​ টি ​ভি​ – কম্পিউটার – মোবাইলের মনিটর ও ছবির জন্য স্ট্যান্ডার্ড আকৃতি ! (ওয়েব ডেভেলপার, অ্যাপ্স ডেভেলপার, ফটোগ্রাফার – সকলের দৃষ্টি আকর্ষণ করছি)

মোবাইল স্ক্রীন, কম্পিউটার, টিভি - বিভিন্ন ক্ষেত্রে মনিটর ব্যবহৃত হয়। কিন্তু কোন নির্ধারিত আকৃতি বা অনুপাত নেই। সাধারনভাবে একটি মোবাইল ফোনের মনিটর নিয়েই চিন্তা করুন। কখনো এটা অনেক বড় বা কখনো এটা অনেক ছোট। যেহেতু উৎপাদনকারীরা একটি চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হয়েছেন, আমরা তাই এর জন্য ঝামেলা অনুভব করছি। ব্যবহারকারি এবং ওয়েবসাইট/অ্যাপ্লিকেশান নির্মাতা উভয়ই এজন্য বিরক্ত। এখানে মনিটরের জন্য একটি প্রমিত আকৃতি প্রস্তাব করা হচ্ছে। লক্ষ করুন, এটা স্ক্রীন এর আকৃতি, ডিভাইসের নয়। এবং প্রতিটা স্ক্রীন হবে ৩:২ অনুপাতের। সব ভিডিও রেকর্ডিং, টেলিভিশন সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ইত্যাদি ৩:২ অনুপাত অনুসরন করবে।

মনিটরের স্ট্যান্ডার্ড আকৃতি

@ Small screen, width 9 CM & height 6 CM, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- মোবাইল ফোন মনিটর (নর্মাল, স্মার্ট ফোন, অন্যান্য)
- ডিজিটাল ক্যামেরা মনিটর, ভিডিও ক্যামেরা মনিটর
- টেলিভিশন মনিটর (বিশেষ করে গাড়ি, ক্লোজড সার্কিট ক্যামেরার জন্য)
- পামটপ কম্পিউটার, ই-বুক রিডার
- অন্যান্য

@ Normal screen, width 36 CM & height 24 CM, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- টেলিভিশন (নর্মাল আকৃতি)
- কম্পিউটার (ডেস্কটপ, ল্যাপটপ ইত্যাদি)
- ভিডিও গেমস, ই-বুক রিডার
- অন্যান্য

@ Large screen, width 72 CM & height 48 CM, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- টেলিভিশন (বড় রুমের জন্য)
- ভিডিও গেমস,
- কম্পিউটার মনিটর (সব কিছুই প্রদর্শনের সময় চার গুন বড় হবে)
- বিশেষায়িত সফটওয়্যার পরিচালনা
- অন্যান্য

@ Giant screen, width 1500 CM & height 1000 CM, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- চলচ্চিত্র প্রদর্শন বা স্টেডিয়ামে সরাসরি সম্প্রচারের জন্য
- সুপার কম্পিউটারের আউটপুট এর জন্য
- বিশেষায়িত সফটওয়্যার পরিচালনা
- অন্যান্য

ছবির আকৃতি নিয়েও আমাদের একই ধরনের সমস্যা আছে। যেহেতু ঘোষিত বা ব্যাপক স্বীকৃত কোন প্রমিত আকৃতি নেই তাই ডিজিটাল ক্যামেরা নির্মাতা এবং ব্যবহারকারিরা পৃথিবীজুড়ে ভিন্ন ভিন্ন আকৃতির ছবি তৈরি করছে। এখানে ছবির প্রমিত আকৃতির জন্য একটি প্রস্তাব রয়েছে। যদি ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ছবি সম্পাদনার সফটওয়্যার, ওয়েবসাইট এই মান অনুসরন করে, তবে আমরা সর্বত্র একই আকৃতি পাব।

ছবির স্ট্যান্ডার্ড আকৃতি

@ Thumb photo
width - 2 CM, height 3 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- ফটো আই. ডি.

@ Profile photo
width - 4 CM, height 6 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- সি.ভি. বা প্রোফাইলের ছবি
- পাসপোর্ট এর ছবি
- ফটো আই. ডি.
- সোশ্যাল নেটওয়ার্ক এর প্রোফাইলের ছবি

@ Normal Photo
width - 12 CM, height 8 CM, ratio 3:2, অথবা
width - 8 CM, height 12 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- ফটো এলবামের জন্য স্টুডিও প্রিন্ট

@ Stream photo
width - 18 CM, height 12 CM, ratio 3:2, অথবা
width - 12 CM, height 18 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- অনলাইন এলবাম
- কম্পিউটার মনিটরে চমৎকার ভাবে প্রদর্শনের জন্য
- ফটো এলবামের জন্য স্টুডিও প্রিন্ট

@ Wallpaper photo
width - 33 CM, height 22 CM, ratio 3:2, অথবা
width - 22 CM, height 33 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- কম্পিউটার ওয়ালপেপার
- ‘Stream’ ছবির জন্য বৃহৎ আকৃতি যা প্রয়োজনমত কাটা সম্ভব

@ Poster photo
width - 66 CM, height 44 CM, ratio 3:2, অথবা
width - 44 CM, height 66 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- টিউনার,
- দেয়ালে ঝুলানোর প্রতিকৃতি

@ Canvas photo
width - 150 CM, height 100 CM, ratio 3:2, অথবা
width - 100 CM, height 150 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- ক্যানভাস ইত্যাদি

@ Billboard photo
width - 1500 CM, height 1000 CM, ratio 3:2, অথবা
width - 1000 CM, height 1500 CM, ratio 2:3, যেসব ক্ষেত্রে ব্যবহার হতে পারে
- বিলবোর্ড ইত্যাদি

এটা হল 40 dpcm resolution এর ছবির চার্ট। কিন্তু ছবিটি যদি 120 dpcm এর হয়, তবে এটাকে সে ছবির "প্লাস" বলে চিহ্নিত করা হবে। যেমন, 40 dpcm হল "Stream" ছবির জন্য ও 120 dpcm হবে "Stream Plus" ছবির জন্য। অনুপাত ও ব্যবহারের শর্ত পূর্বের মতই হবে।

-----------------------------------------------------------------------------------------------------------------------

এতক্ষন প্রথম অংশে যা পড়লেন, তার সাথে আপনি কি একমত? তাহলে আসুন গুগল, ফেসবুক, ইয়াহু, টুইটার -এ প্রস্তাব পাঠাই, যার পদ্ধতি দ্বিতীয় অংশে উল্লেখ করেছি। বিদেশি ওয়েবসাইট গুলোর জন্য লেখাটার ইংরেজি অনুবাদ তৃতীয় অংশে দিলাম।

-----------------------------------------------------------------------------------------------------------------------


১. ইয়াহু -র জন্য এই লিঙ্কে
https://yahoo.uservoice.com/forums/207821-us-screen/suggestions/6267703-standard-dimension-for-monitor-and-photo
যান। বামদিকে উপরে Vote এ ক্লিক করে 3 Vote দিন ও great idea! বা এই জাতীয় একটি টিউমেন্ট করুন।

২. ফেসবুক এর জন্য
​https://www.facebook.com/help/contact/303280459688816 এই ঠিকানায় যান। লেখাটা Send করার আগে Star চিহ্নের জায়গায় 2 টা Star দিন।

৩. জিমেইল এর জন্য আপনার জিমেইল এর ভিতরে প্রবেশ করে ডানদিকে settings গিয়ারে ক্লিক করলে Send Feedback অপশন পাবেন। সবারটায় আবার থাকে না, তারা সেখান হতেই Help এ ক্লিক করলেই  Send Feedback অপশন আসবে।Description এ নিচের বোল্ড লেখাটা বসান ও Automatically include a screenshot of your current page টেক্সট-টার টিক চিহ্ন উঠিয়ে send করুন।

-----------------------------------------------------------------------------------------------------------------------

এবার ইংরেজি অনুবাদ

-----------------------------------------------------------------------------------------------------------------------

We want a 'Standard dimension for monitor and photo'

We are using monitor for different purposes: mobile screen, computer, television etc. But there is no fixed dimension or ratio. Simply think about a mobile phone monitor. Sometimes it is too large or sometimes it is too small. As the manufacturers failed to reach agreement, we are being harassed for this. Both users and website/applications developers are being disturbed. Here a standard dimension for monitor is proposed. Remember, it is the dimension of screen, not of device. And all screens must be of 3:2 ratios. All video recordings, TV channel broadcast, movie making etc. will follow 3:2 ratio.

STANDARD MONITOR DIMENSION

@ Small screen, width 9 CM & height 6 CM, may be used for
- mobile phone monitor (normal, smart phone, others)
- digital camera monitor, video camera monitor
- television monitor (specially for car, CC TV etc)
- palmtop computer, e-book reader
- others

@ Normal screen, width 36 CM & height 24 CM, may be used for
- television (normal size)
- computer (desktop, laptop etc)
- video games, e-book reader
- others

@ Large screen, width 72 CM & height 48 CM, may be used for
- large size television (for longer rooms)
- video games
- computer monitor (everything will be 4 times larger when shown)
- to run specialized software
- others

@ Giant screen, width 1500 CM & height 1000 CM, may be used for
- to show movie or live telecast in stadium
- to show outputs of super computer
- to run specialized software
- others

We have the same problem about photo dimension. As there is no declared or widely accepted standard dimension, so digital camera manufacturers and users are creating different sizes worldwide. Here is my proposal about a standard dimension for photo. If digital camera, scanner, photo editing softwares, websites follow this standard, then we will get same dimension everywhere.

STANDARD PHOTO DIMENSION

@ Thumb photo
width - 2 CM, height 3 CM, ratio 2:3, may be used for
- Photo ID card

@ Profile photo
width - 4 CM, height 6 CM, ratio 2:3, may be used for
- Photo of CV/Profile,
- Passport photo
- Photo ID
- Social networking websites profile photo, etc

@ Normal Photo
width - 12 CM, height 8 CM, ratio 3:2, OR
width - 8 CM, height 12 CM, ratio 2:3, may be used for
- Studio print for printed photo album

@ Stream photo
width - 18 CM, height 12 CM, ratio 3:2, OR
width - 12 CM, height 18 CM, ratio 2:3, may be used for
- online album
- to show in acceptable size in computer monitor
- studio print for printed album

@ Wallpaper photo
width - 33 CM, height 22 CM, ratio 3:2, OR
width - 22 CM, height 33 CM, ratio 2:3, may be used for
- computer wallpaper
- highest size for ‘Stream’ photograph which is easy to resize or crop

@ Poster photo
width - 66 CM, height 44 CM, ratio 3:2, OR
width - 44 CM, height 66 CM, ratio 2:3, may be used for
- poster,
- portrait on wall

@ Canvas photo
width - 150 CM, height 100 CM, ratio 3:2, OR
width - 100 CM, height 150 CM, ratio 2:3, may be used for
- canvas etc

@ Billboard photo
width - 1500 CM, height 1000 CM, ratio 3:2, OR
width - 1000 CM, height 1500 CM, ratio 2:3, may be used for
- billboard etc

It is the chart for photos of 40 dpcm resolution. But if the photo contains 120 dpcm, it will be called 'photo' plus. For example, 'Stream' photo for 40 dpcm and 'Stream Plus' photo for 120 dpcm. Ratio and possible uses will remain same.

PLEASE MAKE CHANGE​

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনের জন্য।