আপনারা অনেকেই জানেন আমি টেকি দুনিয়ার নিউজগুলোর আপডেট নিয়ে কিছুদিন পর পর টিউন করি যাতে আপনারা খুব সহজেই টেকনলজি দুনিয়ার সাথে আপডেটেড থাকতে পারেন। আর সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন ।তাহলে চলুন দেখে নেই গত কয়েকদিনে টেকনলজির দুনিয়ায় কি কি গরম খবর এসেছে
গত ২২শে অক্টোবর রিলিজ হওয়ার পর এখন পযর্ন্ত উইন সেভেনের প্রায় ১০০ মিলিয়ন কপি তার মানে ১০ কোটি কপি বিক্রি হয়েছে যা এখন পযর্ন্ত সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া উইন্ডোজে অপারেটিং সিস্টেম।মাইক্রোসফটের তথ্যমতে প্রতি ১০টি পিসির একটিতে উইন্ডোজ সেভেন বৈধভাবে ব্যবহার হচ্ছে।এই রিপোর্ট দেখে মনে হচ্ছে উইন্ডোজ সেভেনের দিন শুরু আর এক্সপির দিন শেষ।তবে যেখানে মাইক্রোসফট নিজেই চাচ্ছে এক্সপি মারা যাক সেখানে .........
২০১০ সালের প্রথম প্রান্তিকে মানে প্রথম তিনমাসে গ্রামীনফোনের মোট ইনকাম হয়েছে ১৭০৪ কোটি টাকা ।আগের বছরের তুলনায় যা ৮ শতাংশ বেশি। ইন্টারনেট থেকে আয়ও গত বছরের প্রথম ও শেষ প্রান্তিকের তুলনায় যথাক্রমে ৬৫ ও ১৩ ভাগ বেড়েছে, যা মোট রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই তিন মাসে গ্রামীণফোনের নতুন গ্রাহক বেড়েছে ছয় লাখ ৪৫ হাজার। এর ফলে কোম্পানিটির গ্রাহকসংখ্যা দুই কোটি ৩৯ লাখ ছাড়িয়ে গেছে, যা দেশের মোবাইল টেলিফোন বাজারের শতকরা ৪৪ ভাগ।
এই তিন মাসে গ্রামীনফোন ২৩৩ কোটি টাকার কর পরিশোধ করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৬ কোটি টাকা বেশি।
ইদানিং দেখা যাচ্ছে ইন্টেল তাদের নতুন ধরনের আই সিরিজের তিনটি প্রসেসর নিয়ে মার্কেট বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।এই তিনটি প্রসেসর হরো i3,i5,i7 আর এই তিনটি প্রসেসরের দামও কোর টু ডুয়ো এর কাছাকাছিই কিন্তু এত ডুয়েল কোর ধারনাকে আরও পাকাপোক্ত করা হয়েছে।তবে এর বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাই আবার নতুন কোন প্রসেসর আসবে তা বলা মুশকিল।
সম্প্রতি নেট অ্যাপ্লিকেশন জানিয়েছে বর্তমানে ব্রাউজার মার্কেটে ইন্টারনেট এক্সপ্লোরারের বাজার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে বর্তমানে এটি ব্রাউজার মার্কেটের ৫৯.৯% দখল করে আছে।অপরদিকে মজিলা ২৪.৫% দখলে নিয়ে দ্বিতীয় অবস্বাহে এবং গুগল ক্রোম ৬.৭% নিয়ে তৃতীয় স্হানে আছে।অন্যান্য ব্রাউজারগুলোর মাঝে সাফারি ৪.৭% এবং ওপেরা ২.৩% বাজার দখল করে আছে এখানে উল্লেখ্য যে ২০০৩ সালে এক্সপ্লোরারের বাজার ছিল প্রায় ৯৩% ।
অনেকেই হয়তো জানেন যে, অ্যাপল তাদের আইপ্যাড এবং আইফোনে ফ্ল্যাশ সাপোর্ট দেয়া বন্ধ করে দিয়েছে। এর মানে হচ্ছে ফ্ল্যাশ গেমগুলো বা ফ্ল্যাশ দিয়ে তৈরি কোন কিছু আইপ্যাড বা আইফোনে চলবে না। ফ্ল্যাশ সাপোর্ট থাকলে ডেভেলপাররা সব অপারেটিং সিস্টেমের জন্যে একই অ্যাপ্লিকেশন তৈরী করতে পারতেন, ব্যবহারকারীরাও উপকৃত হতেন কিন্তু অ্যাপল এই কাজ করেছে তাদের অপারেটিং সিস্টেমে ব্যাবহারকারিদের ধরে রাখতে।
সম্প্রতি ভোডাফোন ভারতের বাজারে নিয়ে এসেছে মাত্ত ৭০০ রুপির ভোডাফোনের মোবাইল ফোন যা পৃথিবীর সবচেয়ে কমদামি মোবাইল ফোন।মুলত ভারতীয়সহ বিশ্বের লো কস্ট বাজারকে লক্ষ করেই এই সেট তৈরি করেছে ভোডাফোন।এতে মূলত ভয়েস কলকে প্রাধান্য দেয়া হয়েছে।আর ঘড়ি ক্যালকুলেটারের মত কিছু ফিচার আছে।
সম্প্রতি গুগল কিছু কিছু ওয়েবসাইটে নতুন ধরনের গুগল অ্যাডসেন্স লেআউট পরীক্ষা করছে।তবে নতুন ধরনের এই লেআউটের ব্যাপরে গুগল অফিসিয়ালি কিছুই বলেনি।তবে কিছু কিছু সাইটে এই পরিবর্তন দেখা গেছে।নিচের স্কীনশটটি দেখুন।
গুগল তাদের ওয়েব দুনিয়ায় শপিং এর অংশ হিসেবে গত সপ্তাহে কিনে নিলো 3d ডেস্কটপ টেকনলজি বাপ্পটপ।বাম্পটপ দিয়ে ডেস্কটপকে নতুন করে 3d স্টাইলে সাজানো যায়।তবে গুগল কেনার পরে এর আর কোন ভার্সন বের হবেনা।গুগল তাদের বিভিন্ন সার্ভিসে এই টেকনলজি ব্যবহার করবে বলে মনে হচ্ছে।
গত ৩০ শে এপ্রিল রিলিজ পেলো উবুন্টুর নতুন সংষ্করন উবুন্টু ১০.০৪ এর Lucid Lynx LTS সংষ্করণ।
এই সংষ্করনে উবুন্টুকে দেওয়া হয়েছে নতুন চেহারা আর উন্নত করা হয়েছে এর GUI. এই ব্যাপারে আমার একটি টিউন আছে এটা দেখতে পারেন।https://www.techtunes.io/open-source/tune-id/23757/
রিলিজ পাওয়ার মাত্ত ২৮ দিনেই অ্যাপলের আইপেড বিক্রি হয়েছে প্রায় ১ মিলিয়ন ।আর এতে যারপনারই খুবি খুশি অ্যাপল।মূলত অ্যাপলের তৈরি পন্যগুলো একটু ভিন্ন ধরনের স্টাইলিশ হয় যা সহজেই টেকি প্রেমিদের মন কেড়ে নেয়।আর আইপেডের ক্ষেত্তেও তার ব্যতিক্রম হয়নি।তবে এই মাসের মধ্যেই অ্যাপল আইপেড এর ৩জি ভার্সন মার্কেটে আসবে আর এতে বিক্রি বাড়বে এটা হলফ করে বলা যায়।
সিটিসেল তাদের জুম আল্ট্রা মডেমের দাম কমিয়ে ২৯৯০ টাকায় নিয়ে এসেছে ।মূলত ব্যবহারকারি বাড়ানোর উদ্দেশ্য এই দাম কমানো হয়েছে বলে সিটিসেল জানিয়েছে।দাম কমানোর সাথে সাথে প্রিপেইড গ্রাহকদের জন্যও সিটিসেল জুম আল্ট্রা নতুন কিছু প্যাকেজ ঘোষনা করেছে।যারা পুরাতন জুম ব্যবহারকারি তারা তাদের পুরাতন জুম মডেমটি +১১৯০ দিলেই পাবেন নতুন আল্ট্রা মডেম ।
অভ্র বিজয়ের লেআউট নকল করেছে এই মর্মে গত ২৫শে এপ্রিলি বিজয়ের স্বতাধিকারি মোস্তফা জব্বর সাহেব কপিরাইট অফিসে একটি আবেদন করেছিলেন এর ফলশ্রুতিতে সম্প্রতি অভ্রর বিরুদ্ধে কপিরাইট বিধি লংগের অভিযোগে নোটিশ পাঠিয়েছে কপিরাইট অফিস এজন্য ৭ দিনের ভিতরে জবাব দিতে বলা হয়েছে।তবে এই নোটিশে প্রযুক্তি প্রেমিরা খুবই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দিয়েছে।
আজ এই পযর্ন্তই পরবর্তীতে আরও নতুন নতুন টেকি দুনিয়ার খবর নিয়ে হাজির হবো সেই পযর্ন্ত আল্লাহ হাফেজ
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
তথ্য গুলু শেয়ার করার জন্য আপনা অসংখ্য ধন্যবাদ।