নতুন এই ওয়েবসাইট মুভি পাগলাদের জন্য অসাধারন এক স্থান।
আপনারা সবাই নেট থেকে মুভি ডাউনলোড করেন। বেশিরভাগই মুভির সাথে মুভির পোস্টারটাও রাখতে পছন্দ করেন। বিশেষ করে যারা মুভি কালেকশন তৈরি করেন, তারা মুভির সাথে মুভির সাবটাইটেল, পোস্টার ইত্যাদি রেখে দেন।
তো চলুন জেনে নিই আমার এই ওয়েবসাইট আপনাদের কীভাবে সাহায্য করতে পারে।
আপনার কাজ হল ওয়েবসাইটটিতে গিয়ে মুভির নাম লিখে সার্চ দেয়া। কানেকশন স্পিড যদি মোটামুটি ভাল হয়, তাহলে চোখের পলকে পোস্টার পাওয়ার কথা। ইংলিশ, হিন্দি এমনকি বাংলা মুভির পোস্টারও আপনারা এখান থেকে নিতে পারবেন।
এখন বলতে পারেন, Google এ পোস্টার সার্চ দিলেই তো পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে, এই ওয়েবসাইটের চেয়ে সহজে ভাল পোস্টার গুগলে পাবেন না। আমার দেয়া সাইটে ঢুকে নাম লিখে সার্চ দিলেই HD Poster পেয়ে যাবেন সহজে।
১। এই ওয়েব সাইট Responsive Design এর উপর ভিত্তি করে তৈরি। Andorid, Apple, Iphone, Widescreen, Tablet যে কোন কিছু থেকে এক্সেস করতে পারবেন কোন সমস্যা ছাড়াই।
২। পোস্টার গুলো HD, তবে FULL HD পোস্টার পেতে একটু দেরী করতে হবে।
৩। ওয়েবসাইটটি দ্রুত লোড হয়, এমনকি জিপি মোডেমের মার্কা মারা স্পিডেও।
চলুন ঠিকানা টা নিয়ে নিইঃ
postarian.3owl.com
Mobile View of the website
খুব খুশি হব যদি আপনারা সাইটটি সকলের সাথে শেয়ার করেন।
ভবিষ্যতে আরো নতুন ফিচার যোগ করব, যেমন ধরুন আপনি সেট করে দিতে পারবেন কত সাইজের পোস্টার চান, FULL HD পোস্টার ও পাবেন। পাশাপাশি ভবিষ্যতে পোস্টারের সাথে সাথে ডাউনলোড লিংক, সাবটাইটেল ও পেয়ে যাবেন।
তবে এসব করার জন্য সময় প্রয়োজন, যা পড়াশোনার চাপের কারনে দিতে পারছি না।
বিঃদ্রঃ জাভা মোবাইলে এই ওয়েবসাইট সাপোর্ট করার সম্ভাবনা খুবই কম। কেননা এখানে AJAX ব্যবহার করা হয়েছে যা বেশিরভাগ জাভা মোবাইল (যদি একান্তই উন্নত সেট না হয়) এ সাপোর্ট করবে না।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।