টেকটিউনসে টিউনার হতে চান? আসুন দেখি কীভাবে ভালোমানের টিউন করবেন। (সরল-গরল)

টেকটিউনস বাংলা ভাষার সবথেকে বড় টেকনোলজি সাইট/ব্লগ। এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি।

আমি তো টেকটিউনসকে টেকনোলজি নিউজপেপার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেখানে শুধু মাত্র টেকনোলজি নিয়ে আলোচনা হয়।

আজকে আমি সেই টেকটিউনসে টিউনার হওয়ার আগে আপনার কি করা উচিত, কীভাবে টিউন করা উচিত, কীভাবে ভালমানের টিউন করবেন তা নিয়ে আলোচনা করবো।

  • আমরা অনেক টিউনার আছি, যারা জানি না কোন বিষয়ে লিখব, কি লিখবো-তারপরও কিছু একটা তথ্য নিয়ে টেকটিউনসে লেখা শুরু করি।
  • আসলে কি এটা ঠিক?
  • আমাদের প্রথম যে জিনিসটা ভাবা উচিত- মেহেদী ভাই এই সাইটটা ডেভোলপ করেছেন অক্লান্ত পরিশ্রম করে (এখনও করছেন)  বাংলার মানুষকে নিজের ভাষায় টেকনোলজি জানানোর জন্য।
  • তাহলে আমরা যারা টিউনার, তাদের ভাবা উচিত কিনা, একটা টিউন করার আগে!!

  • আমি জানি তথ্যবহুল একটা টিউন করার জন্য একজন টিউনারকে কত পরিশ্রম করতে হয়। আমি সকল টিউনারকে শ্রদ্ধা করি।
  • কিন্তু মাঝে মাঝে কিছু টিউনার টেকনোলজির সাথে যায় না এমন অমুলক কিংবা একজনের টিউনারের করা পোস্ট কপি করে নিজে টিউন করার চেষ্টা করে।
  • এটা কি একজন টিউনারের করা উচিত? (যিনি শেখাবেন তিনিই যদি এসব করেন, তাহলে পাঠকদের দিবেন কি?)
  • নিজে যদি নতুন কিছু নাই জানেন তাহলে ৬ মাস বিভিন্ন টেকনোলজি সাইটে পড়াশোনা করুন ; আপনি মৌলিক কনটেন্ট নিয়ে টেকটিউনসে আসুন।
  • সেক্ষেত্রে আপনার লেখার মান খুব ভালো না হতে পারে, তারপরও আমি বলছি টেকটিউনস আপনাকে নতুন নতুন লেখার জন্য উৎসাহ দিবে।

আপনার লেখা শুরু করার আগে যে কাজগুলো করা উচিতঃ

  • বিভিন্ন টেকনোলজি সাইট থেকে শেখার চেষ্টা করুন।

  • টেকটিউনসকে নিয়ে মিনিমাম ৬ মাস গবেষণা করুন।
  • আপনি যে বিষয়ে লিখতে চান-আসলে সে টপিকস নিয়ে আগে কেউ লিখছে কিন-ভালভাবে দেখে নিন।

কীভাবে দেখবেন?

টেকটিউনসে দেখবেন “টিউন বিভাগ” নামে একটু নিচে একটা বিভাগ আছে। এখানে এ যাবৎ সকল টিউনের বিভাগ দেওয়া।

আপনি যে বিষয়ে লিখতে চান, সেই বিভাগে ক্লিক করে একটু দেখে নিন, যে আসলেই- আমার টপিকস নিয়ে আগে কেউ লিখছে কিনা? লিখলে আপনার অন্য টপিকস ভাবা উচিত।

আপনারা সবাই কি বলেন?

তাছাড়া টিউন করার আগে টেকটিউনসের নীতিমালা অবশ্যই দেখবেন। সাথে সাথে টেকটিউনসের সজিপ্র না দেখে একজনের টিউন শুরু করা উচিত না।

প্রিয় টেকটিউনসের প্রতিঃ

প্রিয় টেকটিউনস আপনারা আরও দৃষ্টি দিন আপডেট সকল পোস্টগুলার প্রতি। স্প্যাম,স্ক্যাম টিউন ছাড়াও টেকনোলজির সাথে একদন যায়না, এমন টিউন রিমুভ করুন।

তাহলে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ টেকনোলজি ব্লগ/নিউজ ফিরে পাবে তার সেই যৌবন

আমরা টেকটিউনসকে ভালবাসি।

ধন্যবাদ সবাইকে।

ভালো লাগলে বা অন্য পরামর্শ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরদার ভাই জটিল লিখছেন।

    Level 2

    @রাহাতুল ইসলাম: ধন্যবাদ ভাই।

বাংলাদেশী টেকনোলজী জগতে টেকটিউনের ভুমিকা কেউ অস্বীকার করতে পারবেনা, কথা হইল আমি অথর থেইকা কন্ট্রিবিউটর হইলাম কবে আমি নিজে ও জানি না, ফলাফল কমেন্ট করলে মডারেশন এর জন্য পাবলিশ হয় না টিউন করলে ফটো আপলোড দেয়া যায় না 🙁

    Level 2

    @সৌরভ: ভাই আমাদের তো হয়। আপনার কেন হয় না? টেকটিউনসে জানাতে পারেন। ধন্যবাদ।

@it.sardar: আপনি একদম আমার মনে কথা বলছেন। যেখানে দেখা যায় অনেক টিউনার অনেক ঘাটা-ঘাটি, পরিশ্রম করে একটা টিউন করল আর সেই টিউনটা সেই অর্থে মূল্য পেল না। অন্য দিকে অনেক টিউনার কিছু না জেনে কপি পেষ্ট করে বা আমূলক বিষয় নিয়ে টিউন করে বেশ সারা পায়। টেক টিউনের উচিত সেই সকল টিউনারদের টিউন মুছে ফেলা।
আর কষ্ট করে লিখার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 2

    @মোঃ মমিনুল ইসলাম খান: আসলে ভাই। ধন্যবাদ।

লাস্ট ফটোতে গান হাতে “টেকনোলজির সাথে একদন যায়না, এমন টিউন রিমুভ করুন” সমেত হুমকি নাকি… হা হা হা 😀

    Level 2

    @Onno Manush Foysal: ভাই, টেকটিউনসের শক্তি বুঝাতে চেয়েছি। ধন্যবাদ।

khubi valo likhechen. Dorkari.

    Level 2

    @মুহাম্মাদ ইউসুফ: ধন্যবাদ ভাই।

Level 0

khub ualo laglo . Ami ak besoya likte chai . Pathology report kevabe kora hoy ? A somporke kono tune ba bivag nai. Please reply …

    Level 2

    @sopnopagol: টেকটিউনসকে জানাতে পারেন। ধন্যবাদ।

Level 0

vai আপনি এত টিউন এর আইডিয়া পান কই থেকে ২৬ দিনে ২৭তা টিউন u r the best

    Level 2

    @skynet: একটা জিনিসকে ভালবাসেন দেখবেন আপনিও পাবেন, ধন্যবাদ।

      Level 0

      @it.sardar: ঠিক বলছেন ভাই .ধন্যবাদ

আপনার নামের সাথে কাজেরও মিল আছে। ধন্যবাদ আপনাকে।

    Level 2

    @ব্লগার ভাই: ধন্যবাদ ভাই। 😀

ভাল বলছেন ভাই

    Level 2

    @sarwar sajeeb: ধন্যবাদ।