সুখবর এবার ক্যান্সার সারাবে ডায়নোসরের ডিএনএ!!! :)

মরণব্যাধি ক্যান্সারসহ নানান রোগ সারাতে ডায়নোসরের ডিএনএ’তে আশার আলো দেখলেন বিজ্ঞানীরা। কোটি কোটি বছর আগের ডায়নোসরের হাড়গোড় পরীক্ষা-নিরীক্ষা করে এ তথ্য জানান তারা।
তাদের দাবি, ডায়নোসরের ডিএনএ মানবদেহের গুরুতর রোগ সারাতে পারবে। ক্যান্সার, ভাঙা হাড়ের চিকিৎসাও করা যাবে ডায়নোসরের এ ডিএনএ দিয়ে।
উল্লেখ্য, গবেষণায় ব্যবহৃত ডায়নোসরটির বয়স সাত কোটি ২০ লাখ বছর। ডায়নোসরের ২৬ ফুট দীর্ঘ ফসিল পরীক্ষা করে এ তথ্য জানান তারা। বিশেষজ্ঞরা জানান, গবেষণায় তারা দেখেছেন শুধু ডায়নোসরই নয় এ প্রজাতির অন্যান্য প্রাণী যেমন কুমিরের ডিএনএ-ও মানুষের ক্যান্সারসহ নানা রোগ সারাতে সমর্থ।

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি এইটা জানলেন কিভাবে ? কনো source link দিলে ভালো করতেন।
এই রকম কথা এখন পর্যন্ত কনো পেপারে বা টিভি তে দেখি নাই তাই জন্য বললাম source লিঙ্ক দেবার কথা।
ধন্যবাদ।

Level 0

খবরটা পড়ে খুব ভালো লাগলো।