টেকটিউনস নিঃসন্দেহে বাংলাদেশের শেরা কমিউনিটি ব্লগ। এ ব্লগে লিখতে বা পড়তে যে সাচ্ছন্দ পাওয়া যায় তা অন্য কোন ব্লগে পাইনি। কিন্তু কিছু ছোট-খাট সমস্যার সমাধান হলে টেকটিউনসে বিচরন করতে আরও সুবিধা পাওয়া যেত। তাই টেকটিউনসের একজন সদস্য হিসাবে সবার পক্ষথেকে কিছু দাবি জানাই। আমি সাধারন কয়েকটি বিষয় যা ঠিক হলে ভাল হয় তা তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে বের করা।
১. মন্তব্য সংশোধন ব্যাবস্থা: টেকটিউনসে কোন টিউনে কেউ মন্তব্য করলে মন্তব্যকারী নিজে সেই কমেন্ট সংশোধন বা মুছে ফেলতে পারেন না। এক্ষেত্রে সেই মন্তব্য মুছেফেলার জন্য বা সংশোধনের জন্য মন্তব্যকারী আরেকটি মন্তব্যের মাদ্ধমে টিউনারকে অনুরোধ করতে হয়। যার ফলে জাঙ্ক কমেন্ট বৃদ্ধি পায় এবং কমেন্ট সেকশনের সৈন্দর্য নষ্ট হয়। তাছাড়া মন্তব্যকারীর জন্য এটা বিরক্তিকরও বটে।
২. আগের কমেন্ট দেখা: টেকটিউনসে ৯৬টি মন্তব্যের পর পেজব্রেক দেয়া আছে। এর বেশি কমেন্ট হলে নতুন কমেন্টগুলো দেখা যায় এবং পুরুনো কমেন্টগুলো দেখা যায় না। এক্ষেত্রে « Older Comments ক্লিক করলেও কাজ হয় না। এর সংশোধন প্রয়োজন।
৩. থ্রেটেড কমেন্ট: থ্রেটেড (নেস্টেড) কমেন্ট আরও এক লেভেল ডিপ করলে ভাল হয়।
৪. কমেন্টঁ ইমেইল অ্যালার্ট: কোন টিউনে কমেন্ট হলে টিউনার তার অ্যালার্ট ইমেইলের মাধ্যমে পান। কিন্ত কোন পাঠকের কমেন্টের কেউ রিপ্লে করলে তার কোন অ্যালার্ট নেই। আমি বলতে চাইছি পাঠকও তার কমেন্টের রিপ্লে ইমেইলের মাধ্যমে পাক। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এটা হলে অত্যন্ত ভাল হয় কারন অনেকেই মন্তব্যের মাধ্যমে প্রশ্ন করেন অথবা তার কমেন্টের রিপ্লের মাধ্যমে তাকে প্রশ্ন করা হয়। এক্ষেত্রে কমেন্টারকে বারবর কমেন্টের রিপ্লে দেখতে আসতে হয়। একটা টিউন বারবার ভিজিট করা কতটা বিরক্তিকর তা সবাই জানেন। তাছাড়া আমার মত অনেকেই কমেন্ট করে ভুলে যান এবং আর সেই টিউন ভিজিট করেন না। এক্ষেত্রে যদি রিপ্লেটা গুরুত্যপুর্ণ হয় তবুও তা কমেন্টারের কাছে পৈছায় না।
৫. সাম্প্রতিক মন্তব্যসমূহ: টেকটিউনসের প্রথম পাতায় "সাম্প্রতিক মন্তব্যসমূহ" নামের একটা গ্যাজেট আছে। যা হয়ত কারও কাজে লাগে না কিন্তু এটি অহেতুক অনেক যায়গা দখল করে আছে। এটি মুছে ফেললে প্রথম পাতা আরেকটু পরিচ্ছন্ন হত। (সংযোজনঃ অনেকেই এ ব্যাপারে মন্তব্য করেছেন যে এটা তাদের কাজে লাগে সুতরাং এটা এটা না মুছাই ভাল হবে। তবে এটা ছোট করা উচিত। এখানে ৩০টি সাম্প্রতিক মন্তব্য দেখানো হয় একে কমিয়ে ১২-১৫ টি তে নিয়ে আসা যায়।)
৬. নতুন বিভাগ: ওয়ার্ডপ্রেস বা ব্লগীং সম্পর্কে অনেক টিউন হয় কিন্তু এর জন্য আলাদা কোন বিভাগ নেই। তাই ব্লগীং নামে আলাদা বিভাগ যোগ করা হোক।
৭. কমেন্টে লিঙ্ক: কারও ওয়েবসাইট বা ব্লগ সম্পর্কে রিভিউ টিউন করতে দেয়া যেতে পারে তবে কমেন্টের মাধ্যমে সরাসরি প্রচারনা চালালে তা মডারেশনের আওতায় আনতে হবে। আমি টিউন সম্পর্কিত কোন লিঙ্কের বিরোধীতা করছি না। কিন্তু অনেকেই আছেন সরাসরি তাদের সাইটের লিঙ্ক দিয়ে দেন। যেমনঃ "Good technology blog, visit my blog at http://www.faltu.com"।
৮. টিউন ডিলিট করা: টিউন করার পর দেখা যায় সেই টিউন আর ডিলিট করা যায় না। অস্থায়ী পোষ্টের জন্য এবং ভুল বসত করা টিউনের জন্য এটা বড় সমস্যা।
৯. টেকটিউনস অথোরিটি সম্পর্কে পেজ এবং ছোট্ট প্রোফাইল: টেকটিউনসের কাছ থেকে আমরা এত উপকার পাই কিন্তু যারা এটা পরিচালনা করেন তাদের সম্পর্কে কিছুই জানি না। এর ফলে আমি টেকটিউনসের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা যানাতে গিয়ে মেইল করেছি মেহেদী আকরাম ভাইকে। যা আমাকে অনেক লজ্জায় ফেলে। তাই অন্তত একটি পেজে টেকটিউন্সের পরিচালনা কাজে নিয়োযিতদের সংক্ষিপ্ত প্রোফাইল নাহলে ফেসবুক প্রোফাইল চাই।
১০. ডাটাবেস সমস্যা দূর করা: টেকটিউনসে প্রবেশের সময় প্রায়ই দেখা যায় একটা মেসেজ আসে : Error establishing a database connection। এটা দূর করার চেষ্টা করুন।
১১. টিউন প্রীয়তে রাখা: অন্যান্য কমিউনিটি ব্লগের পোষ্ট প্রীয়তে রাখার মত টেকটিউনসে টিউন প্রীয়তে রাখার ব্যাবস্থা করতে হবে।
পরামর্শঃ টেকটিউন্স আমাদেরকে নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছে। বিনিময়ে আমরা তাকে কোনকিছুই দিচ্ছিনা। এই সাইট চালাতে নিশ্চয় পয়সা খরচ হয়। আর সেই পয়সা নিশ্চয় পরিচালকরা তাদের পকেট থেকে খরচ করেন। কিন্তু ফুটারে কিছু টেক্সট বিজ্ঞাপন থাকলে মনে হয়না কারও আপত্তি থাকবে। তাই পরিচালনা কমিটি টেকটিউনসের খরচ চালানোর জন্য এবং টেকটিউনসের বিভিন্ন কাজে নিয়োযিতদের সম্মানির ব্যবস্থা বিজ্ঞাপনের মাধ্যমে করতে পারেন। তাছাড়া বাড়তি টাকা আয় হলে বিভিন্ন প্রতিযোগীতা আয়োজন করে বিজয়ী টিউনারদের মদ্ধে পুরষ্কার বিতরন করা জেতে পারে।
আশা করি দাবীগুলোকে সামান্যতম হলেও গুরুত্ব দেয়া হবে। নতুন টিউনার হলেও দয়া করে আমার কথা রাখবেন। আর যেগুলো সম্ভব নয় সেগুলোর কারন অন্তত জানাবেন। সবাইকে মন্তব্যের মাধ্যমে দাবীগুলো সম্পর্কে মতামত তুলে ধরতে অনুরোধ করা হল। পাশাপাশি আপনাদের দাবীগুলোও মন্তব্যের মাধ্যমে তুলে ধরতে পারেন আমি তা টিউনে সংযোজন করে নিব।
সংযোজনঃ
রনি পারভেজ:
১। টিউনারদের প্রাইভেসীঃ যে কোন কমিউনিটি ব্লগের জন্য প্রাইভেসী একটা বড় ব্যাপার। দুঃখের সাথে বলতে হয় এই ব্যাপারটাতে টেকটিউনস এ্কেবারেই উদাসীন। কোন একজন কারও পোস্টে কমেন্ট করলে কমেন্টারের আইপি পর্যন্ত মেইল করে পোস্টদাতার কাছে পাঠানো হয়। আমার মনে হয় একারণে অনেক টিউনার টেকটিউনসে নিবন্ধন করার আগ্রহ পাচ্ছেনা। (এটা আমার টিউনে দিব ভাবছিলাম তবে টিউন লিখার সময় ভুলে গেছি। তাই এ ব্যাপারে আমি ১০০% একমত।)
২। টিউনারদের পেজে আসা সাম্প্রতিক মন্তব্য এবং সম্প্রতি মন্তব্য করেছি নামে ২ টা পৃথক উইজিট থাকুক।
৩। ফ্রন্ট পেজে লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের সুবিধাঃ আরেকটি পেজে ক্লিক করে লগ-ইন বা রেজিস্ট্রেশন করাটা আমার কাছে খুব বিরক্তির মনে হয়। সেক্ষেত্রে ফ্রন্টপেজেই একটি widget এ লগ-ইন, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড পরবর্তনের ব্যবস্থা থাকতে পারে।
৪। টেকটিউনস ল্যাব ট্যাবটা আমার কোন কাজের মনে হয়না। বরং সেখানে একনজরে সবগুলো পোস্ট বা গত মাসের সবগুলো পোস্ট বা এই টাইপের কিছু থাকলে ভিজিটরদের সুবিধা হবে। আর এই কাজটা করাও খুব কঠিন কিছু না। জাস্ট এক লাইনের একটা শর্টকোড দিয়েই করা যায়। দরকার শুধু কর্তৃপক্ষের ইচ্ছমত
আতাউর রহমান: ১ নং দাবির সাথে আমি আরেকটু দাবি করছি যে,কমেন্ট এডিট এবং ডিলেট করার ক্ষমটা টিউনারকে দেয়া হইছে এর মাঝে ডিলেট করার ক্ষমতা ঠিক আছে কিন্তু এডিট করার ক্ষমতা টিউনারকে দেয়া মনে হয় ঠিক হয় নাই কারন,কোন টিইউনারের যদি কোন কমেন্ট ভাল না লাগল তা হলে উনি যদি উনার পছন্দ মতন কমেন্ট এডিট করে দেয় তা হলে যিনি কমেন্ট করলেন উনি উনার নিজস্বতা হারাবেন এবং এডিট করা কমেন্টটা নেতিবাচক হলে কমেন্টর বিব্রতকর অবস্থায় পরবেন তাই আমি মনে করি এডিট করার ক্ষমতা থাকবে কমেন্টরের কাছে আর টিউনার ইচ্ছা করলে কমেন্ট ডিলেট করতে পারবেন।
৫ নং দাবিটা অতি প্রয়জনিয় কারন এত বর একটা সাইট পরিচালনা করতে অনেক খরচের দরকার পরে তাই সাম্প্রতিক মন্তব্যসমূহ কমিয়ে কিছু বিজ্ঞাপন দিয়ে আয় করলে ভালই হয়।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার সাথে আমি একমত পোষণ করছি ।