এই টিউনটি কেবলই তন্বীকে জয়ী করবার জন্য। বাংলাদেশের নারীদের, বিশেষ করে উপজেলাভিত্তিক নারীদের স্তন এবং জরায়ু ক্যান্সার প্রতিরোধে বাংলাদেশের একজন প্রতিযোগী তন্বী কানাডা ভিত্তিক গ্রান্ড চ্যালেঞ্জে এই মুহূর্তে ২য় স্থানে রয়েছে প্রায় ২৬ হাজার ভোট নিয়ে। তন্বীর ঠিক এক ধাপ আগেই রয়েছে কলাম্বিয়ার একজন প্রতিযোগী যিনি খুব বেশি ভোটে এগিয়ে নেই। আর মাত্র ৫-৭ হাজার ভোট পেলেই হয়ত আমাদের বাংলাদেশের এই মেয়েটি জয়ী হয়ে ফিরবে এবং এই জয় থেকে প্রাপ্ত অনুদান দিয়েই কাজ শুরু হবে উপজেলা ভিত্তিক নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধের কার্যক্রম। ভোট দেবার জন্য হাতে আছে প্রায় ৪-৫ ঘন্টা।
হেরে যেতে ইচ্ছে করে না আমার। খুব সম্ভবত আমাদের কারোরই ইচ্ছে করে না। তারপরেও খুব ইচ্ছে করে যুদ্ধ চালিয়ে যাই। তন্বীকে এই প্রতিযোগিতায় জয়ী করে আনা কি খুব বেশী অসম্ভব একটি কাজ? আসেন না, আর মাত্র একটি বার চেষ্টা করি। সবাই চেষ্টা করে হেরে যাবার ভেতরও আনন্দ আছে হয়ত। একেবারেই জটিল কিছু না, নীচের লিঙ্কে গিয়ে আপনার, আপনাদের, আপনার বন্ধু-বান্ধব, ভাই, বোন সবার একটি করে ভোট দরকার কেবল। জানিয়ে রাখি, এই ভোট টি ব্যাক্তি তন্বীর জন্য নয়, এই ভোট টি বাংলাদেশের জন্য। লিঙ্কঃ http://applications.grandchallenges.ca/en/viewVideo/28735E6AA0EA38BC3362663B
নিজে ভোট দিন এবং এই পোস্ট টি শেয়ার করে অন্যদের মাঝে দ্রুত ছড়িয়ে দিন।
আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিভাবে ভোট দেব, পারলাম না।