আমার কি দোষ আপনারাই বলুন *(টেকটিউনসে উপস্থিত ও সকল প্রকার টিউনার এর উপস্থিতি কামনা করছি)*

আমার কি দোষ আপনারাই বলুন।আমি কিনা মানষের ব্লগ কপি করছি।এতো কষ্ট করে একটা সাইট বানাইলাম।ওমা ৩ দিনও যায় নায় তার মধ্যে একজন কপি করলো প্রায় সব পোস্ট।গেলো তাকে ওনেক বলে কয়ে থামালাম।এরপর একদিন টিটি তে দেখলাম :

সোহেল নামের একজন এর পোস্ট 'এই সাইটের ওয়েভ সাইটের রিভিউ দিন'

(https://www.techtunes.io/review/tune-id/29339/)

ওকে গেলাম তার সাইটে।দেখা শেষ করলাম।রিভিউ এর জন্য তো কিছু জানা লাগে সাইট সম্পর্কে তাই সব দেখলাম।ভালোই লাগলো।কিন্তু গোল বাধলো গেম সেকসন এ গিয়ে।সব গেম আমার সাইট থেকে কপি করে হুবুহ সেভাবে লেখা।আপনারা দেখলেই বুঝতে পারবেন।ভাবলাম নতুন ব্লগার তাই এমনটি করছে।কমেন্ট করলাম 'ভাই আপনি গেম সেকসন এর পোস্ট গুলো মুছে দেন' ওমা সে কোনো জবাবই দেয়না।আবার করলাম এবার ইকটু ভয় দেখিয়ে যে'ভাই প্রথমে ভালো ভাবে বলায় কাজ হলোনা।এখন বলছি গেম সেকসন এর পোস্ট গুলো মুছে দিন।নাহয় আমি আপনার পুরা সাইট কপি করবো'এবার সে আমাকে প্রশ্ন করলো 'মানে কি' এবার আপনারাই বলেন কেমন লাগে।
-----------------------------------------------------------------------------------------------------------
এইতো গেলো কিসু দিন পর দেখি আমার চাট বক্স টা তে একজন নানাভাবে আমাকে গালিগালাজ করলো।আমি নাকি তার ব্লগ কপি করেছি।আমি আর কিছু বললাম না।

-----------------------------------------------------------------------------------------------------------
শেষ কথা , এ পোস্ট টা করার পর মনে হচ্ছে টিটি ইহা ডিলেট করে দিবে।আমি তাদের কাছে একটাই অনুরোধ রাখবো আপনারা সোহেল এর 'এই সাইটের ওয়েভ সাইটের রিভিউ দিন'  পোস্ট টি মুছে দিন।আর  টেকটিউনসের সকল ভাই বোনের কাছে সাহাজ্য প্রাথ্না করছি।

আমার সাইট এড্রেস:http://gamedownload-games.blogspot.com/

সোহেল ভাই এর গেম সেকসন এর এড্রেস:http://www.freedownloadcenter.tk/index.php?option=com_content&view=section&layout=blog&id=6&Itemid=57

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এ বিষয়ে পরে বলছি তার আগে আমার এ প্রশ্নের উত্তর দিন।
আপনার গত টিউন থেকে Need 4 Speed গেমটা ডাউনলোড করি কিন্তু আমি জিপ ফাইল গুলা জোড়া লাগানোর পরেও গেমটি চালু করতে পারছি না। এটা আপনার টিউনে মন্তব্য করেও কোন জবাব পাইনি।
এছাড়াও আপনার সাইট থেকে Need 4 Speed Most Wanted গেমটিও ডাউনলোড করি। কিন্তু একই সমস্যা! 🙁
এখন বলুন প্রায় 2GB ডাউনলোড করার পর যদি কোন কাজেই না আসে তাহলে এত কষ্ট করলাম কেন?

    ভাইরে কি যে কমু ঠিক আসে আপনি hjsplit ডাওনলোড করুন।এবার যেগুলো .001 টাইপ ওফ ফাইল সেগুলো সুধু জোড়া লাগান।থান্কু

    ভাই আপনার কথা মতো hjsplit ডাউনলোড করলাম। কিন্তু .001টাইপের ফাইল খুজে পাইলাম না। আমি সবগুলো ফাইল আনজিপ করেছি winrar দিয়ে। আনজিপ করার পর কোথাও .001 টাইপের ফাইল পেলাম না।
    এখন কি করবো?

    আসল কথাটা হল : Need 4 Speed Most World গেমসটি বেটা ভার্সনের ছিল। এটার ক্ষেত্রে আপনাকে গেমসটি সেটআপ করে খেলতে হবে। মানে গেমটি পোর্টেবল নয়। আর সেটইপেই মূল সমস্যা। সেখানে EA Sports এর অফিসিয়্যাল সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। অতঃপর একটি প্যাচ আবার ডাউনলোড করতে হবে। কিন্তু গত শুক্রবার বেটা ভার্সন ক্লোজ করা হয়েছে।
    তথ্য সূত্রঃ http://www.needforspeed.com/post/nfs-world-beta-begins-june-28
    http://forum.ea.com/eaforum/posts/list/1079486.page

    http://www.needforspeed.com/post/world-beta-open এর নিচের কমেন্ট গুলো লক্ষ্য করবেন।

    আমার বোঝায় ভুল হলে জানাবেন।

    Level 0

    হাসান ভাই,
    আপনি যে ফাইলগুলো ডাউনলোড করেছেন তার মাঝে নিশ্চই কোন সমস্যা হয়েছে,
    যাহোক একদিন আমাদের এলাকায় ঘুরে যাবেন সাথে যত গেইম লাগে আপনার পোর্টেবল হার্ডদ্রাইভে করে নিয়ে যাবেন।
    উল্লেখ্য আমি মুগদা পাড়ায় থাকি।
    আর কাউর যদি কুরিয়ারে করে যেকোন ডকুমেন্ট বা সফটয়ার বা গেইমস লাগে আমাকে নক করবেন (কুরিয়ারচার্য প্রধান স্বাপেক্ষে)
    যোগাযযোগের ঠিকানা [email protected]

ভাই যার কপি করার ইচ্ছা সে করবেই । আপনার যদি ব্লগ মানুষের উপকারের জন্য লিখা উদ্দেশ্য থাকে তাহলে কোন সমস্যা নাই , কারন কেউ কপি করে তার সাইটে দিলেও আলটিমেট কথা হলো মানুষই তো পরছে 😉

মাথা ঠান্ডা করে নিজের ব্লগ চালিয়ে যান , বেশি গরম হলে বাংলা রেডিও ২৪ শুনুন 🙂

http://www.BanglaRadio24.com

ধন্যবাদ ।

    সুনলাম বাট উল্টাপাল্টা গান শুইনা মাথা টা আরো গরোম হইলো।কি যে করি।বাট আপনার কমেন্ট শুইনা মাথাটা আবার ঠান্ডা হইসে

    ধন্যবাদ 😉

    রাফসান কপি করেনি করেছে সোহেল ভাই

    mehedi via amar site http://www.joomlaoscommerce.com buitl with joomla 1.6, but its too slow to open, many user told me , how can i solve this

Level 0

ভাই সাইট বানাইছেন, কন্টেন্ট ভালো হয়েছে তাই কপি করেছে। আপনি এভাবে ক জনকে থামাবেন?

রাফসান ভাই ঐ গুলো কি আপনি নিজেই বানাইছেন? আচ্ছা বলেনতো আপনি কোথা থেকে ঐ গেম গুলো পাইছেন?

    সোহেল ভাই এর কালো মুখে জুতা দিয়ে বারি মারতে ইচ্ছা করতাসে

    রাফসান ভাই আমার মুখে জুতা দিয়া মারেন

    Level 0

    টেক্টিউনের মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি

    FaSiK (ফাসিক)

    এই রকম ……… দের আইডি ব্লক করা হোক

    আর যা হোক তার মন্তব্যের মাধ্যমে তার ভাষভঙ্গি সবাই বুঝতে পেরেছেন
    সবাইকে মনে রাখতে হবে ঠান্ডা মাথায়ও খুন করা যায় (আমার এক শুভাকাঙ্খি ছিল তার থেকে শেখা), আর এতো কপি-পেষ্ট

Level 0

we should kick on the ass of the dirty copier and to do this every one should make negetive comments and ratings on the shadow (copied) sites. Also we should make awareness to our known people about this act and hate this act seriously.
Thank U.

এখানে একটা বিষয় পরিষ্কার হও্যা দরকার। আপনারা যারা ভাল ভাবে ২ টা সাইট চেক করেছেন তারা দেখবেন ২ সাইটেরই গেমের ডাউনলোড লিঙ্ক কিন্তু একই(মিডিয়াফায়ারের) তাহলে এই আপলোডারকে সনাক্ত করা গেলে চোর ধরা যাবে।। এ বিষয়ে রাফসান ও সোহেল ভাই উভইয়ের মতামত দ্রুত প্রদান জরুরী। কারণ যেই চুরী করে লিঙ্ক গুলা কপি সে এই মতামত দেখে লিঙ্ক পরিবর্তন করে ফেলতে পারে। লেখা নাই কপি পেস্ট করা যাই কিন্তু ডাউনলোড লিঙ্কের বেলাই যদি সেটা করা হয় তবে সেটা চুরিই হবে…।।

কি ব্যাপার কমেন্ট ডিলিট করা হইছে নাকি? আমার কমেন্ট তো নাই বরং কমেন্ট এডিট করা হইছে এবং বাজে কথা যোগ করা হইছে। ভাল। এতে লাভ কি হইছে?

আমার সাইট কি কারও চোখে পড়ে না? কপি করলে আমার সাইটের এবং আমার লেখা যে কোন টিউটোরিয়াল কপি করুন। এতে আমি ব্যাপক খুশি হব। খুশি হয়ে ব্লগ বা সাইট ফ্রিতে বানিয়ে দিব। তো শুরু করে দিন এখনই কপি করা। আমার সাইটের ঠিকানা
http://www.tutobd.com
সাইটটাতে মোট ৩০০+ আর্টিকেল আছে। উল্লেখ্য সব লেখা গুলো আমিই লিখেছি। কোন কপি-পেস্ট করিনাই।

আশাকরি আপনার কপি করবেন। ধন্যবাদ সবাইকে।