JSC Result 2014 – PSC Result 2014 যেভাবে দেখবেন এবং কিছু তথ্য

আপনারা জানেন ইতিমধ্যে পিএসসি এবং জেএসসি পরীক্ষা ২০১৪ শেষ হয়ে গেছে।  এবার ফলাফলের অপেক্ষা। ফলাফল পাবলিশ হওয়ার আর বেশি দিন বাকি নেই। তাই আমি আজ আপনাদের সামনে হাজির হলাম, “কিভাবে এসএসসি পরীক্ষা ২০১৪ এর ফলাফল দেখবেন” এই বিষয়ে একটি টিউন নিয়ে। উপরে আপনারা জেনেছেন খুব তাড়াতাড়ি এসএসসি পরীক্ষা ২০১৪ এর রেজাল্ট পাবলিশ হবে। এসএসসি ২০১৪ এর পরীক্ষার্থীরা এখন সময় কাটাচ্ছে কবে রেজাল্ট পাবলিশ হবে এই চিন্তা নিয়ে। যাইহোক,  আপনারা সবাই জানেন অনলাইন এ সবার প্রথমে educationboardresults.gov.bd সাইট টি ফলাফল প্রকাশ করে। এবারের এসএসসি রেজাল্ট ও আগের মতই পাবলিশ হবে।

PSC Result 2014 / JSC Result 2014

তাছাড়া, আপনারা ইচ্ছা করলে মোবাইল ফোন এসএমএস করে ও আপনার রেজাল্ট টি পেতে পারেন। আমি আপনাদের দুইটি নিয়মই দেখাব। যাইহোক, চলুন এবারের এসএসসি পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই, শুরু করা যাক তাহলেঃ

প্রথম পরীক্ষা কোন বিষয় ছিল ? কখন পরীক্ষা শুরু হয়েছিল ?

এবারের এসএসসি পরীক্ষার যাত্রা হয় বাংলা প্রথম পত্র দিয়ে যা প্রতিবারই হয়। এবারের প্রথম পরীক্ষা টি শুর হয় সকাল ১০ টা বাজে এবং এটি মার্চ মাসে শুরু হয়ে এপ্রিল মাসে শেষ হয়েছিল।

কয় টি বোর্ড এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল?

প্রতিবারের মত এবার ও দশ টি বোর্ড এসএসসি পরীক্ষা ২০১৪ তে অংশগ্রহণ করেছে (টেকনিকেল এবং মাদরাসা বোর্ড সহ)। প্রতিটি বোর্ড গুলোই তাদের পরীক্ষা সফলভাবে শেষ করেছে। তাহলে দেখা যাক বোর্ড গুলো কি কি ছিল? যথা-

  • ঢাকা শিক্ষা বোর্ড
  • রাজশাহী শিক্ষা বোর্ড
  • কুমিল্লা শিক্ষা বোর্ড
  • যশোর শিক্ষা বোর্ড
  • চট্রগ্রাম শিক্ষা বোর্ড
  • বরিশাল শিক্ষা বোর্ড
  • সিলেট শিক্ষা বোর্ড
  • দিনাজপুর শিক্ষা বোর্ড
  • টেকনিক্যাল বোর্ড
  • এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড

JSC Result 2014 কি ছিল ২০১২ এবং ২০১৩ এর পাস এর হার?

এখানে আপনারা দেখতে পারবেন ২০১২ এবং ২০১৩ এর এসএসসি পরীক্ষার প্রতিটি বোর্ড এর গড় পাস এর হার, তাহলে আর অপেক্ষা কেন ? শুরু করা যাক 😀

শিক্ষা বোর্ডঃ          ২০১২ এর পাস এর হারঃ           ২০১৩ এর পাস এর হারঃ       গত বার থেকে এগিয়েছেঃ       গত বার থেকে পিছিয়েঃ

ঢাকা                                  ৮৫.৯৫%                                 ৮৭.৩১%                                ১.৩৬%

রাজশাহী                          ৮৮.৩৩%                                 ৯৪.০৩%                                 ৫.৭%

কুমিল্লা                              ৮৫.৬৪%                                  ৯০.৪১%                                  ৪.৮%

যশোর                               ৮৭.১৬%                                  ৯২.৬২%                                 ৫.৪৬%

চট্রগ্রাম                             ৭৮.০০%                                   ৮৮.০৪%                               ১০.৪%

বরিশাল                             ৮৬.৯৬%                                  ৮৮.৬৩%                               ১.৬৭%

সিলেট                               ৯১.৭৮%                                    ৮৮.৯৬%                                                                                 ২.৮২

দিনাজপুর                         ৮৭.১৬%                                    ৯০.৬০%                                ৩.৪৪%

সর্বমোট পাস এর হারের গড়ঃ ৮৯.৭২% ২০১৩ সালে এবং ৮৬.৩২ ছিল ২০১২ সালে।

PSC Result 2014 পাস এর হার নিয়ে রিপোর্টঃ

টাকা শিক্ষা বোর্ড এ গতবার (২০১৩) পাস এর হার ছিল ৮৭.৩১% যা এর আগের বার (২০১৩) ছিল ৮৫.৯৫% তারমানে, ১.৩৬% এগিয়েছে।

এদিকে রাজশাহী বোর্ড তাদের পাস এর হার ২০১২ থাকে ২০১৩ তে ৫.৭% এগিয়ে নিয়েছিল, ২০১৩ তে তাদের পাস এর হার ছিল ৯৪.০৩% এবং ২০১২ তে ছিল ৮৮.৩৩%।

কুমিল্লা শিক্ষা বোর্ড তাদের জায়গা কে ২০১২ থেকে ৪.৮% উন্নতি করে ৯০.৪১% এ নিয়েছিল এরমানে, ২০১৩ তে তাদের পাস এর হার ছিল ৯০.৪১% এবং ২০১২ তে ছিল ৮৫.৬৮%।

যশোর ও পিছিয়ে নেই, তাদের ২০১২ এ পাস এর হার ছিল ৮৭.১৬% যা ২০১৩ তে হয়ে গিয়েছিল ৯২.৬২%। তারা ৫.৪৬% উন্নতি করেছিল ২০১২ থেকে।

চট্রগ্রাম শিক্ষা বোর্ড উন্নতির দিক থেকে মনে হয় সবার চেয়ে সেরা, ২০১২ থেকে তারা ১০.৪% উন্নতি করে ২০১৩ সালে তারা পাস এর হার নিয়ে যায় ৮৮.০৪% এ। তাদের ২০১২ সালে পাস এর হার ছিল ৭৮.০০%।

বরিশালের ২০১২ এর পাস এর গড় ছিল ৮৬.৯৬% যা bangladesh vs zimbabwe 1st t20 highlights is here ২০১৩ তে এগিয়ে হয়েছিল ৮৮.৬৩% এবং তাদের উন্নতির হাড় ছিল ১.৬৭ %।

সিলেট উন্নতির চেয়ে অবনতিই হয়েছে বেশি, তাদের ২০১২ সালে পাস এর হাড় ছিল ৯১.৭৮% এবং এটি কমে ২০১৩ তে হয় ৮৮.৯৬%।

দিনাজপুর তাদের পাস এর হাড় ৩.৮৮% উন্নতি করেছিল, তাদের ২০১৩ সালে পাস এর হাড় ছিল ৯০.৬০% এবং এটি ২০১২ সালে ছিল ৮৭.১৬%।

(যদি কোন ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং টা টিউমেন্ট করে ধরিয়ে দিবেন) JSC Result 2014 .

কত জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ?

সংখ্যাঃ

মোটঃ ৮,৯৫,৩২৬ (মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড সহ)

সাধারণ বোর্ডেঃ ৭,৮৯,৭৪৪

মোট ছাত্রঃ ৪,৬০,৩১৫

মোট ছাত্রীঃ ৩,৪৫,৭৫৪

মোট মাদ্রাসা বোর্ডেঃ ১,১৬,৩৫৩

মোট টেকনিক্যাল বোর্ডেঃ ৯,৮৯৬

বিজনেস স্টাডিস ইন ডিপ্লোমা তেঃ ৭,৪৬২

রিপোর্টঃ

এবারের এসএসসি পরীক্ষায় মোট ৮,৯৫,৩২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে (মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড সহ) এবং সাধারন বোর্ড এর হিসেবে ৭,৮৯,৭৪৪ জন। যাদের মধ্যে ৪,৬০,৩১৫ জন ছিল ছাত্র এবং বাকি ৩,৪৫,৭৫৪ জন ছিল ছাত্রী। আরও ১,১৬,৩৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে মাদ্রাসা বোর্ডে। এদিকে, ৯,৮৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে টেকনিক্যাল বোর্ড এ।  সবশেষে, ৭,৪৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজনেস স্টাডিস ইন ডিপ্লোমা তে।

কবে হতে পারে এসএসসি ২০১৪ পরীক্ষার ফলাফল প্রকাশ এর তারিখঃ

এটি এখনো সঠিক ভাবে বলা যায় না, তবে সাধারণত প্রতিবার পরীক্ষার শেষ হওয়ার ৩ মাস পরে ফলাফল প্রকাশ করা হয়। আশা করা যায় ১৭-২৯ মে এর ভিতরে ফলাফল প্রকাশ করা হবে। দেখা যাক জাতীয় শিক্ষা বোর্ড কবে ফলাফল প্রকাশ করে।

যেভাবে অনলাইন এ দেখবেন SSC Result 2014ঃ

হুম এবার আসা যাক মুল জায়গায়, যা আমার পুরো টিউন এর মুল বিষয় ছিল। সাধারণত, এখন প্রায় সবাই যেকোন বড় পরীক্ষার ফলাফল দেখে অনলাইন এ, যেহেতু এখন ইন্টারনেট এর যুগ। আমরা সবাই জানি প্রতি টি বড় পরীক্ষার ফলাফল educationboardresults.gov.bd এই ওয়েব সাইট টি তে পাবলিশ করা হয়। এটি হল জাতীয় শিক্ষা বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট। তাই, এবারের এসএসসি রেজাল্ট দেখতে য় আমাদের এই ওয়েব সাইট টি কেই ব্যবহার করতে হবে। তাহলে দেখা যাক কিভাবে করবেনঃ

প্রথমে এই লিঙ্ক টি তে যান।

লিঙ্ক টি তে গিয়ে ঘর গুলো আপনার তথ্য দিয়ে পূরণ করুন।

তারপরে “Submit” বাটন এ ক্লিক করুন।

এবার আপনি আপনার রেজাল্ট টি দেখতে পারবেন

(রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এই গুলো কাজ হবে)

যেভাবে এসএসসি রেজাল্ট ২০১৪ এর ফলাফল দেখবেন মোবাইল/এসএমএস (SMS) এর মাধ্যমেঃ

এখানে আমি আপনাদের দেখাব, কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে আপনার এসএসসি ২০১৪ এর ফলাফল টি পেতে পারেন। আপনি যদি ইন্টারনেট এর মাধ্যমে রেজাল্ট দেখতে না পারেন তাহলে আপনি সহজেই রেজাল্ট টি আপনার মোবাইল থেকে একটি এসএমএস পাঠিয়ে পেতে পারেন। এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে, তাহলে চলুন দেখা যাক কিভাবে এসএমএস টি পাঠাবেনঃ

  • প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান।
  • নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান।
  • প্রথমে SSC লিখুন এবং একটি স্পেস দিন।
  • তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন-                                                                                                                                                          Dhaka: DHA—Madrasah: MAD—-Comilla: COM—-Chittagong: CHI—–Jessore: JES—–Rajshahi: RAJ——Dinajpur: DIN—-Barisal: BAR and Sylhet: SYL
  • এরপরে,  একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন।
  • এবার একটি স্পেস দিন এবং 2014 লিখুন।
  • এবার মেসেজ টি সেন্ড করুন ১৬২২২ নাম্বার এ ।

(এখন(১৩-০৫-২০১৪) কইরা কোন লাভ নাই, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে চেষ্টা করবেন)

টিউন টির লিঙ্ক টি সেভ করে রাখুন অথবা বুকমার্ক করে রাখুন, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে দরকার হতে পারে।

যদি কোন সমস্যা তে পড়েন তাহলে নিচে টিউমেন্ট করুন, আর ইচ্ছা করলে ফেসবুক পেজ টি তে লাইক দিতে পারেন অথবা লিঙ্ক গুলো তে ঘুরে আসতে পারেন।  ধন্যবাদ সবাই কে

Level 1

আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanku……

Syber Fighter: আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

Thank you for this tune !
SSC Result will be published on 17 may at 10:00 AM ….

Mallik Galib Shahriar: আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ টাইম টা বলার জন্য 🙂

ভাই একটু হেল্প করুন 🙁

কি হেল্প ভাইয়া ?

ভালো তবে এই রেজাল্ট বের করার কাজটা অনেক আগে আমি নিজে নিজেই চেস্টা করে শিক্ষেছিলাম।

@মাহমুদ কলি।: 🙂

রেজাল্ট কয়টা বাজে পাবলিশ হবে কেউ কি জানেন?

সোহাগ হোসাইন: ২ টা বাজে পাবলিশ হবে

Level 2

ভাইয়া Registration নাম্বার দিয়ে কি করে পুরা তথ্য বের করা যায়? দয়াকরে আমায় জানাবেন ?