দুবাই এ বর্তমানে পৃথিবীর সুউচ্চ ভবনটি অবস্থিত। এখন এটি সময়ের ব্যাপার মাত্র পৃথিবীর আরেকটি রেকর্ডব্রেক প্রজেক্ট হাতে নিচ্ছে মধ্যপ্রাচ্যের এই মুসলিম প্রধান দেশটি।
তাদের পরের প্রকল্প জলবায়ু নিয়ন্ত্রিত রাস্তা, বিশ্বের বৃহত্তম অন্তরঙ্গন থিম পার্ক এবং ১০০ হোটেল এবং এর সঙ্গে পৃথিবীল বৃহত্তম শপিং মলের সংমিশ্রনের বৃহত্তম প্রজেক্ট হাতে নিল দুবাই সরকার।
এই বিশাল নির্মাণ এর ফলে বছরে ১৮০ মিলিয়ন পর্যটক আকৃষ্ট হবে এবং ভবিষ্যতে এটি হবে দুবাই এর অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রাণকেন্দ্র।
প্রায় 48 লক্ষ বর্গ ফুটের উপর অধিষ্ঠিত এখানে থাকবে বিশ্বের বৃহৎ শপিং মল ছাড়াও থাকবে স্বাস্থ্য রিসর্ট , থিয়েটার, এবং এর উপরিভাগ সারে চার মাইলের মতো উপর দিকে প্রসারিত থাকবে স্বচ্ছ কাচের বর্মন যেটি আবহাওয়া নিয়ন্ত্রিত ব্যতিক্রম এবং আরামদায়ক সিষ্টেম চালু থাকবে, এবং পর্যটকরা নতুন অভিজ্ঞতা নিবেন।এর রাস্তার নকশা করা হবে বার্সেলোনার Ramblas বীথিকার মতো এবং রাস্তার উপর নেটওয়ার্কযুক্ত ' পুরো সিস্টেমটি সুনিয়ন্ত্রিত আবহাওয়া ব্যবস্থা থাকবে।
এর যে শপিং মলটি হবে আট লক্ষ বর্গ ফুটের, এর উপরের দিকে স্বচ্ছ কাচ দ্বারা বিশাল এলাকা জুড়ে আবৃত থাকবে ফলে আশেপাশের শহবে গ্রীষ্ম মৌসুমে যখন ৫০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় যখন প্রাণ ওষ্ঠাগত হবে তখনে এখানে পর্যটকরা নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন এবং শীত মৌসুমে এর উপরের আচ্ছাদিত স্বচ্ছ কাচ খুলে দেয়া হবে এবং পর্যটকরা তাজা বাতাসে শপিং করবেন।
এ বিষয়ে দুবাই এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ বিন মাকতুম বলেন এ প্রকল্পটি আমাদের দেশের দুই বিলিয়ন জনগনের সাংস্কতি, ঐতিয্য এবং পর্যটকদের মিলন মেলা হবে এবং এ বিষয়ে আমারা বদ্ধ পরিকর।
উল্লেখ য়ে এ সুপার মলটি পৃথিবীর সুউচ্চ অট্রালিকার যেটি আগে থেকেই দুবাই এ অবস্থিত , এর কাছাকাছি নির্মানের পরিকল্পনা করা হয়েছে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।