চোখ বন্ধ করে একবার চিন্তা করুন তো, প্রচন্ড শীত। ভয়ংকর কুয়াশা। ১০ হাতে দূরের বস্তু দেখা যায় না। এমন শীতে আপনার বাবা-মা, ছোট ভাই-বোন সবাই আপনার সামনে বসে আছে। কারও গায়ে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় নেই। ঠক্ ঠক্ করে কাঁপছে সবাই। ছোট ভাইটার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। ঠান্ডার চোটে ছোট বোনটার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। এই মূহূর্তে আপনি কি করবেন? অবশ্যই গরম কিছু বস্ত্র খুজবেন, কেনার চেস্টাও করবেন হয়তো কিনেও ফেলতে পারেন। তবে আপনার বাড়ির রাস্তার পাসে, অথবা গ্রামাঞ্চলের গরীব মানুষ যারা দিনমুজুরি করে দুইবেলা খেয়ে বাচে তার কি করবে? জানি কারো কাছ থেকে এমন উত্তর আসবে তারাকে আমারা কিছু দান করতে পারি আর কেউ এই বেপ্যারটা এড়িয়ে চলবে কারন তারা আপন কেউ নয়। যদি আপনি হতো তাহলে ঠিক প্রথমে যা বলেছি তাই করতেন। কিন্তু সেই দুঃখী মানুষগুলোর দিকে আপনার নজর নেই। উত্তরাঞ্চলে আমাদেরই লক্ষ লক্ষ বাবা-মা, ভাই-বোন কষ্ট শীতে করছে। দুবেলা দুমুঠো ভাতই জোগাতে যেখানে কষ্ট। সেখানে গরম কাপড় যেন অনেকটা বিলাসিতা। হয়তো এখানে আমি কিছু ছবি যুক্ত করে দিতে পারতাম উদাহারন হিশেবে কিন্তু কি লাভ দিয়ে যদি আপনি তাদের দেখে শুধু এইটুকূ বলেন "আহ! কি কষ্ট তাদের?" যদি সহযোগিতা না করেন তাদের?
আমার কাছ থেকে এই অভাবী মা-বাবা, ভাই-বোনগুলো কিছুই আশা করে না? আমরা মানুষ কি শুধু নিজের কথা ভাবার জন্য? আমাদের ছোট্ট উদ্যোগ “উত্তরাঞ্চলের শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচী”। সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যেন প্রতিটি শীতে ঠক্-ঠক্ করা মানুষগুলোর গায়ে গরম কাপড় জড়িয়ে দিতে পারি।
আপনার ছোট্ট এক চিলতে সহায়তা হয়তো একটি মানুষকে প্রচন্ড কষ্ট থেকে মুক্তি দিতে পারে। গরম কাপড় পাওয়ার পর নির্মল কৃতজ্ঞতার হাসিটা হয়তো আপনার চোখে জল এনে দিবে। জল হয়তো তার চোখেও এসে যাবে। এই তো মানবতা। এই তো মানবিক সম্পর্ক।
=======================================
উৎসর্গ
মূরহুম মেফতু রহমান মেফতু ভাই
http://www.facebook.com/meftu
যারা বিদেশ থেকে পেপাল এর মাধ্যমে টাকা পাঠাতে চান :
১.Shameem Reza
https://www.facebook.com/TheAnuvhuti
পেপাল : [email protected]
[ বি : দ্র : পেপাল এ টাকা পাঠানোর সময় ইভেন্ট এর নাম টা উল্লেখ করে টাকা পাঠানোর transaction নাম্বার এই ইভেন্ট অথবা Shameem Reza ( ফেসবুক লিংক : https://www.facebook.com/TheAnuvhuti) ভাই কে জানিয়ে দিবেন ]
যারা দেশে থেকে টাকা পাঠাতে চান তাদের জন্য নিচের ৩ টি অফিস :
১.অফিস ঠিকানাঃ
Webcode.com.bd
292, Shatabdi Centre, Inner Circular Road, Suite-11/C,
Fakirapul, Dhaka-1000
Mobile & Bkash : 01712295950
Brac Bank AC No- 153-220-257-483-9001
=======================================
2.অফিস ঠিকানাঃ
AmarGadget.com
215 Sheltech Siyera Computer Market (2nd Floor),236 Elephant Road (Bata Signal),Dhaka
Sat-Ths 12am-8pm
Friday 3pm-8pm Tues-Off
Mobile & Bkash : 01717-141858
Dutch Bangla Bank Mobile : 01717-141858-4
call: 01977 116161
=======================================
3.অফিস ঠিকানাঃ
Advanced Hearing Center
24/1,Shan Tower(3rd Floor),
ShantiNagar Chowrasta, Dhaka - 1217 Bangladesh
Mobile & Bkash : 01814091509
call: 01814091509 , 01755574799
=======================================
[ বি : দ্র : আপনার টাকা পাঠানো পর পরই কনফার্ম করে এই ইভেন্ট এর ওয়ালে পোষ্ট দিবেন আর পোষ্ট দিতে প্রবলেম থাকলে আপনি যাকে টাকা পাঠিয়েছেন তাকে কনফার্ম করে দিবেন । ]
A Project Of WordPress Group
Group : http://www.fb.com/groups/Wordpress2Smashing
Fan Page http://www.fb.com/Wordpress2Smashing
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।