বহুদিন আগে একটি বিজ্ঞাপন দেখেছিলাম…

একটি বাচ্চা ছেলে টিভি দেখছে। টিভিতে দেখাচ্ছে তৃষ্ণার্ত এক কিশোর পানির ট্যাপ এর নীচে হাত পেতে রয়েছে। ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে যা এতোই কম যে হাতের কোশে জমছে না। ঠিক তখন টিভি দর্শকের বাবা বেসিনে মুখ ধুয়ে মাত্র সরে গিয়েছেন। কিন্তু কলটি ভালো করে বন্ধ করা হয়নি। পানি পড়ছে। টিভির রিমোট রেখে ছেলেটি দৌঁড়ে এসে কল যেই কল বন্ধ করলো, টিভিতে দেখানো ছেলেটির কলেও পানি আসলো। প্রাণ ভরে সে চুমুক দিচ্ছে।

2010-05-01 23 16 46

''বুয়া, বাথরুমের কলটা ছেড়ে দাও। বালতি ভরুক। গোসল করবো।'' বলে রিমোট হাতে নিয়ে বসে গেলাম টিভি দেখতে। এক বালতি ভরে তিন বালতি যখন নষ্ট হলো তখন অন্য কেউ বাথরুমে ঢুকতে গিয়ে বললো, ''কল ছেড়েছে কে?'' তখন হুঁশ হলো।

ব্রাশ করে বেসিনে মুখ ধুতে এসে মাড়ি ম্যাসেজ করছি। জিহ্বা সাফ করছি। আয়নায় চেহারা দেখছি। চুলে আঙুল চালিয়ে ভাব নিচ্ছি। কল চলছেই ননষ্টপ।

শাওয়ার ছেড়ে দিয়ে গুনগুনিয়ে এলবামের সবগুলো গান গাওয়া শেষ হয়ে গেলেও গোসল শেষ হচ্ছে না।

ওজু করতে বসে যখন দোয়া পড়ছি তখনও এক সারিতে সবগুলো কল চলছে ননষ্টপ।

বাসায় এসে পানির ট্যাপ ছেড়ে এক ফোঁটাও পানি নেই দেখে গালি দিয়ে বলছি, ''পানিই দিতে পারে না। আবার ডিজিটাল বাংলাদেশ গড়বে।'' অথচ খোলা ট্যাপটি আর বন্ধ করছি না। পরে পানি এসে বাথরুম ভেসে যাচ্ছে।

পত্রিকায় খবর দেখছি, ''গর্ত করে ১৫/২০ ফুট নীচে শ্যালো মেশিন বসিয়েও পানি পাওয়া যাচ্ছে না।'' মনে কোন বিকার আসছে না।

2010-05-01 23 38 53

এ টিউনটি যখন দেখছি, বাথরুমের নষ্ট কলটি দিয়ে তখন সরু ধারায় পানি পড়ছে। পড়ছে সারা বছর। কলটি বদলানোর কথা মাথায় আসছে না...

Level 0

আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবস্থা এখন এমন দাড়িয়েছে যে, আমরা সবাই পানির জন্য হা হুতাশ করি। সরকারের ফোরন কাটি… কিন্তু নিজেরা সাবধান হইনা। ভালো বলেছেন। আমি বাকরুদ্ধ………. “আমাদের দেশে কবে সেই মানুষ হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে” ।

    টিউনের কোয়ালিটি যেমন বিচার করা হয়, তেমনি মন্তব্যের কোয়ালিটি বিচার করা হলে দেখা যাবে, আপনার মন্তব্য বরাবরই অন্যরকম। শুধু ‘দ’, ‘ধ’ আর ‘ন’ দিয়ে আপনি মন্তব্য করেন না সাধারণতঃ।

ভাল টিউন আপনাকে ধন্যবাদ,তবে ইহার সাথে ডিজিটাল বাংলাদেশের কি সম্পর্ক বুঝলামনা আর মসজিদের কথাটাও মানতে কষ্ট হচ্ছে কারন মসজিদ বাসা-বাড়ি নয় যে কেউ একজন কল ছেড়ে দিল আর বন্ধ করার জন্য কারো ছোখে পড়লনা কিন্তু মসজিদে এটা হবার সম্ভাবনা নাই একে বারে তাও আবার অজুর সময় কারন অজু একজন করতে আসেনা অনেকে একসাথে আসেন কারো না কারো ছোখে পড়ার কথা তাইনা?আর ওয়াক্তের সময় হলেতো কথাই নাই অনেক সময় লাইন দিয়ে অজু করতে হয় বেকার পানি পড়ার সময় কই।

    ১। আপনি ঠিক বলেছেন, পানির অপচয়ের সাথে ডিজিটাল বাংলাদেশের কোন সম্পর্ক নেই। কিন্তু পানি, বিদ্যুৎ বা গ্যাস- যে সঙ্কটেই আমরা পড়ি না কেন, রাগে ক্ষোভে ‘ডিজিটাল’ এর গুষ্টি উদ্ধার করি। অথচ নিজেদের স্বভাব বদলাই না। এ সম্পর্কে ‘ফেসবুক গুরু’ আরও ভালো বলেছেন (উপরের মন্তব্য দেখুন)।
    ২। মসজিদেও যে পানির অপচয় হয়, তা মানতে কষ্ট আমারও হয় কিন্তু আমি/ আপনি মানি বা না মানি- এটাই বাস্তব। টিউনটি পড়ার পর দৃষ্টিভঙ্গি যদি কিছুটাও বদলায় তবেই দেখবেন, সর্বত্রই কোন না কোনভাবে পানির অপচয় হচ্ছে।

“Charge Yourself , Everything Will be Change” —- Prothom Alo.

Level 0

ভাল লাগল,

আপনি অলরেডি নতুন একটা স্ট্যান্ডার্ড চালু করে ফেলেছেন টেকটিউন্সে ……… এ পর্যন্ত আপনার বেশিরভাগ টিউনই ভিন্নতর….

ইম্প্রেসিভ

    এডমিন প্যানেলের একটি মন্তব্য আমার মতো নতুন টিউনারদের জন্য অনেক কিছু।

    ভালো টিউনে মন্তব্য অবশ্যই আশে …… সেটা কারো কাছ থেকে চেয়ে নিতে হয় না। এখানে এ্যাডমিন আর নন এ্যাডমিনের কোন ইস্যু নাই। you deserve it

শিক্ষামুলক টিউন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনগুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে টিউন করার জন্য। দেখবেন, এক সময় সবই পরিবর্তন হবে। আমার দেশও একদিন সোনার বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। হয়তো আমরা দেখতে পারবো না। কিন্তু আমাদের ভবিষ্যত প্রজন্ম ঠিকই দেখতে পারবে। আসুন আমরা সে প্রত্যাশাতেই থাকি, নিজেদের তো বটেই পুরো দেশকে সচেতন করার কাজে এগিয়ে আসি। ধন্যবাদ

    আপনি যাই করেন, পরিশ্রম করে করেন, সর্টকাট ব্যবহার করেন না। আবার বুঝা গেল।

টিউন ভালো হয়েছে।

    আপনার মন্তব্যকে আমি একজন বিশেষজ্ঞের মন্তব্য বলে মনে করি। অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

টেকটিউনের নতুন শাখা বেড় করার সময় এসেছে। সুন্দর একটি শিক্ষামুলক টিউন দেয়ার জন্য ধন্যবাদ

    ভাই, আপাততঃ টেকটিউনের নতুন কিচ্ছু বের করার দরকার নেই। খুব সুন্দর চলছে। শুধু বলুন, পাতাগুলো যেন দ্রুত লোড হয়।

Level 0

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

    নূরজাহান নামে ফুটফুটে একটি বাচ্চা মেয়ে আমাকে বলেছিলো, আমার নামটা ইংরেজিতে লিখে দিন তো। আমি লিখেছিলাম, ”Noor-Zahaan”. আজ ভাবছি, বানানটা কি ভুলই হলো?