টেকটিউনস বাংলা ভাষার সবথেকে বড় টেকনোলজি সাইট/ব্লগ। এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি।
আমি তো টেকটিউনসকে টেকনোলজি নিউজপেপার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেখানে শুধু মাত্র টেকনোলজি নিয়ে আলোচনা হয়।
আজকে আমি সেই টেকটিউনসে টিউনার হওয়ার আগে আপনার কি করা উচিত, কীভাবে টিউন করা উচিত, কীভাবে ভালমানের টিউন করবেন তা নিয়ে আলোচনা করবো।
আপনার লেখা শুরু করার আগে যে কাজগুলো করা উচিতঃ
কীভাবে দেখবেন?
টেকটিউনসে দেখবেন “টিউন বিভাগ” নামে একটু নিচে একটা বিভাগ আছে। এখানে এ যাবৎ সকল টিউনের বিভাগ দেওয়া।
আপনি যে বিষয়ে লিখতে চান, সেই বিভাগে ক্লিক করে একটু দেখে নিন, যে আসলেই- আমার টপিকস নিয়ে আগে কেউ লিখছে কিনা? লিখলে আপনার অন্য টপিকস ভাবা উচিত।
আপনারা সবাই কি বলেন?
তাছাড়া টিউন করার আগে টেকটিউনসের নীতিমালা অবশ্যই দেখবেন। সাথে সাথে টেকটিউনসের সজিপ্র না দেখে একজনের টিউন শুরু করা উচিত না।
প্রিয় টেকটিউনসের প্রতিঃ
প্রিয় টেকটিউনস আপনারা আরও দৃষ্টি দিন আপডেট সকল পোস্টগুলার প্রতি। স্প্যাম,স্ক্যাম টিউন ছাড়াও টেকনোলজির সাথে একদন যায়না, এমন টিউন রিমুভ করুন।
তাহলে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ টেকনোলজি ব্লগ/নিউজ ফিরে পাবে তার সেই যৌবন।
আমরা টেকটিউনসকে ভালবাসি।
ধন্যবাদ সবাইকে।
ভালো লাগলে বা অন্য পরামর্শ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
সরদার ভাই জটিল লিখছেন।