আমার কি দোষ আপনারাই বলুন।আমি কিনা মানষের ব্লগ কপি করছি।এতো কষ্ট করে একটা সাইট বানাইলাম।ওমা ৩ দিনও যায় নায় তার মধ্যে একজন কপি করলো প্রায় সব পোস্ট।গেলো তাকে ওনেক বলে কয়ে থামালাম।এরপর একদিন টিটি তে দেখলাম :
সোহেল নামের একজন এর পোস্ট 'এই সাইটের ওয়েভ সাইটের রিভিউ দিন'
(https://www.techtunes.io/review/tune-id/29339/)
ওকে গেলাম তার সাইটে।দেখা শেষ করলাম।রিভিউ এর জন্য তো কিছু জানা লাগে সাইট সম্পর্কে তাই সব দেখলাম।ভালোই লাগলো।কিন্তু গোল বাধলো গেম সেকসন এ গিয়ে।সব গেম আমার সাইট থেকে কপি করে হুবুহ সেভাবে লেখা।আপনারা দেখলেই বুঝতে পারবেন।ভাবলাম নতুন ব্লগার তাই এমনটি করছে।কমেন্ট করলাম 'ভাই আপনি গেম সেকসন এর পোস্ট গুলো মুছে দেন' ওমা সে কোনো জবাবই দেয়না।আবার করলাম এবার ইকটু ভয় দেখিয়ে যে'ভাই প্রথমে ভালো ভাবে বলায় কাজ হলোনা।এখন বলছি গেম সেকসন এর পোস্ট গুলো মুছে দিন।নাহয় আমি আপনার পুরা সাইট কপি করবো'এবার সে আমাকে প্রশ্ন করলো 'মানে কি' এবার আপনারাই বলেন কেমন লাগে।
-----------------------------------------------------------------------------------------------------------
এইতো গেলো কিসু দিন পর দেখি আমার চাট বক্স টা তে একজন নানাভাবে আমাকে গালিগালাজ করলো।আমি নাকি তার ব্লগ কপি করেছি।আমি আর কিছু বললাম না।
-----------------------------------------------------------------------------------------------------------
শেষ কথা , এ পোস্ট টা করার পর মনে হচ্ছে টিটি ইহা ডিলেট করে দিবে।আমি তাদের কাছে একটাই অনুরোধ রাখবো আপনারা সোহেল এর 'এই সাইটের ওয়েভ সাইটের রিভিউ দিন' পোস্ট টি মুছে দিন।আর টেকটিউনসের সকল ভাই বোনের কাছে সাহাজ্য প্রাথ্না করছি।
আমার সাইট এড্রেস:http://gamedownload-games.blogspot.com/
সোহেল ভাই এর গেম সেকসন এর এড্রেস:http://www.freedownloadcenter.tk/index.php?option=com_content&view=section&layout=blog&id=6&Itemid=57
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার এ বিষয়ে পরে বলছি তার আগে আমার এ প্রশ্নের উত্তর দিন।
আপনার গত টিউন থেকে Need 4 Speed গেমটা ডাউনলোড করি কিন্তু আমি জিপ ফাইল গুলা জোড়া লাগানোর পরেও গেমটি চালু করতে পারছি না। এটা আপনার টিউনে মন্তব্য করেও কোন জবাব পাইনি।
এছাড়াও আপনার সাইট থেকে Need 4 Speed Most Wanted গেমটিও ডাউনলোড করি। কিন্তু একই সমস্যা! 🙁
এখন বলুন প্রায় 2GB ডাউনলোড করার পর যদি কোন কাজেই না আসে তাহলে এত কষ্ট করলাম কেন?