দৈনন্দিন জীবনে আমরা ইন্টারনেটের উপর যতটা অভ্যস্ত হয়ে পড়েছি ঠিক সেই মাত্রায়ই অভ্যস্ত হয়েছি Google-এর উপর। আর এই গুগল সম্পর্কে নানা মজার তথ্য দিয়েই সাজানো হয়েছে আজকের পুরো লেখা। দেরি না করে চলুন জানা যাক সেসব মজার মজার তথ্যঃ
# প্রথমেই আসা যাক গুগল ডুডলের কথায়। নানা রকম বিশেষ দিন উপলক্ষ্যে গুগল প্রতিনিয়ত আমাদের উপহার দিয়ে যাচ্ছে হরেক রকম মজার ডুডল। মজার ব্যাপার হলো, প্রথম গুগল ডুডল কিন্তু কোনো বিশেষ দিনের জন্য ছিলো না, এটি দেয়া হয়েছিলো একটি ‘Out Of Office’ মেসেজ হিসেবে।
একবার ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এক সাপ্তাহিক ছুটিতে নেভাদাতে গিয়েছিলেন Burning Man Festival এ। এজন্য তারা একটি Burning Man Doodle তৈরী করে তাদের ওয়েবসাইটে দিয়ে যান এটা বোঝাতে যে, তারা এখন অফিসের বাইরে আছেন এবং এই মুহুর্তে তাদের পক্ষে কোনো প্রকার টেকনিক্যাল প্রবলেম সলভ করা সম্ভব নয়!
# আজকের দিনে আমরা গুগলের কত বিশাল হেডকোয়ার্টার দেখতে পাই, তাদের স্টোরেজ সম্পর্কে শুনতে পাই নানা রকম বিস্ময়কর তথ্য। কিন্তু বিস্ময়কর হলেও সত্য যে, গুগলের প্রথম স্টোরেজটি বানানো হয়েছিলো লেগো দিয়ে।
১৯৯৮ সালে স্ট্যানফোর্ডের PHD স্টুডেন্ট হিসেবে থাকার সময় পেজ এবং ব্রিন কাজ করছিলেন Digital Library Project নিয়ে। Page Rank Algorithm নিয়ে কাজ করার জন্য তাদের World Wide Web এ বেশ বড় পরিমাণের ডিস্ক স্পেসের দরকার ছিলো। কিন্তু তখন সবচেয়ে বড় হার্ডডিস্ক ড্রাইভের মেমোরি সাইজ ছিলো ৪ গিগাবাইট। তাই তারা কম দামে লেগো সেট দিয়ে বানানো একটি কেবিনেটে ১০টি হার্ড ড্রাইভের সমাবেশ ঘটান।
# একটা উদ্ভট প্রশ্ন- "আচ্ছা, GOOGLE কোন Parts Of Speech?"!!!
নিশ্চয়ই একটা সার্চ ইঞ্জিনের নাম হিসেবে একে Noun এর ক্যাটাগরিতে ফেলার কথা ভাবছেন। কিন্তু ভুলেও তা করতে যাবেন না!
২০০৬ সালের জুন মাসে Oxford English Dictionary-তে 'GOOGLE' শব্দটিকে একটি Verb হিসেবে অন্তর্ভুক্ত করা হয়...
# গুগলে ‘SEX’ শব্দটি সবচেয়ে বেশি কোন দেশ থেকে সার্চ করা হয়?
উত্তর- পাকিস্তান।
# নিচের ছবিটি গুগল ম্যাপের সাহায্যে তোলা নিউজিল্যান্ডের ফেয়ারফিল্ড কলেজের একটি স্যাটেলাইট ভিউ। দেখুন তো দুটো ‘গুরুত্বপূর্ণ’ জিনিস খুঁজে পান কি না!!!
# গুগলের প্রথম টুইটটি ছিলোঃ “I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010”। বাইনারী কোডিংয়ে এর অর্থ – “I’m feeling lucky”
# গুগল তাদের হেড কোয়ার্টারের এলাকায় ঘাস ও অন্যান্য আগাছা পরিষ্কারের জন্য California Grazing নামক এক কোম্পানি থেকে ছাগল(!!!) ভাড়া নেয়!
# গুগলের ওয়েবপেজটি যদি ঠিক মতো খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এটি কতোটা সাধারণ মানের। তবে মনে করা হয়, এই অতি সাধারণ থাকার ব্যাপারটিই গুগলকে অসাধারণ করে তুলেছে।
মজার ব্যাপার হলো, এই ‘সাধারণ থাকা’র বিষয়টি কিন্তু ‘ঐচ্ছিক’ নয়, বরং বলা চলে ‘বাধ্য হয়ে’। প্রথম যখন ওয়েব পেজটির ডিজাইন করা হয়, তখন ব্রিন আর পেজের HTML সম্পর্কে জ্ঞান ছিলো সীমিত, ফলে তারা আর জটিলতার দিকে না গিয়ে এই সাধারণ ডিজাইনটিকেই বেছে নিয়েছিলেন!!!
# ব্যবহারকারীরা প্রতিদিন গুগলে প্রায় ২০ পেটাবাইট ডাটা ব্যবহার করে থাকে। এখানে বলে রাখা ভালো-
১ পেটাবাইট = ১,০০০,০০০,০০০,০০০,০০০ বাইট
# ২০০০ সালের জুন মাস থেকে গুগল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে স্বীকৃত।
# গুগল তার কাজকর্ম চালানোর জন্য ব্যবহার করে প্রায় ১ মিলিয়নের মতো কম্পিউটার। আর তাকে প্রতিদিন গড়ে প্রায় ১ বিলিয়নের মতো সার্চ রিকোয়েস্ট সামলাতে হয়!
# গুগলে সবচেয়ে বেশি সার্চ দেয়া হয় কোন শব্দ তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। কিন্তু এই শব্দগুলো সবসময়ই শীর্ষস্থান দখল করে আছেঃ Facebook, YouTube, Yahoo, Google, and sex/video।
# আপনি গুগলে চাকরী পেলে আপনাকে বলা হবে- ‘Googler’। কিন্তু নতুন অবস্থায় আপনাকে বলা হবে- ‘Noogler’।
# যখন থেকে গুগল ‘Did you mean ...?’ নামক ফিচারটি তাদের সাইটে যোগ করেছে তখন থেকেই তাদের সাইটে ট্র্যাফিক আগের থেকে বেড়ে হয়েছে দ্বিগুণ।
যত কিছুই বলি না কেন Google এর উৎপত্তি কোথা থেকে তা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। Google আসলে গাণিতিক শব্দ Googol এর পরিবর্তিত রূপ।
1 Googol = 1*(10^100)
আর সব শেষে http://www.foofle.com সাইটে যাবার চেষ্টা করুন তো দেখি । কী হয় ???????
এই লেখাটি প্রথমে এখানে প্রকাশিত । সবাইকে ধন্যবাদ ।
আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...
ভাই আপনাকে ধন্যবাদ দিলেও ভুল করব কারন আপনি যা লিখেছেন তা অসাধারণ। আমি নিজেও আগে এই জিনিসগুলো জানতাম না।
Web : http://www.muktolikha.com