হয়ে গেল বাংলাএকাডেমির বইমেলাতে মোজিলিয়ানদের আড্ডা ।

মোজিলিয়ানদের নিয়ে বাংলা একাডেমির বইমেলাতে হয়ে গেল চমৎকার একটি আড্ডা।

1911257_10152308487559319_59369574_o

প্রথমেই বলি, আমরা যে ব্রাউজার ব্যাবহার করি মোজিলা ফায়ারফক্স। এটা মোজিলা ফাউন্ডেশন এর একটি প্রজেক্ট । মোজিলা হল একটি অলাভজনক ওপেন সোর্স এ বিশ্বাসী আন্তজার্তিক ফাউন্ডেশন। যারা কোন কোম্পানির জন্য নয় বা কোন শেয়ার হোল্ডারের জন্য নয় ,কোন সরকারের জন্য নয় , রিভিনিও সংগ্রহের জন্য নয় যারা কাজ করে আমাদের জন্য সাধারণ এর জন্য । মোজিলার মূল লক্ষ্য হল ওয়েব কে মুক্ত রাখা । আপনার ইন্টারনেট সার্ফ কে অবাধ রাখা আপনাকে সুরক্ষা প্রদান করা। মোজিলার বিভিন্ন প্রজেক্ট এর ব্যাবহারকারী এবং এর জন্য কাজ করে যাওয়া অবদান কারীদের বলা হয় মোজিলিয়ান।
আমি গর্বিত আমি একজন মোজিলিয়ান। আমি মোজিলায় অবদান রেখে যাচ্ছি প্রায় ২ বছর যাবত । এবার আমাদে আড্ডার ব্যাপারে কিছু বলি বেশকিছুদিন ধরে আমরা মোজিলিয়ানরা একত্রে আড্ডা দিতে চাচ্ছিলাম কিন্তু সেটা হয়ে উঠছিল না । আমাদের একজন্য অন্যতম মজিলিয়ান নূরনবী হাছীব ভাই বইমেলায় আড্ডার জন্য প্রসংঙ্গ তুলেন এবং আমরা সেটার একটা দিন ঠিক করি । আর সেটা ছিল গতকাল মানে ১৯/০২/২০১৪ইং । আমি আর আমার এক কাম্পাস এর বন্ধু সহ হাজির হই বইমেলায় মূল গেটের সামনে ততক্ষণে মোটামোটি কিছু মোজিলিয়ান চলে এসেছেন এর মাঝে আমাদের আন্যতম বড় ভাই বেলায়েত ভাই ও ছিল। বেলায়েত ভাই মোজিলার ফায়ার ফক্স ওএস নিয়ে ততক্ষণে নতুন মোজিয়ান দেন সাথে আলাপ শুরু করে দিয়েছেন।কিছু সময় পরেরই আমাদের মোজিলা বাংলাদেশ এর ক্যান্ট্রি লিড মাহে আলম খান (ম্যাক) ভাই এসে উপস্থিত হোন । কিছু সময় পরে মোজিলা ও মোজিলা বাংলাদেশের কিছু লেখনির লির্ফলেট নিয়ে আসেন নূরনবী হাছীব ভাই । আমরা সকলে সেটা অনেক উৎসুক হয়ে পড়লাম ও সকলে কিছু কিছু লির্ফলেট নিয়ে নিলাম (এটাই আমার জীবনের প্রথম লির্ফলেট বিতরণের অভিঙতা..অনেক ভাল লেগেছে ।) আমরা সবাই মেলায় প্রবেশ করলাম। আমরা কিছু ক্ষণ ঘোরাফেরা করার পর। এটিএন এর সাংবাদিক এসে হাজির হল তিনি মোজিলা বাংলাদেশের একটি সংক্ষিপ্ত ইন্টারভিও দেয়ার জন্য বলেন । মোজিলা বাংলাদেশর পক্ষ থেকে রিফাজ নাইহান ও বেলায়েত ভাই আমাদের মোজিলা বাংলাদেশ এর কার্যক্রম এর ব্যাপারে বলে।  তারপর আমরা সকলে মিলে ফটোসেশন করি। ফটোসেশন এর মূল ক্রেডিট ম্যাক ভাই এর । কিছু সময় পর আমরা বাহিরে বইমেলার গেটে সারি হয়ে কেউ কেউ ছড়িয়ে ছিটিয়ে গেলাম । লির্ফলেট বিতরণ শুরু করলাম ..অনেকে সেটা দেখেন নিতে চাইল একজন তো বলেই ফেল্লো ও মোজিলা ফায়ারফক্স এটা তো চমৎকার একটা ব্রাউজার। নানান মানুষকে লির্ফলেট বিতরণের পর আমরা সকলে আবার একত্র হলাম। ম্যাক ভাই বলে উঠেন কিছু খাওয়া দরকার।(কি মোজা) আমরা সকলে সেখানকার একটি ছোট হোটেলে গেলাম গরম গরম পুরি,পাকরা,বোড়া ইত্যাদি খাইলাম । বাহির হয়ে রাস্তায়  গরম চা এর সঙ্গে আরেকটি ছোট আড্ডা শুরু হয় । আর সেখানে ম্যাক ভাই অনেক কিছু বলেন সত্যি বলতে কি ম্যাক ভাই এর কথা গুলো সবাই অনেক আগ্রহের সাথে শুনছিল । অনেক মজার কিছু সৃতি তিনি আমাদের সাথে সেয়ার করলেন । মোজিলার ২০১৪ প্লানিং নিয়ে শনিবার অথাৎ ২২/০২/২০১৪ইং কে আমাদের দিন ভর প্লানিং এর কথা বল্লেন । আর কি এইতো একটা চমৎকার বিকেল কাটানো হয়ে গেল মোজিলিয়ানদের সাথে। তবে কয়েকজন ব্যাস্ত থাকার কারণে আসতে পারেন নাই তাদের মিস করেছি।   আপনি যদি আমাদের সাথে যোগ দিতে চান চলে আসুন মোজিলিয়ান রাজ্যে মোজিলার সাথে। আরও দেখুন এই লিংকে..

Mozilla Bangladesh
Mozilla Bangladesh Official facebook Group 
Mozilla Bangladesh Official facebook Page

আমাদের  আরও কিছু ছবি...
এটিএন এ আমাদের সাক্ষাতকার ...

1939750_10152308488389319_1676332315_o
আমরা কয়েকজন একসাথে ..

1890575_10152308490474319_853975547_o

খাওয়া দাওয়া..1795235_10152308493899319_1902966868_o

Level 0

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo

Level New

আপনাকে এবং মোজিলা ফাউন্ডেশন এর সকলকে অশেষ ধন্যবাদ ।
তবে আমার একটি প্রশ্ন আছে এই মোজিলা ফাউন্ডেশন চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ আসে কোথা থেকে ?

Level 0

আপনাকেউ অনেক ধন্যবাদ
বেশির ভাগ অর্থ আসে গুগল থেকে
আর আপনি এটার বিস্তারিত পাবেন এখান থেকে।
https://static.mozilla.com/moco/en-US/pdf/Mozilla_Audited_Financials_2012.pdf

হুমম!! আমি এক মজিলা পাগল। কারণ এর দুর্দান্ত কিছু অ্যাডন্স এর জন্য। আমিও মোজিলিয়ান হতে চাই। ঠিক কি করা লাগবে জানালে ভাল হত। গুগল ম্যাপ সহ বেশ কিছু অর্গনাইজেশনের সাথে যুক্ত আছি।আরো জানান এরা কোন কার্ড বা কোন ব্যাজ দ্বারা স্বীকৃতি জানায় কিনা। মানে আমি একজন মোজিলিয়ান এরকম কোন প্রমাণ পত্র দেয় কিনা।