সবার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে আমার আজকের টিউন শুরু করছি। হয়ত বা এ জাতীয় কোন টিউন টেকটিউনসে বেমানান, তারপরেও আজকে সাহস করলাম। কথা না বাড়িয়ে টিউনে আসি। আমরা যারা সৌদি প্রবাসী অনেকেই "stc" সম্পর্কে অবগত আছি। তা মোবাইল সিম হোক কিংবা "DSL"(Broadband connection,wi-fi,wimax) যেটাই হোক সিংহভাগই এই নামের সাথে পরিচিত। stc-র বর্তমান অফার "AFAQ DSL Shamil" যার সাথে কোনরকম সাবস্ক্রিপশন ফি,ভ্যাট ব্যতীত সাথে সুদৃশ AFAQ DSL SHAMEL MODEM(m014) দেয়া হচ্ছে। বিস্তারিত পুরাতন ও নতুন ট্যারিফ নিম্মে দেয়া হলঃ
Monthly subscription fees for Afaq DSL Shamel(NEW)
আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।
HD ভাই সউদি আরবে আছেন কই একটু জানাইয়েন,আপনি মনে হয় stc-র একজন ভাল গ্রাহক তাই ইহার এত খোঁজ খবর রাখেন কিন্তু ভাই stc সাহেবরা এত ভাল না এখন Go telicom-ও ভাল সার্বিস দিতেছে সউদি আরবে মনে হয় বিলিং কানেকসন ইউজ না করে প্রিপেইড ইউস করা বেশি নিরাপদ যাক সে সব কথা,আপনি লিখেছেন,
[বিঃদ্রঃ-টিউনটি যদি টেকটিনসে অগ্রহনযোগ্য হয় তাহলে টিউনটি মুছে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন রইল]
আরে ভাই আবেদন করার কি দরকার আপনারকি মনে হয় এটা কারো উপকারে লাগবে আমারতো মনে হয় না,আর যদি কারো উপকারে না লাগে অর্থাৎ অগ্রহনযোগ্য টিউন মনে হয় তা হলে আপনার টিউন আপনি নিজেই ডিলেট করে দিতে পারেন খালি খালি কর্তৃপক্ষকে কষ্ট দিবেন কেন।টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ভবিষ্যতে আর ভাল এবং উন্নত মানের টিউন আশা করছি।