বাহ্যিক সৌন্দর্য আর মেকআপের সঙ্গে মেয়েদের আকর্ষণীয় করতে সুগন্ধী বেশ কার্যকরী ভূমিকা রাখে। একটি সুগন্ধিযুক্ত পরিবেশে একজন মেয়েকে আরো বেশি সুন্দরী লাগে, এমনটাই গবেষণা করে জানিয়েছেন মোনেল ক্যামিক্যাল সেন্স সেন্টারের গবেষকরা।
গবেষকরা বলেন, সুগন্ধি তাদের চেহারার আকর্ষণীয়তা বিকাশ করে যার ফলশ্রুতিতে তার চারপাশে থাকা পুরুষদের দৃষ্টিতে তাকে অনেক বেশি সুন্দর দেখায়। সে যাই হোক এই সুগন্ধি কিন্তু তাকে আরো বেশি কনিষ্ঠ দেখাবে তা নয়।
একজন গবেষক বলেন, 'সুগন্ধি গন্ধময়তা এবং মুখাবয়ব এর সৌন্দর্য মিলে অপর আরেকজনের চোখে বিবর্তিত হয়ে তৈরি করে একটি আবেশী আকর্ষণ। এটা ব্রেইনের নিউরাল অবস্থাকে প্রভাবিত করে থাকে।'
পারফিউম এবং সেন্টগুলো প্রায় কয়েক শতক ধরে সারা পৃথিবীর মানুষের সৌন্দর্য প্রিয়তার প্রতীক হিসেবে কাজ করে আসছে। এই গবেষণাটির মাধ্যমে এর জনপ্রিয়তার বিষয়টি অনেকটাই পরিষ্কার হলো।
সাধারণত আমাদের চোখের উপলদ্ধি যেভাবে মস্তিষ্কের জ্ঞানের সমন্বয়ে বয়স নির্ধারণ করে থাকে সেক্ষেত্রে চোখের বলিকুঞ্জনের প্রথমত প্রাধান্য পায়। আর সুগন্ধি সেটা নির্ধারণের ক্ষেত্রেও একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। দেখার মাধ্যমে বয়স নির্ধারণের ক্ষেত্রে সুগন্ধি বয়স বেশীদের আরো বেশি বয়স্ক আর কম বয়সীদের আরো কম বয়স্ক দেখায়।
আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।