সাবাই কেমন আছেন ? মনে হয় ভাল !!
কিছুদিন হতে নিজের ব্লগ এর কাজ ও পড়াশুনার ব্যস্তার জন্য খুব একটা টেকটিউনস আসা হয় নি !! আজ একটু ফাকা আছি অবশ্য !! যাগ কথা না বারিয়ে কাজে আসা যাগ ! আজকের এই টিউন তা অবশ্য শুধু রংপুর বিভাগের মানুষদের কাজে আসবে বলে মনে হয় !! যা হক অন্য বিভাগের মানুষরা এটা পড়লে আর খুছি হব !!
আপনার আমার প্রিয় শহর রংপুর । তার চেয়ে বড় কথা আমরা এখন রংপুর বিভাগের মানুষ। রংপুর , নীলফামারী , দিনাজপুর , গাইবান্ধা , লালমনিরহাট , কুড়িগ্রাম , পঞ্চগড় ,ঠাকুরগাঁও এই ৮টি জেলা নিয়ে আমাদের রংপুর বিভাগ।
রংপুর বিভাগের মানুষ আজ সারা বাংলাদেশ ও দেশ এর বাইরে ছরিয়ে ছিটিয়ে আছে । এই ছরিয়ে ছিটিয়ে থাকা মানুষদের কে নিয়ে চালু হয়েছে রংপুর বিভাগের প্রথম বাংলা ব্লগ দৈনিক রংপুর ডট কম (http://dailyrangpur.com) । যেখানে আপনিও পারেন মতামত প্রকাশ পারেন । যেখানে তুলে ধরতে পারে আপনার চারপাশে ঘটে যাও নানান কাহিনি । আবার আপনার সামনে ঘটে যাওয়া যেকোন অন্যায় কাজ এর প্রতিবাদ করতে পারেন এই ব্লগ এ । আপনার লেখা কবিতা ,ছড়া , গান বা মজার কিছু । আবার আপনার মাঝে লুকিয়ে সুপ্ত প্রতিভা যেটা আপনি সহজে তুলে ধরতে পারেন এই দৈনিক রংপুর ডট ক এ । এছাড়া আপনি লিখতে পারেন সামাজিক ,ধর্মিও , বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি বিষযে নানান লেখা । রংপুর বিভাগ কে এগিয়ে নিতে এখন সাহায্য দরকার আপনার । ২০২১ সালে যে ডিজিটাল বাংলাদেশ প্রতাশায় এগুছে বাংলাদেশ, আসুন সেখানে রংপুর বিভাগের মানুষ হিসাবে আমরাও অংশীদার।
দৈনিক রংপুর ডট কম এ আপনি লিখতে চাইলে ঝটপট একটা একাউন্ট খুলে ফেলুন আর , মেতে উঠুন দৈনিক রংপুর ডট কম । ত আর দেরি কেন ?
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ভাই আমি আছি …।আপনি কি রাংপুর এর …।