আজকে টেকটিউন্সে দেখলাম পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কপি -
Click This Link
এবং আজকে যে পরীক্ষা হয়েছে তাতেও নাকি প্রায় সবই মিলে গেছে। এভাবে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে , কারো কি কিছু করার নেই ?
আবার শোনা যায় বিভিন্ন ফেসবুকের গ্রুপ থেকেও নাকি প্রশ্ন পাওয়া যায়।
৫ম শ্রেণীর একটা পিচ্চি যখন জানবে যে তার সমাপনী পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁশ হয়ে গেছে তখন তার মনে প্রথম যে কথাটা আসবে তা হলো কি লাভ পড়ালেখা করে। পরের পরীক্ষার আগে সে অপেক্ষা করবে ফাঁশ হয় কিনা এটার জন্য।
টাকার লোভেই হোক আর যে কারণেই হোক যে বা যারা এই কাজটি করেন তাদের পরিবারের বাচ্চাদের মনেও একই ব্যাপারটি ঘটবে এবং তারাও একই ভাবে চিন্তা করবে। একটা বাচ্চার শেখার এবং জানার ইচ্ছের এখানেই ইতি ঘটবে।
শিক্ষাবোর্ডের উচিত সারাদেশে একই প্রশ্নপত্র না করে বোর্ডগুলোকে আলাদাভাগ করে পরীক্ষা নেয়া। ssc বা hsc পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়।
আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।
সরকার শিক্ষা নিয়ে বেশী ভাববার সময় কোথায়, তারা শুধু ভাবছে কিভাবে ক্ষমতা চিরস্থায়ী করার ব্যপারে, তাছাড়া যদি তার ছামুন্ডা ও গোপালীরা যদি কিছ পয়সা কামিনে নিতে পারে তাহলে তেমন কি ক্ষতি ?