মধ্যপ্রাচ্যের(সৌদিআরব)টেলিকম এবং কিছু কথা[আঁতেলদের জন্য নয়]

সবার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে আমার আজকের টিউন শুরু করছি। হয়ত বা এ জাতীয় কোন টিউন টেকটিউনসে বেমানান, তারপরেও আজকে সাহস করলাম। কথা না বাড়িয়ে টিউনে আসি। আমরা যারা সৌদি প্রবাসী অনেকেই "stc" সম্পর্কে অবগত আছি। তা মোবাইল সিম হোক কিংবা "DSL"(Broadband connection,wi-fi,wimax) যেটাই হোক সিংহভাগই এই নামের সাথে পরিচিত। stc-র বর্তমান অফার "AFAQ DSL Shamil" যার সাথে কোনরকম সাবস্ক্রিপশন ফি,ভ্যাট ব্যতীত সাথে সুদৃশ AFAQ DSL SHAMEL MODEM(m014) দেয়া হচ্ছে। বিস্তারিত পুরাতন ও নতুন ট্যারিফ নিম্মে দেয়া হলঃ

Monthly subscription fees for Afaq DSL Shamel(NEW)

Monthly subscription fees for Afaq DSL Shamel(OLD)

DSL subscription fees

The New speed structure

Speed
99 Riyals 109 Riyals 90 Riyals up to 128Kb up to 128Kb
149 Riyals 149 Riyals 100 Riyals up to 256Kb up to 256Kb
199 Riyals 199 Riyals 120 Riyals up to 512Kb up to 512Kb
211 Riyals 299 Riyals 150 Riyals up to 1 Mpbs up to 1 Mpbs
222 Riyals 459 Riyals 180 Riyals up to 2Mpbs up to 2Mpbs
244 Riyals 759 Riyals 210 Riyals up to 4Mpbs up to 4Mpbs
266 Riyals 555 Riyals 240 Riyals up to 8Mpbs up to 8Mpbs
555 Riyals 555 Riyals 260 Riyals DSL Max
From 10 MB up to 20 MB up to 10Mpbs
555 Riyals 555 Riyals 290 Riyals up to 16Mpbs
555 Riyals 555 Riyals 310 Riyals up to 20Mpbs
আমি পূর্বে "৫১২কেবিপিএস" প্যাকেজটা ব্যবহার করতাম, কিন্তু গত এপ্রিল মাস হতে আমাদের জন্য সেই আগের দামেই "৪এমবিপিএস" চালু হয়েছে যা ১বছর পর্যন্ত মেয়াদ থাকবে(১ বছরের মধ্যে প্যাকেজ পরিবর্তন মানে পূর্বের প্যাকেজে যাওয়া যাবে না)। ও আরেকটা কথা "(সৌদি ১রিয়াল কিন্তু বাংলাদেশী ১৮টাকা) [বিঃদ্রঃ-টিউনটি যদি টেকটিনসে অগ্রহনযোগ্য হয় তাহলে টিউনটি মুছে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন রইল] ধন্যবাদ সকলকে।

Level 0

আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HD ভাই সউদি আরবে আছেন কই একটু জানাইয়েন,আপনি মনে হয় stc-র একজন ভাল গ্রাহক তাই ইহার এত খোঁজ খবর রাখেন কিন্তু ভাই stc সাহেবরা এত ভাল না এখন Go telicom-ও ভাল সার্বিস দিতেছে সউদি আরবে মনে হয় বিলিং কানেকসন ইউজ না করে প্রিপেইড ইউস করা বেশি নিরাপদ যাক সে সব কথা,আপনি লিখেছেন,

[বিঃদ্রঃ-টিউনটি যদি টেকটিনসে অগ্রহনযোগ্য হয় তাহলে টিউনটি মুছে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন রইল]

আরে ভাই আবেদন করার কি দরকার আপনারকি মনে হয় এটা কারো উপকারে লাগবে আমারতো মনে হয় না,আর যদি কারো উপকারে না লাগে অর্থাৎ অগ্রহনযোগ্য টিউন মনে হয় তা হলে আপনার টিউন আপনি নিজেই ডিলেট করে দিতে পারেন খালি খালি কর্তৃপক্ষকে কষ্ট দিবেন কেন।টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ভবিষ্যতে আর ভাল এবং উন্নত মানের টিউন আশা করছি।

Level 0

ধন্যবাদ আতাউর রহমান ভাই এখনই ডিলেট করে দিচ্ছি।

    ভাই আপনার ঠিকানাটা দিলেন্না আপনি সউদি আরবের কোথায় থাকেন।

সউদি আরব প্রবাশিদের কাজে লাগবে ।

Level 0

এটা এখানে পুরাই বেমানান

মডুরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে,এ রকম বাজে টাইটেলের টিউন সংশোধন অথবা মুছে ফেলার ব্যাবস্হা নিচ্ছেনা কেন?

hd vai apni to সউদি আরবের 1ta jugali. kothabarta too thik moto sikhan nai.. what do u mean by atel. agaa kothae ki vabe kotha bolte hoa ta sikha nen, then tune koiren. admin bro plz aesob baze title ar tune bondo koren.

    Level 0

    আসলে আমার মনে হয় আমি আপনাকে চিনি। আমার ধারণা যদি সঠিক হয় তাহলে আপনার খুবই নিকটাত্বীয় সৌদি আরবে ছিলেন এবং তিনি জোগালী ছিলেন। আর যদি না হয় সমস্যা নেই। পরে আপনি বলেছেন “atel” এটা হবে আঁতেল। আর আঁতেল নিয়ে আপনার গায়ে এত কাঁটা লাগল কেন বুঝলাম না।(আপনি কি ঐ শ্রেণীতে আছেন এমন কথা কেউ কি আপনাকে বলেছে নাকি)? সবশেষে আপনি বলেছেন কথা কিভাবে বলতে হয় শিখে আসতে( agaa kothae ki vabe kotha bolte hoa ta sikha nen, then tune koiren. admin bro plz aesob baze title ar tune bondo koren)”agaa” না agey, “hoa” না hoi, “bondo” না bondho, “সউদি” না সৌদি হবে। আগে আপনি কিভাবে শুদ্ধভাবে মন্তব্য করতে হয় তা শিখে আইসেন। ও আর একটা কথা আপনি চাল-ডাল খিচুড়ীর মত বাংলা আর ইংরেজীর মিশ্রণে বেংলিশ করে ফেলেছেন। আশা করি ঈদের চঁদের মত না হয়ে সবসময় বাংলা ভাষায় চর্চা শুরু করবেন। প্রয়োজনে স্বরবর্ণ(অ, আ, ই, ঈ,) ব্যঞ্জনবর্ণ(ক, খ, গ, ঘ,) থেকে শুরু করতে পারেন। ভাল থাকবেন ধন্যবাদ

রাজু, তোমার মতো একটা বাচ্চা ছেলে হিসেবে অনেক বেশি কথা বলে ফেলেছো। বাপের ঘাড়ে খাও তো, তাই দুনিয়ার অন্য মানুষকে এখনো সম্মান করতে শেখোনি। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী সৌদি আরবে। তারা হয়তো এখানে অনেক ছোট ছোট কাজ করে অতি স্বল্প পয়সা কামায়। কিন্তু এই টাকাই কিন্তু তোমার দেশের অর্থনীতির চাবিকাঠি। সবাই হয়তো বলবে যে গার্মেন্টস আমাদের দেশের মূল চাবিকাঠি। আমি তাদের বলবো, দয়া করে গার্মেন্টস খাত কত টাকা রপ্তানি করছে আর কত টাকার দ্রব্যাদি এবং সরঞ্জাম আমদানি করছে তার হিসাবটা ভালো করে দেখতে। রাজু, কোন মানুষকে এভাবে অপমান করার আগে চিন্তা করে নিও যে তুমি নিজে কি।

আমি জানি এই টিউনটা এখানে একদম বেমানান। কিন্তু টিউনার অন্তত চেষ্টা করেছেন তার মতো অন্য সবাইকে সাহায্য করতে। ধন্যবাদ টিউনারকে।

    আপনার সাথে একমত…

    টেকটিউন নীতিমালা
    ৩.১ টিউনারদের কিংবা ননটিউনারদের, কাউকে গালিগালাজ করা যাবে না।
    ৩.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
    ৩.৩ উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
    (রাজু ভাই , আপনাকে আমার কিছুই বলার নেই,কারণ আমি কাউকে কিছু বলি না। শুধু এই নীতিমালা গুলো স্মরণ করিয়ে দিলাম।)

    ডিজিটাল ভাইয়ের সাথে আমি একমত,সারা বিশ্বের প্রায় ৪০ ভাগ প্রবাসী বাংলাদেশি থাকে সউদি আরবে আর মোট প্রবাসীর প্রায় ৮০ ভাগ থাকে মধ্যপ্রাচ্যে,আর এই প্রবাসীদের পাঠানো টাকায়ই বাংলাদেশের অর্থনীতি এখনো টিকে আছে এটা আমার কথা নয় সরকারেই কথা যদিও বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিরা অনেক সমস্যার মাঝে আছে বিশেষ করে সউদি আরবে কিন্তু আমাদের সরকারের এই বেপারে বিশেষ কোনো পদক্ষেপ চোখে পরছেনা যদিও মুখে অনেক কথাই বলে কিন্তু কাজের বেলায় একেবারে শুন্য।যাক আসল কথায় আসি যাহারা এই ভাবে অন্যকে খারাপ ভাষায় কমেন্ট করে,যাদের করে তাদের কোনো ক্ষতি হয় না বরং যারা করে তাদের রুচি জ্ঞান নিয়ে প্রশ্ন উঠে যেমন এখন উঠছে,কারো টিউন ভাল না লাগলে আমরা ভদ্র ভাষায়ই তাকে বলে পারি এত বড় আমাদের বাংলা ভাষার ভান্ডারে অবষ্যই আমাদের ভদ্র শব্দ গুলু খুঁজে বের করতে খুব একটা কষ্ট হবেনা।আমি অনুরোধ করব রাজু সাহেবকে উনি যেন উনার বক্তব্যটা প্রত্যাহার করে নেন।

    বাংলাদেশের max বৈদেশিক মুদ্রা ইনকাম আসে এই প্রবাসীদের দ্বারা। তাই আমাদেরও তাদেরকে সম্মান দেখানো উচিত

কাজের টিউন ধন্যবাদ HD ভাই। তবে Go telicom মনে হয় STC চেয়েও আরোও fast

কাজের টিউন ধন্যবাদ HD ভাই। তবে Go telicom মনে হয় STC চেয়েও আরো fast

রাজু তুমি কত টুকু পড়া লেখা করেছ আমার জানা নেই। তবে তোমার ভাষাটা রাজ মেস্তীর জুগালির মত। উনি হয়তো পোষ্টটা করে ভুল করেছে কিন্তু তুমি ২০ লাখ বাংগালিকে
অপমান করতে পার না। আর এইটা মনে রেখ তোমার ছেয়ে অনেক যোগ্য লোক মধ্যপ্রাচ্যে থাকে। আর ইনকাম করে নিজের টাকা খরচ করবে, বাপের টাকা নয়। তাহলে বাস্তবতা
বুজতে পারবে।আর তোমার নাম ধরে লিখার কারন তোমার ব্যবহার ইহাই প্রাপ্য ছিলো।

রাজু ভাই আপনি এভাবে বলাটা ঠিক করেননি।

আর কর্তৃপক্ষের নিকট আবেদন রাজু ভাইয়ের কমেন্টটা যেন ডিলেট করে দেয়া হয়।এই কমেন্ট এখানে থাকা মানে প্রতিটি ভিজিটরের কাছে HD ভাইকে অপমান করা।

Level 0

বাংলাদেশের জন্য এটা স্বপ্ন ছাড়া আর কিছুই না ।

Level 0

টেকটিউনস বাংলাভাষায় টেকনোলজির একটি সাইট। এ টিউনটিও টেকনোলজি নিয়েই লেখা। টিউনটি মান হয়তো বেশী ভাল হয়নি, তাই বলে একেবারে বেমানান কোথায়?
রাজু সাহেব যেভাবে মন্তব্য করেছেন তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জুগালী, মাজরা শ্রমিক বা বলদিয়ার ঝাড়ুদার যেই হোক না কেন এভাবে একটা প্রফেশনের অসম্মান করা সুস্থ্যতার পরিচয় বহন করে না। আরো লক্ষ্যণীয় বাংলা এ সাইটটিতে একমাত্র উক্ত মন্তব্যকারীই বাংলা বা ইংরেজি কোনটাই শুদ্ধভাবে লিখতে পারেননি।
তার মন্তব্যটি মুছে ফেলার জন্য মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।