সাবধান এটা ভাইরাস! (বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা) – সবাই দেখুন !!!!!!!!!!!!!

বেশি কথা বলার সময় একদম নেই। এই সময়েয়র মধ্যে অনেকের ১২ টা বেজে গেছে হয়তবা। ভাইরাস ডাউনলোড করে হয়তবা অনেকের ইমেইল হ্যাক হয়ে থাকতে পারে। আমাকে অনেক দ্রুত লিখতে হচ্ছে। ভুল হলে ক্ষমা করে দেবেন।

প্রথম পাতায় সবাই নিশ্চয়ই এটা দেখতে পারছেন -

(অভাবনীয় !!!) বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা… বাংলাতেই! (Bangla Speech to Text)

এটা একটা বাজে ভাইরাস। আমি কমেন্ট করেছি। বাট কমেন্ট মডারেট না করাতে শো হচ্ছে না। এডমিনরা কি করছে বসে বসে? এটা দেখার কি কেউ নাই? দয়া করে এটা রিমুভ করুন। ঠিক একই পোস্ট টিউনারপেজেও আছে।

যিনি পোস্ট করেছেন তার বিস্তারিত নিচে আছে!

Windows Defender Report:

Name: Hack Tool:Win32/IEPassRecover

Category: Tool

Description: This program has potentially unwanted behaviour.

Risk Level: Medium (বাট আমি মনে করি এটা হাই রিস্কি!)

এটা আমার D Drive এ গেছে। আমার ইন্টারনেট এক্সপ্লোরারের সব হিস্ট্রি রিমুভ করে ফেলছে। আর অনেক চেষ্টা করেও রিমুভ করতে পারিনি। পরে আনলকার দিয়েও চেষ্টা করছি। রিস্টার্ট করার পর কাজ হইছে।

বাচার উপায়

রিস্ক নিতে না চাইলে এবং কোন ঝামেলা না থাকলে নতুন করে উইন্ডোজ দিয়ে ফেলুন। অথবা নিচের পদ্ধতি অনুসরণ করুন। (যারা ইন্সটল করে ফেলেছেন)

স্টার্ট আপ থেকে মাইক্রোসট নামে একটা আইটেম ডিজেবল করে দিতে হবে। এটাই ভাইরাস। নেট কানেকশন অফ করতে হবে। টাস্ক ম্যানেজার থেকে মাইক্রোসফট নামে ফাইলটির টাস্ক এন্ড করে ডিলেট করতে হবে। ডিলেট না হতে চাইলে আনলকার দিয়ে ডিলেট করে প্রয়োজনে রিবুট করতে হবে।
এবার আপনার নেট কানেকশন অন করে দেখুন কোন কারণ ছাড়াই নেট আনলোড বা ডাউনলোড হচ্ছে কিনা। আর আমি আপনাদের সাথে রাত ১২ টা পর্যন্ত আছি। আজ সব কাজ বাদ। খাওয়া দাওয়া করছি মনিটরের সামনে বসে।

Be sure about your email accounts security. Keep monitoring all the time.

আপডেট:

এই পোস্টের লেখক এখন সব কমেন্ট ডিলেট করে দিছে। এর সাথে কি টেকিটউনস এর মডারেটর জড়িত? এখনো এই পোস্ট কিভাবে আছে? এটা রিমুভ করা হচ্ছেনা কেন?

সবাই এই পোস্টে গিয়ে ধুমছে কমেন্ট করতে থাকুন। কয়জনকে সামলাবে?

অবশেষে রিমুভ করা হল!

অনেক দেরি করে হলেও রিমুভ করার জন্য ধন্যবাদ। কিন্তু এত দেরীর একটা ব্যাখ্যা অবশ্যই আমরা আশা করতে পারি। আর সবাইকে অনুরোধ করছি - আপনাদের ইমেইল আইডি, ফেসবুক ইত্যাদি ঠিক ঠাক আছে কিনা চেক করার জন্য। প্রত্যেকে নিজের ইমেইল বা ফেসবুকের সিকিউরিটি চেক করে দেখুন কোন অনাকাঙ্খিত সাইন ইন আছে কিনা। এবং ভবিষ্যতে যাতে এ ধরণের কাজ না ঘটে তার নিশ্চয়তা চাই।

এবং এখন পর্যন্ত ঐ পোস্টের লেখককে ব্যান্ড করা হয়নি। এই যে তার প্রোফাইল- https://www.techtunes.io/tuner/parvezbitt

আর ভুল হলে ক্ষমা চাই। তবে আমি শিউর এটা খারাপ ধরণের একটা ভাইরাস!

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বলার জন্য ধন্যবাদ

ভাই আমি ঐ টিউনটিতে এমন ই কমেন্ট করেছিলাম, যাই হোক আপনি ইন্টারনেট চালু করলেই ঐ সফটি অটোরান হয়ে যাবে এটি ডিলেট ও করা যাবে না, এবং রিমুভ ও করা যাবে না। তাই যথাসম্ভব উইন্ডোজ দেয়ার চেষ্টা করেন। না হলে আপনার কম্পিউটারের সকল তথ্য হ্যাকার দের কাছে চলে যাবে। যেমনঃ ইমেইল আইডি এবং পাসওয়ার্ড, সবাইকে আবারও বলছি যারা ইনস্টল করেছেন এর ফাইল লোকেশন (ডি ড্রাইভে) পাবেন।

    Level 0

    @আব্দুল কাদের:
    উপায় আছে। সময় কম থাকায় পোস্ট এ লিখতে পারিনি।
    প্রথমেই আনলকার নামিয়ে নিতে হবে যদি না থাকে। এবার নেট কানেকশন অফ করতে হবে। স্টার্ট আপ থেকে মাইক্রোসট নামে একটা আইটেম ডিজেবল করে দিতে হবে। এটাই ভাইরাস।
    টাস্ক ম্যানেজার থেকে মাইক্রোসফট নামে ফাইলটির টাস্ক এন্ড করে ডিলেট করতে হবে। ডিলেট না হতে চাইলে আনলকার দিয়ে ডিলেট করে প্রয়োজনে রিবুট করতে হবে।
    এবার আপনার নেট কানেকশন অন করে দেখুন কোন কারণ ছাড়াই নেট আনলোড বা ডাউনলোড হচ্ছে কিনা।

      @munnamark: আমি সফটওয়্যার টি ২ বার ইন্সটাল করার চেষ্টা করেছি কিন্তু ইন্সটল হয়নি । পরে আপনাদের কমেন্ট দেখে সফটওয়্যার টি ডিলেট করে দিয়েছি । এখন কি আমার কোন প্রব্লেম হবে দয়া করে জানাবেন ভাই

        Level 0

        @প্রতিবাদী মাস্টার:
        জানিনা আপনি কতটা অভিজ্ঞ ব্যবহারকারী। সম্ভব হলে Windows দিয়ে ফেলুন।
        আরেকটা কাজ করতে পারেন। ব্রাউজার থেকে সকল পাসওয়ার্ড রিমুভ করে ফেলুন।

        টাস্ক ম্যানেজারে গিয়ে দেখুন শুধু Microsoft নামে কিছু রানিং আছে কিনা। থাকলে কেটে দিন। আর দেখুন স্টার্ট আপ থেকে Microsoft নামে কিছু থাকলে সেটাও ডিজেবল করুন। তারপর রিস্টার্ট দিন।

আমি ডাউনলোড করতাম যদি না ওরা রেজিস্ট্রেশন করতে না বলতো।

@to ALL,
আমি জাস্ট ডাওনলোড করছি…ইন্সটল করিনি…কোন প্রব্লেম হবে???
প্লীঈয সাজেস্ট মী…

Level 0

@ একজন “স্বপ্নচারী

সমস্যা হবার কথা না। তারপরো স্ক্যান করে ভালমত ডিলেট করুন। আর সবাইকে সাবধান করুন।

আমি টেকটিউনস এর সাথে যোগাযোগ করেছি। কোন রিপ্লাই নেই। আর মি. পারভেজ আমার কোন কমেন্ট তো শো করেই না বরং যেগুলো ছিল সেগুলোও ডিলেট করে দিছে।

এখন কথা হচ্ছে এখনো এটা রিমুভ করা হচ্ছে না কেন? কে জড়িত এর সাথে? আমি আমার সমস্ত কাজকর্ম লেখালেখি বাদ দিয়ে এটা পেছনে পড়ে আছি।

আপনারা সবাই দয়া করে সবাইকে জানিয়ে দিন।

@munnamark
অনেক ধন্যবাদ ।
আমিও একবার এই টাইপের সফট ইন্সটল করে প্রব্লেম এ পড়ছিলাম।
আমার avast আছে…ওটা দিয়ে স্ক্যান করলে হবে???
মাঝে মাঝে মনে হয় মডুরাও একেকটা ভাইরাস…

Level 0

আমিও একবার ফিশিং সাইটের ফাদে পড়ে ৩৫০০ লাইক সহ আমার পেজ হারিয়েছি। 🙁

টেকটিউনসে কি মোডারেটর আছে?? নাকি সবাই ঘুমাইতেসে?? আজব কারবার!!!!!!!!

    Level 0

    @Alone boy:
    আরে ভাই একই অবস্থা টিউনারপেজে – http://www.tunerpage.com/archives/324672

    সব শালা খারাপ। ATM Engineer রাই যখন হ্যাকিং করে তখন কি আর আপনার কার্ড নিরাপদ থাকে? এখানেও তাই। কতগুলা ফালতু লোকের হাতে Technology চলে গেছে। এখন ওরা আমাদের পোস্ট দিয়ে টাকাও কামায় আবার হ্যাকিংও করে। তারপর ব্ল্যাকমেইল করে আরো টাকা কামাবে।

    আমি জানি আমাকে আর এই সাইটে থাকতে দেয়া হবেনা। যা বলা বলে নেই . . .

      @munnamark: আমি TT তে একটা পোস্ট করলাম একটু আগে…কিন্তু ওদের কোন রেসপন্স নাই …যতসব ফালতু

        Level 0

        @Alone boy:
        Site টা কি হ্যাক হয়ে গেল নাকি? 🙂
        Whatever জানিনা আজকের পর আর লিখতে পারব কিনা। এখন কতগুলো ফালতু রাইটারের দখলে চলে গেছে আমাদের টেকটিউনস!

@munnamark: ভাই সফটওয়্যার টি ইন্সটল করার চেস্টা করেছিলাম কিন্তু ইন্সটল হইনি । Advence System protector দিয়ে স্কেন করেছি ভাইরাস ধরা পরেছে তারপর ডিলেট করেছি এই সফটওয়্যার টি ২৫ ডলার দিয়ে কিনেছিলাম । ব্রাউজার থেকে সকল পাসওয়ার্ড রিমুভ করেছি । টাস্ক ম্যানেজারে থেকে Microsoft end করেছি । সব করলাম এখন আল্লাহ ভরসা

    Level 0

    @প্রতিবাদী মাস্টার:
    Well done!
    এখন ঐ পোস্টে গিয়ে কমেন্ট করতে থাকুন। ওর বাপ দাদার ১৪ গুস্টি উদ্ধার করতে থাকুন।
    বছর দুয়েক আগে একই ভাবে টিউনারপেজ থেকে মারামারি করে বিদায় নিয়েছিলাম। মনে হয় এবার এখান থেকেও যেতে হবে।

    সবার জন্য রইল Valentine’s Greetings – http://munnamark.blogspot.com/2014/02/are-you-in-love-be-sure-before.html

Level 0

বাধ্য হয়েই নতুন করে ও এস দিলাম। এদের বিরুদ্ধে টি টি র বাবস্থা নেয়া উচিত। ধন্যবাদ ভাই ।

খুব দুঃখজনক! 🙁

    Level 0

    @w3Nabil1699:
    আমার মনে হচ্ছে এটা একটা পূর্ব পরিকল্পিত কাজ। এটা নিয়ে একটা পোস্ট লিখে ফেললাম, এতগুলো কমেন্ট পেজভিউ এত কিছু, তারপরও কেন কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না?

    টিউনারপেজেও বার বার কমেন্ট করছি। বাট কমেন্ট শো করে না। Even অন্য কারো কমেন্ট ও নেই। তার মানে কমেন্ট করলেই রিমুভ করে দেয়া হচ্ছে।
    http://www.tunerpage.com/archives/324672

      @munnamark: ঘাপলা আছে রে ভাই! 🙁

        Level 0

        @w3Nabil1699:
        Victory! 🙂
        ওটা রিমুভ করা হয়েছে সম্ভবত। 🙂
        এখন বড় কোন হ্যাকার গ্রুপ আমাদের ইমেইল পাসওয়ার্ড না হাতালেই হয়। হয়তোবা ওরা যা চায় তা পেয়ে গেছে অলরেডি। সবাই সাবধান থাকবেন।

          @munnamark: 😀 😀 পোষ্ট রিমুভ করা হয়ে গেসে!

Yahoo! 😀 পোষ্ট রিমুভ করা হয়ে গেসে! 😀

Level 0

আমি দেখি আমার computer এ কিজানি হইলো ।
যারা এই কাজ করল তাদের ১৮ গুষ্ঠিরে আমি ঠেঙ্গাই ।
খারাপ কথা লেখলাম না।
মেজাসটা খারাপ হয়ে আসে।
কেও আমারে ধরেন

    Level 0

    @N-MAN:
    খুব সাবধান। প্রথমেই দেখে নিন আপনার ইমেইল বা অন্যান্য অনলাইন একাউন্ট গুলো ঠিক আছে কিনা।
    এবং সেই সাথে ভাইরাস রিমুভ করার জন্য কিছু টিপস দেয়া হয়েছে। সেভাবে কাজ করুন।

Level 0

ভাই আমি ডাউনলোড করেছি কিন্তু ইন্সটল করিনি।তথ্যটা দেওয়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমার মেজাস টা খুব খারাপ হয়ে আসে শালায় কামডা করল কি?
আমিতো পুরাই ভোদাই হয়াগেলাম।

Level 0

সব ঠিক আসে বাচাগেল

Level 0

টিটি মডুরা ঘুমায় না,জেগে এসব দেখে। গত কাল প্রবাসী ভাইয়ের টিউনে কমেন্ট করালাম।আমার ভাল লাগে datafilehost ফাইল delete করে তাই putlocker এ আপলোড এর পরামর্শ দিলাম। আজ দেখি কমেন্ট উধাও!!!

ভাই কি হইলো? সারাদিন পর পিসি টিটি তে বসে দেখলাম কি লেখছেন?

Level 0

ভাই স্টার্ট আপ এ মাইক্রোসফট উইন্ডোজ নামে ফাইল আছে। ওটাই কি ভাইরাস? জানালে খুব উপকার হয়।

    Level 0

    @junaidali:
    আপনি কি ইন্সটল করেছেন? ইন্সটল না করে থাকলে অনেক সেফ। আশা করি প্রবলেম হবে না। আর ওটা ছিল শুধু মাইক্রোসফট।

Level 0

ভাই, আমি ডাউনলোড করে ২ বার ইন্সটল করার চেষ্টা করেছি কিন্তু ইন্সটল হয়নি । টাস্ক ম্যানেজারে মাইক্রোসফট নামে ফাইল নাই।
তারপর ও নতুন করে Windows ইন্সটল করলাম। এখন নেট কানেকশন অন করে দেখলাম কোন কারণ ছাড়াই নেটে আপলোড বা ডাউনলোড হচ্ছে।এবার কি করি? Plz help.

    Level 0

    @mrbhuyan:
    ইন্সটল না হয়ে থাকলেই ভাল। টাস্ক ম্যানেজারে না থাকলেও আপনি স্টার্ট আপ এ গিয়ে একটু চেক করুন। স্টার্ট আপে কিভাবে যায় জানেন নিশ্বই?
    Windows 8 এ টাস্ক ম্যানেজার থেকে। আর এক্সপি বা ৭ এ – Run > Msconfig > Startup. এখানে শুধু Microsoft নামে কিছু থাকলে রিমুভ করুন।

      Level 0

      @munnamark: কি বলব ভাই দুঃখের কথা, ইদানিং যেসব পোষ্ট দেখি তার বেশিরভাগ ই স্পাম, নাইলে ভাইরাস। পোষ্টে বারবার কমেন্ট করার পরও যখন সাড়া পাইনা, তখন আর কমেন্ট ও করতে ইচ্ছা করেনা। কি যে হইল টিটির বুঝতে পারতাছি না।

        Level 0

        @SK Shagar:
        প্রযুক্তি আজে বাজে মানুষের হাতে চলে গেলে পরিণতি হবে ভয়াবহ। এবং সেটাই হতে চলেছে। যখন খারাপ কিছু দেখবেন শিওর হবার সাথে সাথে নিজেই নতুন পোস্ট করে প্রতিবাদ জানাবেন।

        আমি জানিনা এই সাইটের মডারেটর রা কি করছে! তাদের কোন সাড়া শব্দই পাচ্ছি না। না কোন কমেন্ট না কোন পোস্ট।

      Level 0

      @munnamark: Thanks Vai.

ভাইয়া এই ভাবে তো আমরা প্রতারিতো হতে পারি ? এর থেকে বাচার উপাইকি ? ধরেন কেও কনো software শেয়ার করলো আমাদের মাজে ওইটা হ্যাকিং টুলস নাকি অথবা ওইটা use করলে pc এর কনো খতি হবে কিনা আমরা বুজবো কিভাবে?

    Level 0

    @রাকিব হাসান:
    একদম সাদামাটা উপায় হল ভাল মানের Antivirus ব্যবহার করা। Microsoft Security Essentials, Windows Defender (Free with Windows 8) এ দুটোই আমার প্রাথমিক Choice.

    এছাড়া কোন URL বা File সন্দেহ হলে Virus Total থেকে স্ক্যান করে নিতে পারেন। আমাকে যদি ব্যানড না করা হয় তাহলে আশা করি এগুলো নিয়ে বিস্তারিত লিখব। তবে আপাতত এখানে দেখতে পারেন –
    http://munnamark.blogspot.com/search/label/Antivirus

আমি এটা ইন্সটল করতে এবং ডাউনলোড করতে চেয়েছিলাম কি মনে করে আর ডাউনলোড করা হয় নি। এখন দেখি ডাউনলোড না করে অনেক ভালো হইসে 😐

    Level 0

    @Sakib Hossen:
    তার মানে আপনি হুজুগে বাঙালি না! 😆

Level 0

thanks

Level 2

ami system restore disi… akhon ki kono problem hobe?

    Level 0

    @Kajal:
    সমস্যা হবার কথা না। তারপরও ভাইরাসের যেসন লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন।

এই ফাইল টা ইন্সটল করতে চাইছিলাম 🙂 । আফসোস রার ফাইলটা এক্সট্রাক্ট করতেই নরটন মামা খপ করে সফটওয়্যার টাকে খেয়ে নিল 🙁 । পরে আর ট্রাই করলাম না । 😛

Thanks for the information . Eta amar computer er desktop e onek din takhe a6e delete korte par6i na. Tar por takhe desktop e j kono ki6u rakle ta r delete hoy na.

    Level 0

    @Tech follower:
    এখন কি রিমুভ করতে পেরেছেন? না পারলে এভাবে চেষ্টা করেন –
    Start Up থেকে ডিজেবল করুন। সম্ভবত শুধু Microsoft নামে থাকবে। তারপর টাস্ক ম্যানেজার থেকে টাস্ক এন্ড করুন। এবার ডিলেট করুন। না হলে আনলকার দিয়ে ডিলেট করুন এবং প্রয়োজনে রিস্টার্ট করুন।

Level 0

vi shesh porjonto windows e set up diya fellam…..

Level 0

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/304301

আবার ফিরে এসেছে সেই পোস্ট