টেকটিউন নিয়ে কিছু পর্যালোচনা by LuckyFM

এই পর্যন্ত TT তে টিউন সংখ্যা ২৪১৪০

সম্পাদকীয় (3)

তো আপনি কোন বিভাগটি কে সম্বৃদ্ধ করছেন???

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইসলামিক বিভাগ নামে একটি নতুন বিভাগের দাবি করছি।

    Level 0

    জি আমার ও মনে হয় ইসলামিক ১টা বিভাগ থাকা উচিত

    সাথে জন সচেতনতা মুলক একটা বিভাগ চাই

    Level 0

    ধর্ম একটা ব্যাপক বিষয়। এর আলোচনার জন্যে তো আলাদা সাইট থাকতে পারে, এবং এধরণের অনেক সাইট আছে বলেই আমার বিশ্বাস। তাহলে টেকটিউনসকে এর মধ্যে টেনে আনা কেন?

    Level 0

    মিঃ spam ও কিন্তু ঠিক বলেছেন

এটাকে টিউন বলব, না কি বলব???????????

    Level 0

    মন্তব্যের জন্য ধন্যবাদ

    তবে
    মিঃ শোয়েব একটা জিনিস মনে রাখবেন,
    আপনি কি বললেন না বললেন তা দিয়ে কাউর কিছু আসে যায় না
    কারন হাজার ধানের মদ্ধে চিটা ত থাকে

    আপনার মনে Jealousy তা control করতে পারেন না ……
    ব্যপার না বয়স বাড়লে হয়ত সব থিক হয়ে যাবে; সেই কামনায় …
    -LuckyFM

এটা কি হল????

ইসলামিক বিভাগ করলে হিন্দু, খ্রিস্টান- এইসব বিভাগও করতে হবে।

আর উইন্ডোজ শোয়েব ভাই, এইটা টিউন হতে সমস্যা কোথায়? @ LuckyFM ভাই, জেলাসির কি আছে এখানে?????

    ভাল বলেছেন একটা কথা মনে রাখবেন কোরান একমাত্র কিতাব যার সাথে আধুনিক বিজ্ঞানের কোন বিরোদ নাই বরং বিজ্ঞান কোরানের কাছে দায়বদ্ধ কারন পবিত্র কোরানকে ঘবেষনা করেই বিজ্ঞানের এতো উন্নতি সাধন বিজ্ঞান যেখানে ব্যার্থ কোরান সেখানে সফল এটা প্রমানিত।ছেঙ্গাবেঙ্গা ভাই একটু টেকটিউনসের প্রতি ভাল করে দৃষ্টি দেন এখানে কত জন অন্য ধর্মের টিউনার কিংবা কমেন্টের আছে আশা করি ইসলামিক বিভাগ করলে কেউ আপত্তি করবেনা।আর আপনার যদি অন্য কোনো নামের বিভাগ চান প্রস্তাব করেন কিন্তু এভাবে বিরধিতা করাটা মনে হয় ঠিক হয় নাই।

    Level 0

    আসুন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি……
    আমদের মহানবি সঃ বলেছিলেন, তাই TechTune আইটি নিয়েই থাকুক

আতাউর রহমান ভাই, আপনার কয়েকটা মতের সাথে আমি একমত। তবে আপনি যেমন পবিত্র কোরআনের স্বপক্ষে বলবেন, একজন খ্রিস্টান ও বাইবেল নিয়ে সেভাবেই বলবে। এতে কি লাভ হবে? আমরা কোন কিছু শেখার বদলে জানবো কিছু ঝগড়া, গালাগালি।

আমি বিরোধিতা করি নাই, বরং সাম্প্রদায়িকতা থেকে প্রিয় টেকটিউনস কে বাচাতে চাই। আপনি সামহোয়ারইন-এ গেলেই বুঝবেন ব্যাপারটা। ধর্ম বিষয়ক কোন পোস্ট দিলেই এক দল নাস্তিক এসে পুরো ব্যাপারটা বেশ ন্যাক্কার জনক পর্যায়ে নিয়ে যায়, মুসলমান হিসেবে সেটা কারোরই ভালো লাগার কথা না। এতে পরিবেশটাই নষ্ট হয়, অনেক ব্লগার বিরক্ত হয়ে ব্লগ ছেড়ে চলেও যায়।

টেকটিউনস ভালবাসেন আপনিও, আমিও। ভাই, কোন দাবী করার আগে একটু চিন্তা করবেন, হুট করে একটা বলে দিলেই হয় না।

    ভাই আবারো বুঝলেন্না আমার কথাটা,আমি বলি নাই আমি পবিত্র কোরানের পক্ষে বলব আমিতো এখানে ধর্ম প্রচার করবনা,আমি শুধু বোঝাতে চাইছি পবিত্র কোরানে বিজ্ঞান সম্মত যা কিছু আছে তার উপরে টিউন হবে,এখন যদি অন্য ধর্মেও বিজ্ঞান সম্মত কিছু থাকে তা তারা লিখবে এতে অসুবিধারতো কিছু দেখি না,কে কি বলবে সেই ভয়ে যদি বসে থাকি তা হলেতো কিছু শিখতে পারবনা কোরানের মতন একটা বিশাল বিজ্ঞান সম্মত কিতাব থেকে তাই না।আর কেউ যদি খারাপ মন্তব্য করে আমরা এর প্রতি-উত্তর না করি তা হলে খারাপ মতব্য কারি বেশী পথ অগ্রসর হবেনা।

    আতাউর রহমানের সাথে আমিও একমত। এটা ধর্ম প্রচারের ক্ষেত্র নয়। কিন্তু বিজ্ঞানসম্মত। কেউ যদি তার ধর্মকে বিজ্ঞান সম্মত বলে দাবী করে সেও টিউন করবে। পোষ্ট বেশী হলে ঐ ধর্মের জন্যও বিভাগ খোলা যেতে পারে।

    আতাউর রহমানের সাথে আমি একমত

ভাই আতাউর রহমানের সাথে আমিও একমত। ইসলামিক বিভাগ থাকলে আমরা এখান থেকেই আমাদের পবিত্র ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানতে পারব।

জয় ভাই আপনি দিয়ে করে টিউন বিষয় মন্তব্য করুন। এভাবে সকল জায়গা সাইট এর নাম দেয়া বন্ধ করুন প্লিজ ;(

Lucky FM এটাকে পর্যালোচনা বললেন। কিন্তু এখানে কোন পর্যালোচনার নাম গন্ধও দেখলাম না।

“Tune আমি করবনা; কিন্তু re-TUNE আমি করব।…….” >> উনার স্টেটাস এ মনে হয় এটাও রি-টিউন । তা ভাই কোন টিউনের রি টিউন এটা?

    Level 0

    না ভাই ওউটা ত রাগে বলেছিলাম

কি বলব বুঝতে পারছি না 😐 :#

    Level 0

    আমিও কি রিপ্লাই দিব খুজে পাচ্ছিনা

Level 0

১মত…।আমিও
মন্তব্যের স্থলে শুধু এ্যড দিলে তাকে ব্যন করা উচিত

আমি LuckyFM ভাইয়ের সাথে একমত। এব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ আশা করছি।

    Level 0

    কিন্তু কতৃপক্ষের দৃষ্টি এখানেই নিরব