আপনার বাড়িতে আপনার মা/বউ ইন্ডাক্শন চুলাতে রান্না করে তাই না ? কিন্তু দেখুন..
এদের বাড়িতে কোন চুলাই নাই, তিনদিকে তিনটা ইটের টুকরা দিয়ে কাজ চালিয়ে নেয়।
ইন্ডাক্শন চুলা ইলেকট্রিসিটিতে চলে, সিমেন্টের বা মাটির চুলা চলে কাটের লাকড়ি দিয়ে,
কিন্তু চেয়ে দেখুন, এদের ত্রি-খন্ড ইটের চুলাটা চিপসের, বিস্কুটের খালি প্যাকেট,
ছেড়া কাগজ, পলিথিন আর পানির বোতল, বিভিন্ন ড্রিঙ্কসের প্লাস্টিকের খালি বোতল দিয়ে চলে..
আপনাদের বাড়িতে রাইস কুকারে ভাত,অত্যাধুনিক ফ্রাই প্যানে তরকারি নতুবা এ্যালুমিনিয়ামের পাতিলে রান্না হয়।
কিন্তু দেখুন...এদের রান্নার পাতিল আমার বা আপনার দই খেয়ে ফেলে দেওয়া হাঁড়িটা।
আপনাদের বাড়িতে টাইলস্ লাগানো কি কমপ্লিট ?
চেয়ে দেখুন....এদের বাড়ির দেওয়ালও পলিথিনের, ছাদও পলিথিনের, মেঝে মাটির টাইলস্ নেই... খড় বিছানো !!
এটাই হলো সেই ঝুপড়ি ঘর। এই ঝুপড়িবাসীদের প্রায়ই রেলস্টেশনের আশেপাশে দেখা যায়।
আপনার বাড়িতে দামী ইন্ডাক্শন চুলাই দামী পাতিলে কি রান্না হয়, আমরা জানতে চাই না....
কিন্তু ঐ ঝুপড়ি ঘরের মাটির হাঁড়িতে কি রান্না হয়, সেটা দেখবার মন চায় খুব বেশীই মন চাই.......
বন্ধুরা আপনার যদি এই টিউনি একটুও যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন প্লিজ।
আমি ফেসবুক এ https://www.facebook.com/maruf.cse.5
মেডিকেল হেলথ নিয়ে আমরা কয়েক বন্ধুরা একটি পেজ খুলেছি।
এখানে আপনার ডাক্তারি যেকোন প্রশ্ন করতে পারেন।
জানা থাকলে আমরা উত্তর দিতে চেস্টা করব
0k আল্লাহ হফেজ।
আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No I am not along i know one day You will be Back....