কিছু ইসলামিক ওয়েব সাইট ( সর্ম্পূন বাংলায় )। এই শবে বরাত ও সামনে রোজার মাসে ভাল আমল করতে মুসলমানদের অনেক কাজে আসবে।

প্রথমে সবাইকে আসসালামুআলাইকুম। সবাই ভাল থাকার জন্য দুয়া করি। আজ অনেক দিন পর টিটিতে টিউন করতে বসলাম। যাক আর কতা বলে লাভ নেই। আসল কতায় আসা জাক।
আমি আজ আপনাদেরকে বাংলা কিছু ইসলামিক ওয়েব সাইট এর সাথে পরিচয় করিয়ে দেব। যা বর্তমানে শবে পরাত ও সামনে রোজার মাসে ভাল আমল করতে অনেক অনেক কাজে আসবে। ভাই আমরাত ইন্টারনেট এ অনেক কিছু দেকি বা শিখি আজ না হয় একটু ইসলাম সর্ম্পকে জানি, শিখি। নিচে ওয়েব সাইট এর লিঙ্ক দেয়া হল। এই লিঙ্ক গুলোতে কুরআন, হাদিস, নামাজ এর নিয়ত, সুরা, ওয়াজ ইত্যাদি পাওয়া যাবে। বিশেষ করে শবে বরাত ও রোজার মাসে বিভিন্ন খবর জানা যাবে।

আমার সংগ্রহে যা ছিল তা দিলাম এখন আপনারা আমল করেন এবং আমার জন্য দুয়া করে যেন আমি একজন সফল ব্যাক্তি হতে পারি। সবাই ভাল তাকে সুস্থ থাকেন এই দুয়া করি।
বিঃ দ্রঃ কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level New

আমি jehad boksh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ জিহাদ বখস। আমার জন্মস্থান কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট। study, travel, Business, IT, programming এই গুলোতে আমার খুব বেশি ইন্টারেষ্ট । তবে এই গুলোর কোনটা-ই এখন পর্যন্ত ১০% অর্জন করতে পারি নাই। আমার জন্য দুওয়া করবেন। যাতে এইগুলো আমি অনতত ৭০%-৮০% অর্জন করতে পারি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

    Level New

    @Sk Miraj: আপনাকেও অনেক ধন্যবাদ। পড়ার জন্য।

আল্লাহ আপনার মঙ্গল করুন…।

    Level New

    @প্রযুক্তির মায়াজাল: আমিও সেই কামনা করি।

Level 0

আলহামদুলিল্লাহ, যথাসময়ে অত্যন্ত কাজের একটি টিউন পোষ্ট করেছেন। ধন্যবাদ।

    Level New

    @limaj: আপনাকেও ধন্যবাদ।

আপনাকে অ———-নে——–ক অ——নে——-ক ধন্যবাদ

Level 2

কিছু সাইট জানা ছিল। সাথে নতুন কিছু জানলাম। অসংখ্য ধন্যবাদ জাহেদ ভাই। ভবিষ্যতে আরো কিছু আশা করছি।

    Level New

    @Kamrul Cox: আপনাকেও ধন্যবাদ। দুয়া করবেন যেন আর সুন্দর সুন্দর টিউন উপহার দিতে পারি।

জাযাকাল্লাহু খাইরান