টেকি দুনিয়ার লেটেস্ট নিউজ আপডেট

আপনারা অনেকেই জানেন আমি টেকি দুনিয়ার নিউজগুলোর আপডেট নিয়ে কিছুদিন পর পর টিউন করি যাতে আপনারা খুব সহজেই টেকনলজি দুনিয়ার সাথে আপডেটেড থাকতে পারেন। আর সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন ।তাহলে চলুন দেখে নেই গত কয়েকদিনে টেকনলজির দুনিয়ায় কি কি গরম খবর এসেছে

১০০ মিলিয়ন কপি বিক্রি হলো উইন্ডোজ সেভেন

গত ২২শে অক্টোবর রিলিজ হওয়ার পর এখন পযর্ন্ত উইন সেভেনের প্রায় ১০০ মিলিয়ন কপি তার মানে ১০ কোটি কপি বিক্রি হয়েছে যা এখন পযর্ন্ত সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া উইন্ডোজে অপারেটিং সিস্টেম।মাইক্রোসফটের তথ্যমতে প্রতি ১০টি পিসির একটিতে উইন্ডোজ সেভেন বৈধভাবে ব্যবহার হচ্ছে।এই রিপোর্ট দেখে মনে হচ্ছে উইন্ডোজ সেভেনের দিন শুরু আর এক্সপির দিন শেষ।তবে যেখানে মাইক্রোসফট নিজেই চাচ্ছে এক্সপি মারা যাক সেখানে .........

২০১০ প্রথম প্রান্তিকে গ্রামীনফোনের ইনকাম বেড়েছে

২০১০ সালের প্রথম প্রান্তিকে মানে প্রথম তিনমাসে গ্রামীনফোনের মোট ইনকাম হয়েছে ১৭০৪ কোটি টাকা ।আগের বছরের তুলনায় যা ৮ শতাংশ বেশি। ইন্টারনেট থেকে আয়ও গত বছরের প্রথম ও শেষ প্রান্তিকের তুলনায় যথাক্রমে ৬৫ ও ১৩ ভাগ বেড়েছে, যা মোট রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই তিন মাসে গ্রামীণফোনের নতুন গ্রাহক বেড়েছে ছয় লাখ ৪৫ হাজার। এর ফলে কোম্পানিটির গ্রাহকসংখ্যা দুই কোটি ৩৯ লাখ ছাড়িয়ে গেছে, যা দেশের মোবাইল টেলিফোন বাজারের শতকরা ৪৪ ভাগ।
এই তিন মাসে গ্রামীনফোন ২৩৩ কোটি টাকার কর পরিশোধ করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৬ কোটি টাকা বেশি।

আই সিরিজের তিনটি প্রসেসর নিয়ে মার্কেট বাড়াতে চাচ্ছে ইন্টেল

ইদানিং দেখা যাচ্ছে ইন্টেল তাদের নতুন ধরনের আই সিরিজের তিনটি প্রসেসর নিয়ে মার্কেট বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।এই তিনটি প্রসেসর হরো i3,i5,i7 আর এই তিনটি প্রসেসরের দামও কোর টু ডুয়ো এর কাছাকাছিই কিন্তু এত ডুয়েল কোর ধারনাকে আরও পাকাপোক্ত করা হয়েছে।তবে এর বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাই আবার নতুন কোন প্রসেসর আসবে তা বলা মুশকিল।

ইন্টারনেট এক্সপ্লোরারের বাজার আরেক ধাপ কমলো

সম্প্রতি নেট অ্যাপ্লিকেশন জানিয়েছে বর্তমানে ব্রাউজার মার্কেটে ইন্টারনেট এক্সপ্লোরারের বাজার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে বর্তমানে এটি ব্রাউজার মার্কেটের ৫৯.৯% দখল করে আছে।অপরদিকে মজিলা ২৪.৫% দখলে নিয়ে দ্বিতীয় অবস্বাহে এবং গুগল ক্রোম ৬.৭% নিয়ে তৃতীয় স্হানে আছে।অন্যান্য ব্রাউজারগুলোর মাঝে সাফারি ৪.৭% এবং ওপেরা ২.৩% বাজার দখল করে আছে এখানে উল্লেখ্য যে ২০০৩ সালে এক্সপ্লোরারের বাজার ছিল প্রায় ৯৩% ।

অ্যাডবি ফ্ল্যাশের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে অ্যাপল

অনেকেই হয়তো জানেন যে, অ্যাপল তাদের আইপ্যাড এবং আইফোনে ফ্ল্যাশ সাপোর্ট দেয়া বন্ধ করে দিয়েছে। এর মানে হচ্ছে ফ্ল্যাশ গেমগুলো বা ফ্ল্যাশ দিয়ে তৈরি কোন কিছু আইপ্যাড বা আইফোনে চলবে না। ফ্ল্যাশ সাপোর্ট থাকলে ডেভেলপাররা সব অপারেটিং সিস্টেমের জন্যে একই অ্যাপ্লিকেশন তৈরী করতে পারতেন, ব্যবহারকারীরাও উপকৃত হতেন কিন্তু অ্যাপল এই কাজ করেছে তাদের অপারেটিং সিস্টেমে ব্যাবহারকারিদের ধরে রাখতে।

বিশ্বের সবচেয়ে কমদামি মোবাইল নিয়ে আসলো ভোডাফোন

সম্প্রতি ভোডাফোন ভারতের বাজারে নিয়ে এসেছে মাত্ত ৭০০ রুপির ভোডাফোনের মোবাইল ফোন যা পৃথিবীর সবচেয়ে কমদামি মোবাইল ফোন।মুলত ভারতীয়সহ বিশ্বের লো কস্ট বাজারকে লক্ষ করেই এই সেট তৈরি করেছে ভোডাফোন।এতে মূলত ভয়েস কলকে প্রাধান্য দেয়া হয়েছে।আর ঘড়ি ক্যালকুলেটারের মত কিছু ফিচার আছে।

নতুন ধরনের অ্যাডসেন্স লেআউট পরীক্ষা করছে গুগল

সম্প্রতি গুগল কিছু কিছু ওয়েবসাইটে নতুন ধরনের গুগল অ্যাডসেন্স লেআউট পরীক্ষা করছে।তবে নতুন ধরনের এই লেআউটের ব্যাপরে গুগল অফিসিয়ালি কিছুই বলেনি।তবে কিছু কিছু সাইটে এই পরিবর্তন দেখা গেছে।নিচের স্কীনশটটি দেখুন।

3D ডেস্কটপ টেকনলজি বাম্পটপকে কিনে নিলো গুগল

গুগল তাদের ওয়েব দুনিয়ায় শপিং এর অংশ হিসেবে গত সপ্তাহে কিনে নিলো 3d ডেস্কটপ টেকনলজি বাপ্পটপ।বাম্পটপ দিয়ে ডেস্কটপকে নতুন করে 3d স্টাইলে সাজানো যায়।তবে গুগল কেনার পরে এর আর কোন ভার্সন বের হবেনা।গুগল তাদের বিভিন্ন সার্ভিসে এই টেকনলজি ব্যবহার করবে বলে মনে হচ্ছে।

রিলিজ পেলো উবুন্টুর নতুন সংষ্করণ

গত ৩০ শে এপ্রিল রিলিজ পেলো উবুন্টুর নতুন সংষ্করন উবুন্টু ১০.০৪ এর Lucid Lynx LTS সংষ্করণ।
এই সংষ্করনে উবুন্টুকে দেওয়া হয়েছে নতুন চেহারা আর উন্নত করা হয়েছে এর GUI. এই ব্যাপারে আমার একটি টিউন আছে এটা দেখতে পারেন।https://www.techtunes.io/open-source/tune-id/23757/

বিক্রি হলো ১ মিলিয়ন আইপেড

রিলিজ পাওয়ার মাত্ত ২৮ দিনেই অ্যাপলের আইপেড বিক্রি হয়েছে প্রায় ১ মিলিয়ন ।আর এতে যারপনারই খুবি খুশি অ্যাপল।মূলত অ্যাপলের তৈরি পন্যগুলো একটু ভিন্ন ধরনের স্টাইলিশ হয় যা সহজেই টেকি প্রেমিদের মন কেড়ে নেয়।আর আইপেডের ক্ষেত্তেও তার ব্যতিক্রম হয়নি।তবে এই মাসের মধ্যেই অ্যাপল আইপেড এর ৩জি ভার্সন মার্কেটে আসবে আর এতে বিক্রি বাড়বে এটা হলফ করে বলা যায়।

সিটিসেলের জুম আল্ট্রা এখন মাত্ত ২৯৯০ টাকায়

সিটিসেল তাদের জুম আল্ট্রা মডেমের দাম কমিয়ে ২৯৯০ টাকায় নিয়ে এসেছে ।মূলত ব্যবহারকারি বাড়ানোর উদ্দেশ্য এই দাম কমানো হয়েছে বলে সিটিসেল জানিয়েছে।দাম কমানোর সাথে সাথে প্রিপেইড গ্রাহকদের জন্যও সিটিসেল জুম আল্ট্রা নতুন কিছু প্যাকেজ ঘোষনা করেছে।যারা পুরাতন জুম ব্যবহারকারি তারা তাদের পুরাতন জুম মডেমটি +১১৯০ দিলেই পাবেন নতুন আল্ট্রা মডেম ।

অভ্রকে কপিরাইট ভংগের নোটিশ পাঠালো জব্বর সাহেব

অভ্র বিজয়ের লেআউট নকল করেছে এই মর্মে গত ২৫শে এপ্রিলি বিজয়ের স্বতাধিকারি মোস্তফা জব্বর সাহেব কপিরাইট অফিসে একটি আবেদন করেছিলেন এর ফলশ্রুতিতে সম্প্রতি অভ্রর বিরুদ্ধে কপিরাইট বিধি লংগের অভিযোগে নোটিশ পাঠিয়েছে কপিরাইট অফিস এজন্য ৭ দিনের ভিতরে জবাব দিতে বলা হয়েছে।তবে এই নোটিশে প্রযুক্তি প্রেমিরা খুবই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দিয়েছে।

আজ এই পযর্ন্তই পরবর্তীতে আরও নতুন নতুন টেকি দুনিয়ার খবর নিয়ে হাজির হবো সেই পযর্ন্ত আল্লাহ হাফেজ

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তথ্য গুলু শেয়ার করার জন্য আপনা অসংখ্য ধন্যবাদ।

গুড নিউজ মামুন ভাই। স্টিকি করা হোক।

তত্থ্যবহুল টিউন. আমার মনে হয় এখানে একটু ভুল আছে, “আইপড” ১ মিলিয়ন বিক্রি হয়নি, “আইপেড( iPAD )” হয়েছে. আইপেড এসেছে কিছুদিন আগে এবং প্রচুদ বিক্রি হচ্ছে.

তত্থ্যবহুল টিউন. আমার মনে হয় এখানে একটু ভুল আছে, “আইপড” ১ মিলিয়ন বিক্রি হয়নি, “আইপেড( iPAD )” হয়েছে. আইপেড এসেছে কিছুদিন আগে এবং প্রচুর বিক্রি হচ্ছে.

Level 0

তথ্য বহুল টিউন, ধন্যবাদ।

একের ভিতর অনেক। আরো ভালোভাবে উপস্থাপন করুন(আরো একটু বিস্তারিত)

    যা লিখেছি তা আমার কাছে ঠিকই লেগেছে।প্রতিটার বিস্তারিত লিখলে অণেক বড় হয়ে যাবে তাই শুধু প্রধান অংশটাকেই হাইলাইট করি।

    Level 0

    না আমার মনে ঠিকই আছে

অনেক কিছু জানলাম। ধন্যবাদ মামুন ভাই।
চিন্তা করছি সফটওয়্যার নিয়ে না লিখে এখন থেকে প্রযুক্তির খবর নিয়ে লিখব। না হলে টিউন নির্বাচিত বা স্টিকি হওয়ার কোন সম্ভাবনাই দেখছি না। 🙁 🙁

    নির্বাচিত হওয়া আর স্টিকি হওয়া কিন্তু ভিন্ন ।নির্বাচিত হলো প্রথম আর স্টিকি দ্বিতীয় ক্যাটাগরি।আর আসলে টেকটিউনস যেহেতু টেকি ব্লগ তাই লেটেস্ট খবরগুলো না থাকলে কি হয়।তাই এই দায়িত্বটা আমিই নিলাম।আর এতে হয়তো টেকটিউনস প্যানেল খুশি হয়েছে তাই তারা স্টিকি করে।
    আর ভাই একটু ভিন্ন ধরনের টিউন করো তাহলেই নির্বাচিত হবার চান্স বেশি।কারন সফটওয়্যারের টিউন নির্বাচিত হবার কোন সম্ভবনা আমি দেখিনা কারণও দেখিনা।

    Level 0

    আমি ও কিছু tips চাই………sticky করার ব্যপারে

    টিপসের কিছুই নাই যে পোস্টগুলো স্টিকি হয় সেগুলোর দিকে তাকাও নিজেই সবকিছু বুঝতে পারবা।

উইন সেভেন জিন্দাবাদ।

অনেক কিছু জানলাম, তবে একটা কথা বুঝতে পারছি না, মাইক্রসফট এক্সপির মৃত্যূ কমনা করছে কেন?

    এইখানেই তো বিজনেস।এক্সপি নিজেই ঘোষনা দিয়ে দিয়েছে যে ২০১৪ এর পর আর কোন সাপোর্ট দিবেনা এক্সপিকে।নতুন মানেই নতুন বিজনেস ।বুঝলেন না ব্যাপারটা।

ভাল এবং তথ্যবহুল টিউন। তবে সিটিসেল জুম আলট্রা মডেমের দাম মাত্র ২৯৯০ টাকা শুনে কষ্ট লাগছে! মাত্র ১ মাস আগে আমি কিনেছি ৪৫০০ টাকা দিয়ে!!! 😀
সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ।

    ইসরেএএএএএএএএএএএ তোমার জন্য আমার নিজেরও খারাপ লাগছে পুরা ১৫০০ টাকা গেলো।আমিতো সিটিসেল জুম ব্যবহার করি চিন্তা করতেছি ১১৯০ টাকা দিয়ে নতুন আল্ট্রা মডেমটা নিয়ে নিবো।

প্রযুক্তি সম্বন্ধে অনেক কিছু জানলাম । ১০০% ধন্যবাদ।

Level 0

আমি broadband use করি

তবে ultra modem kinbo কি বলেন???????????
বিল সিস্টেম কেমন???

    বিলের অবস্হা দেখলে হার্টফেল করবেন।আল্ট্রাতে বিশাল বিল।আমি যেটা ব্যবহার করি ৫ জিবি ৭০০ টাকা।

    Level 0

    কন কি???????

    আমার ত SOFTTWARE ডাউনলোড হয় ৪-৫ গিগা……আচ্ছা আমি যদি ৫ গিগা খরছ করতে কয়েক মাস লাগাই………

    আমি limited আয়ের মানুষ হলেও unlimited use করি । তাই grameen এর P3ই আমার ভরসা ।

    না একমাসেই ৫জিবি শেষ করতে হবে।

Level 0

তবে এক্সপি সেরা

    সেভেন ব্যবহার করলে এটা বলতেন না ।একবার ব্যবহার করেই দেখুন তারপর বলেন।

    Level 0

    আমি!!!!!!!!!!!
    কিছু মনে কইরেন্না
    আমি OS-7 ২০০৯ এর প্রথম বা তার আগ থেকে কম বেশি ব্যবহার করছি……………
    আর বাংলাদেশের কয়জনে ২২ অক্টোবরের আগে পাইসে??????

    আসলে আমি ৭ কে এক্সপির জায়গা দিতে পারবোনা

    আমাকে কেও genuine WIN7 এর ডাউনলোড লিঙ্ক দিতে পারেন ?

মজা পেলাম টিউনটি পরে অনেল ধন্যবাদ সাবটাইটেল মামুন ভাই

Level 0

জটিল নিউজ………………….

ধন্যবাদ

চালিয়ে যা মামুন ……

great tune & windows 7 is the best …