এবার এলো নতুন প্রজন্মের উন্মুক্ত বাংলা ফন্ট ‘চারু চন্দন’-এর ফুল ফ্যামিলি, অর্থাৎ রেগুলার, ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক, চারটি স্টাইলে! ডাউনলোড করে নিন এখনই!

অদম্য ইচ্ছা, ভালোলাগা আর জেদের কারণে ব্যক্তিগত উদ্যোগে ‘চারু চন্দন’ নামের একটি সম্পূর্ণ নতুন বাংলা ফন্ট ৯ ফাল্গুন ১৪২০; ২১ ফেব্রুয়ারি ২০১৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলের জন্য উন্মুক্ত করেছিলেন তরুণ গ্রাফিক ডিজাইনার চন্দন আচার্য। এবার তিনি তৈরি করেছেন ফন্টটির ফুল ফ্যামিলি, অর্থাৎ চারটি স্টাইলঃ রেগুলার, ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক! চলুন দারুন শৈল্পিক এই ফন্টটির গল্পটি শুনে নেয়া যাক ফন্টটির ডিজাইনারের মুখেই...

"গত ২১ ফেব্রুয়ারি ২০১৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘চারু চন্দন’ ফন্টটি উন্মুক্ত করার পর ইউজারদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছি। আর তাই ফন্টটি সম্পর্কে নতুন করে ভেবে সে পরিকল্পনা মাফিক আরো বেশকিছু উন্নয়ন সাধন করেছি।

শুরুতে ফন্টটির আনসি এবং ইউনিকোডে কেবল একটি স্টাইল তৈরি করলেও এবার তৈরি করেছি ফন্টটির চারটি স্টাইল। অর্থাৎ রেগুলার, ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক। এই স্টাইলগুলো আলাদা আলাদাভাবে আনসি এবং ইউনিকোডে তৈরি করেছি। 🙂

ইন্টারনেটে প্রয়োজন হয়না বলে ইউনিকোড বাংলা ফন্টের ফুল ফ্যামিলি তেমন একটা চোখে পড়েনা। কিন্তু লেখালেখি এবং ডিজাইনের কাজে ব্যবহৃত লেটেস্ট সফটওয়্যারগুলোর প্রায় সবই এখন ইউনিকোড সাপোর্ট করছে। এসব সফটওয়্যার ব্যবহার করে এখন অনেকেই সরাসরি ইউনিকোডে লেখালেখি করেন এবং আউটপুটও দেন।

আমার বিশ্বাস, বাংলা লেখালেখির জন্য ইউনিকোডের ফনেটিক পদ্ধতির মত এতো সহজ আর সুন্দর পদ্ধতি থাকতে নতুন প্রজন্ম অন্য কোনো জটিল ফিক্স কিবোর্ড লে-আউট বসে বসে মুখস্ত করবেনা। আর তাই ইউনিকোডে ফন্টটির ফুল ফ্যামিলি তৈরি করেছি যাতে ইউজার তার পছন্দ অনুযায়ী যে কোনো স্টাইল সিলেক্ট করে আনসি ফন্টের মত ইউনিকোডেই তার কাজটি সম্পন্ন করতে পারেন।

ফন্টটি তৈরি করতে গিয়ে চেষ্টা করেছি বাংলা ফন্টের জগতে একটু নতুন কিছু করার। ইউজারদের ভাল লাগলেই আমার এই ক্ষুদ্র প্রয়াস স্বার্থক বলে মনে করব।

নতুন প্রজন্মের জন্য ইউনিকোডে ফুল ফ্যামিলি এবং পুরাতনদের জন্য আনসিতে কিছু সুবিধা যুক্ত করেছি। বিস্তারিত জানতে ফন্টটির সাথে দেয়া পিডিএফ ফাইলটি কিছুটা সময় নিয়ে পড়ে দেখার অনুরোধ করছি সবাইকে।

ফন্টটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত উদ্যোগের ফসল। এটি বিশেষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য তৈরি করিনি। তাই সকলের ব্যবহারের জন্য ফন্টটি উন্মুক্ত। আনকোরা এই বাংলা ফন্টটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করুন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করুন।"

 চন্দন আচার্য, গ্রাফিক ডিজাইন বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ফন্টটি ডাউনলোড করতে পারেন এখান থেকে– http://www.charuchandan.com

এখনই ডাউনলোড করে ব্যবহার করে দেখুন দারুন শৈল্পিক, সুন্দর এই বাংলা ফন্টটির ফুল ফ্যামিলি! আর ফন্টটি সম্বন্ধে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেননা।

ফন্টটির ডিজাইনারের সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলে...https://www.facebook.com/chandan.acharja

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি নীলসুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর ফন্ট ,ধন্যবাদ।

ফন্টটা ভাল লেগেছে।

Level 0

চালিয়ে যান গুরু!