প্লিজ আমাদের তন্নিকে জেতাতে ভোট দিন এবং তথ্যটি ছড়িয়ে দিন। তন্বীকে আমাদের জেতাতেই হবে।

এই টিউনটি কেবলই তন্বীকে জয়ী করবার জন্য। বাংলাদেশের নারীদের, বিশেষ করে উপজেলাভিত্তিক নারীদের স্তন এবং জরায়ু ক্যান্সার প্রতিরোধে বাংলাদেশের একজন প্রতিযোগী তন্বী কানাডা ভিত্তিক গ্রান্ড চ্যালেঞ্জে এই মুহূর্তে ২য় স্থানে রয়েছে প্রায় ২৬ হাজার ভোট নিয়ে। তন্বীর ঠিক এক ধাপ আগেই রয়েছে কলাম্বিয়ার একজন প্রতিযোগী যিনি খুব বেশি ভোটে এগিয়ে নেই। আর মাত্র ৫-৭ হাজার ভোট পেলেই হয়ত আমাদের বাংলাদেশের এই মেয়েটি জয়ী হয়ে ফিরবে এবং এই জয় থেকে প্রাপ্ত অনুদান দিয়েই কাজ শুরু হবে উপজেলা ভিত্তিক নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধের কার্যক্রম। ভোট দেবার জন্য হাতে আছে প্রায় ৪-৫ ঘন্টা।

হেরে যেতে ইচ্ছে করে না আমার। খুব সম্ভবত আমাদের কারোরই ইচ্ছে করে না। তারপরেও খুব ইচ্ছে করে যুদ্ধ চালিয়ে যাই। তন্বীকে এই প্রতিযোগিতায় জয়ী করে আনা কি খুব বেশী অসম্ভব একটি কাজ? আসেন না, আর মাত্র একটি বার চেষ্টা করি। সবাই চেষ্টা করে হেরে যাবার ভেতরও আনন্দ আছে হয়ত। একেবারেই জটিল কিছু না, নীচের লিঙ্কে গিয়ে আপনার, আপনাদের, আপনার বন্ধু-বান্ধব, ভাই, বোন সবার একটি করে ভোট দরকার কেবল। জানিয়ে রাখি, এই ভোট টি ব্যাক্তি তন্বীর জন্য নয়, এই ভোট টি বাংলাদেশের জন্য। লিঙ্কঃ http://applications.grandchallenges.ca/en/viewVideo/28735E6AA0EA38BC3362663B

নিজে ভোট দিন এবং এই পোস্ট টি শেয়ার করে অন্যদের মাঝে দ্রুত ছড়িয়ে দিন।

Level New

আমি ফয়সাল রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিভাবে ভোট দেব, পারলাম না।

ভোট দিলাম ।
ভাই ফলাফলটা দিবে কখন বা জানব কি ভাবে?

Level 0

You can no longer login to this site as the application process is closed. If you have questions or concerns about your specific application,

Level New

error page not found….

    @tunebd: and @newboy: ভাই, আপনাদের কমেন্টএর আগেই ভোট দেওয়ার অপশন ক্লোজ হয়ে গেছে।

ডাঃ তন্বী চৌধুরীরকে জেতাতে পারিনি।
—————————————————————————-
প্রতিযোগীতায় আমাদের তন্বী পেয়েছেন ৩০ হাজারেরও বেশ কিছু ভোট আর তাঁর ঠিক সামনে এগিয়ে থাকা কলাম্বিয়ান প্রতিযোগী পেয়েছেন প্রায় ৩৬ হাজার ভোট। যদিও কলাম্বিয়ান এই প্রতিযোগীর বিরুদ্ধে সফটওয়্যার ব্যাবহার করে আন এথিকালী ভোট কাস্ট করবার অভিযোগ উঠেছে , তথাপিও সেটি ব্যাতিরেকে তিনিই ভোটে প্রথম অবস্থানে ছিলেন এবং বাংলাদেশের ডাঃ তন্বী দ্বিতীয়।
—————————————————————————-
প্রতিযোগীতা শেষে ডাঃ তন্বী চৌধুরী একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ওয়ালে সেটা নিচে তুলে ধরলাম।
—————————————————————————-
মানুষের ভালোবাসা আর অনুপ্রেরণার শক্তিটি অনেক বিস্তৃত। আমার প্রস্তাবিত প্রকল্পে বাংলাদেশের মানুষের এত বড় মাপের সহযোগিতা, উৎসাহ, অনুপ্রেরণা আর ভালোবাসা পেয়েছি যে এই প্রকল্প নিয়ে না ভাবলে হয়তো আমাদের দেশের মানুষেরা দেশের উন্নয়নের জন্য কতটা ঐক্যবদ্ধ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী সে ব্যপারে ধারণাটা সুস্পষ্ট হতো না। আমার প্রকল্পের মূল বিষয় হচ্ছে “বাংলাদেশের উপজেলা পর্যায়ে নারীদের জরায়ু এবং স্তন ক্যান্সার সনাক্তকরন, সচেতনেতা বৃদ্ধি এবং চিকিৎসা পদ্ধতি”। এই প্রকল্পের ধারনা আমি পেয়েছি দেশের বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে। এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে আমাদের দেশের উপজেলা পর্যায়ের নারীদের জরায়ু এবং স্তন ক্যান্সার বিষয়ক সচেতনেতা বৃদ্ধি, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়া সম্ভব হবে। আমি সেই সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার প্রকল্পটিতে তাদের ভোট এবং মতামত প্রকাশ করে প্রকল্পের প্রতি তাদের সমর্থন প্রদান করেছেন। দেশের মানুষের সর্বাত্মক সমর্থন ছাড়া আমার একার পক্ষে এই প্রকল্পের জন্য আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করা সম্ভব নয়। আমি আবার ধন্যবাদ দিতে চাই সেই সকল মানুষদের যারা আমার প্রকল্পটি ইন্টারনেট এর বিভিন্ন মাধ্যমে শেয়ার করে বিশাল পড়িসরে আমার প্রকল্পের ধারনাটি ছড়িয়ে দিয়েছেন এবং আমার হয়ে ভোট চেয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। সবমিলিয়ে ইন্টারনেট এ প্রায় ১৪,০০০ শেয়ার, ৩১,০০০ ভোট এবং ৩০০ এর মত মতামত প্রমান করে এই প্রকল্পের প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন। তাই আমি এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের সাফল্য ব্যপারে অসম্ভব আশাবাদি। যদি কোন কারণে এই প্রতিযোগিতায় সাফল্য না আসে, কথা দিচ্ছি আমার এই প্রচেষ্টা থামবে না। আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে আমি বারবার চেষ্টা চালিয়ে যাব, দেশের মাটিতে এই প্রকল্প বাস্তবায়নের অনুদানের জন্য। কারণ আমি জানি আমরা একা নই বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। অদূর ভবিষ্যতে দেশের জন্য সবার সহযোগিতার মাধ্যমে “বাংলাদেশের উপজেলা পর্যায়ে নারীদের জরায়ু এবং স্তন ক্যান্সার সনাক্তকরন, সচেতনেতা বৃদ্ধি এবং চিকিৎসা পদ্ধতি” প্রকল্প অবশ্যই বাস্তবায়িত হবে। মানুষের ভালবাসার শক্তির বিজয় হবেই। ধন্যবাদ সবাইকে