“আর্জেনটিনা ও জার্মানের খেলায় জার্মান জিতবে” কথাটি আমার নয়, জ্যোতাষী অক্টোপাসের (বিতর্কিত টিউন)

সবাইকে সালাম ও শুভেচ্ছা । প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর্জেনটিনার ভক্তদের কাছে । আজকের এই টিউনটি আমি করতে চাইনি । প্রথমে গতকালের যুগান্তর পত্রিকায় ঘটনাটি পরার পর বশ্বিাস হয়নি, তারপর গুগলে সার্চ দিলাম এবং পেয়েও গেলাম । তারপর এটি আপনাদের মাঝে শেয়ার করলাম । হয়ত ইতমধ্যে আপনারা অনেকে জেনেও গেছেন ।

634130716050096526

বিশ্বকাপের ম্যাচ সম্পর্কে নির্ভুল পুর্বানুমানের জন্য রাতারাতি বিখ্যাত হয়েগেছে জার্মানির একটি "অক্টোপাস" । মঙ্গলবার আর্জেনটাইন ভক্তদের শংকায় ফেলে দিয়েছে "পল" নামের এই জ্যোতাষী অক্টোপাস । পলের ভবিষ্যদ্বাণী ঠিক হলে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হবে ম্যারাডোনার দলকে ।
পলের ভবিষ্যদ্বাণীর পদ্দতিটা বেশ মজার ।বিশালাকৃতির একটি আ্যাকুরিয়ামের তলদেশে লোভনীয় খাবারসহ দু'টি প্রাস্টিকের পাত্র রাখা হয় । পাত্র দুিটতে থাকে প্রতিদ্বন্দ্বী দুই দেশের পতাকা । পলকে পানিতে ছেরে দেয়ার পর যে পাত্রটির উপর সে বসে, সাধারনত সেই দল জয়ী হয় ।এপর্যন্ত পলের সব কয়টি ভবিষ্যদ্বাণীই সফল হয়েছে ।মেসিরা কি পারবেন অক্টোপাসকে ভুয়া প্রমান করতে ।

অক্টপাসের গননার ভিডিও ফুটেজটি আপনাদের মাঝেশেয়ার করছি । নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখুন (সত্যিই অবিশ্বাস্য)

http://www.ziddu.com/download/10518514/OctopusoraclePaulpredictsGermany_svictoryBappy.mp4.html

(Allah is Almighty)

----------------------------------------------বাপ্পী পটুয়াখালী-------------------------------------------------

Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাহাহাহাহহাহাহা. ভালই মজার জিনিস.. আর “আর্জেনটিনা তো এমনিতে হারবো। এটা অক্টোপাস বললে ই কি -আর না বললেই কি।

    দেখা যাবে জার্মানি ০ – আর্জেন্টিনা ১০

    অসম্ভব কি! হইতেও পারে ! কি বলেন ? 🙂

    Level 0

    এখন যে সব উল্ট হলোরে ভাই। জার্মানি ৪ – আর্জেন্টিনা ০

বাপ্পী পটুয়াখালী >>>

আর্জেনটিনা ও জার্মানের খেলায় জার্মান জিতবে

না না ২০০৬-এর Repeat আর হবে না…

~ !

    আমরা তো আর জার্মানির মত খারাপ না । আবার কাকার মত লাল কার্ডও পাই না । এমনি মেসি হলুদ কার্ডই পাই নাই ।

    হ্যা। 🙂

    হুমম… রিপিট তাইলে হয়নাই? =))

    @Disitalman. bd , ঠিক বলেছেন। কাকার মত লাল কার্ড খান না কিন্তু এক হালি গোল খান। 🙂

আপনাদের মজার মজার ক্রিয়া-প্রতিক্রিয়া ব্যাক্ত করুন

Level 0

দেখা যাক কি? হয়।

    আগামীকালের অপেক্ষায় থাকলাম। 🙂

এসব বিশ্বাস করা জঘন্য পাপ…
প্রথম থেকেই এসব ঘৃণা করে আসছি!
দয়া করে কেউ এসবে বিশ্বাস করবেন না …তাহলে আমাদের ঈমানে আঘাত আসবে…

তাই…

    একদম ঠিক কথা

    মজার জিনিস মজা করেন। আর এতে তো কারও খারাপ কিছু হচ্ছেনা। তাহলে সব জায়গায় ঈমান টেনে আনার দরকার কি?

খেলা হবে মাঠে……….যারা ভাল খেলবে,জিতবে তারাই……………………এসব অক্টোপাস-টোক্টোপাসের ভবিষ্যৎবাণীর কোনো মূল্য নেই…….

    তা ঠিক বলছেন। তবে একটু তর্ক-বিতর্ক হলে ভালই হয়। তাই না …………… 🙂

সময় আর কিবা বাকি আছে দেখে নেই কি হয়।
এসবে বিস্বাস করা মোটেই ঠিক না।
ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে। মিলে না গেলে চুপ আর গেলে তারা বলবে তাদের পূর্বভাষ সঠিক হয়েছে।

    Level 0

    আপনার কথাটি ১০০% সত্য।

    মিলে না গেলে চুপ আর গেলে তারা বলবে তাদের পূর্বভাষ সঠিক হয়েছে।

ঝড়ে বক মরে ফকিরের ক্যারামতি বাড়ে।

Level 0

এগুলো বিশ্বাস করা ঠিক না ।

মেসিরা কি পারবেন অক্টোপাসকে ভুয়া প্রমান করতে।

আবার জিগায়।।।।।।।।

আল্লাহ যা ভাল মনে করে তাই করবে। এইসব বিশ্বাস করা উচিত না। আল্লাহ এর কাছে দুয়া করা যায় যে আরজেন্টিনা যাতে জেতে এর বেশি কিছু না। আমি সব কিছু
আল্লাহর ভরসায় ছাড়লাম।

আর্জেনটিনা হেরে গেলেও বলব _ অক্টপাস ভুয়া………………………………….

    Level 0

    সহমত। আর বাপ্পি ভাই আপনার ব্রজিলের কিন্তু খবর আছে।

    BULBUL ভায়ের সাথে একমত । BRAZIL 1 – 10 ARGENTINA .

এ যুগে এসব বিশ্বাস করার কোন মানে হয়! ভাগ্যক্রমে হয়ত ভবিষ্যত বানী মিলে গেছে। লিটু ভাই এর সাথে একমত হয়ে বলছি “এইসব বিশ্বাস করা উচিত না। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে।”

Level 0

এখানে আমর একটা জিনিস মনে হচ্হে জে জার্মানির এর পতাকা টা সব সময় ডান দিকে রাখা হয় আর পল ডান দিকের টা তেই বসবে
সারবিয়া ম্যাচের আগে জার্মানির পতাকা তা ভুল করে বাম দিকে রাখা হয়েছিল এটা আমার আনুমান প্রতেকটা বিষ্যদ্বাণীর এর ভিডিও টা দেখলে বোঝা জাবে

এটা সেকেলে ভাব মনে হইতেছে। তবে এটা ঠিক দেখা হবে বিজয়ে। আর্জেনটিনা জিতবেই। অক্টপাস ভূয়া জিনিস প্রমানিত হবেই।

    আর্জেনটিনার জয় বা পরাজয়ের উপর কিছু প্রমান হয় না।কারন,ভুয়া জিনিসের(অক্টপাস) প্রমান লাগে না।

আমরা যতই শিক্ষিত হই কিংবা বিজ্ঞানের দিকে ধাপিত হই, আর বিজ্ঞান নিয়ে যতই পড়ালেখা করি আর বড় বড় ডিগ্রী যতই অর্জন করি কুসংস্কার আমরা ত্যাগ করতে পারিনি। তা নাহলে অক্টোপাস আগে থেকে বলে দিবে কে জিতবে আর কে হারবে আর এটা টেকটিউন এর একজন সদস্য সেটা টিউন করবে? অক্টোপাসের ভবিষ্যদ্বাণীই যদি প্রতিবার ঠিক হয় তবে মাঠে কষ্ট করার দরকার কি? জার্মান ফিফাকে বলুক আমরা জিতে গেছি খেলার আর দরকার নেই। আর ফাইনাল খেলা টাও করার দরকার কি? অক্টোপাস বলে দিক কে ফাইনালে জয়ী হব?
সত্যিয় অবাক হই,আমরা নাকি বিজ্ঞানের যুগে বাস করছি……. আমরা এসব বিস্বাসও করে চলেছি………………….

Level 0

এসব হল ভন্ডামি

I again say-Allah is Almighty.I cn’t belive this.That is just fun

ধন্যবাদ বাপ্পী পটুয়াখালী.I again say-Allah is Almighty.I cn’t belive this এটা বলার জন্য…………

ভাই জার্মানির জিতার সম্ভাবনা বেশী ।

জ্যোতাষী অক্টোপাস যদি এতোই জ্যোতাষী হয়ে থাকে দৃই দলের মধ্যে কেন বলে জার্মানি জিতবে না আরজেন্টিনা জিতবে। কিন্তু ৩২ দলের মধ্যে থেকে বলতে পারল না কে জিতেব ————- হা হা হা হা হা

আরে একটা দল এরকম সিচুয়েশন ক্রিয়েট করে রাতারাতি ফ্যামাস হতে চায়।
তাদের অবস্থা এরকম।
আর্জেন্টিনাই জিতবে, ব্রাজিলতো আউট।
ভুয়া পল ভুয়া।

Level 0

ব্রাজিল হারি গিয়া .হা ..হা..হা… কি আবস্থা বাপ্পী ভাই বলছিলাম না ব্রাজিলের খবর আছে। এবার দেখলেন তো আমি কেমন জ্যোতিষী।

এবার আর্জেন্টিনার বিদায়ের পালা………

    সহমত, আর্জেন্টিনা কাল লে-ছক্কা মারবে ।

    Level 0

    আর্জেন্টিনা বিদায় তো হবেই সারা বছর আফ্রিকা থাকবে নাকি। কালকের খেলায় জিতে সেমিতে যাবে তারপর.. হে.. হে ..ফাইনালে মেসি ২টা গোল করে ৩/১ গোলে জিতে বিশ্বকাপটা নিয়ে সোজা বাড়ি চলে যাবে। এভাবেই আর্জেন্টিনার বিদায় হবে। এটা তো আপনার মত সবাই জানে।

    আরে M H BULBUL ভাই। হাচা কতা কইচেন 🙂

    যেই আর্জেন্টিনা ব্রাজিলকে যমের মত ভয় পাইত সে কেমনে কাপ নেয়ার স্বপ্ন দেখে ? হায় হায় কয় কি ?

argentina harok jitok seta vor kotha na bor kotha holo ashob bishas koro ekjon muslim hisebe thik na………………..hoito keu oti utsahahi brazil ba jermany somorthok ake sotto boltese ja mote o kammo na………..

দেখা যাক কি? হয়।

Level 0

Bra-Zil মামুরা তো চম্পট । প্রমান করলো যে তারা ভুয়া খেলোয়ার । কুকুয়া বনাম পাঙ্গাসিয়ার খেলা । 😆

আর আর্জেন্টিনার কাছে জার্মানি নাথিং ।

জার্মানি – ০ / আর্জেন্টিনার – 4

    জটিল বলছেন ভাই। হেহেহেহেহেহে 🙂 🙂 🙂

    সম্পন বিপরিত হয়ে গেল
    আর জার্মানির কাছে আর্জেন্টিনা নাথিং ।

    জার্মানি – ৪ / আর্জেন্টিনার – ০

    Level 0

    LOSER

    Level 0

    রাশেদ ভাই আপনারটাই সত্য হলো, জার্মানি – ৪ / আর্জেন্টিনার – ০

    Level 0

    sorry আমি বলতে চেয়েছিলাম তাকু ভায়ের টা সত্য হলোনা। জার্মানি – ০ / আর্জেন্টিনার – 4 । হয়েছে উল্টো।

    tapu vai,মজা লাগতাছে? আর্জেন্টিনা যে এক হালি খাইলো? আরও দুই তিন মিনিট বাড়তি পাইলে মনে হয় আরও এক হালি দিত।

vai aj messira milay germani k harabay

insaallah

jodi Argentina win hoy tahle oi octopus er ke hobe ta allai jane

অক্টোপাসের কথা শুনে নয় আমি আগেই জানতাম ভুয়া আর্জেন্টিনার কি দশা হবে ……………………….
হা হা কি মজা

যে অহংকারে টাইটানিক ডুবলো,সেই অহংকারে আজ আর্জেন্টিনা হারলো।ম্যারাডোনা ঘোষনা দিয়েছিলেন “ঈশ্বর নাকি আর্জেন্টিনাকে ফাইনালে চান” “আগামী ১১ জুলাই ফাইনালে বিশ্ববাসী আর্জেন্টিনাকে দেখতে পাবে” যে অহৎকার করবে তার পতন নিশ্চিত।

অক্টোপাস is right.

জার্মানি-৪
আর্জেন্টিনা-০

    এখনও বলছি,অক্টোপাস ভুয়া।কারণ,অক্টোপাসের যদি এতই ক্ষমতা থাকে তাহলে বলছেনা কেন কে কয়টি গোল দিবে,কয়টি হলুদ/লাল কার্ড পাবে।আন্তাজে অনেকেই বলে দিতে পারে কে জিতবে।তাই বলে কি তারা সবাই জোতিষী।

    ভাই ৪ মানে কি এক হালি? 🙂

    Level 0

    মেঘবন্ধু ভাই আপনি এত খুশি কেন? আপনার কোথাও ভুল হচ্ছে….. ৫ টা মানে এক হালি, তাহলে এক হালির জন্য আরো একটা দরকার !!!!!!!!!!!!!!!!!! 🙂 🙂 🙂 অক্টোপাসটা একটা মজার বিষয়, তাই মজা করা আরকি………….

    @Nurjahan, আসলে কয়টাতে যে এক হালি হয় সেটা ভুলে গিয়েছিলাম। আপনার কথায় আবার খেয়াল হল। ইসসসসসসসসস… আর একটার জন্য আর্জেন্টিনার ভাইয়েরা এক হালি খাইল না। 🙁

Amar agami kaler tune ti dekhben

Level 2

আরে ভাই এত যব্বর জিনিষ আসলেই তাই হলো

    Odesk এর কার্ড কি নতুন পাইছেন? সবাইরে দেখানের লাইগ্যা একেবারে প্রোফাইলেই দিয়া রাখছেন। ভাই নতুন কার্ডের ছবিটাও দিয়া দিয়েন। এই কার্ডতো ১৫ তারিখের পরে আর কাজ করবে না।