প্রথমেই সবাইকে জানিয়ে দিতে চাই যে, কোন বিশেষ ওয়েব সাইটকে লক্ষ্য করে এই আরটিকোল লেখা আমার মূল উদ্দেশ্য নয়। তবে কোন কোন ওয়েব সাইটের নাম উদাহরনের স্বার্থে যদি চলে আসে তবে এটাকে কেউ পারসনালী নিবেন না প্লিজ। 🙄 🙄 🙄 যতটা সম্ভব নিরপেক্ষভাবে এই উদাহরন দেয়ার চেষ্টা করা হবে। কাউকে হিট না করে এই আরটিকোলটি লেখার চেষ্টা করছি। তবে কোন প্রকারের ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
দেশে আজকাল ওয়েব সাইট বানানোর প্রতিযোগীতা চলছে...। 😆 কিছু টাকা থাকলেই ওয়েব সাইট বানানো কোন ব্যাপারই না। ওয়েব সাইট এর প্রচলন বেড়ে যাওয়া খারাপ কিছু নয়। আমি নিজেই ১৩ টি ওয়েব সাইট কন্ট্রল করি। তবে আমরা অধিকাংশ সময় ভালো জিনিসগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি নি। হয়ত আমরা প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করা শিখি নি। দেশে ক্রয় বিক্রয় এর অনেক সাইট থাকলেও বিক্রয় ডট কম আসার পর ক্রয় বিক্রয় এর নতুন দিগন্ত উন্মুক্ত হয়। পুরাতন জিনিস ক্রয় বিক্রয় করার জন্য আমি যদিও প্রথম থেকে সেল বাজার ব্যবহার করি তবে বিক্রয় ডট কম আসার পর এর ব্যাপক ব্যবহার আমাকে আনন্দিত করে। আমি নিজেও বিক্রয় ডট কমের সাহায্যে পুরাতন কিছু জিনিস বিক্রয় করতে সক্ষম হই। বিক্রয় ডট কম সাইটটি চালু হওয়ার পর বাজারের যে সম্প্রসারন ঘটে তা সত্যিই প্রশংসার দাবিদার। গ্রামের রাখালও এবার বিক্রয় ডট কমে বিজ্ঞাপন করে ঘরে ফেলে রাখা পুরাতন দ্রব্যটি সহজেই বিক্রয় করতে পারছে। এজন্য আমি ওয়েব মিডিয়ায় জড়িত সকল ডেভোলাপারকে ধন্যবাদ জানাচ্ছি।
কিছু চরিত্রহীন লোকের জন্য প্রযুক্তির এই সম্ভাবনাময় দুনিয়া হুমকির সম্মুখীন। সেদিন গভীর রাতে আমার মোবাইলটি বেজে উঠে। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একজন অতি ভদ্রলোক বলেন, আপনি কি হোন্ডা বিক্রয় করবেন? একটু কথা বলেই জানতে পারলাম বিক্রয় ডট কম থেকে উনি বিজ্ঞাপন পেয়েছেন!!!! কল কেটে মোবাইলে দেখলাম রাত ৩ টা বাজে। কি করব? সে রাতের ঘুম বির্সজন দিলাম। মোবাইল অফ করে ঘুমালাম। সকাল ৯ টায় মোবাইল অপেন করলাম। ১ ঘন্টার মধ্যে কমপক্ষে ১০০ কল পেলাম। তারমধ্যে কয়েকটা কল রিসিভ করলাম। বিক্রয় ডট কমে গিয়ে ব্রাউজ করে দেখি মাত্র ৬০ হাজার টাকায় ২০১৩ মডেলের পালসার বিক্রয় করার বিজ্ঞাপন করা হয়েছে। আমি না কি বিদেশ চলে যাচ্ছি তাই দ্রুত বিক্রয় করে দিতে চাচ্ছি। বিজ্ঞাপন দেখেই টাকসি না খেয়ে কি আর পারা যায়। রিপোর্ট করে বিজ্ঞাপনটি ডিলেট করে দিয়ে মুক্তি পেলাম। আইপি ট্যাক করে ভদ্রলোককে পেলাম। তিনি আমার ফেইসবুকের একজন ভদ্রলোক। আমার এফবি আইডি থেকে আমার সাথে মজা করেছেন। কয়েকটি সামাজিক যোগাযোগ সাইটে সাউট করে যা জানলাম তাতে রিতিমত চোখ কপালে উঠার অবস্থা হলো। কেউ কেউ তো গরু ছাগল বিক্রয় এর ঝামেলায় পড়েছেন। মনে মনে ভদ্রলোককে ধন্যবাদ দিলাম। যাই হোক মটর সাইকেল বিক্রয় এর বিজ্ঞাপন দিয়েছে, বেটা আমাকে দিয়ে হাস, মোরগ তো বিক্রয় করায় নাই। ভদ্রলোককে আনফ্রেন্ড না করে বুঝালাম যে, এটা কোন ধরনের ফান হতে পারে না। আমরা না বুঝেই আমাদের প্রযুক্তকে ব্যাড ইউজ করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আমি যেহেতু ওয়েব ডেভোলাপের কাজ করি তাই আমার ফেইসবুকে কিছু ফ্রেন্ড রিকুয়েস্ট রিসিভ করতে হয় যাদের আমি ভালোভাবে জানি না। কেননা, আমার পেইজ থেকে অনেকে আমায় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। কি করা ভদ্রলোক স্যারি বললেন!!! কিন্তু সেই সব ভদ্রলোকদের বলব, স্যারি শব্দটাও যে আপনারা মাঝে মাঝে ব্যাঙ্গাতক করে ফেলেন তা কি আপনারা জানেন????
এই সমস্যা আজকাল ব্যাপক। কেউ কেউ যদিও মজা করার জন্য করছেন!!! কেউ কেউ আবার অভ্যাস বসত করছেন। আমরা যদি এসব স্ক্যামিং বন্ধ না করি তা হলে হয়ত একসময় প্রযুক্তি আমাদের নিয়ে ব্যাঙ্গ করবে। নতুন কিছু করার আগ্রহ আমরা হারিয়ে ফেলব।
পরবর্তীতে বিক্রয় ডট কমের সাথে আমি যোগাযোগ করি। তারা জানায় মার্কেট সম্প্রসারনের জন্য তারা এই সুযোগ নিয়ে আসলেও এরকম স্ক্যামিং আজকাল বৃদ্ধি পেয়েছে। আমি তাদের বলি, মোবাইল ভেরিফিকেশন সিসটেম নিয়ে আসলে এই সমস্যার সমাধান কিছুটা হতে পারে। তারা জানায় তাহলে তারা যে উদ্দেশ্যে মার্কেটকে সবার কাছে উন্মুক্ত করতে যাত্রা শুরু করেছে তা ব্যাহাত হবে। তাদের কথাও অনেকটা ঠিক। তবে এটা ঠিক যে, সব কিছুর একটা আইন আছে। আমাদের দেশে যদিও আমরা এসবকে তেমন বড় করে দেখছি না!!! তবে এটা যে ভয়াবহ অন্যায় তা বুঝার ক্ষমতা প্রতিটি সাধারন মানুষের আছে বলে আমি মনে করি। যাই হোক আমাদের সবার সচেতনতাই আমাদের এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবে। সবাইকে ধন্যবাদ।
আমাকে সবসময় ফেইসবুকের এই পেইজে পাবেন।
আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)
Ami o …Apner satha akmot …