অভিযোগ নামে কোন ক্যাটাগরী না থাকায় যে বিষয় নিয়ে টিউনটি করছি- তা কোন্ ক্যাটাগরীতে পোষ্ট করবো ভেবে কোন কুল কিনারা না পাচ্ছি না। কারণ টেকটিউনস্- এ যদিও ঘুরে বেড়াই অনেক আগ থেকেই। কিন্তু টিউন করেছি মাত্র হাতে গোনা কয়েকটি।
জনসচেতনতা নিয়ে করা টিউন খোঁজা আমার নেশা। টেকটিউনসেও তাই করতাম। কিন্তু এ বিষয়ে খুব বেশী কিছু খুজেঁ না পেয়ে মূলতঃ পাবলিক এওয়্যারনেস নিয়ে টিউন করতেই এখানে রেজিষ্ট্রেশন করি। তবে এমনও হতে পারে যে, সার্চ কী ওয়ার্ড ম্যাচ করেনি বলে আমি জনসচেতনতা নিয়ে তেমন কোন টিউন এখানে খুঁজে পাইনি।
পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে পেশাগত কাজ করতে গিয়ে দেখা দেয়া ছোট্ট একটি সমস্যা নিজের মতো করে সমাধান করেছিলাম- অন টেষ্ট হিসেবে এ বিষয়ে সর্বপ্রথম টিউনটি করি। এরপর গ্রামীণ ফোন নিয়ে ব্যাঙ্গাত্মক একটি এবং অনেক খেটে খুটে ডেঙ্গু জ্বর ও হার্ট এ্যাটাক নিয়ে দু'টি টিউন পোষ্ট করি। মান ঠিক রেখে নতুন টিউন সংখ্যা বাড়াতেও দু'টি টিউন করি।
সবাই নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন সহজ সরল একগাদা জনসম্পদের এ দেশে জনসচেতনতা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এমন অনেক কিছুর মধ্যে ডেঙ্গু মশা আর হার্টের অসুখ নিয়ে জনসচেতনতা যে কতোটুকু জরুরী বিষয়- তা বলার অপেক্ষা রাখে না। এমন কাউকে হয়তো পাওয়া যাবে না যার আত্মীয়-পরিজনের মধ্যে কারও এ দু'টি সমস্যার একটিও নেই।
বৃহৎ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে করা টিউন দু'/তিনটি। আর যে ভিত্তি থেকে টিউন করবো অর্থাৎ টেকটিউনস্-এর মঙ্গল কামনায় করা টিউন দু'টি। ভেবেছিলাম এ ৪/৫টি টিউনের মধ্যে অন্ততঃ দু'টি টিউন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে- ষ্টিকি হবে কিন্তু তা হয়নি।
তবে মজার বিষয় হচ্ছে, মানবজাতি তথা পৃথিবীর প্রাণীকূল ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়- এমন বস্তু নিয়ে করা টিউন ঝুলে আছে দিনের পর দিন।
এর আগে করা সবগুলো টিউনে মন্তব্যের প্রতি আমার প্রচন্ড কৌতুহল ছিল। শুধু এ টিউনটিতে আমি আপনাদের কারো কোন মন্তব্য কামনা করছি না।
আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.
করলাম না মন্তব্য
তবে আপনার মশা বিশয়ক টিউন + জিপির টিউন ভালো লেগেছিলো
আমিও একমত
মানুষের জন্য ধংসাত্তক টিউন …oh boring