স্বনামধন্য ক্লাসিফাইড ওয়েবসাইটের প্রতারণার শিকার আমি, এর পরের জন কি আপনি (ভিডিও সহ প্রমান দেখুন)?

আসসালামুয়ালাইকুম,
সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছি ।যার অসীম দয়ায় এখনও বেঁচে রয়েছি। আপনারা সবাই কেমন আছেন  ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
খুব ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সতর্ক করার জন্নই আমার এই লেখাটা। আশা করছি কিছুটা হলেও উপকারে আসবে আপনাদের।

বর্তমানে অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক মার্কেটিং অনেক জনপ্রিয় একটা বেপার।আমি নিজেও টুকটাক এই কাজটি খুব ভালবেসে করে থাকি। ঠিক তেমনি, ২০১২ সালে আমি দেশের এক অটোমেসন কোম্পানিতে জব করা শুরু করি। স্বাভাবিকভাবেই ইন্টারনেট মার্কেটিং এর ফলাফল আমি আমার কম্পানিকে দিতে শুরু করি তখন থেকেই।

বাংলাদেশের প্রেক্ষাপটে cellbazaar.com/bikroy.com/clickbd.com   ঠিক এদের মতই আরও কিছু ওয়েবসাইট আছে যাদের কাছ থেকে আমরা কিছু সেবা পেয়ে থাকি।

মুল ঘটনাঃ
http://www.bdstall.com নামের একটা ওয়েবসাইট এর মাদ্ধমে আমি একটা অ্যাকাউন্ট করি। তখন তাদের যাত্রা কেবল শুরু হয়েছিল। আমি উনাদের অনেক উৎসাহ প্রদান করি যে ভালো হয়েছে আমাদের জন্য। স্বাভাবিকভাবেই উনার সাথে আমি মোবাইল এ কথা বলতাম । উনাকে এও জানালাম যে আমাদের কম্পানির সেল আগের চাইতে একটু হলেও বেশি হচ্ছে উনাদের সাইট দ্বারা।
কিছুদিন পর উনারা একটা সিস্টেম চালু করলেন যে উনাদের অ্যাকাউন্ট একটিভ রাখতে হলে ৫০০ করে টাকা দিয়ে জেতে হবে উনাদেরকে। তখন আমি অই কম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জব শুরু করেছি। আমি বললাম যে আমি যেহেতু আগের কোম্পানিতে নেই সেহেতু আপনি অই অ্যাকাউন্ট টা বন্ধ করে দিন। উনি বলল যে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি তাহলে।
আমি নতুন কোম্পানিতে জব নিয়ে কিছুদিন অতিক্রম করার পর উনাদেরকে আমার বসের সাথে পরিচয় করিএ দিয়ে বললাম যে এনাদের দারাই আমি আগের কোম্পানিতে কিছুটা হলেও সেল বাড়িয়েছিলাম, সুতরাং, আমরা এনাদের সাথে আলোচনা করে একটা অ্যাকাউন্ট করে নিতে পারি।
আমার বস রাজি হলেন।

ওমা, কিছুদিন  পরে আমি গুগল এ সার্চ করে দেখি আমার আগের কম্পানির অনেক লিঙ্ক এখনও আছে, ত তড়িঘড়ি করে লিঙ্ক এ গিয়ে দেখলাম যে সব কিছুই ঠিক আছে, শুধু মোবাইল নাম্বার টা পরিবর্তন করে আমার জায়গায় তিনি তার নাম্বার টা ব্যাবহার করেছেন। আর তিনি হলেন bdstall.com এর কর্ণধার মঞ্জুরুল ভাই (মঞ্জুর ভাই )।

আমার নাম্বার টা লুকিয়ে রেখে তাদের নিজের নাম্বার  ব্যাবহার করেছে .....
আমার নাম্বার ছিল 01611 758787,তারা সকল জায়গায় ব্যাবহার করেছে 01743 944740 । মানে তারা যে কাজটা করেছে তা হল আমার গড়া মার্কেটিং টাকে কাজে লাগিয়ে নিজেরাই সেটার সুফল ভোগ করছে ।
সুতরাং, আমার জত কাস্টমার সবাই তাকে কল দিচ্ছে, তাহলে আমি কি ভাবতে পারি না উনাদের কাছে তিনি প্রোডাক্ট সেল করে ভালই টাকা কামাচ্ছেন ??

আমার প্রোডাক্ট এর কিছু লিঙ্ক দিলাম, দেখে নিন

http://www.bdstall.com/listingDetail/index/12580

http://www.bdstall.com/listingDetail/index/12585

http://www.bdstall.com/listingDetail/index/10528

১ বছর আগের লিঙ্কটাও দেখুনঃ http://www.bdstall.com/listingDetail/index/10525

খুব বেশি সমস্যা হলে আমার সকল কিছু ডিলিট করে দিলেই হত। যেহেতু আমি অ্যাকাউন্ট টা তাদের শর্ত মোতাবেক চালু করিনি সেহেতু এটা করার কি মানে সেটাই বুঝলাম না 🙁
আমরা কি এভাবেই শুধু শিকার হয়ে যাব কিছু মানুশের দুর্নীতির কাছে ???তাদের ইচ্ছার কাছে ???

আসুন সকলে এই ধরনের প্রতারনার হাত থেকে নিজে বাচি ও অন্নকে বাচাতে সাহায্য করি।

এদের বিরুদ্ধে এখনি রুখে দাঁড়ানো না গেলে আরও বড় ধরনের বিপদ হতেও পারে।

এই মোবাইল রেকর্ডিং টা শুনুনঃ  মোবাইল এ কথা বলেছিলাম, সেটা শুনুন

 

ভিডিও দেখুন এইখানেঃ    ইউটিউব ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন

 

 

নিচের চিত্র গুলুই আপনাকে সব পরিস্কার করে দিবে।

আমার ড্যাশবোর্ড, দেখুন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে

আমার পোস্ট করা কিছু টাইটেল দেখুন এইখানেঃ

আমার মোবাইল নাম্বার সরিয়ে তাদের নাম্বার ব্যাবহার করেছেনঃ

দেখুন তাদের কন্টাক্ট আস এ যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটার সাথে আমার নাম্বারের কোন মিল নেই !!!

এখনও সার্চ রেজাল্ট এ আছে আমার গড়া লিঙ্ক ????

Level 0

আমি মোঃশহিদুল ইসলাম রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

CEO ProjuktiShop.Com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই এই সব প্রতারকগুলো এইভাবে প্রতারনা করে চলবে…………….সকলকে সতর্ক থাকা উচিত।

    Level 0

    @azad Rahman:
    সতর্ক করার জন্যই ত কষ্ট করে এই পোস্ট লিখলাম। শেয়ার করে সবাইকে জানানোর দায়িত্ব আমার মত আপনারও 🙂

খাইছে তো!! বিডিস্টল তা ভিসিট করে সত্যতা যাচাই করি।অপেক্ষা করেন।

    Level 0

    @Al Shahriat Karim:
    যাচাই করে কি পেলেন সেটাও আমাদের জানিয়েন 🙂

      @engr.robin: আসলেই তো।সত্যিই তো!! এতো চরম প্রতারণা।!! এই প্রতারক গুলোর বিরুদ্ধে রুখে দাড়ান। সমস্ত বাংলাদেশী সাইটে এই নিউজ গুলো পাবলিশ করে দেন। আপনার কথা 100% সত্য। আমি বিশ্বাস করলাম। কিন্তু প্রতারক গুলোর ব্যপারে স্টেপ নেন।

    Level 0

    @শৌভিক তালুকদার:
    তো বুঝেন, আমার কি অবস্থা ???
    সেইরাম ভয়ংকর ………।

আপনি পুলিশের সাহাজ্য নিতে পারেন । এটাই ভালো হয় ।

    Level 0

    @Momen Hasan:
    জি ভাই, বিষয়টা দেখছি আমি। এখনও যদি উনারা ঠিক হয় তবে কিছু করার ইচ্ছা নেই।
    ক্ষমা মহৎ গুন, আমি সেটা ভুলিনি।
    কেউ ঘাড়ের উপর চেপে বসলে তাকে ছেড়ে দিতেও সিখিনি 😉

সত্যিই ভয়ংকর…..

    Level 0

    @Tanzidul Islam:
    আসলেই ভাই….. প্রতারণার চাইতে ভয়ংকর কিছুই হতে পারে না ।

      Level 0

      @engr.robin: আপনার সাথে আছি. ওরা যদি ঠিক নাহয় তাহলে ফাইট করেন.

        Level 0

        @meskat00:
        অবশ্যই ফাইট করব।
        তবে দেখুন, তারা কিন্তু অলরেডি তাদের নাম্বার মুছে দিয়েছে। এখন শুধু আমার সাবেক কোম্পানির নামটাই ব্যাবহার করা হয়েছে।

        হয়ত তারা তাদের ভুল বুঝতে পেরেছে 🙂

এতাই আমাদের বাঙ্গালী জাতীর এত দুর্দশা কারন । বেশি ভাগ মানুষই ২য় নং পথ অবলম্বন করে । ভাবেনা যে এই দুনিয়ায় এসব করে গেলে পরের দুনিয়াই কি হবে ! বেশ হতাশ হলাম ভাই টিউনটা পড়ে । আমাদের আরও সচেতন হওয়া উচিৎ ।

    Level 0

    @naimur.rahman89:
    এভাবে ভাবলে দেশে অনেক আগেই শান্তিতে ভরপুর থাকত।
    আমরা অন্যান্য জিনিসের সাথে শান্তিও রপ্তানি করতে পারতাম 😉
    তবে ধীরে ধীরে আমরা উন্নতি করছি, এটা সবাইকে মানতেই হবে।
    আমরাই দেশকে অনেক কিছু দিতে পারি, অবশ্যই পারি 🙂

আসলে মামলা করা এটা ঝামেলার ব্যপার, অনলাইনই এক্ষেত্রে প্রতিরোধের একমাত্র প্রধান মাধ্যম হতে পারে কারণ বিডি স্টলতো অনলাইন নির্ভর । তবে একটি বিষয় বুঝলাম না। আপনি বহুদিন আগে ঘটে যাওয়া ঘটনার ফোন রেকড রেখেছিলেন কী জন্য। তখন কী বুঝেছিলেন এরকম কিছু ঘটবে। বিষয়টা ক্লিয়ার করবেন।

    Level 0

    @মাহমুদ কলি।:
    ভাই, বহুদিন আগে রেকর্ড করিনি, আমি তাদেরকে নিষেধ করার পরেও তারা যখন টা শুনছিল না তখন সিদ্ধান্ত নেই কিছু করার। আর আমি পোস্ট ড্রাফ্‌ট করে পরে মোবাইল এ কথা বলেছিলাম…..
    রেকর্ড শেষে আপলুড করে পোস্ট পাবলিশ করেছি আমি 🙂
    তবে এটা নিশ্চিত, উনার বা উনাদের সাথে আমার বেক্তিগত দ্বন্দ্ব নেই, কিন্তু উনারা এই কাজগুলু কেন করলেন সেটাই প্রশ্নের জন্ম দেয় ……

প্রতারনা মামলা করতে পারেন। দেখেন কি হয়

    Level 0

    @রাজিব আহসান:
    দেখি কি হয়, একটু সময় নিতে চাই আমি । যদি উনারা আর এইরকম না করে তবে আমি সার্থক। আর যদি কখনও কারো সাথে করে তবে সকল প্রমান আমার কাছে আছে, সেগুলু নিয়ে আমি আগাবোই 🙂

ভাই… লিগ্যাল একশনে যান।

Level 0

দেখি কি হয়, একটু সময় নিতে চাই আমি 🙂

Level 2

Dear Brothers and Sisters,

Salaam.

Please do not listen to this guy “engr.robin” and he is a doing fake things in many websites and alhamdulillah bdstall does not allow any such thing. We’ve over 500 stalls including Global Brand Pvt. Ltd. (Asus) etc. and no one raised any questions. We verify each stall and followings happend with him-

1. Mr. robin open a stall on behalf of Uddipon Digital System. When we want to verify he used to say he is not at office now but when we pushed him to meet at his office then he said he left the job. Brother, you see he faked it and still using his mobile number on behalf of uddipon system and we closed his stall then. To remind u, bdstall itself does not sell anything but the stall owners so we don’t have any intention of changing the mobile numbers. If we want to sell products then we can start create our own stall and alhamdulliah bdstall is much familiar than Uddipon in the community.

2. Secondly, the screen shot of the profile – this info belong to a user not a stall and does not visible (user phone) to any other visitors. Stall has different profile and you can talk to any other stall owners regarding this matter. So, you brother better judge on this matter.

3. Thirdly, the number shown on the product page is an edited version. There is nothing like this on our system.

We will inform his activities to his previous company’s management that he is abusing their names without informing them.

May Allah protect us from this kinda propoganda.

Ameen.

Bdstall Ltd.

Level 0

সবাই কি আপনার মত বোকা নাকি ???? মানুশ অত বোকা না, সবাই কিছু না কিছু বুঝে, অবশ্যই বুঝে।

আরে ভাই, আপনার আইডি প্রমান করে আপনি কে ?? আপনি কি আমার সাথে মোবাইল এ কথা বলেছিলেন ?? অডিও রেকর্ড টা ভালো করে শুনার আমন্ত্রন রইল আবার।
আচ্ছা, আপনি bdstall.com এর কে ভাই ?? তারা যে প্রতারণা করেছে সেটা আমি প্রমান করলাম।
আপনি নির্দোষ প্রমান করেন।

আর bdstall.com কত্রিপক্ষকে জানিয়ে রাখি, আমি আপনাদের কোন ক্ষতি করতে চাই না, কোন দ্বন্দ্ব নেই আপনাদের সাথে সেটা আমি আগেও কমেন্ট করে জানিয়ে দিয়েছি।

ধন্যবাদ

মুখোসের আড়ালে আমরা সবাই