ব্রাজিল বিশ্বকাপ ২০১৪: কিছু জানা-অজানা তথ্য।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪। মূলত ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ নামে পরিচিত। দি হোম অব ফুটবল, ব্রাজিল ২০ তম আসরের আয়োজক দেশ। ১২ জুন থেকে ১৩ জুলাই হবে ব্রাজিল বিশ্বকাপ। দ্বিতীয় বারের মত বিশ্বকাপ আসর বসছে ব্রাজিলে। প্রথম বার পাঁচ বারের এই বিশ্বকাপ জয়ী দেশ, ব্রাজিলে প্রথম আসর বসছিল ১৯৫০ সালে।

ব্রাজিল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কিছু তথ্য-

  • ব্রাজিল বিশ্বকাপের মোট ম্যাচ ৬৪ টি।
  • ১২ টি শহরে এই ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।
  • উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সাও-পাওলোতে।
  • প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রাজিল-ক্রোয়েশিয়ার মধ্যে।
  • ৩২ টি দেশ অংশ নিবে এবারের বিশ্বকাপে।
  • ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রিও-ডি-জেনিরোর মারাকানা স্টেডিয়ামে।

কিছু অজানা তথ্য-

  • ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার, যেটা ২০১০ দঃ আফ্রিকা বিশ্বকাপ ছিল ৪ বিলিয়ন এবং ২০০৬ জার্মানিতে ছিল ৬ বিলিয়ন।
  • ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি তৈরি করবে বাংলাদেশি ১টি প্রতিষ্ঠান।
  • অফিসিয়াল লোগোর নাম ইন্সপাইরেশন।

  • অফিসিয়াল সং We are one (Ole ola) by Pitbull & Jennifer Lopez.
  • মাসকট-ফুলেকো (Fuleko); Football (ফুটবল) এর Ful এবং Ecologia (Ecology) থেকে Eco; তাছাড়া এটা ব্রাজিলের বিপন্ন প্রায় একটা প্রাণীর নাম।

  • মাচবল-এডিডাস ব্রাজুকা। ( তৈরি করবে পাকিস্থান এডিডাস)

  • ব্রাজিলের ২২ জনের স্কোয়াটে কেউ আগে কোন বিশ্বকাপ খেলেননি।
  • বিশ্বকাপ চাম্পিয়ান দলকে দেওয়া হবে ৩৫ মিলিয়ন ডলারের প্রাইজমানী এবং রানার্স-আপ ২৫ মিলিয়ন ডলার।
  • রোনালদিনহো, রবিনহো, কাকা, তেভেজের মতো বিশ্বসেরা ফুটবলারের কেউ থাকছে না এবারের বিশ্বকাপে।
  • প্রথম ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে ৭ টি দেশ নিয়ে।
  • ১৯৭০ সাল থেকে Adidas ফিফা ওয়ার্ল্ড কাপের বল সাপ্লায়ার।
  • ১৯৭৮ সালে আর্জেন্টিনায় বিশ্বকাপ আসর বসে প্রথম বারের মতো।

এবারের বিশ্বকাপে টেকনোলজি-

 Goal Line Technology-

এবারের বিশ্বকাপে Goal Line Technology নামে এক প্রকার টেকনোলজির ব্যবহার থাকবে বিশ্বকাপ ফাইনালে।

এটা বলটি গোল-লাইন সম্পূর্ণ ক্রস করলো কিনা নির্দেশনা দিবে।

সাথে সাথে রিফারিকেও সংকেত দিবে। যাহাতে রিফারির ডিসিশন নিতে সুবিধা হয়।

ক্যাক্সিরোলা (Caxirola)-

এটা অফিসিয়াল সাউন্ড; যেটা তৈরি করেছেন ব্রাজিলের এক মিউজিশিয়ান। যেটা ভুভু জেলার মতো, তবে ভুভু জেলার থেকে নাকি অনেক সফট। যদিও এটা এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি।

ভিডিও গেম-

“2014 Fifa World Cup Brazil” নামে EA Sports প্রকাশ করছে অফিসিয়াল ভিডিও গেম প্রতিযোগিতা; যেটাতে ১২ টি ভেনু এবং সব জাতীয় দলের খেলা থাকবে।

ভ্যানিশিং স্প্রে-

ভ্যানিশিং স্প্রে এক প্রকার পানি দিয়ে তৈরি এক ধরণের স্প্রে। যা ব্যবহারের এক মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। প্রতিপক্ষ দলের জন্য খেলা চলা কালে ১০ গজের লাইন চিহ্নিত করতে এবং ফ্রি-কিকের স্থান চিহ্নিত করতে  এটি ব্যবহৃত হবে। যাহাতে স্থান সমুহ সাধারন দর্শক এবং প্লেয়ারদের দৃষ্টির বাইরে থাকে।

সবার মনে যে প্রশ্ন-

  • ফুটবল বললেই যার নাম সেই মেসি কি পারবে নিজের ঘরে বিশ্বকাপ নিতে?

  • পাঁচ বার যাদের ঘরে কাপ গেল, সেই ব্রাজিল কি পারবে নিজের দেশ থেকে কাপ অন্য দেশে পাঠাতে?
  • Neymar: “If Gods wants, I will celebrate the world cup with Brazil”, মাত্র ২২ বছরের এই অ্যাথলেট কি পারবে তার আশা পূরণ করতে?

  • এই সময়ের বাঘা ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদো কি বসে বসে কাহিনী দেখবে?
  • স্পেন কি পারবে তাদের গতবারের কাপ নিজেদের কাছে পুনঃ রাখতে?

এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হবে? (বিশ্লেষণধর্মী)

(আনিসুল হক স্যারের স্ট্যাটাস থেকে)

এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কে?
আসুন, এখনই বলে রাখি। ১৩ জুলাইয়ের পরে দেখা যাবে, কার কথা ঠিক হয়।
আমার নিজের ধারণা, চ্যাম্পিয়ন হবে ব্রাজিল বা আর্জেন্টিনা। ব্রাজিল হতে পারে স্বাগতিক বলে, আর্জেন্টিনা হতে পারে তাদের দল ভালো বলে। মেসির একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া উচিত।
তবে জার্মানি, ইতালি, স্পেনও দল ভালো। কিন্তু আমি ইউরোপিয়ানদেরকে রাখছি না হিসাবে, কারণ আমেরিকায় খেলা হবে, আর ইউরোপের কেউ চ্যাম্পিয়ন হবে, এটা সাধারণত হয় না। আর গতবার তো স্পেন চ্যাম্পিয়ন হয়েইছে। নেদারল্যান্ডস, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স কাউকেই আমি ছোট করে দেখছি না। তবু এবার আমেরিকা থেকে কেউ হবে, এটাই যেন মনে হচ্ছে।
সেক্ষেত্রে চিলে, হুন্ডুরাস, কলাম্বিয়া, মেক্সিকো, উরুগুয়েকেও বিবেচনায় রাখতে হয়।


তারপর আসে সেই আর্জেন্টিনা আর ব্রাজিল।
আমার বাজি ব্রাজিলের দিকে।
ব্রাজিল না হলে আর্জেন্টিনা?
আপনি কি বলেন?

দেখে নিন বাংলা সময় সহ বিশ্বকাপ ২০১৪ ফিক্সচার।

ছবির উপর মাউসের রাইট ক্লিক করে Save image as... দিয়ে ফিক্সচারটি ডাউনলোড করে নিতে পারেন।

শাকিরার ব্রাজিল  বিশ্বকাপ ২০১৪  (৪ কোটি+ ভিউ)এর মেসি, নেইমার & পিকে কে নিয়ে ভিডিও টি নিচে দেখতে পারেন-

এক সপ্তাহ ধরে তথ্য সংগ্রহ করছি টিউনটা করার জন্য। কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না।

CNN নিউজে ব্রাজিল বিশ্বকাপ নিয়ে প্রকাশিত আমার লেখাটি পড়তে পারেন  এখানে

তথ্য সূত্রঃ উইকিপিডিয়া, ফিফা.কম ও অন্যান্য।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো রিপোট পড়ে অনেক কিছু জানলাম

    Level 2

    @Torikul Meherpur: ধন্যবাদ।

Level 0

জার্মানি

    Level 2

    @Magichian: 13 july উত্তর পাওয়া যাবে। ধন্যবাদ।

লেখাটি ভালো লাগলো।

    Level 2

    @ব্লগার ভাই: ধন্যবাদ।

অসংখ ধন্যবাদ টিউনটির জন্য, বিশ্বকাপ ২০১৪ ফিক্সচারটি কোন সাইটে আপলোড করে দিন যাতে সবাই ডাউনলোড করে খেলার সময়সূচি দেখতে পারে।

    Level 2

    @মাহমুদ কলি।: এখান থেকেই মাউসের রাইট ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

    Level 2

    @মাহমুদ কলি।: ছবির উপর মাউসের রাইট ক্লিক করে Save image as… দিয়ে ফিক্সচারটি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।

চমৎকার হয়েছে।

    Level 2

    @Rahat Ibn Nabi: ধন্যবাদ ভাই।

আমার বাজিও ব্রাজিল।

    Level 2

    @Rahat Ibn Nabi: হুম 😛

Level New

amio brazil support kori

    Level 2

    @sohel_199885: হুম 😛

বাহ !! পড়ে খুব মজা পাইলাম থাঙ্কস it.sardar ভাই এতো সুন্দর এক্তা টিউন করার জন্য
http://www.technogossip.ml

    Level 2

    @IHK শাওন: ধন্যবাদ।

Level 2

আর্জেন্টিনা….

Level 0

Brazil…. !!

    Level 2

    @net_freak: হুম 🙂 !!

Level 0

আমারো একথান টিভি সাইট আছে পারলে সকলে টু মেরে আসতে পারেন freetvus.com