সকল টিউনার ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি ।
প্রতিদিন আমরা অনেকে নতুন কিছু জানতে পারি বা শিখি । আর সেই নতুন বিষয় গুলো টেকটিউনের মাধ্যমে জানাই । কিন্তু যখন আমরা দেখি আমাদের লেখা জিনিস গুলোই অন্য ওয়েবসাইট এবং কিছু ব্লগ সাইট নিজেদের নাম দিয়ে চালাচ্ছে তখন আমাদের কেমন লাগবে ? তা টিউনার ভাইরা ভালোই বুঝতে পারছেন । তখন কি আর সহ্য হয় !! ।
টেকটিউনে আপনারা যারা আমাকে চিনেন , তারা জানেন যে আমি বেশীর ভাগ সময় গেমস নিয়ে লিখি । আমার লেখা একটি টিউন বেশ কয়েকটি ওয়েবসাইট হুবুহু চুরি করেছে । তারা আমার অনুমতি ছাড়াই নিজেদের নাম দিয়ে টিউনটি প্রকাশ করেছে । আর বাড়ছে তাদের ওয়েবসাইটের প্রচারনা । তারা আয় করছে টাকা । আর আমরা সব টিউনাররা অসহায়ের মতো বসে থাকি !!
বেশ কয়েক মাস আগে আমি টেকটিউনে গেমস সম্পর্কিত একটি টিউন করেছিলাম । https://www.techtunes.io/games/tune-id/224633 । কিন্তু অনেক ওয়েবসাইট এবং ওয়েবসাইটের অসাধু লেখক এই টিউনটি চুরি করে নিজেদের নাম দিয়ে চালিয়েছে ।
techdoctor24.com এর লেখক '' ডা. হাসান তৌফিক শুভ '' আমার টিউন কি সুন্দর ভাবে নিজের নাম দিয়ে কিভাবে কপি পেস্ট করেছে দেখতে পারছেন !!
আবার asnbd.com এর টিউন চোরেরা কি করেছে দেখুন !!
এইভাবে আপনার অজান্তে কখন যে আপনার টিউন চুরি হয়ে যাচ্ছে তা আপনি নিজেও জানেন না ।
এখনই সময় এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার । এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার । যদি আমরা একত্রিত না হই , তাহলে আমরা কিছুই করতে পারবো না । তাই সকল টিউনার এবং টেকটিউনের এডমিন ভাইদের সাহায্য দরকার ।
কিছু দিন আগে বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েবসাইটের টিউন চুরির প্রতিরোধ ব্যবস্থা দেখে ভালো লাগলো । ওয়েবসাইটটির নাম বাংলা ফ্যামিলি । তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে তাদের টিউন রক্ষা করছে । ফলে টিউন চোরেরা টিউনের লেখা কপি করতে পারবে না । মানে টিউনটির পেজের কোন কিছুই কেউ কপি করতে পারবে না । ফলে রক্ষা পাচ্ছে তাদের পোস্ট গুলো । সেই রকম পদ্ধতি যদি টেকটিউনে যোগ করে তাহলে আমরা নিশ্চিন্তে টিউন করতে পারবো । ফলে আমরা টিউন চোরদের সহজেই প্রতিরোধ করতে পারবো । আশা করি , টেকটিউন এর জন্য কোন একটা ব্যবস্থা নিবে ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
আমার ও একই অবস্থা! তুমি একদম ঠিক কথা বলছ 😀 এরকম ব্যবস্থা নেয়া উচিত 😀