সবাইকে সালাম ও শুভেচ্ছা । প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর্জেনটিনার ভক্তদের কাছে । আজকের এই টিউনটি আমি করতে চাইনি । প্রথমে গতকালের যুগান্তর পত্রিকায় ঘটনাটি পরার পর বশ্বিাস হয়নি, তারপর গুগলে সার্চ দিলাম এবং পেয়েও গেলাম । তারপর এটি আপনাদের মাঝে শেয়ার করলাম । হয়ত ইতমধ্যে আপনারা অনেকে জেনেও গেছেন ।
বিশ্বকাপের ম্যাচ সম্পর্কে নির্ভুল পুর্বানুমানের জন্য রাতারাতি বিখ্যাত হয়েগেছে জার্মানির একটি "অক্টোপাস" । মঙ্গলবার আর্জেনটাইন ভক্তদের শংকায় ফেলে দিয়েছে "পল" নামের এই জ্যোতাষী অক্টোপাস । পলের ভবিষ্যদ্বাণী ঠিক হলে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হবে ম্যারাডোনার দলকে ।
পলের ভবিষ্যদ্বাণীর পদ্দতিটা বেশ মজার ।বিশালাকৃতির একটি আ্যাকুরিয়ামের তলদেশে লোভনীয় খাবারসহ দু'টি প্রাস্টিকের পাত্র রাখা হয় । পাত্র দুিটতে থাকে প্রতিদ্বন্দ্বী দুই দেশের পতাকা । পলকে পানিতে ছেরে দেয়ার পর যে পাত্রটির উপর সে বসে, সাধারনত সেই দল জয়ী হয় ।এপর্যন্ত পলের সব কয়টি ভবিষ্যদ্বাণীই সফল হয়েছে ।মেসিরা কি পারবেন অক্টোপাসকে ভুয়া প্রমান করতে ।
অক্টপাসের গননার ভিডিও ফুটেজটি আপনাদের মাঝেশেয়ার করছি । নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখুন (সত্যিই অবিশ্বাস্য)
|
(Allah is Almighty)
----------------------------------------------বাপ্পী পটুয়াখালী-------------------------------------------------
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
হাহাহাহাহহাহাহা. ভালই মজার জিনিস.. আর “আর্জেনটিনা তো এমনিতে হারবো। এটা অক্টোপাস বললে ই কি -আর না বললেই কি।