাকরী হবে না । আমি বলাম আমার চাকরীর দরকার নাই । কারণ এটা ভুয়া আপনারা মিথ্যাবাদী । তখন সে মেয়ে বলে আমরা পাড়ছি তাই করছি আপনি পারলে করে দেখান । আমি বলাম আপনাদের মত আমি বেদব নই এরকম ভুয়া ব্যবসা করব । কেটে গেল দিল…….
সকলের কাছে অনুরোধ আমি চালাক বলে আমার ১০৫০ টাকা বেচে গেল । আপনার অনেক আছেন এরকম ফাদে পড়তে পারেন । তাই সর্তক হন । এরকম চাকরীর পত্রিকায় ভুয়া বিজ্ঞতি আকিষ্ট হবেন না। তাহলে পরে বুঝবেন । আপনাদের অনেক মুলবান সময় নষ্ট করলাম । মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
* সময় পেলে আমার ফোরাম সাইটে ঘুরে আসতে পারেন ফ্রী নেট , হ্যাকিং টিপস সাইট এখানে। আপনি ইচ্ছে করলে ছোট ছোট টিপস আমার সাইটে শেয়ার করতে পারেন ।
এছাড়া আমার সাথে যোগাযোগ করুন ফ্রেসবুকে আমি।
আজকের মত আল্লাহ হাফেজ
দেখা হবে আগামী টিউনে।
আমি মোঃ জুয়েল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ কিন্তু আমি জানতাম ।
বেআদব রা আবার প্রত্রিকার প্রথম পাতায় বিজ্ঞাপন দেয় ।