বেশি কথা বলার সময় একদম নেই। এই সময়েয়র মধ্যে অনেকের ১২ টা বেজে গেছে হয়তবা। ভাইরাস ডাউনলোড করে হয়তবা অনেকের ইমেইল হ্যাক হয়ে থাকতে পারে। আমাকে অনেক দ্রুত লিখতে হচ্ছে। ভুল হলে ক্ষমা করে দেবেন।
প্রথম পাতায় সবাই নিশ্চয়ই এটা দেখতে পারছেন -
(অভাবনীয় !!!) বলবেন কথা বাংলায়, হয়ে যাবে লেখা… বাংলাতেই! (Bangla Speech to Text)
এটা একটা বাজে ভাইরাস। আমি কমেন্ট করেছি। বাট কমেন্ট মডারেট না করাতে শো হচ্ছে না। এডমিনরা কি করছে বসে বসে? এটা দেখার কি কেউ নাই? দয়া করে এটা রিমুভ করুন। ঠিক একই পোস্ট টিউনারপেজেও আছে।
যিনি পোস্ট করেছেন তার বিস্তারিত নিচে আছে!
Windows Defender Report:
Name: Hack Tool:Win32/IEPassRecover
Category: Tool
Description: This program has potentially unwanted behaviour.
Risk Level: Medium (বাট আমি মনে করি এটা হাই রিস্কি!)
এটা আমার D Drive এ গেছে। আমার ইন্টারনেট এক্সপ্লোরারের সব হিস্ট্রি রিমুভ করে ফেলছে। আর অনেক চেষ্টা করেও রিমুভ করতে পারিনি। পরে আনলকার দিয়েও চেষ্টা করছি। রিস্টার্ট করার পর কাজ হইছে।
রিস্ক নিতে না চাইলে এবং কোন ঝামেলা না থাকলে নতুন করে উইন্ডোজ দিয়ে ফেলুন। অথবা নিচের পদ্ধতি অনুসরণ করুন। (যারা ইন্সটল করে ফেলেছেন)
স্টার্ট আপ থেকে মাইক্রোসট নামে একটা আইটেম ডিজেবল করে দিতে হবে। এটাই ভাইরাস। নেট কানেকশন অফ করতে হবে। টাস্ক ম্যানেজার থেকে মাইক্রোসফট নামে ফাইলটির টাস্ক এন্ড করে ডিলেট করতে হবে। ডিলেট না হতে চাইলে আনলকার দিয়ে ডিলেট করে প্রয়োজনে রিবুট করতে হবে।
এবার আপনার নেট কানেকশন অন করে দেখুন কোন কারণ ছাড়াই নেট আনলোড বা ডাউনলোড হচ্ছে কিনা। আর আমি আপনাদের সাথে রাত ১২ টা পর্যন্ত আছি। আজ সব কাজ বাদ। খাওয়া দাওয়া করছি মনিটরের সামনে বসে।
Be sure about your email accounts security. Keep monitoring all the time.
এই পোস্টের লেখক এখন সব কমেন্ট ডিলেট করে দিছে। এর সাথে কি টেকিটউনস এর মডারেটর জড়িত? এখনো এই পোস্ট কিভাবে আছে? এটা রিমুভ করা হচ্ছেনা কেন?
সবাই এই পোস্টে গিয়ে ধুমছে কমেন্ট করতে থাকুন। কয়জনকে সামলাবে?
অনেক দেরি করে হলেও রিমুভ করার জন্য ধন্যবাদ। কিন্তু এত দেরীর একটা ব্যাখ্যা অবশ্যই আমরা আশা করতে পারি। আর সবাইকে অনুরোধ করছি - আপনাদের ইমেইল আইডি, ফেসবুক ইত্যাদি ঠিক ঠাক আছে কিনা চেক করার জন্য। প্রত্যেকে নিজের ইমেইল বা ফেসবুকের সিকিউরিটি চেক করে দেখুন কোন অনাকাঙ্খিত সাইন ইন আছে কিনা। এবং ভবিষ্যতে যাতে এ ধরণের কাজ না ঘটে তার নিশ্চয়তা চাই।
এবং এখন পর্যন্ত ঐ পোস্টের লেখককে ব্যান্ড করা হয়নি। এই যে তার প্রোফাইল- https://www.techtunes.io/tuner/parvezbitt
আর ভুল হলে ক্ষমা চাই। তবে আমি শিউর এটা খারাপ ধরণের একটা ভাইরাস!
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
বলার জন্য ধন্যবাদ