আসসালামুয়ালাইকুম,
সর্বশক্তিমান মহান আল্লাহর নামে শুরু করছি ।যার অসীম দয়ায় এখনও বেঁচে রয়েছি। আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
খুব ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সতর্ক করার জন্নই আমার এই লেখাটা। আশা করছি কিছুটা হলেও উপকারে আসবে আপনাদের।
বর্তমানে অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক মার্কেটিং অনেক জনপ্রিয় একটা বেপার।আমি নিজেও টুকটাক এই কাজটি খুব ভালবেসে করে থাকি। ঠিক তেমনি, ২০১২ সালে আমি দেশের এক অটোমেসন কোম্পানিতে জব করা শুরু করি। স্বাভাবিকভাবেই ইন্টারনেট মার্কেটিং এর ফলাফল আমি আমার কম্পানিকে দিতে শুরু করি তখন থেকেই।
বাংলাদেশের প্রেক্ষাপটে cellbazaar.com/bikroy.com/clickbd.com ঠিক এদের মতই আরও কিছু ওয়েবসাইট আছে যাদের কাছ থেকে আমরা কিছু সেবা পেয়ে থাকি।
মুল ঘটনাঃ
http://www.bdstall.com নামের একটা ওয়েবসাইট এর মাদ্ধমে আমি একটা অ্যাকাউন্ট করি। তখন তাদের যাত্রা কেবল শুরু হয়েছিল। আমি উনাদের অনেক উৎসাহ প্রদান করি যে ভালো হয়েছে আমাদের জন্য। স্বাভাবিকভাবেই উনার সাথে আমি মোবাইল এ কথা বলতাম । উনাকে এও জানালাম যে আমাদের কম্পানির সেল আগের চাইতে একটু হলেও বেশি হচ্ছে উনাদের সাইট দ্বারা।
কিছুদিন পর উনারা একটা সিস্টেম চালু করলেন যে উনাদের অ্যাকাউন্ট একটিভ রাখতে হলে ৫০০ করে টাকা দিয়ে জেতে হবে উনাদেরকে। তখন আমি অই কম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জব শুরু করেছি। আমি বললাম যে আমি যেহেতু আগের কোম্পানিতে নেই সেহেতু আপনি অই অ্যাকাউন্ট টা বন্ধ করে দিন। উনি বলল যে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি তাহলে।
আমি নতুন কোম্পানিতে জব নিয়ে কিছুদিন অতিক্রম করার পর উনাদেরকে আমার বসের সাথে পরিচয় করিএ দিয়ে বললাম যে এনাদের দারাই আমি আগের কোম্পানিতে কিছুটা হলেও সেল বাড়িয়েছিলাম, সুতরাং, আমরা এনাদের সাথে আলোচনা করে একটা অ্যাকাউন্ট করে নিতে পারি।
আমার বস রাজি হলেন।
ওমা, কিছুদিন পরে আমি গুগল এ সার্চ করে দেখি আমার আগের কম্পানির অনেক লিঙ্ক এখনও আছে, ত তড়িঘড়ি করে লিঙ্ক এ গিয়ে দেখলাম যে সব কিছুই ঠিক আছে, শুধু মোবাইল নাম্বার টা পরিবর্তন করে আমার জায়গায় তিনি তার নাম্বার টা ব্যাবহার করেছেন। আর তিনি হলেন bdstall.com এর কর্ণধার মঞ্জুরুল ভাই (মঞ্জুর ভাই )।
আমার নাম্বার টা লুকিয়ে রেখে তাদের নিজের নাম্বার ব্যাবহার করেছে .....
আমার নাম্বার ছিল 01611 758787,তারা সকল জায়গায় ব্যাবহার করেছে 01743 944740 । মানে তারা যে কাজটা করেছে তা হল আমার গড়া মার্কেটিং টাকে কাজে লাগিয়ে নিজেরাই সেটার সুফল ভোগ করছে ।
সুতরাং, আমার জত কাস্টমার সবাই তাকে কল দিচ্ছে, তাহলে আমি কি ভাবতে পারি না উনাদের কাছে তিনি প্রোডাক্ট সেল করে ভালই টাকা কামাচ্ছেন ??
আমার প্রোডাক্ট এর কিছু লিঙ্ক দিলাম, দেখে নিন
http://www.bdstall.com/listingDetail/index/12580
http://www.bdstall.com/listingDetail/index/12585
http://www.bdstall.com/listingDetail/index/10528
১ বছর আগের লিঙ্কটাও দেখুনঃ http://www.bdstall.com/listingDetail/index/10525
খুব বেশি সমস্যা হলে আমার সকল কিছু ডিলিট করে দিলেই হত। যেহেতু আমি অ্যাকাউন্ট টা তাদের শর্ত মোতাবেক চালু করিনি সেহেতু এটা করার কি মানে সেটাই বুঝলাম না 🙁
আমরা কি এভাবেই শুধু শিকার হয়ে যাব কিছু মানুশের দুর্নীতির কাছে ???তাদের ইচ্ছার কাছে ???
আসুন সকলে এই ধরনের প্রতারনার হাত থেকে নিজে বাচি ও অন্নকে বাচাতে সাহায্য করি।
এদের বিরুদ্ধে এখনি রুখে দাঁড়ানো না গেলে আরও বড় ধরনের বিপদ হতেও পারে।
আমার ড্যাশবোর্ড, দেখুন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে
আমার পোস্ট করা কিছু টাইটেল দেখুন এইখানেঃ
আমার মোবাইল নাম্বার সরিয়ে তাদের নাম্বার ব্যাবহার করেছেনঃ
দেখুন তাদের কন্টাক্ট আস এ যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেটার সাথে আমার নাম্বারের কোন মিল নেই !!!
এখনও সার্চ রেজাল্ট এ আছে আমার গড়া লিঙ্ক ????
আমি মোঃশহিদুল ইসলাম রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
CEO ProjuktiShop.Com
ভাই এই সব প্রতারকগুলো এইভাবে প্রতারনা করে চলবে…………….সকলকে সতর্ক থাকা উচিত।