আপনি কি যানজট বা জ্যাম এ পড়ে ক্লান্ত বিরক্ত!! আর কষ্ট নয় এখন আপনাকে আরাম দিতে চলে এসেছে বিশ্বের সর্বপ্রথম বিক্রিত মোটরসাইকেল পল-ভি ওয়ান যা কিনা আপনাকে উড়িয়ে নিয়ে আপনার মূল্যবান সময় বাঁচাবে।

ভাবুন তো একবার শেখ হাসিনা যাবে বলে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ আর সবাই জামে বসে গরমে ঘাম ঝরাচ্ছে আর আপনি সবার মাথার উপর দিয়ে শো শো করে উড়ে গেলেন, কেমন হবে ব্যাপারটা 😛

হা ঠিক এমনই পল-ভি ওয়ান বিশ্বে প্রথম এমন এক মোটরসাইকেল যা উড়তে সক্ষম এবং এর মূল্য বাংলাদেশী টাকায় প্রায় তিন কোটি ষোল লাখ।

এটা মাত্র ১০ মিনিটের মধ্যে স্থলযান থেকে উড়ন্তযান এ রুপান্তর হতে পারে। ইউটিউব এ ভিডিওটি দেখতে পারেন।....

এর মালিককে উড়ন্ত মোটরসাইকেলটি চালানোর জন্য একটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি বিমান চালানোর সার্টিফিকেট লাগবে।

এই যানটি ১১২ মাইল বেগে ৪০০০ ফিট উপর দিয়ে উড়ে যেতে সক্ষম।

পল-ভি ওয়ান এমন একটি হেলিসাইকেল যা দুই-আসন বিশিষ্ট একটি হাইব্রিড গাড়ী যা কিনা ভিড় বা জ্যাম এ পড়লে উড়ে গিয়ে আপনার সময় বাচাবে।

এটি উড়াড় জন্য ৫৪০ ফিট রানওয়ে বা রাস্তার দরকার হবে। যখন এটি উড়ন্ত যানে পরিনত হয় তখন এটির রোটর প্রসস্থ হয়ে যায় এবং পিছন দিকে এটির একটি লেজ বাহির হয়ে এটিকে  হেলিকপ্টর এর মতো উড়িয়ে নিয়ে যায়। যখন এটি আকাশ থেকে ভুমিতে নামে তখন ইঞ্জিন বন্ধ করে দিলে অটোমেটিক রোটার ভেঙ্গে ছোট হয়ে যায় ।

এটা ভুমিতে চলার সময় একটি স্পোর্টস গাড়ীর মতো দেখতে লাগে।

পল-ভি ওয়ানের ২৩০ হর্সপাওয়ারের চার সিলিন্ডার বিশিষ্ট পেট্রল চালিত ইঞ্জিন রয়েছে। এবং ২৭ গ্যালন তেল ধরবে এর ট্যাংকে যার ফলে এটি ২২০ মাইল উড়তে পারবে ভুমি থেকে ৪০০০ ফিট উপর দিয়ে অথবা ৭৫০ মাইল চলতে পারবে।

এটা তৈরী করা হয়েছে কারবন ফাইবার, টাইটেনিয়াম এবং এ্যালুমিনিয়ামের বডি দিয়ে এবং এটির ওজন ১,৫০০ পাউন্ড।

অপনি এটি কিনতে চাইলে নিচের লিঙ্ক এ ওয়াডার দিতে পারবেন।

http://www.hammacher.com/Product/12400?promo=search

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

Vab6i order ta diye di.
Ki bolen…… Ha ha ha..

    হুম, আমাকেও সাথে নিয়েন আকাশে পাতালে ঘুরার সময়:D

Level New

ভাই জ্যামে পড়লে ৫৪০ রানওয়ে পাবেন কই?????

Level New

ভাই জ্যামে পড়লে ৫৪০ ফিট রানওয়ে পাবেন কই??

    হুম, বিজ্ঞানীদের জিজ্ঞাসা করতে হবে।

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

চরম একটা জিনিস শেয়ার করছেন ভাই 😀 কেনার পর সবার আগে আপনারে মিষ্টি খাওয়ামু…।। 😉