অনেকদিন হল লেখালেখি করি না। আজ হঠাৎ একটা নিউজ শুনে একটু বিস্মিত হলাম। সবার সাথে শেয়ার না করে পারলাম না।
বাংলাদেশে প্রথমবারের মতো বাতাসচালিত দ্রুতগতির সাইকে
ল উদ্ভাবন হয়েছে। তেল বা পেট্রোল ছাড়াই শুধু সিলিন্ডারে একবার বাতাস ভরে সাইকেলটি ৪০ কিলোমিটার যাবে। এর ঘণ্টায় গতিবেগ ৮০ কিলোমিটার।
নামে বাতাসচালিত সাইকেল হলেও এটি দেখতে অবিকল মোটরসাইকেলের মতো। শুধু বাতাসের সাহায্যে চলা পরিবেশবান্ধব এ যানের অন্যান্য ক্রিয়াকলাপও মোটরসাইকেলের মতো।
বুধবার বিকেলে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে বাতাসচালিত এ সাইকেল চালান এর উদ্ভাবক হাফেজ মো. নুরুজ্জামান।
হাফেজ মো. নুরুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী ও রোকেয়া বেগমের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে নুরুজ্জামান সবার ছোট। তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
উদ্ভাবক নুরুজ্জামান বাংলানিউজকে জানান কাঠ, লোহা ও অ্যালুমিনিয়াম দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিসম্পন্ন বাতাসচালিত এ সাইকেলটি তৈরি করা হয়েছে।
তিনি জানান, সাইকেলটি চালাতে জ্বালানি তেলের প্রয়োজন পড়বে না। হাইড্রোলিক মেকানিজম সংযুক্ত গিয়ার বক্স প্রযুক্তির মাধ্যমে একটি সিলিন্ডারে বাতাস সঞ্চিত হবে। পরে ওই বাতাসের চাপে সাইকেলটি চলবে।
নুরুজ্জামান আরো জানান, ২০১১ সালের মার্চ মাস থেকে তিনি এ সাইকেল তৈরির কাজ শুরু করেন। এটি তৈরিতে তার খরচ পড়েছে সাড়ে ৪ লাখ টাকা। তবে বাণিজ্যিকভাবে তৈরির মাধ্যমে বাজারজাত শুরু হলে খরচ কমে দাঁড়াবে ১ লাখ টাকায়।
ব্যতিক্রম এ সাইকেলের উদ্ভাবক নুরুজ্জামান তার পরিবেশবান্ধব এ সাইকেলের বাণিজ্যিকভাবে বাজারজাত করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
এখান থেকে পাওয়া।
ধন্যবাদ
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jotil to Vai………..moja pailam Thanks for share