FIFA World Cup ২০১০ Golden Ball Nominees

সবাইকে নমস্কার । বর্তমানে ওয়ার্ল্ড কাপ একটি নামী দামী শব্দে পরিণিত হয়েছে।আজকে রাতে আবার ফীফা ২০১০ ওয়ার্ল্ড কাপ এর গোল্ডেন বল এর নমিনি দের নাম প্রকাশ করেছে।সেই ভাগ্যবান ১০ জন প্লেয়ারদের নাম প্রকাশ করার জন্যে আজকে আমার এই টিউন করা।নিচে সেই ১০ জন প্লেয়ার এর নাম দেয়া হল।

  1. Diego Forlan (Uruguay),
  2. Asamoah Gyan (Ghana),
  3. Andres Iniesta (Spain),
  4. Lionel Messi (Argentina) আমার প্রিয়,
  5. Mesut Oezil (Germany),
  6. Arjen Robben (Netherlands),
  7. Bastian Schweinsteiger (Germany),
  8. Wesley Sneijder (Netherlands) গোল্ডেন বল পাবে,
  9. David Villa (Spain) and
  10. Xavi (Spain).

কে পাবে সেই বহু প্রত্যাশিত গোল্ডেন বল।কমেন্ট এর মাধ্যমে আপনার মতামত জানান।

Level New

আমি দীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

FACEBOOK এ আমিঃ [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

its Mesut Oezil (Germany) ….

আশাছিল কাকার পায়ে দেখিবো গোল্ডেন বল……………কিন্তু হায়!!! একি হইলো…….কাকাও গেলো…….ব্রাজিলেরও ১২ টা বাজিলো…….. আর আমার আশাও তামা তামা হইলো…….তাহা মনে পড়িলে এখনও আমার হিয়া বেদনায় ভারাক্রান্ত হইয়া ওঠে………………….
এখন একটাই আশা অন্যরা পাইলে পাক তবুও যেন গোল্ডেন বল খানা ঐ মেসি হারামজাদার হাতে না ওঠে!!!!!

    দেখুন আমি নিজেও ব্রাজিলের সাপোর্টার। কিন্তু তাই বলে অন্য দলের খেলোয়াড়দের গালাগালি করতে হবে? এটা কোন ধরনের মানসিকতা?

    Level 0

    @ঘুমন্ত জাহাঙ্গীর — মেসি হারামজাদা হইলো কেমনে ?? হারামজাদার মানে কি জানেন তো ??

    Level 0

    মেসি ভাল ফুটবল খেলে আপনার কাছে হারামজাদা হয়ে গেল, আর আপনি এত জঘন্য কমেন্ট করে আমাদের কাছে কি হলেন তা কি বলে দেওয়ার দরকার আছে? একটা কথা মনে রাখবেন যে উপর দিকে চেয়ে থুতু দিলে তা নিজের মুখে এসেই পরে…।

    Level 0

    কিছু মনে কইরেন না ঘুমন্ত জাহাঙ্গীর ভাই.. সমর্থকদের RED CARD System থাকলে আপনে কমেন্টটা দিয়ে RED CARD পাওয়ার যোগ্য কাজ করছেন। ভাগ্যিস নিয়মটা নাই। আপনে তো আমার এই বিশ্বকাপে লালে লাল হওয়া দলের supporter দেখা যায়।

    একটা কথা বলি মাইন্ড কইরেন না। আপনার কথা শুনে মনে হইল আপনি ৪ বছর পর পর ফুটবল খেলা দেখা দর্শক,যিনি শুধু ব্রাজিল ছাড়া আর কিছু বুঝেন না।

    কানাভাবে কোনো টিম সাপোর্ট না করে ভাল খেলা বুঝতে শিখেন। @ঘুমন্ত জাহাঙ্গীর

    ভাই আপনি তো বিশ্বকাপ খেলা দেখেন না, শুধু ব্রাজিলের সাম্ভা নাছ দেখার জন্য ৪ বছর অপেক্ষা করেন। তাই খেলা বুঝেন না
    আগে খেলা বুঝার চেষ্টা করুন তারপর খেলোয়ার সম্পপরকে মন্তব্য কইরেন।
    আপনার নাম যেমন, কাম তেমন
    ঘুমন্ত থাকেন দেইখাই ব্রাজিলের অন্ধ ভক্ত।
    ঘুম থেকে জেগে খেলা দেখার পরামরশ রইল।

    @ঘুমন্ত জাহাঙ্গীর ভাই আমি আপনার চেয়ে অনেক ছোট । কিন্তু তাও বলছি আপনার এই ধরনের কমেন্ট করা উচিত হয় নি । বাকিটা আপনার নিজের বিবেক।

Level 0

আমি চাই আর্জেন্টিনার Best Player (not only me also for all) ” মেসি ” …………………………..

Level 0

Iniesta বা Sneijder পেলে সঙ্গতিপূর্ণ হবে,আমার মনে হয় এদের যেকোন একজন হবেই 🙂

    Level 0

    Wesley Sneijder “Netherland” পাবে আমার ধারনা ।

মেসি!

Lionel Messi হবেই। মেসি গোল না পেলেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি লক্ষ-এ শট করেছে মেসি!!!!

    Level 0

    অদ্ভুত সমর্থক!!!!!!!!!!!!!!!!!

Forlan এর পাওয়ার সম্বাবনা বেশি কিন্তু আমি চাই মেসি পাক……………………

মেসি আমার ফেভারিট প্লেয়ার, কিন্তু তারপরও বলবো এইবার গোল্ডেন বল পাওয়ার মত ভাল খেলা সে খেলতে পারে নাই। আশা করি পরেরবার সে এইটা পাবে।

ফোরলান কে দেইখা তো আমি মুগ্ধ। ইনিয়েস্তা,স্নেইডার,জাভির ও ভাল সম্ভাবনা আছে। ভিয়ার খেলাও ভাল লাগছে,কিন্তু আমার কাছে ওর খেলা কিছুটা স্বার্থপর টাইপ মনে হইছে।

    আরিফুল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত।

দীপ্ত নটরডেমে ভর্তি হতে পারার জন্য তোমাকে প্রথমে অভিনন্দন জানাই।আমি চাই মেসি গোল্ডেন বল জিতুক।

    ধন্যবাদ আর আমিও চাই মেসি পাক।

ধন্যবাদ ভাই ভাল কাজের একটা টিউন শেয়ার করার জন্য।